নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

#TheCityBank এটাকে বলে এনি টাইম ব্যাংকিং !

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৩



ছবিটি সকাল ১১টা ৩১ মিনিটে সিটি ব্যাংকের ইউটিসি ভবন শাখার এটিএম'র

সকালে ক'টা টাকার দরকার, দুইটা বিল দিতে হবে কার্ডের। তাই এটিমে গেছিলাম। বসুন্ধরার সামনের এটিএমের প্রহরী কইলো, একটু অপেক্ষা করেন। বল্লাম, অল্পটা কতক্ষণ? কইলেন, ১৫ মিনিট। মেজাজটা বিগড়ে গেলো, ১৫ মিনিট নাকি অল্প। ঠাডা রইদের মইধ্যে ১৫ মিনিট খারায়া থাকমু!
পাশের ইউটিসি ভবনের দোতলায় দি সিটি ব্যাংকের আরেকটা এটিএম আছে, শাখা অফিসের ভিতরে। গেলাম। একই হাল। আউট অফ সার্ভিস। প্রহরীকে কইলাম, কতক্ষণ। কইলো, অল্পক্ষণ। প্রহরী আমাকে উপদেশ দিলো- আশপাশ থেকে ঘুইরা আসেন। আমি কইলাম, কতক্ষণ লাগবো-সেইটা বলেন। কইলো, ৮ নম্বর কাউন্টারে জিগান। জিগাইতে গেলে সাদা শার্ট পরা ভদ্রলোকও প্রহরীয় উপদেশ দিলেন-আশপাশ থেকে ঘুইরা আসেন। মিনিট দশেক পরে চালু হইবো। আর সময় হাতে কম থাকলে, বসুন্ধরা সিটির সামনে যান। সেখানে আমাদের আরেকটা বুথ আছে। কইলাম, ওইটাও একই হাল। তারপর উনি নিজ কর্মে মগ্ন হইলেন। এই হইলো এনি টাইম ব্যাংকিং সার্ভিস! এই হইলো সেবা। অন্য ব্যাংকরে এটিম থেকে টাকা তোল, এবার। বাড়তি মাশুল গোন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৮

রিফাত হোসেন বলেছেন: সিটি ব্যাংকের কার্ড দিয়ে কি অন্য ব্যাংকের বুথ থেকে তুলা যায় না?

আমারটাতো প্রায় সব গুলোতেই নেয়, কয়েকটা ছাড়া।

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৬

মোরতাজা বলেছেন: যায়। তবে কিউ ক্যাশ থেকে।

২| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৯

সুমন কর বলেছেন: কার্ড-ই নাই !!

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৪

মোরতাজা বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.