নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল নক্ষত্র

আমি একজন অতি সাধারন মানুষ। সুন্দরেরসন্ধানে ঘুরে বেড়াই জলে স্থলে অন্তরীক্ষে।

মোঃ খালিদ উমর

আমি এক জন অতি সাধারন মানুষ। সুন্দরের সন্ধানে ঘুরে বেড়াই জলে স্থলে অন্তরীক্ষে।

মোঃ খালিদ উমর › বিস্তারিত পোস্টঃ

আজও কি পড়ে মনে

১৪ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৫

মনে কি পড়ে সেদিন, যেদিন আমায় প্রথম দেখেছিলে?

চেয়ে ছিলে অবাক বিস্ময়ে, তারার মত চোখ দুটি মেলে!

আমার পানে চেয়ে নীরব তুমি হয়েছিলে বিহ্বল দিশাহারা,

কখন যেন ডেকেছিলাম নামটি ধরে, পাইনি কোন সারা।



আধো লাজে আনমনে কি বলতে চেয়ে খুঁজে পাওনি ভাষা

হৃদয়ে ছিল কত দিনের জমে থাকা সাগর সম মরু তৃষা।

সাঁঝের আলো তুমি এসেছিলে মরীচিকা হয়ে জীবন আঁধারে,

যাবার বেলায় শুধু বলেছিলে তুমি, রয়েছ মনের গভীরে।



আরও বলেছিলে, কেমন আছ? কত দিন পরে হলো দেখা!

এই তো ছিল আমাদের জীবন খাতার শূন্য পাতায় লেখা।

সেই তুমি আজ বদলে গেছ কত, পড়ে না আর আমায় মনে

কৃষ্ণচূড়ার ছায়ায় দাঁড়িয়ে চেয়ে ছিলে দূর হাস্না হেনার বনে।



সেই ছিল শেষ দেখা বুঝিনিতো আমি, ছিল ভুলেরই হাতছানি,

তোমার আমার এই বিরহের কথা তারায় তারায় করে কানাকানি।

ব্যস্ত তুমি আপনাকে নিয়ে, নিজেকে ভুলে যেতে বিলিয়ে দিয়েছ

শত কাজের মাঝে, সে দিনের কথা আজও কি পড়ে মনে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.