নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

তুমি

০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০২


একি শুনছি তবে;বিক্রি হবে আমার কাছে!
তাও আবার শর্ত দিয়ে!
জলের দামে!
এও কি হতে পারে!
তা হবে না ;তা হবে না।
তোমায় আমি কিনব না।
শুনছ তুমি, দ্বার খোল
একটা কথা শুনে রাখ-
তোমায় কিনে নেয়ার মত
কানা কঁড়িও নাই!
বেশ তো হল এবার শোন
একটু তাকাও
স্বপ্ন আমার পাহাড় নিয়ে
পা ঝুলিয়ে দেখব আকাশ,মাখব সবুজ।
পাখির মত মনটা নিয়ে উড়ব তখন
নীল আকাশে;মাখব গায়ে সোনার আলো।
এমনি করে স্বপ্ন আলোয় রঙ ছাড়াব।
ভাবছি আমি তোমার হব।
নিবে?
এই আমাকে।

©রুবাইদা গুলশান
( 'পেন্সিল'এ মোহাম্মদ আনোয়ার ভাইয়ার কবিতার উত্তরে)

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: বাহ খুব মিষ্টি কবিতা।
শুভ কামনা রইল কবির জন্য।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০

নীল মনি বলেছেন: ☺☺☺ শুকরিয়া,ভীষণ ভালো লাগল জেনে।:)
শুকরিয়া জানায়।

২| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: গুড জব।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০

নীল মনি বলেছেন: রাজীব ভাইয়া, দোয়া করবেন :)

৩| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.