নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

#একটি সাধারণ #লেখা

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১



দুনিয়াতে তারাই সুখী যারা নিরেট বোকা।
কেউ বকলে বুঝে না কাঁদতে হয়,ওরা বোঝে না কেউ তেল দিচ্ছে,ওরা বোঝে না কেউ ওদের সাথে মিথ্যা বলছে,ওরা বোঝে না কোনটা মানুষ অভিনয় করছে আর কোনটা সত্যি বলছে,ওরা বোঝে না কী করে মানুষ ঠকাতে হয়,ওরা বোঝেনা কোথায় হাসতে নেই,ওরা বোঝে না কী করে হাসি দিয়ে কান্না ঠেকাতে হয়,ওরা বোঝে না কী করে পাবলিক প্লেসে নিজের মতামত জানাতে, ওরা বোঝে না কী করে অনেক লোভী হয়ে উঠতে হয়,ওরা বোঝে না কী করে মানুষের বিপদে চোখ বন্ধ করে থাকতে হয়।

ওরা শুধু জানে মানুষকে বিশ্বাস করে,জীবনকে সহজ রেখে কীভাবে খুব অল্প কিছু নিয়ে সুখী হতে হয়!.

যারা বোকা মানুষ তারা চালাক মানুষদের দেখে হাসে কারণ তারা চালাক মানুষের চালাকি বুঝতে পারে কিন্তু ধরে না,
আর চালাক মানুষ যারা তারা সহজেই বোকা মানুষের ভুল ধরে, এটা ওটা বলে -আর মনে মনে খুশী হয় কিছু বলতে পেরেছে বলে!

আর যাই হোক বোকা মানুষ গুলো বড্ড সুখী,চাইলেই মানুষ চালাক থেকে বোকা হতে পারেনা।বোকা মানুষ হবার অনেক সুখ যারা সেই সুখটুকু নিতে পারে তারাই জানে এর স্বাদ কেমন।

চালাক মানুষের ধারণা শুধু-এ যুগে বোকা মানুষ চলে না।

তাদেরকেই বলছি বোকা মানুষগুলো যত বোকামি করুক না কেন এই মানুষগুলোকে আল্লাহ্‌ সাহায্য করেন।
আপনাদের চালাকি থেকে এরা টিকে থাকার লড়াইয়ে অবশেষে টিকে যায়,বেঁচে থাকে, বুক ভরে শ্বাস নেয়,হাসি মুখে মেনে নেয় -আর মনে মনে বলে এই বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ্‌।

©নীল রুবাইদা গুলশান মনি

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৭

ওমেরা বলেছেন: খুব ভাল বলেছেন। আমার আম্মু আমাকে বলত কখনো চালাকী করবা না, সহজ,সরল থাকবা, যদি সহজ, সরল থাক তাহলে কোন বিপদে পড়লে সহজেই মুক্ত হতে পারবা আর যদি চালাকী কর তাহলে বিপদে এমন ভাবে ঘিরে ধরবে উদ্ধার পাওয়া কঠিন হবে ।

অনেক ধন্যবাদ আপনাকে ।

০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

নীল মনি বলেছেন: অনেক অনেক শুকরিয়া নিবেন ☺ দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.