নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

গেট টুগেদার/ব্লগার আড্ডা :: একুশে বইমেলা ২০১৯

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৫



প্রতি বছরই মেলায় একদিন আমরা সবাই দেখা করি কেক কাটি খাই আড্ডাই ছবি তুলি।
বই পত্র দেখি।
কিনি।
সাধারণত এটি করা হতো মেলার শেষ দিনে। এবার শেষ শুক্রবারেই পালিত হলো বাৎসরিক এই আড্ডা আয়োজনটি।

এবার আমাদের সাথে যোগ দিয়েছিলেন শীর্ষ বাংলা ব্লগ সামহোয়্যার ইন ব্লগের এক ঝাঁক ব্লগার, বইপ্রেমী পাঠক বন্ধুরা।
অনেকেই আশেপাশে ছিলেন কিন্তু আয়োজনের সময় তাঁরা অনুপস্থিত কিন্তু কিছুক্ষণ পরেই আবার সবাই আড্ডায় মেতেছি। এভাবেই কেটেছে আজকের অমর একুশের বইমেলা।

অশেষ ভালোবাসা রইল যারা আজ যুক্ত হয়েছিলেন আমাদের সাথে তাঁদের সকলের প্রতি।

ধন্যবাদ।





























































মন্তব্য ১৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০৩

আরোগ্য বলেছেন: দেখে বুঝা যাচ্ছে মিলনায়তন খুব ভাল হয়েছে। অভিনন্দন সকল যোগদানকারীদের। নীলদাকে ধন্যবাদ এমন একটা আয়োজন করার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে দেখা হবে।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১০

মা.হাসান বলেছেন: কেক পাইনাই, নজর দিয়া দিলাম, খাবার স্যালাইন হাতে রাইখেন।

আজকের অনন্য আয়োজনের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৫৩

সোহানী বলেছেন: ভালোলাগলো সবাইকে একসাথে দেখে। যদিও যোগ দিতে পারিনি তারপরও চমৎকার আয়োজনে ধন্যবাদ নীলদা।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৬

তারেক_মাহমুদ বলেছেন: বাহ দারুণ আয়োজন, যোগ দেওয়ার খুবই ছিল কিন্তু যোগ দিতে পারলাম না, সবার জন্য ভালবাসা।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৮

রাজীব নুর বলেছেন: খুব খারাপ লাগছে---আমি নেই!!!!

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫০

রাজীব নুর বলেছেন: সবার জন্য ভালোবাসা।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৩

নীল আকাশ বলেছেন: চমৎকার আয়োজন। থাকতে পারলে খুব ভালো লাগতো! নীলদার সাথে আগেই দেখা করে এসেছিলাম।
ধন্যবাদ।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৬

রাকিব আর পি এম সি বলেছেন: ছবিগুলো দেখার জন্য গতকাল থেকে অপেক্ষায় ছিলাম। অনেক অনেক ধন্যবাদ নীলসাধু ভাই এমন একটি সফল গেট টুগেদার অায়োজনের জন্য। এরকম অায়োজন প্রতিবছর অব্যাহত থাকুক। অামার মত যেসব ব্লগারবৃন্দ দূরে থাকেন, তারাও হয়ত কোন একবার অাপনার এই গেট-টুগেদারে উপস্থিত থাকার সুযোগ পাবেন। পরিশেষে অাপনার স্বেচ্ছাসেবী সংগঠন "এক রঙ্গা এক ঘুড়ি"র সাফল্য এবং অাপনার সুস্বাস্থ্য কামনা করছি।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২৮

নয়া পাঠক বলেছেন: ঘুড়িটি একরঙা কিন্তু কাজ করে বহুরূপী/বহুরঙা। ভাই অনেক চেষ্টা করা সত্ত্বেও যেতে পারিনি এজন্য ক্ষমাপ্রার্থী। কথায় বলে মক্কার মানুষ নাকি হজ্জ মিস করে! আমার অবস্থা তার চেয়েও খারাপ। নইলে শাহবাগে থেকেও কেন আমি এই তারকাদের মেলায় অংশগ্রহণ করে নিজের নয়ন তৃপ্ত করতে পারলাম না। আফসোস! আফসোস! আর আফসোস! এমন একটা চাকুরী করি, শুক্রবারেও ডিউটি তাও আবার রাত ৮ টা অবধি। কোন কোন দিন হয়ত বস না থাকলে আগে বেরুতে পারি, কিন্তু কি পোড়া কপাল আমার দেখুন কালকেই কিনা বসকে আসতে হবে? তাও আবার রাত ৮টা অবধিই থাকতে হবে?

যাক ভবিষ্যতে দেখা হওয়ার প্রত্যাশা রইল!

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সবাইকে এক সাথে দেখে অনেক খুশি লাগছে। ইচ্ছে জাগছে আমিও যদি থাকতে পারতাম। হয়তো অন্য কোন এক গেটটুগেদারে। নীলসাধু ভাইকে ধন্যবাদ এমন একটি মহুর্ত আয়োজন করার জন্য। সবাইকে শুভেচ্ছা।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৫

নতুন নকিব বলেছেন:



সুন্দর মিলনমেলাকে যাদের উপস্থিতি প্রাণবন্ত করে তুলেছে, প্রত্যেককে অভিনন্দন। বিশেষ করে নীল দা -কে, যিনি আয়োজকের ভূমিকায় ছিলেন।

শুভকামনাসহ +++

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সকলে মিলে অনেক আনন্দ করলাম।
অনেক ধন্যবাদ নীলদা।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যেখানেই যাই আমি সেখানেই রাত!
আমার কেবলই শুধু রাত হয়ে যায়!

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার একটা আয়োজন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.