নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

নিজেই নিজের জন্য যে পৃথিবী সে সাজিয়েছে.. সেখানেও ... দীর্ঘশ্বাস!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩

শহরে রাত নেমে এলে বুকটা মোচড় দিয়ে ওঠে, এখন যেতে হবে, ক্লান্ত শরীরটা এলিয়ে দিতে--
সেই ইচ্ছা এখন আর হয় না, বিশ্ববিদ্যালয় জীবনের মত-- তাহলে কাটিয়ে দেয়া যেত, রাত বিরাত- বহুরাত না ঘুমিয়েই-- সে তো কাটিয়েছে! এখন পারে না।

হয়ে ওঠে না, শরীর কুলায় না, চোখের পাতায় নেমে আসে রাজ্যের ক্লান্তি... নির্ভার হতে একটা ঘুম তার দরকার-- সেটিও হয় না!

দুঃস্বপ্ন, জেগে থাকা কষ্ট তার মাথার ভেতর ঘুরে ফিরে আসে--

ভালই কাটছিলো, শৈশবের দিনগুলো... সে সব ফিরে পেতে ইচ্ছে করে.. পারে না

অথচ এক সময় ভাবনায় ছিল-- যত দ্রুত সম্ভব, বড় হতে হবে! বড় হলে সংসার হবে, সন্তান- জীবন

তার সবই তার হয়েছে! সুখ হয়নি, সুখ সে চায়ও নি! চেয়েছে ঝামেলাহীন একটা জীবন-- তাও হয়নি। শরীরের উপর শরীর থুয়ে নিজেকে আরেকবার দেখে নেয় সে...

উত্তরের বাতাস বইছে, শীত ঝেঁকে বসেনি নগরে.. শীত যায়.. বসন্ত আসে..গ্রীষ্ম... বর্ষা.. তার জীবনের সেই একই হাল...
তবুও তার বাঁচার প্রচণ্ড রকমের লোভ-
সেই লোভে, পাপে .. পাকে নিজে ডুবতে থাকে.. এবং এভাবে জীবন ক্ষয়ে যায়...

একেকটা রাত নিয়ে আসে তার কাছে জীবনের প্রচণ্ড কষ্ট--- সীমাহীন উৎসবহীনতায় ডুবে থাকে একেকটা দিন।
তবুও সন্তানের মুখের উপর চোখে রেখে ভাবে- এ জীবন; এ জনম- এ টিকে থাকা -- সবই স্বার্থক!

একেকটা সকাল, একেকটা ভোর ওদের গালের উপর দুপুরের কড়কড়ে রোদ্দুরের মতই উচ্ছ্বল আনন্দ নিয়ে আসে! আসবে! এমন ভাবনাগুলোও যখন তার মিথ্যে হয়ে যায়!
তখনো সে ভাবে... আরেকটি নতুন দিন আসবে.. পরিচ্ছন্ন.. সাজানো ... সুন্দর .. উচ্ছ্বল আনন্দে মগ্ন!

আসে না, তাতেও কষ্ট নেই তার !! তবুও ... কিছু একটা নেই ... কিছু একটার অপেক্ষা করে জীবনের কয়েকটা দশক... হাঙরের বুকে গেছে... তবুও টিকে থাকার লড়াই। টিকে থাকা ... টিকতে চাওয়া --- জীবনের প্রতি এত মমতা তার কবে জন্মেছে ... নিজেরই মনে নেই!

জীবনের প্রতি এত মমতা... মেরুদণ্ড ভেঙ্গে দিচ্ছে... নিজেকে আবিষ্কার করছে টিকটিকির মত... আবিষ্কার করছে হাঁসের মত... পাতি হাঁস কিম্বা ভোরের খোয়াড়ে হুঙ্কার দেয়া মোরগের মত...
তবুও বাঁচতে... টিকতে নিরন্তর লড়ে যাওয়া!
কী অদ্ভূত...কী অদ্ভূত...
এমন তো হবার কথা ছিল না!

নিজেই নিজের জন্য যে পৃথিবী সে সাজিয়েছে.. সেখানেও ... দীর্ঘশ্বাস!
ভাবনা-- সবার সব হয় না। অনেক কিছু হয় না । তাহলে মেনে নাও! মানিয়ে নাও!
এভাবে.. মিশে যাচ্ছে .. মিলিয়ে যাচ্ছে...! নিজের সব টুকু!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৩

বিজন রয় বলেছেন: সবকিছুতেই মানিয়ে নিলে অনেক সময় ফলাফল ভাল হয় না।

++++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০

মোরতাজা বলেছেন: হুমমম ।। ধন্যবাদ পাঠ করার জন্য!!

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

ধ্রুবক আলো বলেছেন: তবুও টিকে থাকার লড়াই টিকে থাকার জন্য, আর মানিয়ে নেয়া.,,,,
+++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

মোরতাজা বলেছেন: অনেক ধন্যবাদ পাঠ এবঙ মন্তব্যের জন্য।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

ক্লে ডল বলেছেন: মানিয়ে নেওয়া আর মেনে নেওয়ার মাঝে জীবন বয়ে যায়! দীর্ঘশ্বাসের রাজত্ব বড় বিশাল। তা ফুটপাতে শুয়েও আসে, এসি রুমে শুয়েও আসে। :)

ভাল লাগল আপনার লেখা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

মোরতাজা বলেছেন: পাঠ এবং মন্তব্যের জন্য, অনেক ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.