নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

রূপালি পত্র

০৮ ই জুন, ২০১৭ রাত ১১:১৮

সে কথা শুনতে প্রাণ ব্যাকুল

ব্যথিত বেদনে সিক্ত হৃদয়ে নীল লোহিত হয়ে
উঠেছে হৃদয় ক্রমে ক্রমে নক্ষত্রলোকের সেতু।
অতঃপর
অনেকদিনের নীরবতা ভেঙে এসেছ ফিরে
স্নিগ্ধ কাঠ গোলাপের সুবাসে।

হাতের মুঠোয় দিয়েছ ভরে একটি রূপালি পত্র।

সমস্ত চিঠি জুড়ে শুধু তীব্র প্রতীক্ষায়
চোখ বুলিয়েছি কী লিখেছ কী লিখেছ বলে!
ধুকপুক করা হৃদয় জেনেছে ঠিকানা
অথচ জানতে পারেনি প্রগাঢ় অনুভবে
মুক্তির পতাকা হাতে নিয়ে বসন্তে তুমি কেমন?
জলের বদলে কী রঙ ঝরে ওই চোখে?
হয়েছ কি কাতর শুধু,এই চোখ দেখবে বলে!
অবশেষে
বিজন বেলায় যুদ্ধ বাঁধে হৃদয়ের।
অথচ দেখ আজও দাঁড়িয়ে
রূপালি পত্র হাতে নিয়ে
সাহস হয়ে উঠেনি আর
ঠিকানা ছিঁড়ে ভেতরে প্রবেশের।
শুধু
সহস্র কল্পনার কালিতে ভেবেছি রোজ নতুন করে
লিখেছ তুমি হাজার কথা,যে কথা বলবে বলবে
করে বলা হয়ে উঠেনি আর।
এসে দেখ পড়ন্ত বেলাতেও
হৃদয় আমার আজও শুনতে ব্যাকুল
কী লেখা ছিল তোমার রূপালি পত্রে
সাহস হয়ে ওঠেনি ঠিকানা ছিঁড়ে
তোমাতে প্রবেশ।

_রুবাইদা গুলশান

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৭ রাত ১১:২২

কুঁড়ের_বাদশা বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +

২| ০৯ ই জুন, ২০১৭ রাত ১:৩২

নীল মনি বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা :) ও শুকরিয়া

৩| ০৯ ই জুন, ২০১৭ রাত ২:১২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: বাহ,ভালো লাগলো।সুন্দর লিখনি।
বিঃদ্র:কবিতা কম বুঝি বলে এর বেশি কিছু বলছি না।

৪| ০৯ ই জুন, ২০১৭ রাত ৩:০৪

নীল মনি বলেছেন: যে টুকু বললেন সেইটুকু কম কিসের।শুকরিয়া ও কৃতজ্ঞতা জানায়।

যখন কেউ উৎসাহ দেয় তখন লেখার ইচ্ছে বেড়ে যায়।আজকাল কিন্তু উৎসাহ দেয়া মানুষের বেশ অভাব।

:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.