নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

কারো জন্য কষ্ট---প্রেম!

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:০২



সেন্টমার্টিন--সৈকতে


ফেসবুকে পাতায় হঠাৎ ভেসে ওঠা কোন কোন মুখ-
মনকে বিক্ষিপ্ত করে!
কারো মুখ আমার সুখ স্মৃতি--
কারো জন্য আমরা কিছু সহানুভূতি; কারো জন্য কষ্ট---প্রেম!

কীভাবে কি করে যেনো; সময়গুলো শেষ হয়ে যাচ্ছে!

মনে আছে এখনো-- সেই শৈশবে-- দিন যেনো বছর!
কৈশোরে দিন কাটতো ছ'মাসে
যৌবনে দিন যেনো মাস!

এখন--
সেকেন্ড দিন ফুরায়! ছলাৎ করে নৌকার ছইয়ে বাড়ি দিয়ে মিলিয়ে যাওয়া গাঙ্গের জল!
ঘড়ির কাঁটা তর তর করে নেমে যায়!
ভাটার জল-- সাথে নিয়ে নামছে বহু আনন্দ-বেদনার গল্প!
অথবা সতেজ-নিস্তেজ ফুল!


সৈকতে-- সেন্টমার্টিন

নদীর কিনারে, সমুদ্রের সৈকতে-- পাহাড়ের উপরে
আমি একা!
অথবা যুগল অথবা বহুমানুষ মগ্ন!

তবুও হঠাৎ করে কেউ গাইলে! হঠাৎ করে কারো আবদারে ডাক শুনলে
কেনো ভেসে উঠে তোমার মুখ! তোমাদের মুখ!
একজন মানুষ বহু মানুষকে প্রেমে বাঁধতে পারে? পারে! আবার পারে না!

জীবন এক অগ্নিপরীক্ষা! কঠোর এবং কঠিন

তবুও আজকাল ফেসবুকের পাতায়, ইন্সটাগ্রামের দেয়ালে---
তোমাদের- তাদের মুখ দেখে মনে হয়-
চাইনি কেনো জীবনের তরে!
এ হাহাকার, এক কষ্ট জাগানিয়া দিন কেনো ডেকেছে; জীবন!

সেই তো ভালো ছিলো-- আকাশ মিশেছে মাঠের ওপারে
দৌড়ে গিয়ে দেখি আরো দূরে
সেই তো ভালো ছিলো--
নৌকার সামনে বসে পা ডুবিয়ে দিয়েছি বঙ্গপোসাগরের জলে

সেই সময়টাই তো ভালো ছিলো ---
তোমার নিঃশ্বাস কাম ছড়িয়ে যাবার বদলে গান ছড়িয়ে গেছে আমার কানে!
এখনো সুর হয়ে তুমি আমাকে জাগিয়ে রাখে প্রেমে!

আহহা জীবন! কী অসীম বঞ্চনার ভেতর দাঁড় করিয়ে পরীক্ষা করে
তুমি চেয়েছো কি! কাকে--
পেয়েছো কি!

সীগাল-- নাফ নদী

তবুও এই তো সান্ত্বনা; অনিন্দ্য আনন্দ উৎসববে ভেসে বেড়ানোর বিকালে--
এখানো সীগাল দেখতে আমি জাহাজে চাপি!
সমুদ্রের জলে পা ডোবানোর জন্য একা হাঁটি দক্ষিণ পাড়ায়!
ভালো লাগে! তোমার --তোমাদের স্মৃতি
আলগোছে চুলের উড়ন্ত গুচ্ছ আর গানের সুর!
আজো কানে বাজে--- 'তুই যদি আমার হইতিরে বন্ধু'!

তবুও আমি জীবন ভালোবাসি---

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৪০

নাঈফা চৌধুরী (অনামিকা) বলেছেন: চমৎকার লাগলো পড়তে! অভিনন্দন!

১৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৫

মোরতাজা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ :)

২| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: খুব আবেগ দিয়ে লিখেছেন।

১৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৫

মোরতাজা বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.