নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

আই লাভ ইউ টেরাম্প!

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪১



পিকচার সূত্র : usmagazine.com

আই লাভ ইউ টেরাম্প! কোন রকমের ভনিতা না করে তুমি যা, তাই করে দেখাচ্ছ। আমি এটাই ভালোবাসি। তুমি সহজেই হিলারিকে মৈথুনের কথা বলতে পারো। বাইবেলে হাত রেখে গডের নামে আম্রিকাকে উৎসর্গ করতে পারো। তুমি তোমার স্ত্রীর নগ্ন ফটোশুটে আন্দোলিত হও! ভনিতা ছাড়াই তুমি বলে দাও... ওরে... টাইম নাই। শিষ্টাচার, সভ্যতা, কর্পোরেট ভালোবাসা আর শঠতার রাজনীতি তো সেই দিন এলো। এই যে উপ্রে ছবিটা দিলাম, দেখেন না। বেচারা একেবারে নির্দোষ। তার স্ত্রীর কোমর ধইরা নাড়াইতেছেন। বুশ তো ইনডিয়া গিয়া ঐশ্বরিয়ার কোমর ধইরা নাড়াইছিলো। তাইলে কন, কে বেশি চরিত্রবান। রাজনীতি বিজ্ঞানে তুমি নতুন উপাদান। অভিনন্দন টেরাম্প ব্রাদার।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
ভালো কইছেন। এই কলাটা খান। খুশী হইয়া দিলাম।

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৬

মোরতাজা বলেছেন: টেরাম্প ব্রাদার কিন্তু পুরাটা ছিলা খায় ;)

২| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: স মস্যা কি! বুশ, ওবামা, ট্রাম্প প্রত্যেকে মড়ার আগে শুদ্ধ হওয়ার জন্য গঙ্গা স্লান দিবেন।

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৭

মোরতাজা বলেছেন: হ, ভাই। ঠিকই কইছেন।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
এ গুলা টেরাম্প ও তার বউয়ের জন্য। যদি মোগো একটু সুল্ক মুক্ত সুবিধা দেয়।

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৭

মোরতাজা বলেছেন: ;)

৪| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
আমরাও এক বোতল তৈল দিতে চাই। এ কাজে আমরা সরকারি বাধা মানব না।

১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৫

মোরতাজা বলেছেন: :D

৫| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮

কানিজ রিনা বলেছেন: মনে হইতাচে ট্রাম্প নানা ব্য়াক দেশের ম্রোলগো ট্রাফে ফালাইয়া নিজে প্রধান মোরল হইতে চ্রেরেষ্টা
চালাইব।

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

মোরতাজা বলেছেন: অয় অয় ;)

৬| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৭

ভবঘুরে যাত্রি বলেছেন: লুল খুব মজার ছিলো

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৫

মোরতাজা বলেছেন: :P

৭| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৪

একজন সত্যিকার হিমু বলেছেন: স্পষ্টবাদীতা ও অপ্রিয় সত্যবাদীতার জন্য ট্রাম্পকে আমার পছন্দ হয় ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৬

মোরতাজা বলেছেন: ইয়েস! আমারো।

৮| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫০

ভাবুক কবি বলেছেন: কিচ্ছু বলার নাই।
আপনারা অভিজ্ঞজনরাই বলেন। আমি দর্শক হইয়্যা দেখি ও পাঠক হইয়্যা পড়ুম।

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৮

মোরতাজা বলেছেন: :P

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা... দারুণ পোস্ট। ফরিদ আহমদ চৌধুরীর মন্তব্যগুলোও মজার।

১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৪

মোরতাজা বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.