নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

সৌর বিদু্ৎ সরকারের উচিত এই খাতে আইন তৌরি করা, জনগনকে বিনিয়োগ করার সুযোগ তৌরি করা এবং সরকারের বিনিয়োগ করা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৪

সৌর বিদু্ৎ আমাদের দেশের বিদুৎ ঘাড়তি কমাতে খুবই কাজ`কর হবে।


সরকার এই ক্ষেত্র সহায়তা করলে জনগন তার নিজের পয়সায় বা বিদু্ৎ কম্পানির পয়সায় নিজেদের ছাদে সোলার প‌্যানেল বসিয়ে বিদু্ৎ কম্পনাির কাছে দিনে বিদু্ৎ বিক্রি করবে এবং রাতে তারা বিদু্ৎ কম্পানি থেকে বিদু্ৎ ব্যবহার করবে।

এই জন্য খুব একটা কাজ সরকারকে করতে হবেনা। শুধু্ আইন করতে হবে এবং বিদু্ৎ কম্পানি গুলি বিদ্যুত কিনবে সেটা নিস্চিত করতে হবে।

বাকিটা জনগনই করবে। নতুন কম্পানি হবে বাড়বে কম`সস্হান.....




http://fortune.com/2016/05/11/germany-excess-power/

কিভাবে এই পদ্বতী কাজ করে।



আপনি নিজের বাড়ীর ছাদে সোলার প‌্যানেল বসালেন এবং সেটা থেকে উৎপাদিত বিদ্যুৎ যদি আপনার ব্যাবহারের পরে বেচে যায় তবে সেটা গ্রিডে যাবে এবং তখন আপনার মিটার উল্টা ঘুরবে.....

আবার যখন রাতে আপনার সোলার প‌্যানেল উৎপাদন করবেনা তখন গ্রীড থেকে বিদ্যুৎ ব্যবহার করবে এবং মিটারে রিডিং আসবে।

তাতে মাস শেষে আপনি যতটুকু বিদ্যৎ গ্রিড থেকে ব্যবহার করলেন ততটুকুই বিল দেবেন....

** নতুন ব্যবসার শুরু হবে...

অনেকেই নিজের জায়গায় বা ছাদ ভাড়া নিয়ে সোলার প্যানাল বসিয়ে বিদুৎ বিক্রি করবে।

নতুন চাকুরী এবং ব্যবসা শুরু হবে দেশে.....

নেটে এই নিয়ে অনেক ভিডিও আছে এবং কিভাবে বিভিন্ন দেশে এই কাজ চলছে....

http://www.sunherald.com/news/business/article64479822.html

http://fortune.com/2016/05/11/germany-excess-power/

https://www.youtube.com/watch?v=bzcTFUcXwIY

https://www.youtube.com/watch?v=m6UgO6-HELc

https://www.youtube.com/watch?v=agSfgsH97PE

https://www.youtube.com/watch?v=KO1zTv56S-I



আশা করি আমাদের দেশেও সৌর বিদ্যুতের ব্যবহার বাড়বে এবং সরকার পারমানবিক বিদ্যুত, সুন্দরবন ধ্বংস করে কয়লা বিদ্যুত থেকে সরে আসবে।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪

নীল আকাশ ২০১৬ বলেছেন: বাস্তবসম্মত চিন্তা না এটা। এই নিয়ে প্রচুর দুর্নীতির সুযোগ তৈরি হবে। তাছাড়া বাংলাদেশের আকাশ ৬ মাস মেঘে আর দুই মাস কুয়াশায় ঢাকা থাকে। সূর্যের আলো আসবে কোত্থেকে?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

নতুন বলেছেন: আপনি বিষয়টা বুঝতে পারেন নাই।

সরকার আইন পরিবত`ন করবে...... যে বিদ্যুৎ কম্পানীগুলি বিদ্যুৎ জনগনের থেকে ক্রয় করবে....

এটা শুধুই মিটার উল্টা ঘোরা ... সরকার টাকা দেবে না।

আপনি আপনার বাড়ীর ছাড়ে সোলার বসাবেন... সেটা থেকে আপনার মিটার উল্টাঘুরে ক্রেডিট জমা হতে থাকবে....

আপনি যখন রাতে বিদ্যুৎ কম্পানির বিদ্যুৎ ব্যবহার করবেন তখন সেই ক্রেডিট থেকে কাটা যাবে....

সরকার দিনের বেলায় কম বিদ্যুৎ উৎপাদন করবে....

জনগনই নিজের টাকায় সোলার বসাবে... টাকা বাচানোর জন্য।

এটা বিশ্বের অনেক দেশেই শুরু হয়েছে....

আমাদের দেশে কুইকরেন্টলের বেশি দামি বিদ্যুৎ না কিনে জনগনকে সম্পিক্ত করলে বিদ্যুৎ সংকট কমে যাবে এবং জনগনের খরচ ও কমে যাবে...

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল কথা কবে শুনেছে.....???
বরং কমিশনবাজির প্রস্তাব দেন ঝাপায়া পড়বে!


দারুন প্রস্তাবনা। প্রতিটি বাড়ী একটি ইউনিট হিসেবে কাজ করবে দেশের বিদ্যুত ব্যবস্থায়!
সোলার প‌্যানেল দেশে উৎপাদনের প্রযুক্তির বিকাশে কাজ করা বেশী দরকার। অল্প মূল্যে বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন প‌্যানেল আবিস্কারে বিনিয়োগ করা দরকার!
হা হতোম্মি! কেউ নেই................

+++++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

নতুন বলেছেন: এই বিষয়টা বেশি মানুষ পড়বেনা.... খুবই কম কমেন্ট করবে...

কিন্তু অনেক আজিব বিষয়ে হাট বসে যাবে...

এই বষয়ে সরকারকে বাধ্য করা উচিত...

এরা কুইকরেন্টালের নামে জনগনের টাকা কয়েকটা কম্পনিকে তুলে দিচ্ছে.... X((

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:


এই খাতে সরকার একটা কমসুদের লোন দিলে মানুষ লেগে যেতো।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৩

নতুন বলেছেন: সরকার শুরু করেছে তবে বড় কম্পানির জন্য.... এটা জনগনকেও করতে দিলে ভালো হতো... নাহলে দাম কমবেনা।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৬

ডঃ এম এ আলী বলেছেন:



ধন্যবাদ, ভাল প্রয়োজনীয় একটি বিষয়ে লিখেছেন ।
সরকার এ বিয়য়ে উদ্যোগ নিয়েছেন বলে একটি সংবাদ ভাষ্যে দেখেছি ,
এ ধরনের প্রকল্পের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থাও আছে বলে দেখা গেছে , তবে
ব্যাংক লোনের প্রক্রিয়াটা বেশ জটিল , সাধারন মানুষের নাগালের বাইরেই থেকে
যাবে বলে মনে হয় । বড় বড় কোম্পানীরাই সব সুযোগ হাতিয়ে নিবে ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৩

নতুন বলেছেন: সরকার বড় কম্পনির জন্য করেছে...

কিন্তু এটা সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে...

তখন আপনিও আপনার বাড়ীর ছাদে প্যানেল লাগিয়ে বিদুৎ উৎপাদন করতে পারবেন যেটা আপনি দিনে বিক্রি করবেন এবং রাতে আবার ব্যবহার করবেন।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৪

আহমেদ জী এস বলেছেন: নতুন ,




মন্দ বলেন নি । চেষ্টা নয় সত্যি সত্যিই এমনটা করা খুব একটা কঠিন কিছু নয় । শুধু দরকার সরকারের কঠিন আইন ও সাধারণ মানুষের জন্যে এটা উন্মুক্ত করা । কোনও অবস্থাতেই যেন বড় বড় চাঁইয়েরা এখানে গেড়ে বসতে না পারে , যেমনটা আশঙ্কা করেছেন সহব্লগার ডঃ এম এ আলী

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৪

নতুন বলেছেন: যখন সরকারে লোক সত্যিই চাইবে যে জনগন উপকার পাক তখন অবশ্যই এমন নিয়ম হবে যেটাতে সবাই উপকৃত হবে। এবং কেউ ধান্ধা করতে পারবেনা।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দারুন প্রস্তাবনা, অাইন প্রণয়ন করার জন্য জনমত সৃষ্টি করাটাই প্রথমত দরকার.............

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৬

নতুন বলেছেন: পোস্টের উদ্দেশো জনমত সৃস্টি করা....

জনগন এই সব জিনিস সম্পকে কম জানে... তাই তাদের এই সম্পকে জানানোই আমার উদ্দেশ্য।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

আখেনাটেন বলেছেন: ব্যবসায়িকভাবে সৌরপ্যানেল বসে বিদ্যুত সরবরাহ এখানে মনে হয় অনেক ব্যয়বহুল হবে।

তবে অদূর ভবিষ্যতে প্যানেলের দাম কমে গেলে এই উপায়ে বিদ্যুতই হবে প্রধান শক্তি গোটা বিশ্বের।

ভালো পোষ্ট।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২৪

নতুন বলেছেন: শুরু হয়েছে ইতিমধ্যই... কয়েকদিন আগেই প্রথম আলোতে দেখলাম...

কিন্তু আমি চাই এটা জনগনের জন্য খুলে দেওয়া....

আপনার বাড়ীর ছাদে আপনি প‌্যানেল লাগাবেন... বিদুত বিক্রি করবেন দিনে কিনবেন রাতে...

আপনি আপনার পাশের বাড়ীর ছাদ ভাড়া নিয়ে সৌরবিদ্যুতের ব্যবসা করবো... আপনি সহজ লোনের ব্যবস্তা করবে সরকার। পিডিবি বিদ্যুত যাতে কিনতে পারে সেই রকমের আইন করবে এবং গ্রীডের সেই ব্যবস্হা নেবে। সেটাই আমার প্রস্তাবনা।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৫০০ ওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে এমন একটি সোলার প্যানেল বসাতে খরচ কেমন হবে বলতে পারবেন? রেফারেন্সসহ বললে ভালো হয়। ধন্যবাদ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২৮

নতুন বলেছেন: আমি দেশের বাইরে থাকি তাই দেশে বত`মানে কত খরচ পড়বে সেটা বলতে পারবো না।

কিন্তু আপনি চাইলে অন্য চায়না বা দুবাইতে কত পড়ে সেটা যোগাযোগ করে বলতে পারি।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৬

ভ্রমরের ডানা বলেছেন:

সৌরবিদ্যুত একটি আশীর্বাদ...

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২৯

নতুন বলেছেন: এটা আমাদের জন্য বিদ্যুতের খনি...

আমাদের তেল নাই... কিন্তু মোটামুটি সারা বছরই কিন্তু রোদ থাকে...

কয়েকমাস একটু কম থাকবে... কিন্তু আমাদের তেল/কয়লা বিদ্যুতের উপরে নিভ`শীলতা কমবে।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
ভাল প্রস্তাব।
তবে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সিংগেল ইউজার হিসেবে গ্রিডে পাঠানোর ইকুপমেন্ট মডিউল বেশ জটিল ও ব্যায়বহুল হবে বলে মনে হচ্ছে।
বাংলাদেশ অবস্য পৃথিবীর ভেতর অন্যতম বৃহত্তম সৌরবিদ্যুত ব্যাবহারকারি দেশ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩৯

নতুন বলেছেন: প্রথম মোবাইল ফোনের দাম নাকি লাখ টাকার উপরে ছিলো.... এখন হাজার টাকায় পাওয়া যায়....

যখন দেশে সরকার আইন করবে যে আপনি বিদ্যুত বিক্রি করতে পারবেন ... তখন অনেক কম্পনিই এই সব ইকুপমেনট আমদানি করবে এমন কি দেশে তৌরিও হওয়া শুরু হবে....

দেশ কম`সস্হান হবে... নতুন ব্যবসা শুরু হবে...

এই নিয়ে আরো কিছু লিখবো... যদি সম্ভব হয় তবে উপরের মানুষদের সাথে আলোচনা করুন,,,, এটা আমাদের দেশের জন্য অনেক কাজে আসবে।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কিন্তু আপনি চাইলে অন্য চায়না বা দুবাইতে কত পড়ে সেটা যোগাযোগ করে বলতে পারি।


সেটাই বলুন প্লিজ! বাংলাদেশে সোলার প্যানেলের দাম নিয়ে নানারকম বিভ্রান্তি আছে। প্যানেল ও ব্যাটারির লাইফ সম্পর্কেও সঠিক তথ্য পাওয়া যায় না।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

নতুন বলেছেন: একট সময় দিতে হবে ভাই.... [email protected]

একটা ইমেইল দিয়ে রাখেন.... আমি তথ্য যোগাড় করে আপনাকে দেবো।

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর পোস্ট। ধন্যবাদ

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

নতুন বলেছেন: ধন্যবাদ

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯

নতুন বলেছেন: ধন্যবাদ...

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

অন্তরন্তর বলেছেন: এটা আমাদের দেশে কবে সম্ভব হবে কে জানে। সৌর বিদ্যুৎ ইউরোপিয়ান দেশগুলোতেও চলছে যদিও সূর্য দেখা যায়না বললেই চলে। আসলে আমাদের দেশে জনকল্যাণমুখী কোন কাজ কখনও কোন সরকার করেনি। ভাল পোস্ট।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯

নতুন বলেছেন: অসম্ভব বলে কিছুই নাই।

আমাদের দেশের জনগন সচেতন না। তাই সরকার সুধুই ধান্দা করে যাচ্ছে।

ইউরোপে শিক্ষিত জনগনকে শুধুই চেতনা শাসন করা যায়না। আর তারা টাকার ধান্ধায় টেন্ডারবাজীর জন্য রাস্তায় অস্রনিয়েবিরোধী দলের বিরুদ্ধে ঝাপিয়ে পড়ে না।

দেশে ফেসবুকের ব্যবহার বিশ্বের অন্য দের থেকে অনেক বেশি... এটার ব্যবহার করলে জনগনকে সচেতন করা যায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.