নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হেথায় বলিও না সত্য, উন্মোচনে রহস্য, করিও গোপন, যা আছে মম অভ্যন্তরে, যাপিত জীবন, কঠিন ভীষণ, পদে পদে তাহার শত আঘাত, ক্রন্দনে খুঁজিয়া নিও প্রান, তাহার দিব্য চোখে, সব যে দুঃখ মহাসাগর সমান......।।

কিউপিড রিটার্নস

আমি কে খুঁজে ফিরি এখনও আমাকে। আমি কে, জানি এটুকু আমি তার যাকে খুঁজি আমি বারবার, শহরের যান্ত্রিকতায় এপার ওপার, ভালোবাসার।

কিউপিড রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

ফিরে আসুক অতীত - ১

২৫ শে মে, ২০১৫ দুপুর ২:৩৯

শাব্দিক উচ্চতায় নাগরিক জানালায় মেঘ,
বৃষ্টি, আসেনি, হয়ত, চলে গেছে দূরদেশে,
কবিতা নেই, খেয়ে নিয়েছে ঘূনপোকাদের দল,
চাইনা কার্নিশে নামুক রোদ, উত্তাপের মহাসমুদ্র!


ক্ষুদ্র মস্তিষ্কে মনোজগতের হিপনোটিক অত্যাচার,
হারিয়ে যায়, এক টুকরো স্মৃতি, বাষ্পাকারে,
সুর্যাস্তের প্রেম, মাস্তুলের নাবিক, ডুবে যায়,
ঘূণপোকাদের উল্লাসে কবির মৃতদেহ হয়নি সৎকার।


আমিও চেয়েছিলাম, তারকাঁটায় আলাদা হয়ে যাওয়া,
ভালোবাসার এপার ওপারের বর্ডার না থাকুক,
ফিরে আসুক কবিতা, ফিরে আসুক বৃষ্টি মেঘ,
মাস্তুলের নাবিক, খুঁজে পাবে পথ, আবার,
কবিতাগুলো কাগজের পর কাগজে চুষে নিক,
অবাধ্য মস্তিষ্কের রক্তবর্ণ আবেগের কালিগুলো!

কেউ না থাকুক, এই পথে, সে ফিরে আসুক, চন্দ্রালোকে,
কিউপিডএর তীর হাতে, বিদ্ধ করতে আবার আমাকেই।

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৫ বিকাল ৩:২৭

জেন রসি বলেছেন: ক্ষুদ্র মস্তিষ্কে মনোজগতের হিপনোটিক অত্যাচার,
হারিয়ে যায়, এক টুকরো স্মৃতি, বাষ্পাকারে,
সুর্যাস্তের প্রেম, মাস্তুলের নাবিক, ডুবে যায়,
ঘূণপোকাদের উল্লাসে কবির মৃতদেহ হয়নি সৎকার।

চমৎকার কবিতা।

+++

২৫ শে মে, ২০১৫ বিকাল ৩:৪২

কিউপিড রিটার্নস বলেছেন: ধন্যবাদ। :)

২| ২৫ শে মে, ২০১৫ বিকাল ৩:৫৬

শামছুল ইসলাম বলেছেন: কবির মনোবাসনা পূর্ণ হোক:
//আমিও চেয়েছিলাম, তারকাঁটায় আলাদা হয়ে যাওয়া,
ভালোবাসার এপার ওপারের বর্ডার না থাকুক,
ফিরে আসুক কবিতা, ফিরে আসুক বৃষ্টি মেঘ,
মাস্তুলের নাবিক, খুঁজে পাবে পথ, আবার,
কবিতাগুলো কাগজের পর কাগজে চুষে নিক,
অবাধ্য মস্তিষ্কের রক্তবর্ণ আবেগের কালিগুলো!/
/

++ভাল লাগা!!!

২৯ শে মে, ২০১৫ রাত ১০:৫০

কিউপিড রিটার্নস বলেছেন: মাথা পেতে নিলাম।

৩| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

সাদা যাদুকর বলেছেন: কবিতা সুন্দর তবে অতীত ফিরে না আসলেই ভালো। :)

৩০ শে মে, ২০১৫ রাত ১২:০২

কিউপিড রিটার্নস বলেছেন: এটা কিন্তু

ফিরে আসুক অতীত - ২ :)
.
.
আমি চেয়েছিলাম বালিকা ফিরে আসুক,
ফিরে আসুক রাতের শহরে, কাক ডাকা ভোরে,
ফিরে আসুক টিএসসির আড্ডায়, কবির কবিতায়,
ফিরে আসুক, ডুবন্ত চায়ে ভিজে ওঠা নোনতা বিস্কিটে,
অথবা, বিকেলের নাটাই সুতোহীন রঙ্গীন ঘুড়িতে।
.
.
আমি চেয়েছিলাম বালিকা ফিরে আসুক,
ফিরে আসুক তাকে ছাড়া অবাধ্য হয়ে যাওয়া
ভীষণ পাগলাটে এই কবির ঘূণে ধরা মননে।।

৪| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

বর্ষণ মাহি বলেছেন: ভয়ংকর!!! ;)

২৮ শে মে, ২০১৫ বিকাল ৪:২০

কিউপিড রিটার্নস বলেছেন: ভয় তো ভালো নাহ! :(

৫| ২৫ শে মে, ২০১৫ রাত ৮:০১

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । ভাল লেগেছে ।

২৯ শে মে, ২০১৫ রাত ১১:৫৫

কিউপিড রিটার্নস বলেছেন: মচৎকার কিছু ধন্যবাদ ফেরত দিলাম। :) :) :) ;)

৬| ২৫ শে মে, ২০১৫ রাত ৮:০৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৯ শে মে, ২০১৫ রাত ১১:৫৬

কিউপিড রিটার্নস বলেছেন: মাথা পেতে নিলাম। :)

৭| ২৫ শে মে, ২০১৫ রাত ৮:৩০

সাহসী সন্তান বলেছেন: খুব সুন্দর!

৮| ২৫ শে মে, ২০১৫ রাত ১০:৪৯

শতদ্রু একটি নদী... বলেছেন: সাজিয়েছেন দারুন। কবিতায় ভালোলাগা। :)

২৯ শে মে, ২০১৫ রাত ১১:৫৭

কিউপিড রিটার্নস বলেছেন: চিন্তা করে লিখিনি, চলছে চলুক এমন একটা ধারা আমার ভিতর।

অটোপাইলট মুডে দেয়া। :প :) :)

৯| ২৬ শে মে, ২০১৫ সকাল ১০:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার কোবতে। +++

২৯ শে মে, ২০১৫ রাত ১১:৫৯

কিউপিড রিটার্নস বলেছেন: ভিক্টোরিয়াল ভালোবাসা কোবতে বোঝেনি,
চিনেছে সামাজিকতা আর প্রাচুর্য।

অনেক বেশি ভালো লাগলো আপনার অনুপ্রেরণায়।

১০| ২৬ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৬

ই কলম বলেছেন: খুব ভালো । +++++

৩০ শে মে, ২০১৫ রাত ১২:০৩

কিউপিড রিটার্নস বলেছেন: মাথা পেতে নিলাম। :)

১১| ২৭ শে মে, ২০১৫ দুপুর ২:৫০

তুষার কাব্য বলেছেন: চমৎকার কবিতা ।

৩০ শে মে, ২০১৫ রাত ১২:০৩

কিউপিড রিটার্নস বলেছেন: মাথা পেতে নিলাম। :)

১২| ১৪ ই জুন, ২০১৫ রাত ১২:২৩

শখের সাইকেল বলেছেন: /আমি ও চেয়েছিলাম, তারকাঁটায় আলাদা হয়ে যাওয়া,
ভালোবাসার এপার ওপারের বর্ডার না থাকুক,

চমৎকার :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.