নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

আজ সামহোয়্যার ইন ব্লগের জন্মদিনে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০০



আজ সামহোয়্যার ইন ব্লগের জন্মদিনে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।

এই ব্লগ সংশ্লিষ্ট সকলের জন্য আজকের দিনটি আনন্দ ও গৌরবের দিন এই জন্যেই যে, এই দিনেই আমরা সর্ব প্রথম মাতৃভাষায় অন্তর্জালে নিজেকে প্রকাশ করার সুযোগ পেয়েছি। গভীর কৃতজ্ঞতা জানাই আপা সহ পুরো ব্লগ টিমের প্রতি।
সামহোয়্যার ইন ব্লগের সাথে যুক্ত সবার জন্য আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানাই।

লেখালিখি সহ নানা সৃজনশীল-মানবিক-সামাজিক ও জনসচেতনামূলক কাজে ব্লগারদের অবদান ভালোবাসার সাথে স্মরণ করছি এবং
আমরা এক রঙা এক ঘুড়ি এই ব্লগ ও ব্লগারদের সাথে নানাভাবে যুক্ত আছি এটাও আনন্দ ও তৃপ্তির। প্রতিবছর ১৯শে ডিসেম্বর ব্লগ ডে পালন করা হলেও আমাদের প্রিয় ব্লগ সামুর যাত্রা শুরু হয়েছিল আজকের তারিখে, ১৫ ডিসেম্বর। পরবর্তীতে ব্লগ ডে কবে পালন করা যায় এই নিয়ে আলোচনার পর ১৯ তারিখ ব্লগ ডে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

সকলে ভালো থাকুন।

ধন্যবাদ।

মন্তব্য ৩৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৬

ইসিয়াক বলেছেন: শুভ জন্মদিন প্রিয় সামু।
হাজার বছর টিকে থাকুক আমাদের প্রিয় সামহোয়্যারইন ব্লগ।
ব্লগ মাতা ও ব্লগ টিম সহ সকল ব্লগার এর জন্য শুভকামনা।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৮

নীলসাধু বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন ইসিয়াক ভাই, শুভকামনা।

২| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৪

মিরোরডডল বলেছেন:




সত্যি ভাবতে অবাকই লাগে কখন কিভাবে যেনো সামু নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে।
জানাপু এবং ব্লগ টিমকে অনেক কৃতজ্ঞতা, সামুর পথচলা আরও অনেক দীর্ঘ হোক, এই শুভকামনা।

একই কথা বার বার বলতে হয়, অসাধারণ সুন্দর মনের কিছু মানুষের সাথে পরিচয় এই সামুতে।
যাদের সান্নিধ্য ভালোলাগার।

সবার জন্য অন্তর থেকে ভালোবাসা।
প্রিয় সামুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ।


১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫০

নীলসাধু বলেছেন: আন্তরিক ধন্যবাদ রইল মিরোরডডল।

নিরন্তর শুভকামনা।
আনন্দম।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২২

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ জন্মদিন প্রিয় সামু...
ব্লগ টিম সহ সকল প্রিয় ব্লগারদের জন্য শুভেচ্ছা...
সকল প্রিয় ব্লগাররা নিয়মিত হোক, এইটাই কাম্য...
সামু সর্বদা জেগে থাকুক...
সামুর যাতে মৃত্যু নাহয়...
লাভ ইউ সামু...

১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫০

নীলসাধু বলেছেন: সামু সর্বজা জেগে থাকুক। কলম চলুক।
শুভকামনা নিরন্তর নয়ন বড়ুয়া।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬

রাজীব নুর বলেছেন: সবাই ভালো থাকুক। সুস্থ থাকুক।
আনন্দ নিয়ে ব্লগিং করুক।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫১

নীলসাধু বলেছেন: ব্লগিং হোক আনন্দের, সৃজনের।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: সামুর জন্মদিন স্মরণ করিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। হাজার বছর বেচে থাকুক সামু। জানা আপাকেও ধন্যবাদ এই সফল উদ্যোগের পিছনে থাকার জন্য।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৩

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা ও ভালোবাসা রইল সাড়ে চুয়াত্তর।
আনন্দে কাটুক দিন।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২০

ফেনা বলেছেন: শুভ জন্ম দিন প্রিয় সামু।
অনেক অনেক শুভকামনা রইল। সেই সাথে দোয়া রইল সামু যেন এইভাবে সুনামের সাথে অবিরত চলতে থাকে।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৪

নীলসাধু বলেছেন: আন্তরিক ধন্যবাদ রইলো ফেনা।
ভাল থাকুন।
শুভকামনা।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৩

খায়রুল আহসান বলেছেন: সক্রিয় (লেখায় এবং পাঠে) এবং নিষ্ক্রিয় (লেখায়, তবে পাঠে সক্রিয়) সকল ব্লগারের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
প্রয়াত সকল ব্লগারের পক্ষ থেকে স্রষ্টার কাছে মাগফিরাত কামনা করছি।
ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এত শত প্রতিকূলতার মাঝেও ব্লগ-তরীকে তিরতির করে এগিয়ে নিয়ে যাবার জন্য। আমি বিশ্বাস রাখি, এ ব্লগ তাদের অনন্য অবদানের জন্য একদিন একুশে পদক পাবেই পাবে।

মিরোরডডল এর সাথে একমত, "অসাধারণ সুন্দর মনের কিছু মানুষের সাথে পরিচয় এই সামুতে"

১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৫

নীলসাধু বলেছেন: "অসাধারণ সুন্দর মনের কিছু মানুষের সাথে পরিচয় এই সামুতে"।

এর চেয়ে আনন্দময় আর কিছু হতে পারে না। চিরদিন এমন থাকুক ব্লগের পরিবেশ।
শুদ্ধ সুন্দরের সাথে থাকি সবাই।

আন্তরিক ধন্যবাদ জানবেন।
আশা করছি কুশলে আছেন।
শুভকামনা জানবেন।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সামু জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ।
.................................................................
এই ব্লগে সকল সুন্দর সুস্হভাবে সাহিত্য চর্চ্চা করুক
এই কামনা করি ।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০১

নীলসাধু বলেছেন: আনন্দম।
ভালো থাকবেন।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৪

স্প্যানকড বলেছেন: শুভ জন্মদিন :) লাভ ইউ সামু :)

১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০২

নীলসাধু বলেছেন: উই অল লাভ সামু

১০| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৬

ইফতেখার ভূইয়া বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫১

নীলসাধু বলেছেন: ধন্যবাদ জানবেন।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৯

করুণাধারা বলেছেন: জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি সকল ব্লগার এবং ব্লগ পরিচালকদের।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৩

নীলসাধু বলেছেন: আনন্দম।

শুভকামনা নিরন্তর জানবেন।

১২| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৫

শায়মা বলেছেন: শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ।

অনেক অনেক শুভ কামনা ভাইয়া। :)

১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৬

নীলসাধু বলেছেন: আনন্দম।

শুভকামনা নিরন্তর সুপ্রিয় শায়মা।

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবার আগে নীলসাধু ভাইকে ধন্যবাদ এ ব্যাপারে এ পোস্টটির জন্য।

শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ। জানা আপু, আরিল্ড ভাইকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না এই ইউনিক ব্লগ প্ল্যাটফর্মটিকে আমাদের জন্য উপহার দেয়ার জন্য। ব্লগ টিমের অন্যান্য সংশ্লিষ্ট সবার জন্যই রইল আন্তরিক ধন্যবাদ।

ব্লগারদের প্রতিও অনেক অনেক শুভেচ্ছা।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৭

নীলসাধু বলেছেন: শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ। জানা আপু, আরিল্ড ভাইকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না এই ইউনিক ব্লগ প্ল্যাটফর্মটিকে আমাদের জন্য উপহার দেয়ার জন্য। ব্লগ টিমের অন্যান্য সংশ্লিষ্ট সবার জন্যই রইল আন্তরিক ধন্যবাদ।

শ্রদ্ধা ও ভালোবাসা রইল সোনাবীজ ভাই।

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৮

অধীতি বলেছেন: সবার ব্লগ জীবন বর্ণিল ও আনন্দ মুখর হোক।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৮

নীলসাধু বলেছেন: ধন্যবাদ অধীতি।
ভালো থাকুন।

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৩

জনারণ্যে একজন বলেছেন: অ: ট:

@নীলসাধু, অনেকবার জিজ্ঞাসা করবো ভেবেছি তারপর আবার ভুলে গেছি।

আপনার অনেক আগের জাপান ভ্রমণ সম্পর্কিত এক ছবিতে মুনির ভাই এবং আইভি আপুর ছবি দেখে অবাক হলাম। আরো অবাক হলাম যখন জানলাম ওনারা জাপান থাকেন, আমি তো জানতাম ওনারা অস্ট্রেলিয়া থাকেন। ভুল জানা ছিল তবে এতদিন।

বহু বহু বছর আগে একটা সময় ঘন্টার পর ঘন্টা আড্ডা মারা হয়েছে; মিনার মাহমুদ ভাই'ও থাকতেন তখন। পরে তো দেশে চলে গিয়েছিলেন এবং আপনিও নিশ্চই জানেন পরবর্তীতে ওনার দুঃখজনক ঘটনা।

বেশ চমৎকার একটা সময় ছিল তখন।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৬

নীলসাধু বলেছেন: আপা ও দুলাভাই অস্ট্রেলিয়ায় থাকেন। আপনি ঠিক জানেন।
উনারা সেবার জাপানে এসেছিলেন। মেলা উপলক্ষেই। আমরা একসাথে ১১ দিন ছিলাম জাপানে, তখনকার ছবি হয়তো দেখেছেন।

ভাল থাকবেন। মুনির দুলাভাই এখন দেশেই আছেন। ২/৩ দিন আগে এসেছেন।

১৬| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৬

নীলসাধু বলেছেন: ধন্যবাদ।

১৭| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩২

রানার ব্লগ বলেছেন: শুভ জন্মদিন

১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০২

নীলসাধু বলেছেন: আনন্দম।

শুভকামনা নিরন্তর।

১৮| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৯

প্রামানিক বলেছেন: ব্লগের আগের দিন ফিরে আসুক এই কামনা করি।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫১

নীলসাধু বলেছেন: আপ্নেও হইসেন এক ব্লগ পাগল মানূষ প্রামানিক ভাই। স্যালুট।
শইলের দিকে খেয়াল রাইখেন।

১৯| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৩

জনারণ্যে একজন বলেছেন: ধন্যবাদ @ নীলসাধু।

পরিচিত মানুষের সাথে আপনাকে দেখে ভালো লাগলো। মাঝে মাঝে মনে হয় এই গ্রহ খুবই ছোট একটা জায়গা।

সে এক প্রাচীন কালের কথা; কি যে তুমুল সব আড্ডা হতো তখন! মানুষ তখন একে অপরকে বিশ্বাস করতো।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৩

নীলসাধু বলেছেন: ভালোবাসা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.