নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

মায়ানমারের উদ্দেশ্য সফল হয়েছে তারা তাদের জায়গা পরিস্কার করেছে। ৭-৮ লাখ রোহি্ঙ্গা এখন বাংলাদেশের বোঝা। আমাদের দ্রুত কাজ শুরু করতে হবে নতুবা এরা নতুন সমস্যা সৃস্টি করবে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮

বিশ্বের রাজনীতি আবেগ দিয়ে চলেনা। চলে যুক্তি দিয়ে, সবারই দীঘ`মেয়াদী পরিকল্পনা আছে সব দেশেরই। মায়ানমারের সরকার ভেবেছে রোহিঙ্গাদের তাদের দেশ থেকে তাড়াবে তাই এই উচ্ছেদ কায`ক্রম চালাচ্ছে।

মগের মুল্লুকে মানুষের সাথে ভালো ব্যবহার করা হবে সেটা আশা করা বোকামি। তারা বব`র এবং হত্যা,ধষনকেই বেছেনিয়েছে।

সামরিক বাহিনির সাহাজ্য যারা এই কাজ করছে তারা হত্যা, ধষ`ন করে ভীতি ছড়াচ্ছে তার জন্য এই সব রোহিঙ্গারা বাংলাদেশে পাড়ি জমিয়েছে।

রোহিঙ্গাদের বেচে থাকার জন্য সাহাজ্য করা আমাদের নৈতিক দায়ীত্ব এবং আমাদের সরকার সেটা করছে, ধন্যবাদ তাদের।

কিন্তু এরা আমাদের দেশের জন্য বোঝা, এরা আমাদের দেশের জন্য সমস্যাই সৃস্টি করবে। তাই সরকারের উচিত সেই সমস্যা যাতে কমানো জায় সেই লক্ষে কাজ শুরু করা।

কয়েকটা জিনিস আমাদের সরকারের বুঝতে হবে>>>

* মায়ানমার কোনদিনই সকল রোহিঙ্গাদের ফেরত নেবেনা। তারা বলবে যাদের নাগরিকত্বের প্রমান আছে তারাই ফিরতে পারবে। এবং এরা মায়ানমারের নাগরিক না কারন মায়ানমারই এদের নাগরিকত্ব দেয়নাই।

এরা দেখতে বাংলাদেশীদের মতন, ভাষা বাংলা, ধম` ইসলাম.... তাই এরা বাংলাদেশী এটা প্রমান করা মায়ানমারের জন্য খুবই সহজ :|

এটা মাথায় নিয়েই রোহিঙ্গাদের পুন`বাসনের পরিকল্পনা শুরু করতে হবে।

আন্তজাতিক বিশ্ব যেহেতু এদের জন্য সাহাজ্য করতে চাইছে, তাই সেই সুযোগে রোহিঙ্গাদের জন্য বড় তহবিল গঠন করে রাখতে হবে।

* আমাদের সামরিক শক্তি আরো একটু বাড়ানো, আমাদের রেংকিং ৫১-৫৭ আর মায়ানমারের ৩১-৩৭ এর মাঝে তাই এরা আমাদের অতটা সমিহ করার দরকার মনে করেনা।

* আমাদের দেশের জনগন যে কতটা হুজুগে এবং অসুস্থ তার প্রমান পাওয়া যায় বত`মানের ফেসবুকের পোস্টগুলি দেখলে... ৬০-৮০% ভিডিওই খুবই ভয়ংকর এবং অনেকই আসলেই মায়ানমারের না। কিন্তু এরা প্রচার করে যাচ্ছে এবং সেয়ারকরার জন্য সবাইকে বলছেন।

আমরাও ১৯৭১ এ ভিনদেশে পাড়ী জমিয়েছিলাম এবং তারা আমাদের স্হান দিয়েছিলো তাই এখন আমাদেও কোন রোহিঙ্গাদের ফিরিদয়ে দেওয়া ঠিক না। কিন্তু এরা আমাদের দেশের স্হায়ী সমস্যায় পরিনত হবার আগেই তাদের নিয়ে ভালো পরিকল্পনা করা উচিত যাতে এরা ভালো করে বেচে থাকতে পারে।

নতুবা এরা কিন্তু বিভিন্ন অপরাধমুলক কাজে জড়াবে এবং আমাদের দেশের জন্য সমস্যা হয়ে দাড়াবে। এমনি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) এক সময় তাদের জন্য আলাদা স্বাধীন জায়গার দাবি করবে।

মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহমত পোষণ করছি।

এরা দেখতে বাংলাদেশীদের মতন, ভাষা বাংলা, ধর্ম ইসলাম.... তাই এরা বাংলাদেশী এটা প্রমান করা মায়ানমারের জন্য খুবই সহজ। রোহিঙ্গাদের ধর্ম ইসলাম- এটা একটা বড়ো ফ্যাক্টর ও তাদের জন্য খুব সমস্যা হয়ে গেছে; এজন্য বিশ্ব রাজনীতিতেও রোহিঙ্গাদের পক্ষে কথা বলার মতো তেমন কাউকে পাওয়া যাচ্ছে না। মুসলিমদের ও আই সি সহ অন্যান্য বড়ো মুসলিম দেশগুলোই আওয়াজ তুলছে না।

তবে দেরিতে হলেও জাতিসংঘসহ, ইউএস এবং অন্যান্য কয়েকটি দেশ এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। এতে আমাদের সরকারের বেশ অবদান আছে বলে আমি মনে করি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

নতুন বলেছেন: ধন্যবাদ....

আমাদের আরো বেশি সক্রিয় হওয়া উচিত ছিলো। এখন অনেক দেরী হয়ে গেছে।

এখন আমার মনে হয়না এদের আর পাঠানো যাবে। কারন আসলে মায়ানমারের জনগন+সরকার এদের রাখতে চায় না।

এখন বিশ্বের বিভিন্ন দেশের সামনে বিষয়টা তুলে ধরে এই বিষয়ে সাহাজ্য চাইতে হবে । সাহাজ্য চাইতে হবে।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


সরকার কোন কিছুই সঠিকভাবে করার অবস্হানে নেই, জাতি সমস্যা ভুগবে

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০০

নতুন বলেছেন: খালেদা/হাসিনা কখনোই সমস্যায় পড়ে না তাই তাদের তেমন তাগাদা নেই দেশের ব্যাপারগুলিতে।

নেতারা ব্যাবসা করছেন তাই তাদের সমস্যা জিইয়ে রেখেই লাভ....

তারা জানেন যে এই ইসুতে দেশে টাকা আসবে আর স্থানীয়সরকারের মাধ্যমেই বন্টন হবে..... তাহলে এই ইসু একটা লাভজনক খাত।

এটা যত পরিস্কার পরিকল্পনা থাকবে তত টাকা পয়সায় ধান্দা করতে সমস্যা.... আর সরকার জনগন কি ভাবলো সেটা নিয়ে মোটেও মাথা ঘামায় না।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

সেলিম আনোয়ার বলেছেন: রোহিঙ্গা ইস্যু ক্যানসারের মত মিয়ানমারকে শেষ করে দেবে । তার বাংলাদেশে অবস্থান করতে যাবে কেন? তাদের দেশ মিয়ানমার সেখানেই থাকবে ।
বাংলাদেশ সন্ত্রাসী কোন রাষ্ট্র নয় । মিয়ানমারে ইতিহাসই বরঞ্চ বিভৎস । দে হ্যাভ টু সাফার ইন দা লং রান । পাপ ছাড়ে না বাপকে এটা মনে রাখতে হবে ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৩

নতুন বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: রোহিঙ্গা ইস্যু ক্যানসারের মত মিয়ানমারকে শেষ করে দেবে ।

তাইতো মায়ানমার সেই ক্যান্সারটাকে কেটে বাংলাদেশে ফেলেদিলো। এখন এই ৮ লাখ নতুন মানুষের সমস্যা বাংলাদেশের।

মগদের ইতিহাসে সভ্য কাহিনি নাই। এরা যতদিন শিক্ষিত না হবে ততদিন উন্নতি করতে পারবেনা।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

সোহানী বলেছেন: সহমত!... ইতিমধ্যে বার্মা তাদের প্লান সাক্সেফুল্লি এগিয়েছে। আমরা কিছু উর্বর মস্তিস্কের চারপায়ে প্রানী জীবনে ফেইসবুক চালাতে শিখে মনে করেছি মানবতা আর ইসলামের পতাকা আমাদের হাতে........... পোস্ট দিয়ে মানবতা আর ইসলাম উদ্ধার করছে।

অনেক মেজাজ খারাপ নিয়ে মন্তব্য লিখছি... ফেইসবুক দেখা ছেড়েই দিয়েছি প্রায়। কোনভাবেই আমরা বুঝছি না......... তাই তারা ও এ সুযোগ নিচ্ছে..............

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৯

নতুন বলেছেন: দেশের মানুষের কান্নাকাটি আর ভুয়া ছবি /ভিডিও এবং বিকৃত লাশের ছবির সেয়ার দেখেই বোঝা যায় আমাদের দেশের জনগনের জ্ঞানের গভিরতা কতটুকু।

এরা হুজুগে বাংঙ্গালী... এটার প্রমান ৯০% ছবি/ভিডিও মায়ানমারের না এবং অনেকগুলিই এই ঘটনার না। কিন্তু সবাই সেয়ার কারার জন্য পাগল।

এরা দেশের রাজনিতির বিষয়টা বুঝে না। এরা কিন্তু সৌদি আরব যে ইয়ামেনে মানুষ মারছে তার জন্য কান্না করেনা।

ফেসবুকের মানুষের বিকৃত লাশের সেয়ার চাওয়া দেখে এই ছবির কথা মনে পরে আমার।
//

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

Times Education বলেছেন: To know about freelancing just visit there. https://www.facebook.com/ItInstitution17/

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

Times Education বলেছেন: Shakib khan is dead really Click

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১২

নতুন বলেছেন: আপনারেও একটা চটকানা দেওয়া দরকার।

মিথ্যা খবর দিলেন সাকিব খান সত্যিই মারা গেছে আর লিংক দিলেন আপনার পেজের। https://www.facebook.com/ItInstitution17/

এখানে আলোচনা করছি একটা গুরুত্বপূন` বিষয়ে আর আপনি এসেছেন আপনার লিংকের কাহিনি করতে আরো মিথ্যা ক্লিক বাইট দিয়ে....

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

আহমেদ জী এস বলেছেন: নতুন ,



বিশ্লেষণ এবং সুপারিশ সমূহ ভালো লাগলো ।
আমাদের সরকারের বুঝতে হবে ------
১) রোহিংগারা দেখতে বাংলাদেশীদের মতন, ভাষা বাংলা, ধর্ম ইসলাম.... তাই এরা বাংলাদেশী এটা প্রমান করা মায়ানমারের জন্য খুবই সহজ । আর এটাই আমাদের সবচেয়ে বড় বাঁধা ।
২) সামরিক শক্তি হিসেবে আমাদের রেংকিং ৫১-৫৭ আর মায়ানমারের ৩১-৩৭ । তাই মায়ানমার আমাদের ভয়ে মোটেও ভীত নয় । আমাদের সমীহ করার কোনও দরকার পড়েনা তাদের ।
৩) এই সব উদ্বাস্তু বিভিন্ন অপরাধমুলক কাজে জড়াবে এবং আমাদের দেশের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। একসময় হয়তো এদেশীয় বিচ্ছিন্নতাবাদীদের সাথে হাত মিলিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) তাদের জন্য আলাদা স্বাধীন জায়গার দাবি করবে।

সরকারকে মানবতার পাশাপাশি দৃঢ় এবং অনমনীয় পদক্ষেপ নিয়ে এগুতে হবে ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৮

নতুন বলেছেন: আমরা বাংলাদেশীরা অবশ্যই বিশ্বের অন্যতম ভালো মানুষের দেশ.... আমাদের ভুলে গেলে চলবেনা। ১৯৭১ এ আমরাও এই রকমের অন্যদেশে আশ্রয় নিয়েছিলাম তারা যদি আমাদের না সাহাজ্য করতো তবে অনেক বেশি মানুষ মারা যেত।

তাই মানবিক দিকে আমাদের সাহাজ্য করতেই হবে।

কিন্তু যেই সব ফেসবুকিও াবাল মনে করে রোহিঙ্গাদের জন্য আমাদের তাদের সাথে যুদ্ধ শুরু করতে হবে তাদের কইসা চটকানা দেওয়া দরকার।

এখন মরছে শুধুই কিছু রোহিঙ্গা.... যুদ্ধ হলে লাখো বাংলাদেশী মারা যাবে... যুদ্ধ একটা জাতি ধংস করে দেয় সেটা এরা বোঝে না।

এই ৮ লক্ষ মানুষ যদি ভালো ভাবে পুন`বাসিত না হয় তবে এরা কিন্তু অপরাধ মুলক কাজে জড়াবে। এমনকি এক সময় পাড়াহীদের সাথে একসাথে মিলে স্বাধীন রাস্টও চাইতে পারে।

তাই সরকারে উচিত হবে এখনো এই বিষয়টা মাথায় নিয়ে কাজ শুরু করা।

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালো লিখেছেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

নতুন বলেছেন: সরকারের এই ভাবে চিন্তা করা উচিত....

কিন্তু সরকারের বড় বাবুরা ব্লগ পড়েনা।

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: মায়ানমার রোহিঙ্গাদের ফেরত নেবার জন্য ওদেরকে এখানে ঠেলে দেয়নি, এটা সঠিক।

সঠিক ডিপ্লোমেসি করতে পারলে এই রোহিঙ্গাদের দিয়ে বাংলাদেশ অান্তর্জাতিক পরিমন্ডলে নিজের অবস্থান সংহত করতে পারবে। তবে এর জন্য ভারত ও চীনকে লাগবে বাংলাদেশের। ভারত ও চীনের বর্তমান অবস্থান দেখে খেই হারিয়ে ফেললে চলবে না, কারন রাজনীতিতে ও কুটনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। কোয়ালিটি ডিপ্লোমেট ও এডমিনিস্ট্রেশনে কোয়ালিটি মানুষ ছাড়া এটা ট্যাকল করা কঠিন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

নতুন বলেছেন: এই জন্যই বলেছি যে মায়ানমার তার স্ট্রাজিতে জয়ী হয়েছে ।

এখন আমাদের নিজেদের ক্ষতি এড়াতে এই বিষয়ে চীন+ভারতকে সাথে নিয়ে ওদের ফেরত পাঠানোর চেস্টা করতে হবে।

কোয়ালিটি ডিপ্লোমেট ও এডমিনিস্ট্রেশনে কোয়ালিটি মানুষ ছাড়া এটা ট্যাকল করা কঠিন।

আমাদের দেশের দলের ত্যাগী+চামচামীই ডিপ্লোমেট/চাকুরী পাবার মাপকাঠি.... তাই এই বিষয়ে আশা কইরেন না।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৯

নতুন বলেছেন: এই হলো আমাদের ডিপ্লোমেটের সেম্পেল...

https://www.youtube.com/watch?v=eJL_WugmAm8

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩০

প্রশ্নবোধক (?) বলেছেন: এখন কাপড় খোলা বাকি....।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪১

নতুন বলেছেন: সেটা হবেনা। এখন আমাদের দেশের অবস্থান বেশ ভালো আগের থেকে। কিন্তু সামনে এগুতে হবে ভেবে চিন্তে।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৩

সিদ্‌দিক বলেছেন: মানবিক কারণে তাদেরকে স্থান করে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪২

নতুন বলেছেন: অবশ্যই দেওয়া উচিত। আমারা মানুষ হিসেবে এই দায়িত্ব পালন করবো। কিন্তু অতি জজবাধারী ফেসবুকারের মতন মায়ানমারের সাথে যুদ্ধ লাগাতে যাবো না।

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:


"* আমাদের সামরিক শক্তি আরো একটু বাড়ানো, আমাদের রেংকিং ৫১-৫৭ আর মায়ানমারের ৩১-৩৭ এর মাঝে তাই এরা আমাদের অতটা সমিহ করার দরকার মনে করেনা। "

-এটি আপনার ভয়ংকর ভুল ধারণা; আমাদের দরকার ট্যাংক ও সাঁজোয়া গাড়ীর ড্রাইবার ও ক্রু, এয়ার ফোর্সের পাইলট ও ক্রু, জাহাজের ক্রু; সব মিলিয়ে ৫০ হাজারের নীচে রেগুলোর আর্মি ও ১৭ কোটী রিজার্ভ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪৪

নতুন বলেছেন: হুম আমি অবশ্য ফেসবুকের যোদ্ধার হিসাব ধরিনাই।

ফেসবুকে যুদ্ধ হইলে অবশ্যই মায়ানমার টায়ানামর আমাদের কাছে কিছুইনা। সব সেয়ার সেয়ারেই হেরে যাবে।

B-)) B-)) B-)) B-))

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৪

সচেতনহ্যাপী বলেছেন: মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ জনগন বা সরকার রোহিঙ্গাদের বাঙ্গালী উদ্বাস্ত হিসাবেই গন্য করে।। যদিও এতে কিছুটা বাস্তবতাও আছে।।
আর এদের জন্য সরকার যা করবে তা শুধু তাদের মৃতদের তালিকা থেকে রক্ষা করে নুনতম বাঁচার অধিকার দেয়া।। এর বেশী বোধহয় রোহিঙ্গারাও চায় না।। বিভিন্ন সাহায্যরূপে যা আসবে, তাতেই তাদের চলে যাবে, যদি সুষ্ঠ বন্টন হয়।।। কিন্তু তা কোনদিনও
হয় নি, না আমাদের দেশে না পরদেশে।।
যদি ব্যাবসার কথা বাদ দিয়ে কুটনীতি সঠিক পথে চলে, তবে বাংলাদেশ সন্মান পাবে বেশী।।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪৭

নতুন বলেছেন: বাইরের দেশের থেকে যেই সাহাজ্য আসবে তার সঠিক ব্যবহার করতে পারলে কিন্তু তাদের ভালোভাবে পুন`বাসন সম্ভব।

দেখা আমাদের দেশে সম্ভবনা :( এটা ঠিক ।

আমাদের দেশের কুটনীতিক নেই.... আছে দলীয় ভিক্তিক নিয়োগ প্রাপ্ত কুটনিতিক.... তাদের দিয়ে ভালো কিছু আসা করবেন না।

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫১

মলাসইলমুইনা বলেছেন: "এরা দেখতে বাংলাদেশীদের মতন, ভাষা বাংলা, ধম` ইসলাম.... তাই এরা বাংলাদেশী এটা প্রমান করা মায়ানমারের জন্য খুবই সহজ" এই যুক্তিতেতো ভারত পশ্চিম বাংলা থেকে আর আসাম, মনিপুর আর আরো এলাকা থেকে মুসলিমদের এদেশে পুশ ব্যাক শুরু করবে | ওই হাস্যকর যুক্তিতে আটকে গেলেতো চলবে না | আমার মনে হয় আমাদের মূল সমস্যাতা হলো বাইরের দেশগুলোতে আমাদের সরকারের গ্রহণযোগ্যতার সমস্যা | যার জন্য আমাদের ডিপ্লোম্যাটিক উইং সাফল্য পাচ্ছে না শুধু রোহিঙ্গা ইস্যুতে নয় আরো অনেক ইস্যুতেই | আমি জানিনা কিভাবে সরকার তার গ্রহণযোগ্যতা বাড়াবে কিন্তু ডিপ্লোম্যাটিক যোগাযোগ বাড়াতেই হবে রোহিঙ্গা ইস্যুতে আর ভবিষ্যযে ভারতের পুশব্যাক থামাতে | বার্মা এইবার সফল হলে মোদী বসে থাকবে না কিন্তু !

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

নতুন বলেছেন: ভারতের বাংলা ভাষাভাষীরা ভারতের নাগরিক তারা ভোট দেয় এবং মুসলমানেরা সেখানে মুটামুটি শক্ত অবস্থানেই আছে।

আমার ভারতীয় কলকাতার মুসলিম কলিগও রয়েছে তাদের কাছেই শোনা।

১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

বিষাদ সময় বলেছেন: পরিকল্পনাটি মায়ানমারের হলে সমস্যা খুব বেশি হবে না। কিন্তু পরিকল্পনাটি যদি পাকিস্তান, সৌদির হয় তবে সমস্যা আরো বেশি।

আমাদের সামরিক শক্তি আরো একটু বাড়ানো, আমাদের রেংকিং ৫১-৫৭ আর মায়ানমারের ৩১-৩৭ এর মাঝে তাই এরা আমাদের অতটা সমিহ করার দরকার মনে করেনা।

কথাটির সাথে একমত হতে পারলাম না। কারণ আমরা র‌্যাংকিং বাড়ানোর চেষ্টা করলে মায়ানমার বসে থাকবে না। মায়ানমারের সাথে এ কম্পিটিশনে আমরা কোনদিনই পারবো না। আমাদের দেশে যে হাজার, হাজার কোটি টাকা সামরিক খাতে ব্যায় করা হয় তা মূলতঃ হয় অভ্যন্তরিন স্থীতিশীলতা রক্ষার জন্য। তাছাড়া মায়ানমার ভারত, রাশিয়া এবং চায়নার সমর্থনপুষ্ট।

আমরা বিষয়টা যেভাবে দেখছি আমার মনে হয়না বিষয়টি অতটা সহজ সরল। এখানে "ডাল মে কুছ কালা হ্যয়"।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১০

নতুন বলেছেন: ethnic cleansing যেটা মায়ানমার করছে সেটা পাগলামী....

অবশ্যই মায়ানমারের সামরিক বাজেট আমাদের থেকে বেশি... কিন্তু আমাদের কিছুটা বাড়াতে হবে যাতে কেউ আমাদের দুধভাত না ভাবে।

১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৫

Mysterious Mystery বলেছেন: সহমত দাদা

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৪

নতুন বলেছেন: ধন্যবাদ দাদা,

১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৮

রানার ব্লগ বলেছেন: সামরিক শক্তি যে একেবারে দুর্বল তা কিন্তু না। বাংলাদেশের নৌ শক্তির কাছে বার্মা বরাবরই পিছিয়ে। বাংলাদেশের যতো গুলা ফ্রিগেট আছে ওই গুলা টানা বম্ববিং করলে বার্মার ত্রাহী মধুসুধন অবস্থা হয়ে যাবে। এর আগেও বার্মা অনেক বার বাংলাদেশের সিমান্তে নর্তন করেছে তখন বাংলাদেশের তিনটা ফ্রিগেট টানা দুই দিন বার্মার সীমান্তে গিয়ে তাদের কামান বার্মার দিকে ফিরিয়ে রেখেছিল পরে বার্মা চীন ভারত আর পাকিস্থানের হাতে পায়ে ধরে বাংলাদেশের ফ্রিগেট সরানোর জন্য আকুল আবেদন জানায়। ভারতের অনুরধে বাংলাদেশ ওই সময় ফিরে আসে। যাই হোক আমি ব্যাক্তিগত ভাবে যুদ্ধ চাই না। বার্মা সরকার অন্যায় করেছে এই অন্যায়ের আসু প্রতিকার হওয়া জরুরি। বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে এই ব্যাপারে আর বেশি শক্তিশালী পদক্ষেপ রাখতে হবে। রোহিঙ্গারা হতে পারে মুসলিম, বাংলা ভাষী তাই বলে তারা বাংলাদেশি না আর রোহিঙ্গাদের মধ্যে তো অনেক হিন্দু আছে তারাও তো ক্ষতিগ্রস্থ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৭

নতুন বলেছেন: হুম..

মায়ানমারের সাথে যুদ্ধে যাবার প্রশ্নই উঠেনা। তাতে আমাদেরই ক্ষতি...

বার্মা সরকার অন্যায় করেছে এই অন্যায়ের আসু প্রতিকার হওয়া জরুরি। বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে এই ব্যাপারে আর বেশি শক্তিশালী পদক্ষেপ রাখতে হবে।

১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২১

ডার্ক ম্যান বলেছেন: বার্মার সাথে যুদ্ধ গেলে বাংলাদেশের জন্য তা ভয়ানক বিপদের কারণ হয়ে দাঁড়াবে । রোহিঙ্গাদের আশ্রয় দেওয়াটা ছিল চরম বোকামি ।
আমার আশঙ্কা যুক্তরাষ্ট্রের অনেকদিনের স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০

নতুন বলেছেন: অবশ্যই যুদ্ধ বোকামী... মূখতা` ... আমাদের দেশের ফেসবুকজজবা ধারীরাই পারে এই রকম মূখ`তা দেখাতে।

রোহিঙ্গাদের আশ্রয় দেয়া আমাদের নৈতিক দায়িত্ব.... আমরাও ১৯৭১ এ এই রকমের বিপদে পড়েছিলাম.... এখন আমরা যদি সাহাজ্য না করি সেটা সম্পূন` অনৈতিক হবে।

তখন যদি ভারত আপনার মতন এটা চরম বোকামী ভাবতো তবে লাখো মানুষ মারা যেতো।

এখন সরকারের উচিত হবে এই ইসুতে আন্তজাতিক ভাবে সমাধান করা।

যদি তা সম্ভব না হয় তবে এদের পূনব`সন করা যাতে এরা আমাদের জন্য বোঝা হয়ে না দাড়ায়।

১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩২

পয়েন্ট-ব্লাংক বলেছেন: পররাষ্ট্র মন্ত্রনালয়কে এখন ব্যাপক দৌড়ঝাপ করতে হবে। দেরি হয়ে গেলে সমস্যা কিন্তু গেঁড়ে বসবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫০

নতুন বলেছেন: হুম...

২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

ডার্ক ম্যান বলেছেন: ভারত আমাদের আশ্রয় দিয়েছিল তাদের দূরদর্শিতার জন্য । আমাদের মত নিজেদের আত্মমর্যাদা ছিল, নিজ ভূখণ্ডে স্বাধীনভাবে বেঁচে থাকার আত্মপ্রত্যয় ছিল । মুখোমুখি লড়ার সাহস ছিল । অনেকদিনের রাজনৈতিক সংগ্রাম ছিল ।
রোহিঙ্গাদের কী আছে?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

নতুন বলেছেন: রোহিঙ্গাদের কী আছে?

বেচে থাকার তাগিদ...

তাদের বাড়ীঘরে আগুন দিয়ে যখন গুলি শুরু করেছে তখন তারা দৌড়েছে.... মানুষের কাছে শুনেছে যে বাংলাদেশে গেলে তারা গুলি করবেনা তাই তারা এখানে এসেছে।

এদের কিছুই নাই। এরা নিজেদের শিক্ষিত করতে পারেনাই তাই এখন অন্য দেশে গিয়ে আশ্রয় নিতে হয়েছে।

আমাদের এদের বাচাতে হবে... কিন্তু এখন দেখছি যে মায়ানমার এদের আর ফিরিয়ে নেবেনা। সেই ভাবেই ওরা কাজগুলি করছে।

তাই এদের নিয়ে এখনই পরিকল্পনা করতে হবে যাতে আমাদের বোঝায় পরিনত না হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.