নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

জ্বীনে ধরা ? অশুভ আত্না ? শয়তানের আছর?_বিভিন্ন দেশের ভুত ছাড়ানো>> আমাদের কুসংস্কার

১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪

আমাদের দেশের অনেকেই এখনো বিশ্বাস করে যে মানুষকে জীনে ধরে..আছর করে... ( জ্বীন ধমীয় বিশ্বাস তাই জ্বীন আছে কি নাই সেই যক্তিতে যাবো না) কিন্তু এই রকমের সমস্যা বিশ্বের সব দেশের সমাজের মানুষর মাঝেই দেখা যায় কিন্তু সমাধান ভিন্ন রকমে। আসুন দেখি বিভিন্ন সমাজের জ্বীন ভুত তাড়ানো পদ্ভতী



ভারতে সংস্কৃত মন্ত্র...আফ্রিকায় সোহেলী মন্ত্র...ভুডু রিচুয়াল..আমেরিকায় খৃস্টান পাদ্রীরাও অশুভ আত্না তাড়ানোর জন্য বাইবেলের থেকে মন্ত্র পড়ে থাকেন.... এবং জনগনের বিশ্বাস তাতে কাজও হয়... না হইলে মানুষ এই ঝাড় ফুকে বিশ্বাস করতো না...



যদি জ্বীনের আছড় হয়ে থাকে তবে তা শুধু আয়াত/পানি পড়া/ফু ইত্যাদিতেই ভাল হবার কথা তাই না?



কারন বাকি সবই তো ভুয়া জিনিস ...



আসেন এবার দেখি বিশ্বের বিভিন্ন দেশে কিভাবে মানুষিক রোগীকে জ্বীনে/ভুদে/অশুভ আত্নার আছড়ের নামে ব্যবসা চালিয়ে যাচ্ছে...





ভারতের ব্যাঙ্গালোরে ওঝা মহিলার ভুত ছাড়াইতেছে.. মহিলার পায়ের নিচে একটি মুরগী দিয়েছে যাকে পরে মহিলা তার উপরে দাড়িয়ে মেরে ফেলবে...ফলে ঐ আত্না মুরগীর ভেতরে চলে যাবে..



সিংগাপুরে (ডিজিটাল ওঝা)Prophet TB Joshua খৃস্টান যীষুর নামে অশুভ আত্নার আছড় মুক্ত করছেন ..

হালে লুইয়া... :P





জামাইকায় ১১ বছরের ছেলে ভুতের আছড়....এবং বিশোপ এডওয়াড অলিভ তেল এবং যীষুর নামে ভুতকে চলে যেতে বলেন... এবং ছেলেটি ভাল হয়ে যায়..



মুসলিম মেয়ে জ্বীনের আছড় তাড়ানো হচ্ছে...

সুরা বাকারা থেকে পড়ছে...দোয়া করছে..



ফ্রান্সে অশুভ আত্না তাড়ানো...





এইটা কোথায় বুঝলাম না...





আফ্রিকায় Mozambic e... বিগ বস এই আত্নাকে পাঠিয়েছে সবাই কে ধংস করতে..



চাইনিজ স্টাইলে অশুভ আত্না তাড়ানো... ( থাইল্যান্ড হতে পারে)





থাইল্যান্ডের ভুত তাড়ানো..





সেই একই পদ্বতী... শারীরিক নিযা`তন করা.. :(



এই রকমের হাজারও ভিডিও পাবেন পৃথিবির সব সমাজের মানুষই এমন কুসংস্কারে বিশ্বাস করে....



মানুষীক রোগীকে কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলি অত্যাচারই করছে...



পৃথিবির সকল মানুষ কুসংস্কার মুক্ত হওক...

মন্তব্য ৪৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩

বাড্ডা ঢাকা বলেছেন: ভাল বলেছেন ।

১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০০

নতুন বলেছেন: :) অন্যদেরও বোঝান...

২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

সুন্দর পোস্ট+++

পৃথিবির সকল মানুষ কুসংস্কার মুক্ত হওক...

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৪

নতুন বলেছেন: সবাইকে জানান... যুক্তি দিয়া চিন্তা করতে বলুন... তবেই সকল মানুষ কুসংস্কার মুক্ত হতে পারবে...

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪১

ইমিনা বলেছেন: অসাধারন পোস্ট !!!


ধন্যবাদ ।

২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

নতুন বলেছেন: ধন্যবাদ.. ছড়িয়ে দিন সবার মাঝে..

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

রিফাত হোসেন বলেছেন: সালাম
সাহেব জ্বীন এ ধরা আর মানষিক ভাবে অসুস্থ হলে দুইটা ধরন হয় ।
জ্বীন তো শুধু মানষিক নয় বরং শারীরিকভাবেও অসুস্থ করে থাকে ।

আমার সুযোগ হলেও কখনোই মুখোমুখি হতে পারি এসব ব্যাপারে ।

তাই বাস্তব জ্ঞান নাই । স্বীকার করে নিলাম :)


অন্য ধর্মের পদ্ধতি গুলো যেমন কেমন... তবে ইসলাম ধর্মে যেগুলো সূরা পড়া হয় এগুলো আল্লাহর বাণী আর তাতে জ্বীন সম্পর্কিত কথা আছে । সূরা গুলির বাংলা মুখস্ত নাই । ইন্টারনেটে পড়ে নিতে পারেন, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি ।

আমার জ্ঞান এর পরিধি সীমিত ।

আমার সাধারন চিন্তা যা বলে, ধরে নিলাম কাউকে সত্যি ই আছড় করল । আর তা করা নিশ্চয়ই ভাল কাজের জন্য নয় । কারন এইটা তাদের জব না । :) এরপর নিশ্চয়ই নোংরা জিনিস করবে যা খারাপ জ্বীনরা করে থাকে, আল্লাহর বাণীও সহ্য হবে না , অপবিত্র থাকতে চাইবে ।
আরকেটা যুক্তি হতে যদি ভদ্র জ্বীন আছড় করে বা বিশ্বাসী জ্বীন তাহলে মানুষটার আচার আচরণে অদ্ভুত প্রবিত্রতা লক্ষিত হবে , যেমন যে মানুষ গতকালও নামাজ পড়তে অনীহা বোধ করত বা ঘৃনা করত সে করছে, তার তেলাওয়াত সুমুধুর হয়ে গেল ইত্যাদি । সে বিশ্বাসী জ্বীন হলেও তার আছড়ও গ্রহন যোগ্য নয় ।
----------------

আমি সাধারণভাবে চিন্তা করলাম আর কি ।

আর পাগল হয়ে থাকলে বা মানষিক অসুস্থতা থাকলে সব সাধারন ভাবেই বাচ্চাদের মত পাগলামী উল্লেখ থাকবে । ছোটরাও ছোটকালে অনেক পাগলামী করে । এদের তো মানষিক রোগী হিসেবে দেখী না ।
অনেক মানষিক রোগী অকারনে হাসে বা কাদে উল্টা পাল্টা কিছু করে কিন্তু আল্লাহর বাণী শুনলে খিস্তি খেউর শুরু করে না ! পয়েন্ট শুড বি নোটেড !
´´´´´এদের কোন বিকার নেই এরা আসলেই প্রতিবন্ধী হয়ে যায়, কোন মানষিক কারনে ।

এদের সাথে জ্বীন এর মিল ঘটনো ঠিক না ।



-------------------------

ভাল থাকুন, আমার মতামত মাত্র । :)

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৫

নতুন বলেছেন: সালাম রিফাত ভাই...

জীনে ধরা আর মানুষিক অসুস্হাতা কিভাবে পাথ`ক্য করবেন???

আমাদের দেশে এই রকমের কেউ করলে কোন ওঝা বা ফকির, পীর/ হুজুর তাকে জীনে ধরা না বলে মানুষিক অসুস্হ বলে ডাক্তারের কাছে পাঠাবে???

অবশ্যই না... আমার মনে হয় বাংলার ইতিহাসে এমন হয় নাই ..হবেও না...

আর একটা কথা অন্যদেশেও কেন এমন রোগী আছে??? তাদের চিকিতসায় কিভাবে রোগী ভাল হয়???? >>

কারন মাইরের উপরে ঔষুধ নাই.. বেশি মারের ফলে রোগী ওঝার কথা মতন কাজ করে... ওঝার কিছু যাদু দেখায়..আর অনেক সময় রোগী অঙ্গান হয়ে পরে.. তখন ওঝা একটা বুঝ দিয়ে যায়...

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

কলমের কালি শেষ বলেছেন: ইন্টারেস্টিং !

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯

নতুন বলেছেন: হুম ছোট বেলা থেকেই ভুত/জীনের কথা শুনে এসেছি...

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৬

মামুন ইসলাম বলেছেন: পৃথিবীতে ভূত বলে কিছু নাই। :) !:#P !:#P

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩১

নতুন বলেছেন: পৃথিবীতে অলৌকিক বলে কিছু নাই....

কিছু জিনিস আমরা ব্যাক্ষা করতে পারিনা... তাকেই অন্যরা অলৌকিক বলে প্রচার করা...

খুজলে থাকলে আমরা সব ব্যাক্ষাই পাবো একদিন...

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

একজন আরমান বলেছেন:
শিক্ষার আলোই কেবল পারে এসব কুসংস্কার থেকে মুক্তি দিতে।

২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১০

নতুন বলেছেন: শিক্ষার আলোই কুসংস্কার দূর করতে পারে....

কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক বড় বড় সাটিফিকেট ধারীরাও প্রচন্ড কুসংস্কারে আচ্ছন...

৮| ২০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২৩

রিফাত হোসেন বলেছেন: জানি না। হয়েছে কিনা। তবে অপবিত্র জীন পবিত্রতা পরিপন্থী কাজ করার কথা, আর পবিত্র জীন মানুষের আচরণে উন্নতি ঘটবে রাতারাতি যা অলৌকিক :) এইখানে পার্থক্য আছে।

আর সত্যিকারের পাগল হলে আল্লাহর কালাম শুনতে বা দেখতে ভাল বা মন্দ কোন বিকার আসার কথা নয়।
কারন সে মজনুন।

এই পলিসি নিয়ে চিন্তা করা উচিত।

আমার কাছে লাগে শয়তান এর সাথে জাদুকর বা তার পূজারীর চুক্তি হয় আমাকে ক্ষমতা দেওয়া হোক জীন থেকে কাউকে মুক্ত করার। সেখানে বিন্দুমাত্র আল্লাহ কালাম উচ্চারিত হয় না, না স্থানীয় ভাষায় না আরবীতে।
আমি সাধারন জাদু বিদ্যা বা ট্রিক্স বুঝাচ্ছিনা।

ব্যাখ্যা সব কিছুর ই আছে, এখন মানুষের বোঝার পরিধি অতটুকু যায় নি হয়ত।

আমি নামাজ পড়তে গেলে টের পাই, আমাকে কেউ বাধা দিচ্ছে। হয়ত আমার মনোযোগ কম বা মনের ভুল। এখন আমার নিজের সমস্যা বা শয়তান ই বাধা দিচ্ছে। গান, পত্রিকা, মুভি দেখতে,পড়তে পাই না। :)
ব্যাপারাটা ফিজিক্যাল আর ভিজিবল হলে ভাল হত :)


২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৪

নতুন বলেছেন: আমার কাছে লাগে শয়তান এর সাথে জাদুকর বা তার পূজারীর চুক্তি হয় আমাকে ক্ষমতা দেওয়া হোক জীন থেকে কাউকে মুক্ত করার।

এটা ড: ফস্টাসের গল্পের কাহিনি... বাস্তবে এমন হয় বলে আমার মনে হয়না...

ব্যাপারাটা ফিজিক্যাল আর ভিজিবল হলে ভাল হত

ধমের` ব্যাপারটাই এই রকমের.. সবই অনুমান...সবাই অদৃশ্য শক্তির কথা শুনেছে...গায়েবী আওয়াজ শুনেছে...কিন্তু প্রমান করার মতন শক্ত কিছু নাই... সবই বিশ্বাস...

সেই বিশ্বাসের সুযোগই ভন্ডরা নেয়... :)

৯| ২০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৩

রিফাত হোসেন বলেছেন: মানে সবার কাছে সহজে গ্রহনযোগ্য হত...


আর কিছু বাড়াব না। জীন আসলেই ভর করলে যা বলেছি তাতে সহজে বুঝা যাওয়ার কথা আর তা তাড়াতে স্পেশাল কাউকে লাগে না। আল্লাহ আপনাকে যে কোন মুস্লিমকে সে ক্ষমতা দিয়েছেন। পবিত্রাতা এর মাধ্যমে বা আল্লাহর উসিলায় তাড়ানো। তবে সাহস একটু লাগার কথা, কারন যদি আসলেই জীন হয়ে থাকে সে উদ্ভট দাম্ভিকতা দেখাবে যা সচরাচর হয় না।
হাদিয়া পাবলিকদের কেন জানি শয়তান এর চ্যালা মনে হয়, মাফ করবেন। আমি ওঝা বুঝিয়েছি।

২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪১

নতুন বলেছেন: আপনার কি মনে হয়না আমাদের দেশে জীন ভুতের নামানোর নামে ধান্দা করা হচ্ছে?


আপনার কি মনে হয় হুজুর/ওঝা কখনো কোন অসুস্হকে বলেছে যে এতো জীন আছড় করেনাই... একে হাসপাতালে নিয়ে যান?

১০| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৪

এহসান সাবির বলেছেন: জ্বীন না পরী দেখতে চাই..... B-)) B-))

২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩১

নতুন বলেছেন: দেখি পরী খুইজা পাই কিনা.... তখন আপনাকে দেখাবো...

আমার কাছে মেয়ে শিশুদেরই পরী মনে হয়..

১১| ২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ একটি পোস্ট-------সমাজের কত যে কুসংস্কার !! ধীরে ধীরে যদিও লোপ পাচ্ছে --তারপরও যা আছে তা ঝেটিয়ে বিদায় করতে হবে

২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩

নতুন বলেছেন: জানার মাধ্যমেই কেবল কুসংস্কার দূর হতে পারে....

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭

শায়মা বলেছেন: আমি জানি জ্বীনে ধরা একটি মানষিক রোগ।

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৬

নতুন বলেছেন: এটা যদি কোন রোগ না হইতো তবে সারা বিশ্বের বিভিন্ন সমাজে দেখা যেত না....

এই কুসংস্কার কিভাবে দুর করবেন.... সমাজে এর শিকড় অনেক গভীরে...আর অনেক পীর ফকির ওঝা হুজুর এর ফয়দা লুটছে...

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৩

জাফরুল মবীন বলেছেন: সকল মানুষ কুসংস্কার মুক্ত হউক-কায়মনোবাক্যে সেটা কমনা করি।

‘জ্বিনে ধরা একটি মেয়ের গল্প.....’ নামে সচেতনতামূলক একটি পোস্টও দিয়েছিলাম।

ধন্যবাদ আপনাকে বিষয়টি তুলে ধরার জন্য।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৬

নতুন বলেছেন: আরো লিখুন.. সচেতনেতা না বাড়ালে এই ধান্দাবাজি চলতেই থাকবেই..

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৩২

সাঈফ শেরিফ বলেছেন: তারমানে কোরআনের লেখক জ্বীনের কথা বলে মিথ্যাচার করেছেন?

উত্তর: হ্যা/না

২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০১

নতুন বলেছেন: কোরআনে কোথায় বলা আছে যে মানুষকে জীনে ধরে.... এবং জীন ছাড়ানোর জন্য কি কি করতে হবে???


আমি আগেই বলেছি.. কোরআনের জীন নিয়ে আমি বলছিনা...

বলছি মানুষিক রোগীকে জ্বীনে ধরার নামে ধান্দাবাজী...সারা বিশ্বেই ভন্ডরা করছে...

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২২

একলা ফড়িং বলেছেন: লিমিটেড নেটের কারণে আপাতত ভিডিওগুলো সব দেখতে পারলাম নাহ। পরে একসময় দেখে নেব। জীনে ধরা এবং সেটা ছাড়ানো নিয়ে আমাদের প্রত্যন্ত গ্রামগুলোয় যেমন কুসংস্কারের চল আছে, পৃথিবীর অনেক উন্নত দেশগুলোতেও আছে দেখছি।

পৃথিবীর সকল মানুষ কুসংস্কার মুক্ত হোক..

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৮

নতুন বলেছেন: মানুষের শিক্ষার অভাবকে পুজি করে সব ধান্দাবাজরাই ব্যবসা শুরু করে... ... বিশ্বের সব সমাজেই করে...

পৃথিবীর সকল মানুষ কুসংস্কার মুক্ত হোক..

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৩

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: জ্বীন ভূত ভালো লাগে। আমি ব্ল্যাক ম্যাজিক আর Voodoo নিয়া কিছুদিন নাড়াচাড়া করছিলাম। অনেক মজা পাইলাম আপনার পোস্ট পড়ে । অনেক ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৭

নতুন বলেছেন: আপনার নাড়াচাড়ার পরের অভিঙ্গতা তো লিখলেন না...

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯

এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৩

নতুন বলেছেন: শুভ বসন্ত :)

প্রবাসে আমরা দেশের কত কিছুই না মিস করি.... আসলে এক প্রকারে..জীবনটাই মিস করি আমরা.... এখানে দিন আসে...দিন চলে যায়...

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৫

এহসান সাবির বলেছেন: আমি ইউকে তে প্রায় ৭ বছর ছিলাম..... আমি জানি ভাইয়া...

ভালো থাকার চেষ্টা করুন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৭

নতুন বলেছেন: হুম অবশ্যই ভালই আছি.... কিন্তু দেশ..পরিবার..বন্ধু..মিস করছি অনেক..

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১৩

চাঁদগাজী বলেছেন:


সবেমাত্র পশ্চিম জিন-ভুত মুক্ত হচ্ছে। আমাদের এলাকা মুক্ত হতে আরো ২০০ বছর লাগবে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২২

নতুন বলেছেন: পশ্চিম এখনো পুরোপুরি মুক্ত না... এখন ডিজিটাল ওঝা হয়েছে... যাদের বড় হলরুমে মজমা জমে...

আমাদের দেশের ভন্ডপীরের ভিড়ে কোয়ান্টাম পীরও কিন্তু পানিপড়া...চালু করেছে... :)

রাজারবাগীর ওয়েবসাইটে ক্রেডিটকাড` পেমেন্ট গ্রহন করা হয়ে থাকে... ;)

সবাইকে সচেতন হতে হবে...

২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৪

স্যু বলেছেন: সকল ধর্মশাস্ত্রের ব্যাখ্যায় অশুভ শক্তির বিদ্যমানতাকে কিছু অবৈজ্ঞানিক পদ্ধতিলব্ধ বিশ্বাসের উপর ভিত্তি করে বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু কালের বিবর্তনে যখন বিজ্ঞান বা বৈজ্ঞানিক কলা কৌশল উক্ত অন্ধ বিশ্বাসের লাগাম টেনে ধরেছে তখন ধর্মকে পুঁজি করে বেড়ে উঠা কিছু ওঝা, ভন্ড পীর, দরবেশ আবার এসকল বিশ্বাস কে মানুষের মাঝে টিকিয়ে রাখার জন্য ধর্মের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তাই আজো আমরা কুসংস্কারমুক্ত হতে পারছিনা।

ভিডিওগুলো ভালো লেগেছে।

লেখককে ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০

নতুন বলেছেন: হুম... এখন অনেক ডিজিটাল পীরের আমদানী হবে.... যেমন করছে কোয়ান্টাম মেথডের গুরুজী....

তিনি পুরানো মেডিটেসনের উপরে নিজের পানিপড়া/টাকা দিয়ে হিলিং চালু করেছে....

মানুষ সত্যের সাথে কিছু মিথ্যা মিলিয়ে দিলে পাবলিক খায়...এটা সব ভন্ডরাই জানে এবং ব্যবহার করে...

পৃথিবীর সকল মানুষ কুসংস্কার মুক্ত হোক..

২১| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


জীন কিংবা পরী নিয়ে আমার কোন আপত্তি নেই। জীন পরী মানুষের ক্ষতি সাধনও করতেই পারে। কিন্তু জীন তাড়ানোর নাম করে ওঝা দিয়ে যে ঝাটা মারা হয় তাতে আমার অবশ্যই আপত্তি আছে। এই রকম কবিরাজী চিকিৎসা আর কুসংস্কার থেকে মুক্ত হোক পৃথিবী।

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৫

নতুন বলেছেন: জীন বা পরী ধরার কোন প্রমান নাই।

কিন্তু ধান্দাবাজির খবই বড় একটা ক্ষেত্র হয়ে দাড়িয়েছে আমাদের দেশে।

২২| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৭:১১

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: কত্ত কাহিনীই

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫২

নতুন বলেছেন: দুনিয়ার সব কাহিনি এক করলে বোঝা যায় যে আসল কাহিনি অন্য রকমের।

২৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৭

মুক্তমনা মানব বলেছেন: ধর্মগ্রন্থগুলোই এসবের উৎস।ব্যাপক বিনোদন পেলাম।ধন্যবাদ।

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১২

নতুন বলেছেন: অন্ধবিশ্বাস থেকে এই সব আসে...যৌক্তিক চিন্তা কেউই করেনা শুধু অন্ধবিশ্বাস করে যায়।

২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: যতোদিন আমরা শিক্ষিত না হবো ততোদিন এসব চলতেই থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.