নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

#চিঠি

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৩



তোমাকে তুমি করে তবে বলি, কেমন!

যে সময়টাতে তোমার জন্ম তার অনেক পরে জন্মেছি আমি।তুমি কখনো আমাকে দেখোনি,কিন্তু আমি যে তোমায় দেখেছি!
তোমার চোখের সমুদ্রে দেখেছি মায়া, দেখেছি ভালোবাসা,দেখেছি টানের খেলায় মত্ত এক কোমল হৃদয়।সেই হৃদয়ে হাত ছুঁয়ে দিতে পারিনি অথচ জেনেছি তোমার মনের বিন্দু বিন্দু আবেগের উৎসারিত ধারা।
তোমায় সম্বোধন করিনি কোন,ডাকিনি প্রিয় বলে,সকল সম্বোধনের উর্দ্ধে হে পুরুষ তুমি আবার একবার আসবে ফিরে! দেখবে কেমন বদলে গেছে মানচিত্র সব।
জানো তো, বহুকাল পরে কেউ ডাকছে তোমায়।তুমি তো সেই কবেই চলে গেলে।এখন কি একটুও পড়ে না তোমার মনে!মায়ার মত মন্ত্রের সেই ধ্বনি শুনে আবার একটু উঠো না জেগে ভ্রান্তির সেই ছলনে!
তবে এবার হোক পরিচয় আমাদের।তুমি যে পথে হেঁটেছ, সেই এক’ই পথের ধুলো মেখে হেঁটে গেছি আমি!

তুমি যে জল স্পর্শ করে মেখেছ শরীরে, সেই একই জলে ভেসেছি আমি!

তুমি যাকে ভালোবেসেছ সেই তাকে আমিও যে ভালোবেসেছি।

তুমি আর আমি কত নদ নদী পেরিয়ে এসেছি কিন্তু স্নেহের তৃষা মিটিয়েছি সেই একই কাদা মাটি জলে।
অথচ ওই যে বললাম মানচিত্র বদলে গেছে,বদলে গেছে তার রূপ।বয়স বাড়লে বুঝি এমনি করে হারাতে হয় যৌবন।সত্যি কি হারিয়েছে নাকি ওইই যে ওরা -তুমি শুনতে পাচ্ছো তো??
ওদের সাথে পরিচয় করিয়ে দেয়নি বল! ওরা আর কেউ নয় বুঝলে,আমি, তুমি আর আমাদের মতই দেখতে।

ওরা ভালোবাসতে জানে না,ওরা ছুঁয়ে দিতে জানে না,কান পেতে শুনতে জানে না তার বয়ে চলা মন্ত্রের গান।

ওরা শুধু জানে ধ্বংস আর দখলের খেলা।ওরা দলে দলে সেই স্বচ্ছ জলে ফেলেছে সব,যা কিছু ফেলার নয় তাও,ওদের হৃদয়ে প্রণয়ের ব্যথা নেই,ওদের হৃদয় ভরা শুধু জয়ের নেশা,শুধুই পেতে চাই তুমি আর আমি আমরা যাকে খুব ভালোবেসেছিলাম শুধুইই তাকে।
তুমি একবার আসবে পুরুষ,দেখে যাও না কেমন করে শুকিয়ে গেছে আমাদের সেই প্রিয় নদ।এসো পুরুষ, বীরদর্পে একবার ফিরে এসো,চল আমরা একসাথে যুদ্ধ করে বাঁচিয়ে তুলি আমাদের সেই একেঁবেঁকে ছুটে চলা

প্রজারূপী সেই রাজার রূপ।

হে পুরুষ আর কত ঘুমাবে বল,এবার তো উঠো, একবার তো দেখে যাও, একবার তো ফিরে চাও মানুষের বেশে

একবার শুধু একবার এসো,মানুষের ভীড়ে মানুষের চোখে বারে বারে তোমায় যে খুঁজি…
“সতত, হে নদ তুমি পড় মোর মনে

সতত তোমার কথা ভাবি এ বিরলে।”
-মাইকেল মধুসূদন দত্ত

©রুবাইদা গুলশান
#কপোতাক্ষ পাড়ের মানুষ আমি।কবিকে স্মরণ করে...

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার চিঠি পড়ে খুব ভাল লাগল। এত আবেগ মেশানো আহবানে সাড়া না দিয়ে কি উপায় আছে?

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৬

নীল মনি বলেছেন: হিহিহি শুকরিয়া :) লজ্জা পেয়েছি কিন্তু ☺

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৯

দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ ।ভালো লাগলো ।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭

নীল মনি বলেছেন: কৃতজ্ঞতা জানাই :)

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৪

চানাচুর বলেছেন: গভীর!

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭

নীল মনি বলেছেন: হি হি হি মজার নাম :)। শুকরিয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.