নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

তিতা কথা -১

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:০৭

# দু'হাত ভরে শুধু নিতেই শিখেছ দিতে শেখোনি !

আফসোস তাদের জন্য যারা নিজেদের সম্পদের দিকে তাকিয়ে ভাবে আর তৃপ্তি বোধ করে যে সারাজীবন এ সম্পদ আমি ভোগ করব! কখনো নয় ; এ সম্পদ ক্ষণকালের জন্য যা তোমাকে মোহগ্রস্ত করে রেখেছে।যা তোমাকে ভুলিয়ে রেখেছে স্রষ্টার গুণগান হতে।
যা তোমায় ধোঁকায় রেখেছে সারাজীবন ভোগ করবে তুমি!এ সম্পদের জন্য তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছ।
তোমার সম্পদে অসহায়দের হক্ক আছে। সে হক্ক পূরণ করতে চাও না।আর পূরণ করতে গেলে মনে লাগে ব্যথা।
তুমি ভুলে গিয়েছ বন্ধু, পার্থিব জীবন ক্ষণকালের জন্য। সকালে বেঁচে থেকে সন্ধ্যায় বাঁচব সে আশা করা যায় না।
মোহের এই জালটা মাকড়সার জালের চেয়ে সুক্ষ্ম ;আমরা কখন নিজেরা সে জালে আটকাই জানতেও পারি না।



#শোন মেয়ে হিজাব এবং টিপ দুটোই ফ্যাশন।এই দুটোকে এক সাথে পরো না কেমন !
তোমার আশেপাশের মানুষগুলো হয়ত বাহবা দিবে হয়ত বলবে দারুণ লাগছে। তাদের মিষ্টি কথায় ভুলো না।আয়না দ্যাখো না !
বলি নিজের মনের চেয়ে বড় আয়না আর আছে নাকি !
নিজের দিকে তাকাও। আমাকে ভুল বুঝো না :(


#ভুলের ক্ষতিপূরণ যদি কারো জীবন দিয়ে দিতে হয় তবে সেটা আর ভুল থাকে না ! কিছু ভুলের ক্ষমা করলে ভুলের সংখ্যায় বাড়ে। তাই আপনার ভুলটা প্রথমেই চোখে আঙুল দিয়ে দেখানো উচিত ।
যে ভুলের মাসুল জীবন দিয়ে দিতে হয় সে ভুলের কোন ক্ষমা নেই। কোন ক্ষমা নেই, কোন ক্ষমা নেই।


#শোন বুনো জানোয়ার শুধু বনেই থাকে না! মনেও থাকে!
সেই হিংস্র বুনো জানোয়ারকে শেকল দিয়ে বাঁধো ;অন্যের ক্ষতি করার আগেই।
তবে হ্যাঁ দাবী করো না -বুনো জানোয়ারের বসত নেই তোমার ঘরে! বুনো জানোয়ার লুকিয়ে থাকে; সুযোগ পেলেই বন্য হয়ে উঠে।

#আমার এ দেশ প্রতিদিন স্নান করে কারো না কারো রক্তে।
তারপর বৃষ্টি আসে; জল ধুয়ে দিয়ে যায় রক্তের দাগ, আমরা ভুলে যাই, সামনে তাকায়। নিজেকে বলি এসব নিয়ে ভাবার সময় নাই; নিজেকে নিয়ে ভাবো।
আমরা সুখী হই কারণ আমাদের রক্ত এখনো শরীরে বয়ে যায় ; এদেশের মাটিতে নয় !

#একটা মানুষ মরে যাবার পর তার নামে গীবত করার কোন প্রয়োজন নেই।
সে কবরে পৌঁছে গেছে এবং শস্যদানার ন্যায় ভালো কাজ করলে কিংবা মন্দ কাজ করলেও সেই হিসাবটাও নেয়া হবে।
নিজের দিকে তাকান। ভালো কাজ করতে না পারলে অন্তত মুখে তালা মারেন গীবত থেকে বেঁচে যাবেন।

©রুবাইদা গুলশান

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ রাত ৯:৫৪

আখেনাটেন বলেছেন: #শোন বুনো জানোয়ার শুধু বনেই থাকে না! মনেও থাকে! সেই হিংস্র বুনো জানোয়ারকে শেকল দিয়ে বাঁধো ;অন্যের ক্ষতি করার আগেই। তবে হ্যাঁ দাবী করো না -বুনো জানোয়ারের বসত নেই তোমার ঘরে! বুনো জানোয়ার লুকিয়ে থাকে; সুযোগ পেলেই বন্য হয়ে উঠে। -- সহমত; তবে শেষের লাইনে একটু কথা আছে, যারা প্রকৃত ভালো মানুষ তাদের মনের বুনো জানোয়ার সুযোগ পেলেও বন্য হয়ে উঠে না বলেই তারা ভালো মানুষ।

আর এ ধরণের মানুষগুলো সমাজে এখনো খুব অল্প সংখ্যাক হলেও আছে বলেই সমাজটা পচে গলে এখনও নষ্ট হয়ে যায় নি।

চমৎকার লেখাটুকু পড়ে অনেক ভালো লাগল।

০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৪:৩৯

নীল মনি বলেছেন: শুকরিয়া আপনার আন্তরিক মন্তব্যের জন্য। আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম।জানেন এত সুন্দর করে একটা পাখি গান গায়ছে আপনাদের যদি শোনাতে পারতাম! যাইহোক ব্লগবাড়িতে স্বাগতম।

২| ০৩ রা জুন, ২০১৮ রাত ১০:১৪

তারেক ফাহিম বলেছেন: চমৎকার লিখা।
পাঠে ভালো লাগা।

০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৪:৪০

নীল মনি বলেছেন: ফাহিম ভাইয়া আমার একটা ছোট ভাই আছে তার নামও ফাহিম :) আমার ব্লগে স্বাগতম। আপনার যে লেখাটি ভালো লেগেছে জেনে আমিও অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ্‌

৩| ০৩ রা জুন, ২০১৮ রাত ১০:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ব্বাবা!
কি ভারী ভারী কথা??

@"#শোন মেয়ে হিজাব এবং টিপ দুটোই ফ্যাশন।"
আমার এক ক্লাসমেট ঐ কাজ করতো,
হারামিটা হিজাবও পারবে, ঠোঁটে দুই-তিন ইঞ্চি পুরু লিপস্টিকও লাগাবে! আটা ময়দা তো আছেই!:P
দেখতে অবস্য ভালই লাগতো!!;)

০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৪:৪২

নীল মনি বলেছেন: হুম্মম একটু তিতা কথা আর কি

নিজাম ভাইয়া আপনি কিন্তু দারুণ মন্তব্য করেন। আমি তো হেসেই ফেলেছি। এই দেখেন এখনো হাসছি। আল্লাহ আপনায় অনেক ভালো রাখুন। আমিন।

৪| ০৩ রা জুন, ২০১৮ রাত ১১:৫১

অর্ক বলেছেন: আরে আপনি তো রীতিমতো একজন নমস্যা... নীল মনি, পৃথিবীর সবচেয়ে সহজ কাজ ভালো ভালো কথা বলা। একজন ক্ষুধার্তকে নারকেল গাছের ঝুনা ঝুনা নারকেল’র দিকে আমি আপনি আমরা সবাই বলতে, ‘আরে যাও না, নারকেল পেরে খাও গাছ থেকে। কেন ক্ষুধার্ত আছো বাপু, সামনে গাছ ভর্তি ঝুনো নারকেল থাকতে!

নারকেল গাছে চড়া কিন্তু খুব কঠিন!

ভালো লাগলো নীল মনি। শুভেচ্ছা রাখলাম। মসৃণ হোক আসন্ন সমস্ত সড়কগুলো।

৫| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:০২

অর্ক বলেছেন: আরে আপনি তো রীতিমতো একজন নমস্যা... নীল মনি, পৃথিবীর সবচেয়ে সহজ কাজ ভালো ভালো কথা বলা। একজন ক্ষুধার্তকে নারকেল গাছের ঝুনা ঝুনা নারকেল’র দিকে আমি আপনি আমরা সবাই তর্জনী তুলে বলতেই পারি, ‘আরে যাও না, নারকেল পেরে খাও না গাছ থেকে! কেন ক্ষুধার্ত আছো বাপু, সামনে গাছ ভর্তি ঝুনো নারকেল থাকতে!’

মনে রাখবেন, নারকেল গাছে চড়া কিন্তু খুব কঠিন! হা হা হা।

ভালো লাগলো নীল মনি। শুভেচ্ছা রাখলাম। মসৃণ হোক আসন্ন সমস্ত সড়কগুলো।

(আগের মন্তব্যটি ঠিকভাবে আসেনি, দয়া করে ডিলিট করুন।)

০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৪:৪৬

নীল মনি বলেছেন: শুকরিয়া আন্তরিক মন্তব্যের জন্য। আপনি বরাবরই আন্তরিকতার সাথে মন্তব্য করেছেন আমাকে। এজন্য অবশ্য আমি কৃতজ্ঞ। অনেক বেশি প্রশংসিত করেছেন। আলহামদুলিল্লাহ্‌। আপনার ভালো লাগায় আমার হৃদয়ের পরিতৃপ্তি।

নারিকেল গাছে চড়া খুব কঠিন হয়ত । আমার দাদী একটা কথা বলত -দাদা গাছ কাটে, দাদী দেখে পানির মত!

যাইহোক আমি সেই কথাগুলো বলি যেগুলো নিজে পালন করতে পারি যদিও সে কাজ কখনো কখনো কঠিন।

৬| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:২৯

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! বেশ ভারী কিছু কথা। আমাদের জন্য বড়ই দরকারী। হিজাব আর টিপ নিয়ে চমৎকার সত্যটি তুলে ধরেছেন। আর গীবত করা আমাদের নেশা ও পেশা। অন্যের গীবত না করলে আমরা শান্তি পাই না।

আপু, বেশ ভাল লাগার একটা পোস্ট। শুভ কামনা আপনার জন্য।

০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৪:৪৯

নীল মনি বলেছেন: কাওসার ভাইয়া আপনি কি জানেন আপনাকে দেখলে মনে হয় আমার বড় ভাই। আপনার মন্তব্যগুলো দারুণ হয়। আপনার ভালো লেগেছে আমারও ভালো লাগছে। আস সালামু আলাইকুম।

৭| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো...

০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৪:৪৯

নীল মনি বলেছেন: শুকরিয়া

৮| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:০০

লাবণ্য ২ বলেছেন: চমৎকার লিখেছেন আপু।

৯| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: লেখা পড়া মনে হলো আপনার রাগ বেশী।

গৌতম বুদ্ধ বলেছেন, যার যার ভোগান্তির জন্যে সেই সেই দায়ী।
আমার কষ্ট বা ভোগান্তির জন্যে আমি নিজেই দায়ী।
কত অসৎ, লোভী মানুষ দিব্য আরামে ঘুরে বেড়ায়, তাদের কোনো কষ্টবোধ নেই, অথচ, সততার সাথে কঠোর পরিশ্রম করেও কষ্টবোধ থেকে রেহাই পাচ্ছিনে।
নির্বাণ লাভ হবে কেমন করে!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.