নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হেথায় বলিও না সত্য, উন্মোচনে রহস্য, করিও গোপন, যা আছে মম অভ্যন্তরে, যাপিত জীবন, কঠিন ভীষণ, পদে পদে তাহার শত আঘাত, ক্রন্দনে খুঁজিয়া নিও প্রান, তাহার দিব্য চোখে, সব যে দুঃখ মহাসাগর সমান......।।

কিউপিড রিটার্নস

আমি কে খুঁজে ফিরি এখনও আমাকে। আমি কে, জানি এটুকু আমি তার যাকে খুঁজি আমি বারবার, শহরের যান্ত্রিকতায় এপার ওপার, ভালোবাসার।

কিউপিড রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

অহেতুক সত্যঅপচয়

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২২

" কিছু কঠিন সত্য দেখি ফেরি হয়ে বেড়াচ্ছে, শহরজুড়ে,
মিথ্যেবাদীদের দল পিছন থেকে অট্টহাসি হাসে, বলে,
সত্য, সে আবার কী, আমাদের দেখ, সবকিছু মেকি, নকল,
তোমার মত নই আমরা, "পরাজিত, অকাটমূর্খ, গন্ডবেকুব"।
সত্য মাথা নিচু করে চলে আসে, সত্য জানে, পৃথিবীতে চলার
পথে, সে যখন জুতোর ফিতে বাধতে শিখেছে, প্রথমবার, মিথ্যে
তখন বিশ্বব্রহ্মাণ্ড দখল করে, বিধাতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে,
সত্যের সামনে যুক্তি, ভালোবাসা, ছড়িয়ে আছে পথজুড়ে, মৃত।

দিন দিন মিথ্যেবাদীদের খাতায় নাম তুলতে তুলতে, সব
সত্য হারিয়ে যাচ্ছে, নষ্টদের ভিড়ে, নগ্নতার চাদরে ঢেকে থাকা,
নাগরিক পথগুলোতে লুটোপুটি খায় সত্য, ফিকে হয়ে আসে,
অস্তিত্বশুন্য হয়ে যাবার যুদ্ধে, সত্য আজ পৃথিবীতে পুরোপুরি বিলুপ্ত। "

:'(

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

জেন রসি বলেছেন: সত্য এবং মিথ্যার চাইতেও ভয়াবহ হচ্ছে মিথ্যা মিশানো সত্য।

কবিতা চমৎকার হইছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৯

কিউপিড রিটার্নস বলেছেন: সামুতে লেখা মানেই আপনার মন্তব্যের অপেক্ষার মত। :) লিখি আর আপনার মন্তব্যের অপেক্ষা করি। :)

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৭

হাসান মাহবুব বলেছেন: প্রথম অংশটা ভালো ছিলো। শেষের চার লাইন সাদামাটা লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.