নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

আজ মহান বিজয় দিবস উপলক্ষে ঘুড়ি স্কুলের শিশুদের সাথে ছিলাম আমরা

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০০



আজ মহান বিজয় দিবস উপলক্ষে ঘুড়ি স্কুলের শিশুদের সাথে ছিলাম আমরা। দুপুরের পর থেকে তারা সবাই সেজেগুজে আসতে থাকে স্কুলে।

আমরা একসাথে মুক্তিযুদ্ধের সিনেমার কিছু অংশ দেখলাম। জাগরণের গান শুনলাম। স্বাধীনতা যুদ্ধ, এর ইতিহাস ও বিজয়ের দিনের কথা বললাম আমি। স্কুলের প্রধান শিক্ষক এক্টিভিস্ট শিমুল আহমেদ শিশুদের কে মুক্তিযুদ্ধের দিনের কথা শোনালেন। কিছু ডকুমেন্টরি দেখলাম ইউটিউবে। সেই সময়ে আমাদের শিশুদের জন্য কেমন অসহনীয় ছিল তা জানলাম আমরা। আয়োজনে উপস্থিত ছিল সিনিয়র টিচার কুলসুম আক্তার। ঘুড়ির প্রোগ্রাম সহকারী আয়না আখতার।

ঘুড়ি ইশকুল এর উপদেষ্টা পরিষদ সদস্য সাদাত আহমেদ এর প্রতিষ্ঠান SAS Darbar Express এর সৌজন্যে আজ মহান বিজয় দিবসে ঘুড়ি ইশকুল এর ছাত্র-ছাত্রীদের জন্য খাবার আয়োজন। ঘুড়ি স্কুলের শিশুদের জন্য এ আয়োজনের জন্য সাদত আহমেদ ও SAS দরবার এক্সপ্রেস এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা রইলো।

বিজয় দিবস আনন্দে কাটুক।
ঘুড়ি পরিবারের জন্য দোয়া করবেন, শুভকামনা রাখবেন যেন শিশুদের সাথে আমরা থাকতে পারি, তাদের অধিকার ও তা সুরক্ষার জন্য কার্যক্রম অব্যাহত রাখতে পারি।

ধন্যবাদ।


নীলসাধু
প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান
এক রঙা এক ঘুড়ি
ঘুড়ি ইশকুল

SAS Darbar Express চ্যানেলের ইউটিউব লিংক





















মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫৬

জনারণ্যে একজন বলেছেন: এই ধরণের সংবাদ পড়লে খুব আবেগতাড়িত হয়ে যাই। দেশের সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য আপনারা কিছু করছেন, শত-সহস্র ধন্যবাদ দিলেও কিছুই বলা হবেনা বরং নিজেই ছোট হয়ে যাবো। আপনাদের এই কাজগুলিকে এপ্রেশিয়েট করার মতো কোনো ভাষা নেই।

স্কুলের নামটাও খুব সুন্দর, আগেও পড়েই এই সম্পর্কিত পোস্ট, কিন্তু মন্তব্য করা হয়নি।

ইউনিভার্সিটিতে থাকতে "আমাদের ইশকুলের" রুবেল ভাইয়ের সাথে টিএসসি/ক্যাম্পাসের বাইরে তে আড্ডা মেরেছি দিনের পর দিন, রাতের পর রাত। দেশে গিয়েছি মাঝে, দেখা হয়েছে।

আমরা কিছু কিছু মানুষ সারাজীবন সুবিধাভোগি হয়েই রয়ে যাবো।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭

নীলসাধু বলেছেন: আমরা বেশিরভাগ মানুষ সুবিধাভোগী। এভাবেই অভ্যস্ততা আমাদের, এতে দোষের কিছু নেই।
আমরাও অনেক কিছু করতে পারছি তা নয়, তবে অল্প পরিসরে হলেও কিছু কাজের সাথে যুক্ততা আছে স্বস্তি বা পরিতৃপ্তি বলেন এটাই।

ভালো থাকবেন।
আন্তরিক মন্তব্যে ভালো লাগা রইলো।

২| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:১৬

রোকসানা লেইস বলেছেন: খুব ভালো এই কাজগুলো তোমাদের।
কখনো এক সাথে থাকতে চাই।
খাবার দেখে খেতে ইচ্ছা করছে :)

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৫

নীলসাধু বলেছেন: আপা আসেন খেয়ে নেই।

আশা করছি কুশলে আছেন।
দূর থেকেও পাশে থাকার সুযগ আছে। জানাবো আপনাকে।

সকল শুভকামনা জানবেন।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৯

শেরজা তপন বলেছেন: খুব ভাল লাগল। এক রঙা ঘুড়ির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৪

নীলসাধু বলেছেন: ধন্যবাদ শেরজা তপন ভাই।
আশা করছি কুশলে আছেন।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৪

রাজীব নুর বলেছেন: ভালো।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৪

নীলসাধু বলেছেন: ওহ।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৯

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল বাচ্চাদেরকে সময় দেয়ার জন্য

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৩

নীলসাধু বলেছেন: আপ্নে কই?
শইল কিরাম? দেখা করেন একদিন প্রামানিক ভাই। বাড়িতে থাকলে কন একদিন আমরা কজন আসি। কামাল ভাইরেও কই। মেজদারে কই।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২০

অপু দ্যা গ্রেট বলেছেন:


আগে জানলে আমিও আপনারদের সাথে যোগ দিতাম।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪২

নীলসাধু বলেছেন: ঢু দিলেই হবে।
আমি তো এই বাচ্চাদের নিয়েই থাকি সারাদিন।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বড়ই আচানক ঘটনা।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪১

নীলসাধু বলেছেন: হা হা

৮| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনাদের এই উদ্যোগ আরও সফল হউক সেই কামনা করছি।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪০

নীলসাধু বলেছেন: ভালোবাসা অফুরান।
শুভকামনা রইলো।

৯| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৫

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৩

নীলসাধু বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.