নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হেথায় বলিও না সত্য, উন্মোচনে রহস্য, করিও গোপন, যা আছে মম অভ্যন্তরে, যাপিত জীবন, কঠিন ভীষণ, পদে পদে তাহার শত আঘাত, ক্রন্দনে খুঁজিয়া নিও প্রান, তাহার দিব্য চোখে, সব যে দুঃখ মহাসাগর সমান......।।

কিউপিড রিটার্নস

আমি কে খুঁজে ফিরি এখনও আমাকে। আমি কে, জানি এটুকু আমি তার যাকে খুঁজি আমি বারবার, শহরের যান্ত্রিকতায় এপার ওপার, ভালোবাসার।

কিউপিড রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

অহেতুক শব্দঅপচয় - ২

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫১

১#

শেষরাতে শহরজুড়ে জারি করা হয় কারফিউ, এরপর,
হত্যার জন্য নিয়ে যাওয়া হয় আরো একজন প্রেমিককে,
যার আমৃত্যু ইচ্ছা ছিলো, প্রিয়তমার, রক্তকমল ঠোঁটে,
আলতো এক চুম্বন এঁকে দেয়ার দুঃসাহসিক আবেদন,
বুকপকেটে পাওয়া এলোমেলো অক্ষরের, চিঠিটা সাক্ষ্য দেয়,
শতাব্দীর ইতিহাসে লেখা, আরো একটি ব্যর্থ প্রেমের মহাকাব্যকে।

হোমার নয়, ইলিয়ড নয়, গিলোটিনে হত্যা করা,
সেই প্রেমিক ছিলো, স্বয়ং প্রেমদেবতা "কিউপিড".........।।


২#

তারপর প্রতিটা দিন আমাদের অনির্ধারিত যুদ্ধ,
তুমি কি কখনও জানবে বালিকা, বারবার কেন
হেরে যাই আমি, কেন যুদ্ধ শেষে, যুদ্ধবন্দী হতে
আমি কার্পণ্য করিনা, বরং তোমাকে হারতে দেখতে
পারিনা বলেই নিজেকে নিজের কাছে হারিয়ে,
তোমাকে জিতিয়ে দেবার মস্ত আয়োজন করি......।।

[দুটোর কোনটিই হয়ত কবিতা নয়, কিন্তু দুটি লেখা দুটি ভিন্ন প্রেক্ষাপটে লেখা, দুটি ভিন্নরূপে ভালোবাসার প্রকাশ।]

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.