নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

আমাদের পুলিশ, RAB এর দানবীয় ক্ষমতা এবং নিয়ন্ত্রনে প্রযুক্তির ব্যবহার।

১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৩

আমাদের দেশের মানুষ এমনেতেই সবাই নিজের ক্ষমতা দেখাতে আগ্রহী। আর যদি কেউ পুলিশ, RAB এর কম`কতা থাকে তবে তার কতটা ক্ষমতা থাকে সেটা সবাই জানে।
প্রতিদিনই জনগনের রক্ষকদের দ্বারা জনগনকে শোষনের খবর আমরা পাই।
আমি বিশ্বাস করি যে উপরের বড় কম`কত`ারা চায় এই রকমের বিষয়গুলি কমাতে।
তাই আমি মনে করি জনগনের হাতে যেহেতু আধুনিক মোবাইল ফোন আছে, ইন্টারনেট আছে তাই আমরা সেটার ব্যবহার করে বিপথগামী পুলিশ,RAB কে তাদের অপকমের সময় যদি মোবাইলের ভিডিও, অডিওর মাধ্যমে প্রমান রাখতে পারি তবে সেটা অনেক কাজে আসবে।

পুলিশের প্রতিটি থানার ১০০% এলাকা সিসি টিভির সাভেলেন্সে থাকবে... এবং সেটার সব তথ্য এক যায়গায় ৩-৬ মাসের জন্য সংরক্ষিত থাকবে তাতে থানায় পুলিশ নিযাতন,হত্যার মতন ঘটনা বন্ধ হবে কারন যখন সব কিছুই রেকড হবে তখন থানায় অপকম` কমে যাবে।

জনগন অবশ্যই এই খাতে টাকা বিনিয়োগ করা কে ভালো বলবে...।

পুলিশকে ভিডিও করার অধিকার সবার থাকা উচিত। ( বিদেশে পুলিশকে সবার সামনে( লুকিয়ে না) ভিডিও করার অধিকার আছে)

https://www.youtube.com/watch?v=BHpQtvIxBJ4


২:- সকল পুলিশের ডিউটির সময় বডি ক্যামেরা থাকা উচিত....



জানি এতে অনেক টাকা দরকার... কিন্তু এটা এখন সময়ের প্রয়োজন মাত্র।

ভারতেই অনেক পুলিশ স্টেসনে সিসি টিভি ক্যামেরার আওতায় আছে এবং বাকি সবখানেও লাগানোর কাজ চলছে..

আমাদের দেশের নিবাচনেও কারচুপির প্রমান রাখতে শুধুই মোবাইল+ইন্টারনেট দিয়েও সম্ভব... লাইভ ভিডিও রেকোডিং রাখা সম্ভব ক্আউডে তাই যদি দলবল নিয়ে ভোট কাটে সেটার দৃশ্য লাইভ ভিডিওর মাধ্যমে ফেসবুকের সবার কাছে পৌছানো সম্ভভ.... তখন নিবাচন বাতিল না করে পারবেনা।

সবাই হাতের কাছে এই প্রযুক্তির ভালো ব্যবহার করুক সেই আশাই করি।

মন্তব্য ৩০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৬

বিজন রয় বলেছেন: পোস্ট দিলেন!!

কেমন আছেন?

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৭

নতুন বলেছেন: এই বিষয়টা নিয়ে ভাবছিলাম কিভাবে আমাদের দেশে দিনে দুপুরে সবার সামনে আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনি অন্যায় করে যাচ্ছে।

সবাই যদি চিন্তা করে মোবাইল+ইন্টারনেটকে কাজে লাগাবে তবে অনেক নতুন নতুন তরিকা সামনে আসবে যাতে দূনিতি+অপরাধীদের ধরতে পারবে... এদের মুখোশ জনগনের সামনে খুলে দেওয়া যাবে।

২| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩১

চিন্তক মাস্টারদা বলেছেন: এমন কাজ সরকারের দ্বারা অসম্ভব বলে মনে হচ্ছে না।

খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করায় অনেক অনেক ধন্যবাদ

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৪

নতুন বলেছেন: সরকার এটা করবো না। জনগনকে এটা নিয়ে কথা বলতে হবে তবেই সরকার এটা করবে।

সকল সরকারী সস্ংস্হার জবাবদিহিতা থাকতে হবে।

সকল সরকারী কম`কতা`+কম`চারীদের জনগনকে স্যার বলে সম্মধন করা বাধ্যতামুলক করতে হবে। তবে তারা সব সময় মনে রাখবে যে তারা জনগনের সেবা করতে এই চেয়ারে বসেছে।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৪

চিন্তক মাস্টারদা বলেছেন: কথাগুলোকে সবাই পেছাইয়া নেয়! B:-/

৪| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

রিফাত হোসেন বলেছেন: অপারেশন গুলি যদি ভিডিও হত ভাল ছিল। যদিও জঙ্গিরা স্ট্র্যাটেজি বুঝে যাবে। গেলেও কি, নিত্য নতুন ধাচঁ দুই পক্ষই প্রদর্শন করে!

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০১

নতুন বলেছেন: জবাবদিহিতা থাকা উচিত যেটা সরকার করার চেস্টা করছেনা এমনি কি কেয়ারই করছেনা এই বিষয়টাকে।

ভিডিও থাকলে ভাল কিন্তু সেটা জনগনের দেখার জন্য নয় অবশ্যই।

সেটা ট্রনিং এবং এনালাইসিসের জন্য করা যেতে পারে।

বডি ক্যামেরা অবশ্যই দরকার তখন অনেক জবাবদিহিতা আসবে।

৫| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০৪

সচেতনহ্যাপী বলেছেন: অন্যায় করলেও রাজনীতিবিদের চেয়ে কম!! অবাক আমি হলেও কিন্তু বাস্তবতা বলছে....।।

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৯

নতুন বলেছেন: রাজনিতিকরা মিথা কথাই বলে.... এরা দল পরিবতন করে কিন্তু নীতি পরিবত`ন করেনা। তাই তাদের কোন কথাই ধরতে নাই। '

কিন্তু পুলিশ জনগনের সেবার জন্য বেতন নেয়... এরা জনগনের উপরে জুলুম করতে পারেনা।

৬| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০০

মামুন ইসলাম বলেছেন: চমৎকার একটা বিষয় উপস্থাপন করেছেন ।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০২

নতুন বলেছেন: প্রযুক্তি শুধু ছবি/গান শোনার জন্য ব্যবহার করলেই তো হবেনা। কাজে লাগাতে হবে।

৭| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার পোষ্টের দীর্ঘ অপেক্ষায় ছিলাম। মনের মতো পোষ্ট পেয়ে ধন্য হলাম। যেহেতু আপনি চির নতুন তাই আপনার পোষ্টে নতুনত্ব থাকা আবশ্যক। আর এখানে সেরকমই আছে।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০৩

নতুন বলেছেন: :) আউলা মাথার পাবলিক একটু ঝাউলা চিন্তা করি আরকি...

৮| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২২

সচেতনহ্যাপী বলেছেন: কিন্তু "ক্ষমতার গোড়া" থেকে যখন নির্দেশ/প্রশয় পায়।। তখনতো তাদের দোষও দেখি না।।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০৪

নতুন বলেছেন: ঠিক আছে... কিন্তু আইন আদালত কিন্তু বন্ধহয়নাই। আর চক্ষুলজ্জাও এখনো একটু বাকি আছে।

তাই যখন সবাই দূনিতির ভিডিও সামনে রাখবে তখন জজ সেটা দেখে সাজা দিতে বাধ্য।

৯| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০৯

সচেতনহ্যাপী বলেছেন: আজ পর্যন্ত হয়েছে কি?? শত কাজের মাঝে দু/একটা .......।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:১৩

নতুন বলেছেন: জনগনের হাতে ক্ষমতা নেই সেটা চলেগেছে নেতাদের হাতে....

তাই আমাদের যা আছে সেটা নিয়েই চেস্টা করতে হবে।

১০| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৭

সাকিব ইফতেখার বলেছেন: ভালো বলেছেন।

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১০

নতুন বলেছেন: ধন্যবাদ...

মানুষকে নিজের অধিকার সম্প`কে জানতে হবে এবং তা আদায়ে চেস্টা করতে হবে।

১১| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:০৩

টারজান০০০০৭ বলেছেন: কি যে কন কাহু ! মাছের রাজা ইলিশ আর দ্যাশের রাজা পুলিশ !

০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:৫৩

নতুন বলেছেন: হুম নেতারা দেশের রাজা... আর পুলিশ তাদের লাইঠ্যাল বাহিনি... তাই পুলিশ যখন আকাম করে তখন তাদের বাবারা বাচাইয়া দেয়।

১২| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:২১

রিফাত হোসেন বলেছেন: পারবে না সাহেব, পারবে না। রাস্তায় মোড়ে মোড়ে কিছু সিসিক্যামেরা বসিয়েছিল। যখন একটি দূর্ঘটনা ঘটাল পুলিশের আত্নীয় না ছেলে যেন, তখন দেখল যে ফুটেজ নাই, ঐগুলি সচলই নয়!

কিন্তু অনেক টাকা খরচ করেছিল প্রজেক্টে, কাজের কাজ ০০০ !

পারলে ভাল, স্বপ্ন দেখা যায় :)

০৩ রা মে, ২০১৭ বিকাল ৪:২২

নতুন বলেছেন: জনগন কথা বলা শুরু না করলে হবেনা। আমরা ভুলে যাই নতুন ইসু আসলেই পুরানা হয় যায় বাকি গুলি।

০৩ রা মে, ২০১৭ বিকাল ৪:২৬

নতুন বলেছেন: ইউনাইটেড এয়ারের যাত্রীকে টেনে নামানোর ঘটনার জন্য তার সিইও এবং প্রসিডেন্ট আমেরিকার কংগ্রেসের কমিটির সামনে জবাবদিহি করতে হয়েছে এবং এর পর আরো কিছু অপেক্ষা করছে তাদের জন্য....

তেমনি আমাদের দেশের বিভিন্ন বাহিনির আকাম গুলি জনগনের আলোচনায় আসলে সরকার বাধ্য হবে ব্যবস্হা নিতে..

১৩| ০৩ রা মে, ২০১৭ ভোর ৬:১১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ অনেক মুল্যবান তথ্য জানতে পারলাম
শুভেচ্ছা রইল ।

০৩ রা মে, ২০১৭ বিকাল ৪:২৬

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই... :)

১৪| ০৬ ই মে, ২০১৭ দুপুর ২:০৯

মানবী বলেছেন: সুন্দর পরামর্শ। সমস্যা হলো আমাদের দেশের শাসকগোষ্ঠীর প্রধান মনযোগ ছলে বলে কৌশলে যেভাবেই হোক, হত্যা গুম করে হলেও নিজেদের গদি রক্ষা। তাই এরা মরিয়া হয়ে মনযোগ দিয়েছে অনলাইনে, প্রতিটি সোশ্যাল মিডিয়া এমনকি ব্লগে এদের আজ্ঞাবাহী ক্রীতদাসেরা পিঁপড়ার মতো কিলবিল করছে।

এসব ভিডিই দূরের কথা, ফেসবুকে এদের নামে কার্টুন বা কৌতুক প্রকাশকরায়ও নাকি কয়েকজনকে গ্রেফ্তার করেছে। এমনই নাজুক এদের আত্মবিশ্বাস।

উত্ত্রকোরিয়ার প্রশাসন যাদের আদর্শ এধরনের ভিডিও দয়ে কি সেখানে সুবিচার পাওয়া যাবে!!
হয়তো ভিন্ন কোন দেশ থেকে আপলোড করে ভালো ফল পেতে পারে।

জরুরী পোস্টের জন্য ধন্যবাদ নতুন।

০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:০১

নতুন বলেছেন: আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে ?

--- আমাদের দেশের জনগন না জাগলে কখনোই সকাল হবে না।

আর সরাসরি সরকারের বিপক্ষে না লেগে এই সব পরিবত`নের জন্য কথা বলতে হবে....

আলো আসবেই...

১৫| ২৯ শে মে, ২০১৭ রাত ৮:১০

সমাজের থেকে আলাদা বলেছেন: আপাতত ক্যামেরা নেয়ার জন্য টেন্ডার হবে, বিটিসিএল-এর লাখ টাকার ফ্যানের মতো কোটি টাকার বাজেট পড়বে। শেষে ক্যামেরার জায়গায় লাগবে বাজারের বাচ্চাদের এনালগ ক্যামেরা আর পকেট ভরবে কর্মকর্তাদের।
লাভ কি?

৩০ শে মে, ২০১৭ বিকাল ৪:৪০

নতুন বলেছেন: আসলে আমাদের দেশে কি ৯৯% ভাগ কম`কতা`ই কি দূনিতি বাজ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.