নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

বেশি মানুষ সমথ`ন করেলেই কি সব সত্যি হয়ে যায়??

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫০

এখন জামাত পন্হিরা জানাজার ছবি দিয়ে ফেসবুকে এবং ব্লগে প্রচার করবে যে লাখ লাখ মানুষ এসেছিলো...

তাই এরা আসলে নিরপরাধ...

আসলেই কি জনগন বেশি হলেই সত্য উল্টে যায়??

আসুন আরো কিছু লক্ষ লক্ষ মানুষের জমায়েত দেখি....

নিচের ছবিতে খৃস্টিয়ানদের জমায়েত দেখা যাচ্ছে.... উপরের জামাতের নেতার জানাজায় হাজারও মানুষে যদি তার ফেরাস্তাত্ব প্রমান করে.... তবে নিচের ছবিতে তো খৃস্টিয়ান ধমের সতত্যা প্রমান করে... তাই বলে কি জামাতের মানুষ খৃস্টান ধম` মেনে নেবেন??







জামাতী কচি ছাগুদের যুক্তি কি বলে.. আমিতো একই যুক্তি দিলাম..

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:

বাংলাদেশের ৫০% মানুষ অশিক্ষিত; উনারা জানেন না যে, কোনটি জাতির জন্য প্রয়োজনীয় বিষয়; ফলে, জানাযায় সাড়ে ৮ কোটী লোক হওয়া সম্ভব।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

নতুন বলেছেন: হুম... মানুষ সচেতন না হইলে দেশের কিছুই হবে না।

২| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৪

মিতক্ষরা বলেছেন: মোটেও না। জানাজার মত ধর্মীয় বিষয় নিয়ে রাজনীতি একেবারেই অপছন্দনীয়। একজন মানুষ যখন মারা যায়, তখন সবকিছু নিয়েই সে আল্লাহর কাছে পৌছে যায়। তা সত্ত্বেও এটা বলছি, সাকা/মুজাহিদের জানাজায় মানুষ সমাগম হবার অর্থ এই যে তাদের পক্ষে দাড়ানোর মত মানুষের সংখ্যা কেবল কম নয়। কারন এদেশের মানুষ কিছুটা আবেগী, তারা যাদের পছন্দ করে না তাদের জানাজায় যেতে চায় না।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৯

নতুন বলেছেন: তা সত্ত্বেও এটা বলছি, সাকা/মুজাহিদের জানাজায় মানুষ সমাগম হবার অর্থ এই যে তাদের পক্ষে দাড়ানোর মত মানুষের সংখ্যা কেবল কম নয়। কারন এদেশের মানুষ কিছুটা আবেগী, তারা যাদের পছন্দ করে না তাদের জানাজায় যেতে চায় না।

দেশে জামাতীর সংখ্যা তো কম না। তাদের জন্য তো মুজাহিদের জানাজায় যাওয়া ফরজ...

৩| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২২

আস্তিক এলিয়েন বলেছেন: ফালতু যুক্তি। হজে সবচেয়ে বেশি মানুষ হয় তাই বলে কি সব ধর্মের লোক মুসলমান হয়ে যাবে?? এগুলো কোনো যুক্তির মধ্যেই পড়েনা। প্রত্যের ধর্মের লোকের কাছেই তাদের তীর্থস্থান পবিত্র। সেখানে যাওয়াকে তারা পূন্যের মনে করে। মুসলমান সামর্থবানরা ফরজ মনে করে। এজন্য তীর্থস্থানগুলোতে এত লোক হয়। জানাজার নামাজের সাথে এগুলোকে মিলানোটা বোকামি। বর্তমানে কোথাও দেখেছেন জানাজাতে এত আগ্রহ নিয়ে মানুষ অংশ নিতে?? পাশের মসজিদে জানাজার নামাজের মাইকিং করলেও পাবলিক অতটা আগ্রহী হয়না। এমন প্রেক্ষাপটে সেই দূর দূরান্ত থেকে পুলিশি ভয় মাথায় নিয়ে লাখো মানুষের জানাজায় শরিক হওয়াটা ব্যাক্তির প্রতি তাদের ভালোবাসাই প্রমান করে জনাব।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

নতুন বলেছেন: এটা বুঝলেন যে আমারটা ফালতু যুক্তি ;)

কিন্তু আপনাদেরটা ও একই যুক্তি কিন্তু সেটা সঠিক B-))

এখানে খৃস্টানের জমায়েতের লোকজন কয়জন পুরুপুরি সত্য অনুসন্ধান করে তারপরে এসেছে...
তাদের যেটা ছোট বেলায় শেখানো হয়েছে সেটাই তারা অনুসরন করছে..... ( তাদের কোন দোষ নাই... তাদের আমি খারাপও বলবো না... শুধু বড় জামায়েতের উদাহরনের জন্যই ব্যবহার করছি)

তেমনি জামাতের নেতারা বাকিদের বুঝিয়েছে যে এরা ফেরেস্তা ৭১এ পুরাই ৭ গুন ৭ ৪৯ বার ধৌতকরা তেতুলের বিচি... আর জামাতীরা তা বিশ্বাস করেছে...

আমি বুঝিয়েছি... যে অনেক সময় বড় একটা অংশকে মিথ্যা বিশ্বাস করানো যায়... আর সেটা ধমের বিশ্বাসের সাথে মেশালে জনগনকে গেলাতে সহজ হয়।

৪| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৮

ডিজ৪০৩ বলেছেন: @ মিতক্ষরা , আপনাকেই বলছি মুক্তিযুদ্ধের সময় যারা কোন জানাযায় পায়নি তাঁদের কথা একবার হলেও স্মরণ করেন । আমার আপনজনকে যখন মেরে ফেলেন ঐসময় এত সহজলভ্য ছিলনা যে একটা পরিবার ছবি তুলে রাখবেন এবং তাঁদেরকে পরে স্মরণ করবেন । আমরা সেই সুযোগও পাইনি , তাই তাকে ত দেখিই নি স্বচক্ষে এমনকি কোন ছবিও তাঁর ছিল না যে মনে করব ?

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৭

নতুন বলেছেন: ভাই যারা ৭১এর হত্যা হয়েছে তাই মানতে চায়না তাদের কাছে আবার স্বজনের কান্নার কি দাম?

৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০১

এই আমি সেই আমি বলেছেন: গোলামের জানাজায় লোক সংখ্যা ও ছাগুদের হাউ কাউ ।

আমি এই পোস্টে রাজাকারদের জানাজায় লোকাধিক্যের কারণ অনুসন্ধান করেছি ।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১২

নতুন বলেছেন: আপনি যে ব্লগটি খুঁজছেন,এই ব্লগটি পাওয়া যায়নি...

ব্লগটি ইন্তেকাল করেছে :)

৬| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৭

বাংলার ফেসবুক বলেছেন: অত্যন্ত সুন্দর চিত্র ও লেখা।

৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫

ওমর আলী আনন বলেছেন: ভাই জানাজার নামাজ আর পোপ নির্বাচন এক নয়। আপনি খ্রিষ্টানদের যেই ছবিটা দিয়েছেন ওইটা ওদের পোপ নির্বাচনের ছবি।

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

নতুন বলেছেন: ভাই এদের খাইয়া দাইয়া আমাদের চেয়ে অনেক বেশি কাজ আছে... এদের সময়ের দাম অনেক বেশি...এরা শুধু শুধু হুজুগে কোথায় যায়না।

পোপ মারা গেলেও কিন্তু এই রকমের মানুষের জমায়াত হয়... এই ছবিPope John Paul II - Funeral at St. Peter's Square এর... এখানের মানুষ শেষকৃত্যের জন্যই এসেছে যেটা আমাদের জানাজা বলে...

৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪১

দেবজ্যোতিকাজল বলেছেন: পৃথিবীতে খ্রীস্টান ধর্মামবলী লোক বেশী তা হলে খ্রীস্টান ধর্ম শ্রেষ্ট ধর্ম । যারা বিশ্বাস করেন 'বেশী লোক মানেন বলেই সেটি সত্য'।;)

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪৮

নতুন বলেছেন: হুম তাই তো মানা উচিত জামাতীদের...

কারন বেশি লোক জানাজায় এসেছে তাই রাজাকার ফেরেস্তা হয়ে গেছে....

বেশি লোক পোপের শেষকৃত্বে এসেছিলো তাই তিনিও সত্যের অনুসারী খোদার দূত..

৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

কমরেড ফারুক ২ বলেছেন: জামায়াতের ফাসি চাই।।। মরলে শহীদ বাচলে গাজী।।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১১

নতুন বলেছেন: অপরাধ করলে তার সাজা চাই। জামাত করলেই ফাসি চাইবেন কেন? সাধারন জনগনের কোন দোষ নাই।

যেই ছেলে আজ বলে জামাতে রাজাকার নাই তাকে ভুল বোঝানো হয়েছে। সেটা আমাদের সমাজই করেছে।

সামনের প্রযন্মকে আমাদের মুক্তিযুদ্ধ সম্পকে জানাতে হবে।

দেশকে সামনে নিয়ে যেতে হবে।

১০| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

দেশের চল্লিশ শতাংশ মানুষ অশিক্ষিত, কিন্তু স্মার্টফোন আর ফেইসবুক আছে প্রায় সকলের হাতেই। অতএব যেকোন অসত্যকে প্রতিষ্ঠিত করা এদেশে সবচেয়ে বেশি সহজ।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

নতুন বলেছেন: হুম আমাদের দেশের প্রথম প্রায়রিটি সকলকে শিক্ষিত করে তোলা। তাছাড়া সম্ভবনা।

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৮

তাল পাখা বলেছেন: সত্য সত্যই সেটা বেশি সংখ্যক মানুষ মেনে নিক বা কম সংখ্যক মানুষ মেনে নিক। এমন কাউকেও যদি না পাওয়া যায় সেটা মেনে নেয়ার তারপরও সেটা সত্য।

০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

নতুন বলেছেন: হুম..

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০০

প্রবাসী ভাবুক বলেছেন: সত্য বা মিথ্যা অন্য বিষয়৷ তবে বাধার মুখেও যদি লোকসমাগম হয় তাহলে বুঝতে হবে তারা ঐব্যক্তিকে অনেক ভালবাসে এবং যদি প্রচুর লোক সমাগম দেখে তার জনপ্রিয়তা প্রকাশ পায়৷ এখানে কোনটা সত্য বা কোনটা মিথ্যা সেটা লোকসংখ্যা দেখে আলোচনা অবান্তর৷

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আপনার পোস্টের সাথে সহমত।

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

আহসানের ব্লগ বলেছেন: এই ছাগল গুলারে আমার একদম ভাল লাগেনা । কতসব অবাস্তব যুক্তি নি আসে , আর কয় জামাত ভালা X((

১৫| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৯:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জামাত বলছে তাদের জনসমর্থন কমেনি, এর সাথে সত্যের কি সম্পর্ক? আর তাদের দৃষ্টিতে তাদের দল সঠিক না হলে তারা কি সে দল করে? আর ছাগুদের জন্যই জান্নাত প্রয়োজন। ভালো ঘাস-পাতা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.