নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হেথায় বলিও না সত্য, উন্মোচনে রহস্য, করিও গোপন, যা আছে মম অভ্যন্তরে, যাপিত জীবন, কঠিন ভীষণ, পদে পদে তাহার শত আঘাত, ক্রন্দনে খুঁজিয়া নিও প্রান, তাহার দিব্য চোখে, সব যে দুঃখ মহাসাগর সমান......।।

কিউপিড রিটার্নস

আমি কে খুঁজে ফিরি এখনও আমাকে। আমি কে, জানি এটুকু আমি তার যাকে খুঁজি আমি বারবার, শহরের যান্ত্রিকতায় এপার ওপার, ভালোবাসার।

কিউপিড রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

অহেতুক শব্দঅপচয়

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৫৩

১#

ছিঁড়ে ফেলো, অক্ষত যোনিদ্বার, হত্যা কর, পবিত্রতাকে,
যে দেহে সাক্ষাত অসুর ভর করে, কেউ দেখেনি,
রক্তাক্ত ক্ষত ধুয়ে আবার শুরু কর, এভাবেই, যীশু থেকে,
আমি, তুমি, বা অন্য কেউ, ভালোবাসার নামে ধর্ষণে সুখ খুঁজি,
জেরুজালেম থেকে ইউফ্রেটিস, নীলনদ কিংবা,
পেরুর মালভূমি, ইনকা-মেক্সিকান থেকে চৈনিক সভ্যতায়।

যাবতীয় কাম, নগ্নতা, আজেবাজে, কবিতার স্তুপ, এইসব
জঞ্জালে বসবাস করে রাজ্যের নোংরা মনমানসিক কবিদের দল


২#


"একটি দৃশ্যত সুনীল বিক্রয় হইবে" কবিদের আনাগোনা শুনে,
ক্রেতাদের নিলামের শেষে আমিও ছিলাম, তোমাকে উপহার দিব বলে,
একটি সুনীল, কিছু প্রেমের ছিড়েখোড়া মস্তিষ্কের আঁকাবুকি,
কবিতার নামে, কিছু জঞ্জাল, ফিরে দেখেছি, অহেতুক আকাশ, বর্ণিল।

বোকা কবিদের পিছনে ফেলে, তোমার জন্যে, জয় করেছিলাম,
একটি সুনীল, সত্যের সামনে যুক্তি, ধূসর পৃথিবী, একটি নিরপেক্ষ দীর্ঘশ্বাস,
সবকিছু দিয়ে দিয়েছিলাম, তোমার পদতলে, তুমি ভালোবাসবে বলে,
আর তারপর, বজ্রাহতের মত আবিষ্কার করেছি, কেউ বদলায়নি,
তুমি নারীত্বের গন্ধ মুছে দিতে পারোনি, ভালোবাসার জন্যে, যা আমি,
পেরেছিলাম, তোমায় ভালোবেসেছিলাম, বলে, পৃথিবীকে বৃদ্ধাঙ্গুলি
দেখিয়ে, ঐতিহাসিক চত্বরে মুঠোয় নিয়েছি, জীবন, সমাজের বিপরীত,
মৃত্যুকে আলিঙ্গন করার মুহূর্তেও তুমি উচ্চারিত হচ্ছিলে আমার স্পন্দনে।

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: বেশি বেশি বেশি সেরা ৷ চরম হইছে ৷

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৪

কিউপিড রিটার্নস বলেছেন: ধন্যবাদ, ভাই। :)

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

শুভ্র শৈশব বলেছেন: অসাধারণ ! অসাধারণ !

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৫

কিউপিড রিটার্নস বলেছেন: অসাধারণ মানে তো অতিরিক্ত সাধারণ, হাহাহহাহা ;)

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

হাসান মাহবুব বলেছেন: দারুণ! মুগ্ধ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৬

কিউপিড রিটার্নস বলেছেন: মাথা পেতে নিলাম। :)

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫

আরিফুল৩০০৫ বলেছেন: Health & Lifestyle

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

জেন রসি বলেছেন: অসাধারন হয়েছে।

যাবতীয় কাম, নগ্নতা, আজেবাজে, কবিতার স্তুপ, এইসব
জঞ্জালে বসবাস করে রাজ্যের নোংরা মনমানসিক কবিদের দল


১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৬

কিউপিড রিটার্নস বলেছেন: আপনার মন্তব্য বরারবই স্পেশাল.।.। :)

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বজ্রাহতের মত আবিষ্কার করেছি, কেউ বদলায়নি,
তুমি নারীত্বের গন্ধ মুছে দিতে পারোনি, ভালোবাসার জন্যে, যা আমি,
পেরেছিলাম,

মৃত্যুকে আলিঙ্গন করার মুহূর্তেও তুমি উচ্চারিত হচ্ছিলে আমার স্পন্দনে।

ভালবাসার এই স্থঅনে পৌছাে গেছে যে সেতো পূর্ণ হয়েছে:)

+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.