নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল নক্ষত্র

আমি একজন অতি সাধারন মানুষ। সুন্দরেরসন্ধানে ঘুরে বেড়াই জলে স্থলে অন্তরীক্ষে।

মোঃ খালিদ উমর

আমি এক জন অতি সাধারন মানুষ। সুন্দরের সন্ধানে ঘুরে বেড়াই জলে স্থলে অন্তরীক্ষে।

মোঃ খালিদ উমর › বিস্তারিত পোস্টঃ

ফাগুন বেলা

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২২



দিগন্ত বিস্তৃত মেঠো প্রান্তর

সময়ের হাত ধরে চলে নিরন্তর।

আকাশে ওড়ে সাদা মেঘের ভেলা

শান্ত অশান্ত উদাসী বালুকা বেলা।

ছোট ছোট গাং চিলে করে কানাকানি

এমনি হলো তোমার আমার জানাজানি।

বাসব ভাল, বুকের কোণে প্রদীপ শিখা জ্বেলে

যেখানে মিশেছে আকাশ আর সাগরের নীলে।

তেমনি করে শুধু চেয়ে রব নীরব আমি

তোমার মুখপানে, নিরবধি অবাক বিহ্বলে।

গুন গুন শোনাবে ঘুম পারানি গান

মায়াবী রাতে আঁধারের কলতান।

ঝিরি ঝিরি বইবে বাতাস, আসবে যখন ফাগুন

হৃদয় মাঝে জ্বালব তখন ভালবাসার আগুন।

সেই আগুনের পরশ নিয়ে একটু দিও ছোঁয়া

দিবানিশি দেখবে তাই ভুবন ভরা মায়া।

আমায় তুমি দিও শুধু একটু সময় ঋণ

তোমায় আমি দেব তাই ভালবাসার দিন।

ফুরাবে না এই জনমে রেখ যতন করে

যত্নে ভরা সোহাগ মেখে সোনার খাঁচায় ভরে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫২

ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: valo hoyese dada....

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫১

মোঃ খালিদ উমর বলেছেন: ধন্যবাদ জনাব ভাঙ্গাতরী।

২| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৬

এম এ কাশেম বলেছেন: সুন্দর.......

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫১

মোঃ খালিদ উমর বলেছেন: ধন্যবাদ কাশেম ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.