নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

রূপালি পত্র

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৫

সে কথা শুনতে প্রাণ ব্যাকুল
ব্যথিত বেদনে সিক্ত হৃদয়ে নীল লোহিত হয়ে
উঠেছে হৃদয় ক্রমে ক্রমে নক্ষত্রলোকের সেতু।
অতঃপর
অনেকদিনের নীরবতা ভেঙে এসেছ ফিরে
স্নিগ্ধ কাঠ গোলাপের সুবাসে।

হাতের মুঠোয় দিয়েছ ভরে একটি রূপালি পত্র।

সমস্ত চিঠি জুড়ে শুধু তীব্র প্রতীক্ষায়
চোখ বুলিয়েছি কী লিখেছ কী লিখেছ বলে!
ধুকপুক করা হৃদয় জেনেছে ঠিকানা
অথচ জানতে পারেনি প্রগাঢ় অনুভবে
মুক্তির পতাকা হাতে নিয়ে বসন্তে তুমি কেমন?
জলের বদলে কী রঙ ঝরে ওই চোখে?
হয়েছ কি কাতর শুধু,এই চোখ দেখবে বলে!
অবশেষে
বিজন বেলায় যুদ্ধ বাঁধে হৃদয়ের।
অথচ দেখ আজও দাঁড়িয়ে
রূপালি পত্র হাতে নিয়ে
সাহস হয়ে উঠেনি আর
ঠিকানা ছিঁড়ে ভেতরে প্রবেশের।

©রুবাইদা গুলশান

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: রুপালি পত্র।শিরোনামটা সুন্দর।
বাকিটা বলতে পারছি নাহ।কারণ,কঠিন ভাষা আমার বোধগম্য নয়। :-)

২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৪

নীল মনি বলেছেন: আমি দু:খিত। চেষ্টা করি সহজে সব কিছু লেখার। তাও শব্দগুলো জ্বালাতন করে :(

২| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! শুধু চিঠিতে চোখ বোলানোতেই মনের অবস্থা কেমন হয়েছে বুঝতে পারছি। সাহস করে ঠিকানা ছিঁড়ে ভেতরে প্রবেশ করে আদ্যোপান্ত চোখ বুলিয়ে দেখে নিন, অস্থিরতার অবসান হতেও পারে।
খুব গোছানো আর আবেগী লেখা। ভাল লাগল।

২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৬

নীল মনি বলেছেন: চমৎকার মন্তব্য তাকে অনুপ্রাণিত করবে আরো লেখার।
গতদিন একজন বলেছে লেখা নাকি একঘেয়ে আর শব্দ চয়ন সুন্দর না।
জানি না কিভাবে ভালো লিখতে হয়।
চেষ্টাটুকু করি

৩| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৭

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: কবিতাটি পড়ার সময় কারও হৃদস্পন্দন অনুভব করলাম।

২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৭

নীল মনি বলেছেন: অসংখ্য শুকরিয়া ☺☺☺☺☺

৪| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২২ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৪

নীল মনি বলেছেন: শুকরিয়ায়ায়ায়ায়ায়ায়ায়া :)

৫| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

ভ্রমরের ডানা বলেছেন:

অনেক রোমান্টিক!

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১০

নীল মনি বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.