নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল নক্ষত্র

আমি একজন অতি সাধারন মানুষ। সুন্দরেরসন্ধানে ঘুরে বেড়াই জলে স্থলে অন্তরীক্ষে।

মোঃ খালিদ উমর

আমি এক জন অতি সাধারন মানুষ। সুন্দরের সন্ধানে ঘুরে বেড়াই জলে স্থলে অন্তরীক্ষে।

মোঃ খালিদ উমর › বিস্তারিত পোস্টঃ

সুমধুর আজান

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২০

হারিয়েছি ফজর ঘুমের ঘোরে

যোহর গেল সেই কোন প্রহরে।

আসরে চেয়ে দেখি আর নাই বেলা

মাগরিব গেল যখন করি খেলা

এশা যে কখন এসেছিল বুঝি নাই অন্ধ মোহে।



আমার পাপের হিসাব জমেছে কত তোমার খাতায়

হে করুণাময় পরওয়ারদিগার ক্ষমা কর তুমি আমায়।

সকল কাজ ফেলে যেন যাই ছুটে তোমারই ঘরে

দু হাত তুলে মুনাজাত করি যেন ইবাদতের পরে।

পার কর হে রহমানুর রহিম, হৃদয়ে ভাসিয়ে দাও

তোমার নামের মহান মহিমা ভরা রহমতের নাও।



রুধির ধারা বহিয়ে দাও তোমার প্রেমের স্রোতে

মরমে বেধে সুর আজানের মাঝে সন্ধ্যা প্রভাতে।

যে সুর তুমি দিয়েছ আজানের মাঝে ধরণীর পরে

সেই সুর বাজুক দিনমান আমার প্রাণে আমার ঘরে।



তোমার আমি যেন পাই আমাকে খুঁজে তোমারই মাঝে

ইবাদত বন্দেগী করি যেন দিবা নিশি আর সকাল সাঁঝে।

শয়তানের ছলনা যত আছে সব যেন চলে যায় দূরে

আজানের ধ্বনি এসে বাজুক আমার বুকে সুমধুর সুরে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৬

আজীব ০০৭ বলেছেন: আজানের ধ্বনি এসে বাজুক আমার বুকে সুমধুর সুরে।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.