নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

কওমী সদন লইয়া দুইচার লব্জ

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮




সরকারি নথি: সূত্র অন্তর্জাল


কওমী সনদের স্বীকৃতি একটা দুরদর্শী সিদ্ধান্ত। তাদের মূল স্রোতের সাথে আনার যে সাহস আম্লীগ দেখাইছে, ওটা বিম্পর পক্ষে কোনভাবেই সম্ভব হইতো না।
তবে এ সনদায়ন করার ক্ষেত্রে স্তরগত বিন্যাস ও সমতা আনয়ন দরকার ছিল। মানে হইলো- মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতকের বিষয়গুলোর সমতায়ন। তাইলে কওমি সনদের বাজারি গুরুত্ব বাড়তো। মানে মূল স্রোতে মেশার, চাকুর বাকুরির একটা সুযোগ তৈয়ার হইতো। আমার জানা মতে এটা হয় নাই।
তবে কাজটা যেভাবে সবাই গজ গজ কইরা আলোচনায় লইছেন, ততটা গজ গজ করনের মত না। কারণ হইলো তাদের আপনে বাইরে রাইখা তো নিয়ন্ত্রণ করতে পারবেন না। ভেতরে আইনাই ‍কথা কইতে হবে। যদিও এইখানে নিব্বাচনি নিকাশের কথা হইতেছে। হইবেই। তার পরেও কাজটা ভালো হইছে।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১০

মোরতাজা বলেছেন: ধন্যবাদ।

২| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

কে ত ন বলেছেন: বিএনপি পারতোনা, কারণ বিএনপি এর মধ্যে কোন লাভ দেখতোনা। আওয়ামী লীগ পেরেছে, কারণ তারা এরজনৈতিক মধ্যে নিজেদের রাজনৈতিক বিজয় দেখেছে।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১০

মোরতাজা বলেছেন: এখানেই মূল খেলা। সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা একটা বড় বিষয়।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

রাজীব নুর বলেছেন: সন্দেহ আর অবিশ্বাস...!

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১১

মোরতাজা বলেছেন: আপনার কূটনৈতিক মন্তব্য বোঝা খুবই মুশকিল।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

পদ্মপুকুর বলেছেন: আপ্নের লেখনের মইদ্যে পণ্ডিত রাইসুর টোন আইস্যা পড়ছে..
তবে কথা আপ্নে ঠিকই কইছেন। নিব্বাচনী হিসাব পাশে থুইয়াও কামডা ভালা হইছে।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১১

মোরতাজা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.