নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

ভাবনা

১৫ ই জুন, ২০১৬ ভোর ৪:০৯

সত্যি তো অভিযোগ করার মত অভিযোগ নেই আর।সব অভিযোগের উর্দ্ধে চলে গেছে জীবন।
আশা আছে প্রত্যাশা নেই,ক্ষমা আছে ঘৃণা নেই, অভিমান আছে অথচ হিংসা নেই।এ এক পরম শান্তির জীবন। এই জীবনে দেখা হয়েছে এমন প্রতিটি মানুষ ভীষণ সুন্দর।এক এক জনের বিশেষ গুন।
আবার প্রত্যেকের মাঝে কোমল হৃদয় ,কারো কারো কঠিন তবে তা বাহিরে,ভেতরের মানুষটাও কোমল,কিন্তু সে কোমলতা খুঁজে পেতে হলে স্নেহের স্পর্শ রাখতে হবে তার মাথায়।বুঝিয়ে দিতে হবে আমিই তোমার আপন।
একটা নিষ্ঠুর সময়ের মাঝ দিয়ে জীবন চলে যাচ্ছে।এই নিষ্ঠুরতা শুধু আমার সময়ে নয় সব কালেই তো ছিল।সব কালেই থাকবে।প্রতিটা মানুষের জীবনে খোঁজ নিয়ে দেখুন-সবাই একটা সংকটের মাঝে আছে।
আমার মনে আছে বার্ষিক পরীক্ষা দিয়ে আত্মীয়ের বাসায় ঘুরতাম। দুদিন থাকতাম।তারাও আসতেন। আমাদের বাসায় থাকতেন।
অথচ এখন কী নিষ্ঠুর সময়, কোন আত্মীয়ের বাসায় যাওয়া মানে তাদের মুখ শুকিয়ে আসা।কেন খেতে দেবার ভয়??? নাহ! ভয়টা অন্য খানে, সে কথায় পরে আসছি।যতদূর মনে পড়ে ইসলামিক বইয়ে পড়েছিলাম -মেহমানের জন্য মেহমানদারী তিন দিন পর্যন্ত।আরো পড়েছিলাম কোন মেহমান যখন অবস্থান করার পর ফিরে যায় তখন সে যাদের বাড়ি গিয়েছিল তাদের সব পাপ নিয়ে সমুদ্রে নিক্ষেপ করার মত অবস্থায় ফিরে যায়।এমনকি মেহমান কে দিয়ে কাজ করিয়েও নেয়া যাবেনা।আপনার মেহমান ভীষণ গুরুত্বপূর্ণ,।মনে করেন নবী রাসূলের যুগে ঘরে খাবার না থাকলেও অপেক্ষা করতেন মেহমানের জন্য।এখন তো ঘরে খাবার আছে তবে ভিন্নতা কোথায়?
খাবার খেতে দেবার ভয়ে নয়,মেহমান দেখলে এখন মানুষ এজন্য প্রথম আতঁকে উঠে বাচ্চার পড়ার ক্ষতি হবে বলে!!কাজ করতে কষ্ট হবে বলে।
তারপর কথায় কথায় অবশ্যই জিজ্ঞেস করবে কতদিন থাকা হবে? অথচ এই প্রশ্ন টা করা আগের দিনে কেউ কাউকে করা মানে একটা অন্যায় প্রশ্ন করা।
সময়ের দোষ বলবেন, কারো কিছু করার নেই বলবেন,এসব মান্ধাতা আমলের বাদ দাও বলবেন।একদম সেকেলে,কী করব এমন থাকতেই ভালো লাগে,বোকা থাকতে ই ভালো লাগে।এত বেশি হিসাব নিকাশের দুনিয়ায় এত হিসাব করতে পারিনা।সবাই ভালো, শুধু এই হিসাবটুকু মাথায় রাখতে চাই।প্রতিটা মানুষ আমার চেয়ে ভালো কাজে এগিয়ে আছে সেই বিশ্বাস নিয়ে বাচঁতে চাই,আরো চাই ভালো মানুষগুলোর ভালো গুনের অধিকারী হতে।এই চাওয়ায় কারো কোন ক্ষতি নেই।
তবে একটা জিনিস বুঝি -কে কোন ধাঁচে আমার সাথে কথা বলছে,কথার এই ধাঁচ টা খুব গুরুত্বপূর্ণ।একবার ভুলভাবে কিংবা একটু জোরে ধমক দিয়ে কথা বললে খারাপ লাগে মনে হয় আমিও পারি ওমন করতে, শুধু তোমাকে তোমার অবস্থার উপর ছেড়ে দিলাম।আমার জন্য আল্লাহ্‌ই যথেষ্ট।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৬ ভোর ৪:৫৭

কালনী নদী বলেছেন: Guests are very important and they are mostly honorable' sista!

২২ শে জুন, ২০১৬ দুপুর ১:০৯

নীল মনি বলেছেন: shukriya :) agree with you :)

২| ১৫ ই জুন, ২০১৬ ভোর ৪:৫৭

কালনী নদী বলেছেন: Guests are very important and they are mostly honorable' sista!

৩| ৩০ শে জুন, ২০১৬ সকাল ১১:১৬

শারলিন বলেছেন: এমন ভাবনা ভাবতে পারে কজনা

২১ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩০

নীল মনি বলেছেন: শুকরিয়া প্রিয় :)আলহামদুলিল্লাহ্‌

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.