নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

কমুনিস্ট মনজুরের ওমরা পালন এবং

১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৪

কমুনিজম মানে ধর্মহীনতা, এমন পঠন রাষ্ট্রবিজ্ঞানে পড়ানো হয়েছে বলে, মনে করতে পারছিনা। ধর্ম ,কারো পার্সোনালও নয়, রাজনৈতিকও নয়। ধর্ম, সার্বজনীন। কমুনিস্ট মনজুরের ওমরা পালন নিয় 'তামাশা' নোংরামি ছাড়া কিছু নয়।
মনজুর মোছলমান। তার ধর্ম ইসলাম। সুতরাং তার মক্কা মদিনায় যাওয়া খুবই স্বাভাবিক এবং জীবনঘনিষ্ঠ কাজ ।
আমরা তাঁকে উৎসাহ দেই, অপরজনকেও বলি,সামর্থ থাকলে একবার যাও,আল্লাহর কসম, দুনিয়াতে হজ বা ওমরা হজের এর চেয়ে প্রশান্তি দেয়ার মত আর কোন কাজ নেই।
ভালো কাজকে ভালো, মন্দকে মন্দ বলা উচিৎ। বেহুদা সমালোচনা বন্ধ হোক। শুভ কামনা।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০১

খায়রুল আহসান বলেছেন: ভালো কাজকে ভালো, মন্দকে মন্দ বলা উচিৎ - ঠিক।

১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৫

মোরতাজা বলেছেন: ধন্যবাদ।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যারা মানুষের ধর্মের বিরোধীতা করে তারা যেমন কু-মানুষ ঠিক যারা অন্যের ধর্ম বিশ্বাস নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে তারাও কু-মানুষ।

১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৬

মোরতাজা বলেছেন: দ্বি-মত করছি না।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
ফুল দেখে বুজে নিনি কি বলতে চাই

১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৬

মোরতাজা বলেছেন: :)

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩

নতুন নকিব বলেছেন:



প্রিয় মোরতাজা ভাই,
শুরুলগ্ন থেকে পৃথিবীতে এযাবত যতগুলো মতবাদরে উদ্ভব ঘটেছে এবং বিকাশ লাভ করেছে তার মধ্যে কমিউনিজম নিকৃষ্টতম একটি। এই মতবাদে বিশ্বাসী কমিউনিস্টরা আল্লাহকেই স্বীকার করে না। নাস্তিক্যবাদী এই মতবাদটির গোড়াপত্তন এমনইভাবে হয়েছে যাদের সংবিধান বিশ্ব প্রভূ বা প্রতিপালক বলে কিছুর অস্তিত্বকেই স্বীকৃতি দেয় নি।

তো যে মতবাদের বা দলের সংবিধান আল্লাহকে স্বীকার করে না সেই দলের পতাকাতলে থেকে, সেই দলের কর্মী হয়ে, নেতা হয়ে, সেই দলের কর্মকান্ডে অংশগ্রহন করে, সেই দলের নূন-অন্ন ভোগ করে একজন লোকের নিজেকে মুসলিম বলে দাবি করার সুযোগটা থাকে কিভাবে, দয়া করে একটু বুঝিয়ে বলবেন?

এরকম লোককে যখন হজ্বে যেতে দেখা যায়, তখন কেমন কেমন যেন আল্লাহর সাথে ঠাট্টা-তামাশা করতে যাচ্ছে বলে মালূম হয়।

তবে, নাস্তিক্যবাদী আল্লাহর দুষমনদের দলে নিজের নাম লিখিয়ে এরা বিত্ত- বেসাত- বিলাস- বৈভব এগুলোর নাগাল যেমন সহজেই পেয়ে যায় তেমনি এক সময় এসে মনের কোনে ভিন্ন স্বাদ জাগে- বাড়ি গাড়ি সবইতো হলো। মানুষতো এখনও হাজী সাব বলে না। আরও একটু সম্মান মানুষের থেকে পেলে খারাপ কি? তাই হজ্বটা করা দরকার। যেই খেয়াল সেই কাজ। হাজী বা আলহাজ্ব তকমাটা এঁটে দেয়ার মতলবটা পূরন হয়ে যায়।

প্রকৃতপক্ষে এই শ্রেনির লোকদের হজ্ব কিংবা অন্য যে কোন আমল কবূল হওয়ার জন্য নিসন্দেহে প্রথমত: তাদের খাঁটি মনে আল্লাহর দরবারে তাওবা করে নাস্তিক্যবাদী দলের সংশ্রব থেকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে।

তবে,
আমাদের দেশের যে মুষ্টিমেয় হাতে গোনা সামান্য সংখ্যক লোক এই মতবাদওয়ালাদের খপ্পড়ে পড়ে থাকেন, অামার ধারনা- তাদের একজনও এদের সংবিধানে লিখিত স্রষ্টা বিরোধী কথাগুলো জানেন না। আর এটা জানতে না পারার কারন হচ্ছে- ওদের সংবিধানসহ অন্যান্য বই-জার্নাল ইত্যাদি বাংলা ভাষায় অনুবাদের ক্ষেত্রে প্রয়োজনীয় কাঁটছাট করে এখানকার মুসলমানদের বিশ্বাস উপযোগী করে তারপরেই কেবল তা ছাপা হয়ে থাকে।

এর কারন হচ্ছে- এখানকার মানুষ ধর্মভীরু। আল্লাহর বিরুদ্ধে কোন কথা এরা কোনভাবেই সহ্য করবে না। এই মহাসত্যটি তারা ভালভাবেই উপলব্দি করেন বলেই তাদের কারসাজির আশ্রয় নেয়া।

এরপরেও,
ব্যক্তিগতভাবে আমি কোন নির্দিষ্ট লোককে তার নাম নিয়ে অপমানমূলক প্রচারনা চালানোর পক্ষে নই। আমার জানা নেই, এই লোকটি তাওবা করে আল্লাহর কাছে মাফ চেয়েছে কি না এবং তা কবূল হয়েছে কি না।

ভাল থাকবেন নিরন্তর।

আমার ব্লগে স্বাগত।

১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৭

মোরতাজা বলেছেন: 'ব্যক্তিগতভাবে আমি কোন নির্দিষ্ট লোককে তার নাম নিয়ে অপমানমূলক প্রচারনা চালানোর পক্ষে নই। ' একমত।।

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৭

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ধর্ম ব্যবসা

১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

মোরতাজা বলেছেন: :)

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:



প্রথমত, বাংলাদেশে কোন কম্যুনিস্ট নেই; আপনি কি বলতে কি বলেন নিজেও বুঝেন না; সব মানুষ মক্কা একই কারণে যান না; অনেক লোক টাকা আয় করতে যান, কেহ শুধু চুরি করতে যান, বাংলাদেশের ২৫% মানুষ টাকা আয় করতে যান।

১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৪

মোরতাজা বলেছেন: হতে পারে। কিন্তু আমি আপনার তথ্যটা নিশ্চিত করে জানতাম না।

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া যান সুইস একাউন্টে লেনদেন করার জন্য। সবাই একই কারণে ওখানে যান না, এটা বুঝতে পারলে আপনার ধরণা বাড়বে।

১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৬

মোরতাজা বলেছেন: ও আচ্ছা!

৮| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩১

নতুন নকিব বলেছেন:



মন্তব্যে উত্তর দেয়ায় কৃতজ্ঞ!

'ব্যক্তিগতভাবে আমি কোন নির্দিষ্ট লোককে তার নাম নিয়ে অপমানমূলক প্রচারনা চালানোর পক্ষে নই। ' -কথায় একমত হওয়ায় আনন্দিত!

কিন্তু-

I know, You are a great Muslim. আর As a muslim দয়া করে যদি নিচের বিষয়গুলোতেও আপনার দৃষ্টিভঙ্গি শেয়ার করতেন তাহলে ধন্য হতাম।

"এই মতবাদে বিশ্বাসী কমিউনিস্টরা আল্লাহকেই স্বীকার করে না।"

"প্রকৃতপক্ষে এই শ্রেনির লোকদের হজ্ব কিংবা অন্য যে কোন আমল কবূল হওয়ার জন্য নিসন্দেহে প্রথমত: তাদের খাঁটি মনে আল্লাহর দরবারে তাওবা করে নাস্তিক্যবাদী দলের সংশ্রব থেকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে।"

শুভ কামনা নিরন্তর।

১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৮

মোরতাজা বলেছেন: ধন্যবাদ। আপনার মন্তব্যের পুরো অংশের উত্তর দেওয়ার আগে আমার একটু পড়াশোনা দরকার। সে জন্য আমি পূর্ণ উত্তর দিতে পারিনি বলে দুঃখিত।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫০

নতুন নকিব বলেছেন:



কষ্ট করে উত্তর দেয়ায় কৃতার্থ।

পুরো লেখাটির বিষয়ে মন্তব্য করার পূর্বে আপনার জেনে নেয়ার ইচ্ছেকে সাধুবাদ। অচিরেই আমার মন্তব্যের উপরে আপনার বিস্তারিত এবং মূল্যবান অনুভূতি আমরা জেনে উপকৃত হতে পারব- অাশা করি।

আসলে আমাদের প্রত্যেকের নিজের জন্যই এসব স্পর্শকাতর কিছু বিষয়ে সঠিক এবং স্পষ্ট ধারনা থাকা প্রয়োজন।

ভাল থাকবেন ভাই।

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩

মোরতাজা বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.