নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

নিখোঁজ সেই ফুলের খোঁজে

২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০১

দমকা আঁচল উড়ায়ে আকাশে
এলোকেশী মেয়ে একলা দাঁড়ায়ে
এদিক সেদিক তাকায়ে খোঁজে;
জোনাকির রঙ নিভে আর জ্বলে
সেটুকু আলোয়, সে পথ চলে।

অতঃপর

উদ্দাম হাওয়ায় এলোমেলো শাড়িখানা,
ফুল আনবে ছিনিয়ে সে,ফুল আনবে সে
চক্ষুতে তার অগ্নিস্ফুলিঙ্গ, মূল্য হোক যেটা।

ছুটে চলে সে প্রতি পদে পদে, নতুন ফুলের খোঁজে।
সেই ফুল ফোটে এই জীবনের প্রতি ভাঁজে ভাঁজে
স্পর্শে দুঃখী মানুষগুলো হেসে উঠে সুখে!
সেই ফুল ছিঁড়ে দেয় শোষণের জাল,
দূর করে সকল দ্বিধা,শান্তির তোড়ে
পৃথিবী ঘুমায় শরীর এলিয়ে।

সে ফুলের খোঁজে

বেঁচে থাকার সবুজ পাতায় পাতায়
ঠিকরে আসে অস্তগামী সূর্যের লালচে আভা
প্রতীক্ষার চোখে খোঁজে ফেরে সেই একটি ফুল।
যে ফুল আবার সাজাবে, জীবনের আলো
বাঁচাবে মানুষ, দেখাবে স্বপ্ন জীবনের জয়গানে।


অবশেষে একদিন ছেঁড়া আঁচলের নিচে
রক্তজবা রঙের সেই ফুল হাতে নিয়ে
এলোকেশী ছুঁইয়ে দিল
সকল মাটি আর মানুষের মনে।

অন্ধকার সরে সরে, নেমে এল ভোর চুপটি করে
সকলে দেখল ফুটেছে ফুল এই বাংলার ঘরে ঘরে
দেখ ফুল স্বাধীনতার ফুল, কেমনে দুলেছে বারে বারে।

সুবাসিত হল আকাশ, মাটি আর হৃদয়ের দ্বীপ।
স্বাধীনতার ফুলে উঠল সেজে সোনার বাংলাদেশ।

দেখল না কেউ আর
ফুল কুড়ানো সেই এলোকেশীকে
ফুল -শুধু কি মাটির উপরে চলা মানুষের জন্য
না কি ঘুমিয়ে থাকা মানুষের জন্য ফোটে ফুল!

©রুবাইদা গুলশান
২৬.০৩.১৭

মন্তব্য ৩১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: স্বাধীনতা দিবসের জন্য কবিতা! আজই লিখলেন? মনোমুগ্ধকর! আপনার লেখার হাত অনেক ভাল। কিপ ইট আপ। উড়ায়ে আর কুড়ানো'তে চন্দ্রবিন্দু প্রয়োজন নেই।

২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৪

নীল মনি বলেছেন: ) এডিট করে দিয়েছি,এর জন্য একটা শুকরিয়া পাওনা রইল।
লেখাটা লিখেছি ২০১৭ সালে, আজকাল কেমন যেন অলস হয়ে যাচ্ছি।লিখছি না।ইন শা আল্লাহ ফিরব আবার।
লেখাটা কারো ভালো লেগেছে, ধন্য কেউ :)

২| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্য নিয়ে কিছু লেখার ইচ্ছে আছে। সময় হলে পরে। :)

২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৪

নীল মনি বলেছেন: আচ্ছা অপেক্ষায় রইলুম :)

৩| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অসাধারণ লিখেছেন। কবিতায় মধ্যে স্বাধীনতার গান গেয়েছেন।

২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

নীল মনি বলেছেন: জ্বী অসংখ্য শুকরিয়া :)।ভালো থাকবেন।

৪| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লোকজন নিজের সামর্থ্য সম্পর্কে সম্যক অবহিত হওয়া সত্ত্বেও নিজেকে লুকিয়ে রেখে প্রতিভার অপচয় করে। আপনার সম্পর্কেও এ কথাটি খাটে কি?

২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

নীল মনি বলেছেন: কিয়দংশে খাটে কথাটি :)

৫| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাহলে কিয়দংশটাও বিলুপ্ত হোক। যাতে না খাটে সে পদক্ষেপ নিন। :)

২৬ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৩

নীল মনি বলেছেন: মনে হয় সেটি গোপনই রবে :) হিহিহ

৬| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৮:২০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হিহিহি! :) আপনার মত একটু হাসলাম কিন্তু তেমন যুতসই হল না। এটা হল আপনাদের মেয়েদের নিজস্ব সংরক্ষিত হাসি। অনেকটা যার কাজ তারে সাজে অন্য লোকের লাঠি বাজে এমন। =p~ আসলে যাকে যেটা মানায়। ;)

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫১

নীল মনি বলেছেন: hahahaha আপনাদের মত হাসলাম :)

৭| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমারটা যেমন আপনারটার মত হয়নি তেমনি আপনারটাও আমাদেরটার মত হয়নি। তারচেয়ে মাঝামাঝি থাক যেমন- হো হো হো। :P

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫০

নীল মনি বলেছেন: হো হো হো

৮| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আজ ঘুমের গাড়ি কয়টায় আসবে? :)

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫১

নীল মনি বলেছেন: একবার এসেছিল তারপর মশার গানে উঠে গেছি।এখন জেগে, দেখা যাক কখন আসে।

৯| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মশককুলকে ধন্যবাদ দেব নাকি? :)

১০| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৩

নীল মনি বলেছেন: হিহি বেশি দিয়ে কাজ নেই,ঘুম গাড়ি এসে গেছে তো

১১| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: নাহ্, একটা কিছু উপায় বের করতে হবে। :) আপনার একটা জিনিস আমার কাছে খুবই ইন্টারেস্টিং আর অন্যরকম লাগে। কথার শেষে ‘তো’ শব্দটা ইউজ করা। :) এটা কি কোন নির্দিষ্ট এলাকার ভাষার সাথে সংযুক্ত নাকি আপনার নিজের?

২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৭

নীল মনি বলেছেন: হিহিহি আমি তো জানতামই না :) আমার বাড়ি যশোর।এদিকে এমন বলে কি'না তাও কিন্তু খেয়াল করি নি ☺

১২| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খারাপ লাগে না কিন্তু। অনেকটা আবদার আবদার মনে হয়। :)

২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৮

নীল মনি বলেছেন: আচ্ছা বলব তো

১৩| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ''আচ্ছা বলব তো'' মানে? বুঝলাম না তো। :)

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৫

নীল মনি বলেছেন: সব বুঝে কাজ নেই তো

১৪| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাহলে কোনটা বুঝতে হবে আর কোনটা বুঝতে হবে না সে ব্যাপারে একটু নির্দেশনা দিন তো। :)

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৮

নীল মনি বলেছেন: হিহিহি চার্ট এখনো রেডি হয়নি, রেডি হলে আপনার হাতে একটা ধরিয়ে দিব, তখন বুঝে যাবেন কোনটা বুঝতে হবে আর কোনটা নয়।:)

১৫| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জলদি করুন। চার্ট তৈরী করতে আবার গড়িমসি করে সময় অপচয় করবেন না তো? :)

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৭

নীল মনি বলেছেন: একদিনে কি আর চার্ট তৈরী করা যায়! :) ছিলাম না তবে এখন আছি।

১৬| ২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আছেন?

১৭| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন++



শুভ কামনা রইল।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৬

নীল মনি বলেছেন: শুকরিয়া :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.