নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

সুন্দর তুমি

১৫ ই জুন, ২০১৭ ভোর ৪:৩৪

এটি অতি সাধারণ,যা লিখি তা যেন হঠাৎ মুছে যায়।
মুছে যায় জীবনের ফেলে আসা অধিক সময়।
যেখানে ছিলাম না অথচ সেখানে চলে যাই
জানি এটি বিশ্রি রকম সুন্দরী রোগ,নামটিও মিষ্টি
তুমি হয়ত কখনোও কখনোও শুনে থাকবে!
জানো তো
এটা হলে মানুষ হঠাৎ হারিয়ে যায় প্রিয় কোন জায়গায়।
এমনটিই হল - সাগরের তীর ধরে বালুর রেখায় পদ চিহ্ন আঁকার পরই জল মুছে দিল পায়ের পদচিহ্ন।
তারপর
পায়ের দিকে তাকিয়ে হঠাৎ দেখি সাদাটে শামুক,লুকায় খোলসে।
কুড়িয়ে নেয়ার সাথেই সাথেই হাতের মুঠোয় যখন তখন
মনে হল হারিয়ে গেলাম অন্য তীরে
যেখানে সাদা সাদা ফুলের পাঁপড়ি জলের তোড়ে আঁছড়ে পড়েছে বারে বারে চিকচিকে বালির উপর।
আকাশে উড়েঁছে ঝাঁক ঝাঁক পাখি সন্ধ্যার বিদায় সকরুণ সম্ভাষণে
অথচ আমি জানি এখন খুব সকাল কিংবা ভুল হতে পারে এখন হয়ত সন্ধ্যা!
দ্বিধা আর দ্বন্দ্বের 'ডেজা ভু' জগতের মানুষ আমি!

শুন্য সীমান্তে মেঘের ছড়াছড়িতে বসে আছি পাথর জলে পা ডুবিয়ে সুনিবিড় নিমগ্নতায়,অথচ পর্যটক আমিই তো হেঁটেই যাচ্ছিলাম সাগরের তীর ধরে
আর হয়ত মনোভূমিতে তখনও বেজে চলেছিল একঘেয়ে বালিয়ারী সুরের গান
"সুন্দর তুমি, তুমি যে মহান।
সুন্দর তুমি,তুমি যে মহান।"

আকাশ, সমুদ্র,আর নোনা জল
আমার ভেতর থেকে
ঘ্রাণ পাই শুধু যে তোমার।
তুমি আছ,তুমি আছ, যেখানে আর অন্য কেউ থাকে কিংবা থাকে না,সমগ্রতায় তুমি আছ
যা কখনও যায় না মুছে ফেলা স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৭ ভোর ৬:৫৩

তপোবণ বলেছেন: দারুণ লিখেছেন, যেখানে আমি বুঝতে অক্ষম সেখানে আমার মনের মতো করে অর্থ করে নিয়েছি।

২| ১৫ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৮

নীল মনি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা :)

৩| ১৫ ই জুন, ২০১৭ সকাল ১০:৩২

কুঁড়ের_বাদশা বলেছেন: নীল মনি ম্যাডাম,
আপনার মনে এই অশান্তি থেকে রেহাই পেতে এদিক -সেদিক শান্তি খোঁজার অভিযান শুরু করে দিতে পারেন । কারণ পৃথিবীতে যদি কোন কিছুতে একমাত্র খুঁজতে যান, তাতে কষ্ট পাওয়া ছাড়া কিছুই পাবেন না ,একটু বিকল্প ভাবনা ভাবতে হয় ।
শুভ কামনা ।

৪| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

নীল মনি বলেছেন: :)

৫| ২০ শে জুন, ২০১৭ সকাল ১১:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: তুমি আছ,তুমি আছ, যেখানে আর অন্য কেউ থাকে কিংবা থাকে না,
সমগ্রতায় তুমি আছ যা কখনও যায় না মুছে ফেলা স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায়।

গভীর ভাবনা। সবদিকেই বিচরন করা যায় এমন।

শুভকামানা রইল :)

+++++

৬| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৫

নীল মনি বলেছেন: আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং এটি সঠিক গভীর ভাবনা, সব দিকে বিচরণ করা যায় এমন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.