নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

চিরকুটের ফুল

০৯ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৯

ভালোবেসে যে যা দেয় সব রেখে দিই।মানুষের সব কিছু ফেলে দেয়া গেলেও ভালোবাসা ফেলে দেয়া যায় না।বড় মাপের লেখিকা নই, অথচ কিছু মানুষ ভালোবেসে এটা ওটা দেয়।কেউ কেউ চিঠি দেয়,কেউ কেউ ঝকমকে কাগজ মুড়িয়ে পার্সেল পাঠায়।

পর পর কয়েকটা চিঠি আসে তাতে লেখা থাকে "আপনাকে পাশে চাই।"কোন নাম থাকে না, চিঠিটা হাতে নিলে কেমন যেন লাগে মনে হয় একবার তার সাথে দেখা হলে শুনে নিব কেন পাশে চাই!

বসন্তের মিষ্টি সকাল।চিঠি আসে, সাথে পার্সেলও।পার্সেল খুলে দেখি সেখানে আছে একটি নীলচে ফুলের গাছ,তাতে ফুল ফুটে আছে।তার ভেতরের চিরকুটে লেখা-"বারান্দায় আসুন,একটা ছেলে দাঁড়িয়ে আছে।"

'আমাদের শহর' গল্পটিতে লিখেছিলেন -

"একটা সময় ভাবতাম যে আমাকে ভালোবাসবে তাকে ল্যাভেন্ডার ফুল নিয়েই আমাকে ভালোবাসার কথা জানাতে হবে।"

"ভালোবাসি আপনাকে,পাশে চাই আপনাকে।"

আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। উপর থেকে দেখি আনুমানিক ২৫ বছরের এক তরুণ সাদা শার্ট পরে একগুচ্ছ নীল ফুল নিয়ে দাঁড়িয়ে আছে গাছের নিচে,অথচ আমার বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই।

আমি বারান্দা হতে ঘরে ফিরে এলাম অথচ আমার ইচ্ছে করছিল ছেলেটাকে একটু কাছ থেকে দেখি।

ছেলেটা যদিও নিচে তবুও সহস্র মাইল দূরে আছে যেন সে, আমি তার কাছে গিয়ে শুনতে পারি না কেন পাশে চাই এই আমাকে?

আমার সাহস হইনি,তাই ম্যানেজারকে দিয়ে ফুলের গাছ সহ একটা চিরকুট হাতে দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছি।

চিরকুটে লিখে দিয়েছি, " তোমার ফুলের যত্নের মাঝে হোক হাজার ফুলের ঠাঁই।"

_রুবাইদা গুলশান

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৭ দুপুর ১২:১১

তারুন্যের দামামা বলেছেন: দারুন লিখছেন..

২| ০৯ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩০

নীল মনি বলেছেন: শুকরিয়া ☺☺

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.