নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হেথায় বলিও না সত্য, উন্মোচনে রহস্য, করিও গোপন, যা আছে মম অভ্যন্তরে, যাপিত জীবন, কঠিন ভীষণ, পদে পদে তাহার শত আঘাত, ক্রন্দনে খুঁজিয়া নিও প্রান, তাহার দিব্য চোখে, সব যে দুঃখ মহাসাগর সমান......।।

কিউপিড রিটার্নস

আমি কে খুঁজে ফিরি এখনও আমাকে। আমি কে, জানি এটুকু আমি তার যাকে খুঁজি আমি বারবার, শহরের যান্ত্রিকতায় এপার ওপার, ভালোবাসার।

কিউপিড রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

কিউপিডের শূন্য জার্নাল - ২

৩১ শে মে, ২০১৫ রাত ১১:২৬

কিউপিড,
ভালোবাসায় শুধু শরীরের গন্ধ খুঁজোনা,
লাল লিপস্টিক লেপ্টে যাওয়া ঠোঁটে নির্বাসিত রাজত্ব,
সেই রাতের মিথ্যে প্রতিশ্রুতির হিসেবের গরমিল,
ডেবিট ক্রেডিটের নগদানে শূন্যের অনাকাংখিত যৌন ক্ষুধা!

কিউপিড,
ভালোবাসায় কি শুধুই দু'মুহূর্ত শারীরিক চাহিদা,
নগ্ন উল্লাসে নিভে গেলে নাগরিক আলো,
উন্মত্ত হিংস্র এক অজানা শ্বাপদের বিচরণ,
চার দেয়ালের সাদা রঙের মাঝে কিছু মিথ্যের বসবাস!

কিউপিড,
ভালোবাসায় কি আসলেই নগ্ন শরীরের গন্ধ পাওয়া যায়,
তাহলে,
রেখে দাও তোমার এই ভিক্টোরিয়াল ভালোবাসা,
আমি আমার তোমাকে আমার মত করে ভালোবাসতে চাই....।।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৫ রাত ১২:৫৬

জেন রসি বলেছেন: রেখে দাও তোমার এই ভিক্টোরিয়াল ভালোবাসা,
আমি আমার তোমাকে আমার মত করে ভালোবাসতে চাই....।।

চমৎকার।

২| ০১ লা জুন, ২০১৫ দুপুর ১:৫৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.