নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

লেখা চুরির জন্য রাইট ক্লিক বন্ধ করলে সামুর ক্ষতিই বেশি হবে। সমাধান শুধুই পিকচার ফরমেটে লেখা পোস্ট করা। টেক্স ফরমেটে থাকলে কপি করার উপায় বের করা সম্ভব।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

লেখা চুরির জন্য রাইট ক্লিক বন্ধ করেছে কিন্তু এটা একটা বড় সমস্যা সৃস্টি করেছে।

লিংকে রাইক ক্লিক করে ঐ উইন্ডোটা খোলা যেতো...এখন যাবেনা। এটা খুবই বিরক্তিকর ।

এখন লেখা লিখে প্রকাশ করার সময় কপি করে রাখতাম কারন যদি প্রকাশের সময় নেটে সমস্যায় পেজে সমস্যয় লেখাটা হারিয়ে না যায়... এখন সেটা হচ্ছে না।

এটা না থাকলে ব্লগে লেখা বা পড়ার মজা থাকবে না।

প্রতি বার একটা নতুন উইন্ডো খুলে নিতে হবে নয়তো বা একটা ব্লগ পড়ে আবার পেছনে গিয়ে আবার আরেকটা ব্লগে ক্লিক করে সেটা পড়তে হবে???

লেখা চুরি খুব একটা বড় সমস্যা না... এর জন্য এতো অসুবিধা হলে ব্লগে অবশ্যই ব্লগারের কায`কলাপ কমে যাবে।

*** অনেকেই সহজে বাংলা লেখার জন্যই সামুর একটা পেজে বাংলা লিখে সেটা কপি করে অন্য সাইটে ব্যবহার করে.... এখন করতে পারবেনা।

রাইট ক্লিক বাদ দেয়ার সিদ্ধান্ত খুবই বোকামি একটা ভাবনা... এটা বাদ দিন

সামুতে মাসে বা বছরে হাজার হাজার লেখা আসছে.... তা থেকে কয়েকটা যদি কেউ কপি পেস্ট করেও সেটা খুব একটা সমস্যা না।

আমার রেসিপি একবার ফেসবুকে রান্নার ব্লগে পুরাই কপি করে দিয়েছে। আমি যখন ঐ লেখককে জিঙ্গাসা করে ম্যাসেজ দিয়েছি তখন তিনি আর উত্তর দেয় নাই।

আশা করি ব্লগের কতি`পক্ষ এই হাস্যকর সিদ্ধান্তের থেকে সরে আসবে। নতুবা ব্লগে আমার মতন অনেকেই কম আসতে বাধ্য হবে।

সম্ভব্য সমাধান::: -- যারা তাদের লেখা চুরি ঠেকাতে চাইবে... তারা তাদের লেখাকে ছবির ফরমেটে লিখবেন....

কারন না হলে পেজের view-souce:www.somewhereinblog.net/neoblog/30218338 এ গিয়ে সবাই কপি করতে পাবেন এবং ফেসবুকে দিতে পারবেন।


তাই পিকচার ফরমেটে জলছাপসহ লেখা প্রকাশের ব্যবস্তা করুন...

মন্তব্য ৯৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৯৫) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কন্ট্রোল চেপে লেখার উপর ক্লিক করুন। অন্য ট্যাবে ওপেন হবে।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৫

নতুন বলেছেন: এটা কোন সমাধান না.. আরো অনেক অসুবিধা হচ্ছে।

নেটে সমস্যার কারনে মন্তব্য কপি করে রাখতাম যাতে সমস্যা হলে আবার পেস্ট করে দেওয়া যায়.... এখন সেটা যাবে না... তাই অনেকেই একবার চেস্টা করে না হলে আর কমেন্ট করবেনা।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৬

নতুন বলেছেন: ভাই মন্তবে কিভাবে ছবি যোগ করবো??

আগে তো নিচে কমেন্টের ঘরে লিংক যোগ করে কপি করে আপনার এই মন্তব্যে পেস্ট করতাম..

২| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৭

সুমন কর বলেছেন: মন্তব্য ১-এ সমাধান আছে। কিংবা আপনি সিফ্ট চেপে রাইট বাটন ক্লিক করলেও অন্য ট্যাব ওপেন হবে।

** কিন্তু মন্তব্যের ঘরে রাইট বাটনটা রাখলে সুবিধে হতো এবং মন্তব্যের ঘরে কিছু পেস্ট করা মাঝে মাঝে খুব জরুরী। এখন সেটা যাচ্ছে না। আপাতত এ সমস্যাগুলো পেলাম। জানি না, পোস্ট দিলে অন্য সমস্যায় পড়ব কিনা !!

এতে কিন্তু চুরি কমবে।

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৬

নতুন বলেছেন: নেটে শুধু চুরির জন্য এই রকমের সমাধান হাস্যকর।

হাজার হাজার লেখা আসে সামু তে তার থেকে কয়েকটা মানুষ কপি করলে বিরাট সমস্যা না। আর যদি কেউ চুরি করতেই চায় তবে সেটা ঠেকানোর আসলো কোন পথ নেই। চোর চাইলে দেখে টাইপও করতে পারে।

৩| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৮

জাহিদ অনিক বলেছেন: সবথেকে বড় কথা আমি মন্তব্যে কোন লিঙ্ক যুক্ত করতে পারছি না! লিঙ্ক পেস্ট হচ্ছে না !!!!!!

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

নতুন বলেছেন: চুরি ঠেকানো যাবেনা। কিন্তু অনেক সমস্যা সৃস্টি করেছে এই সিদ্ধান্ত।

৪| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১২

জাহিদ অনিক বলেছেন:

কিন্তু ক্রোম ব্রাউজারে রাইট ক্লিক এনাবেল নামে একটা এক্সটেনশন আছে, যা দিয়ে রাইট ক্লিক করে নিউ ট্যাব ওপেন করা যায়।

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

নতুন বলেছেন: ক্রমের এক্সটেনশনটা নিয়ে নিলাম... ধন্যবাদ।

৫| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি তো সব সমস্যার সমাধান দেই নাই। একটার সমাধান দিছি মাত্র।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৮

নতুন বলেছেন: সমস্যা অনেক আছে... ব্লগের কতি`পক্ষ অবশ্যই এটা থেকে সরে আসবে ।

৬| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন:

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

নতুন বলেছেন: জবাবে ছবি দেওয়া যাচ্ছে না। কারন আগে লিংক পেস্ট করে দিতাম।

৭| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৮

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার এ লেখা চুরি করে দেখাব ??? আপনি কিছু গুরুত্বপূণ সমস্যা তুলে ধরেছেন।। আপনার সাথে একমত ।।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০২

নতুন বলেছেন: Yes it's possible... Just googled and got an idea. Can't+U .. :)

৮| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ছবি তো দেখি যোগ করা যাচ্ছে। ইমোর আইকনের পাশে দেখেন ক্যামেরার আইকন আছে। সেটা দিয়ে যোগ করেছি ছবি।

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

নতুন বলেছেন: মন্তবের জবাবে যাচ্ছে না।

৯| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: বক্তব্যের সাথে একমত। এটা এক সমস্যার সমাধান করতে গিয়ে নতুন সমস্যার সৃষ্টি করবে/করছে

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

নতুন বলেছেন: মাথা ব্যাথার সমাধান কেটে ফেলা... :)

১০| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ, এক সমস্যা সারাতে গিয়ে অনেক সমস্যার আমদানি হয়েছে।

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৮

নতুন বলেছেন: হুম...

১১| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

হাসান মাহবুব বলেছেন: সচলায়তনের মত করলেই পারে। সেখানে লেখা কপি প্রোটেক্টেড, কিন্তু রাইট বাটন ডিজেবল না। রাইট বাটন ডিজেবল করা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এটা চেঞ্জ করা ছাড়া উপায় নাই।

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩২

নতুন বলেছেন: সচলায়তন থেকেও কপি করা যায়.। আপনি কন্ট্রন + ইউ চাপুন... তখন নতুন পেজ খুলবে তাতে সবই কপি করা যায় ।

চোরেরা সেই ভাবে কপি করে ফেসবুকে দেবে... থামানো যাবেনা।

কিন্তু আমরা ভুগবো... এটা চেন্জ না করলে সামুরই আয় কমে যাবে... বেশি পেজ ভিউ না হলে বিজ্ঞাপনের আয় বাড়ে না।

১২| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: লেখা চুরি একটা বড় কোন সমস্যা না!!!!!!

বলেন কি অবাকই হলাম!!!

আপনার এমন কান্ডজ্ঞানহীন মন্তব্যের নিন্দা জানাচ্ছি!!! X(


তবে এক সমস্যা সমাধানে অন্য সমস্যা সৃষ্টি হোক এমনটা কাম্য নয়!!

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১৯

নতুন বলেছেন: ভাই আমি অত বড় লেখক না যে আমার লেখা কপি করলে আমার লস হয়ে যাবে। একটু খারাপ লাগবে এটা ঠিক।

কিন্তু কেউ যদি আমার লেখা কপি করতে গিয়ে কিছু একটা শেখে তবে বেশি সমস্যা নাই।

১৩| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৬

মানিজার বলেছেন: রাইট ক্লিক মন্তৈব্য লিখার বক্সে ডিজেবল করাটা মস্তবড় বুকামি হইসে । এইটা আইটি এক্সপার্টিদের দুর্বলত ।

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩২

নতুন বলেছেন: হুজুগে সিদ্ধান্ত....

১৪| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৩

হাতকাটা হাকিমুল বলেছেন: এভাবে চললে ব্লগিংটা আরও বিরক্তিকর হয়ে উঠবে :(

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩

নতুন বলেছেন: কমেন্টে অনেক সময় লেখার অংশ কপি পেস্ট করে দিয়েই কমেন্ট করে অনেকেই।...

১৫| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্রাউজারে মোবাইল ভার্সান চালু করলে রাইট ক্লিক, কপি সবই করা যায়। খাইছেরে, চোরদের জন্য আইডিয়া দিয়া দিলাম!

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

নতুন বলেছেন: চোর আইডিয়া বের করতে ওস্তাদ... :) আরো আইডিয়া তারা বের করবে।

১৬| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৮

বিষাদ সময় বলেছেন: কিছু অতি উৎসাহি ব্লগারের কারণে কর্তৃপক্ষ যা করলেন তা হচ্ছে মাথা ব্যথার জন্য মাথা কাটার মত। ফেসবুক থেকে লেখা কপি করা যায় দেখে সবাই ফেসবুকে লেখা ছেড়ে দিয়েছে!!!!

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

নতুন বলেছেন: আমরা হুজুগে বাঙ্গালী....

বুঝতে পারছিনা যারা এতো কস্ট পাচ্ছেন যে তাদের লেখা এখান থাকে ফেসবুকে চুরি করে লিখছেন তারা কি ফেসবুকে লিখে? সেখান থেকে চুরি হলে তারা কি করবেন?

১৭| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৩

বিলিয়ার রহমান বলেছেন: @বিষাদ সময়

অতি উৎসাহী বলতে কাদের বুঝিয়েছেন!!
স্ক্রীনশট গুলো লক্ষ্য করেন




১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪

নতুন বলেছেন: ভাই যারা ফেসবুকে আপনার লেখা পেস্ট করেছে তারা কিন্তু সবাই সামু থেকে কপি করে নিয়ে ফেসবুকে পোস্ট করেনাই।

দুই এক জন ফেসবুকে নিয়েছে বাকিরা কিন্তু ফেসবুক থেকেই কপি করেছে....

তাই ফেসবুক কতি`পক্ষকেও বিষয়টা জানান... তারাও যেন এই চুরি রোধে পদক্ষেপ নেয় ।

১৮| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৪

বিলিয়ার রহমান বলেছেন:

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২০

নতুন বলেছেন: ভাই সমাধান মনে হয় হয়েছে। এখন সবই আগের মতন করা যাচ্ছে।

১৯| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৫

বিলিয়ার রহমান বলেছেন:



২০| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৭

বিলিয়ার রহমান বলেছেন:




২১| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৭

বিলিয়ার রহমান বলেছেন:




১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০১

নতুন বলেছেন: You have a solution in your comments above.

Post in pictures format with watermark so people can't copy text from your writing.

But if you keep in any text format people can copy it from back end of website.

২২| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩০

বিলিয়ার রহমান বলেছেন: আর কতো দেবো বলেন???

এক লেখা এতো জনের কপি করার পর লেখকের অনুভুতিটা কেমন হয় বলতে পারেন??? হয়তো পারেন না। পারলে অমন মন্তব্য করতেন নাহ!!!

স্ক্রীনশটে যারা নাম মেনশন করেছেন তাদের সাথে কি কি করতে হয়েছে জানেন??? অবশ্যই জানে না!!!

২৩| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: ব্লগারদের সমস্যার সমাধান হোক সেটি যেমন কাম্য তেমনি লেখাচুরিও বন্ধ হতে হবে!!!


লেখাচুরিকে হালকা ভাবে দেখার কোন অপশন দেখছি না!!

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭

নতুন বলেছেন: লেখা কিন্তু ফেসবুকে বেশি চুরি হচ্ছে... সেখানেও অভিযোগ করেন।

কারন যারা ফেসবুকে দিচ্ছে তারা কিন্তু আরেক জনের ওয়ালে থেকেই কপি করছে তারা সবাই সামু থেকে কপি করছেনা।

তাই ফেসবুক কতি`পক্ষকে বিষয়টা জানান.... তারা বিষয়টা অবশ্যই হালকা ভাবে নেবে না।

কারন লেখাচুরিকে হালকা ভাবে দেখার অপশন নেই।

২৪| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪০

এম আর তালুকদার বলেছেন: চুরি ঠেকাতে গিয়ে সুবিধার চেয়ে সমস৽াই মনে হয় বেশি হচ্ছে।এমন সিদ্ধান্তটি মনে হয় আত্মঘাতী হবে।

২৫| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫০

করুণাধারা বলেছেন: আসলেই অসুবিধা হচ্ছে।

২৬| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: নেট সমস্যায় আমার অনেক মন্তব্য হারিয়ে গেছে।। পরের বারে লেখা মন্তব্যটা জোড়াতালি দেয়া।। কারন প্রথমটার মত আর হয় নি।। তাই মন্তব্য লিখেই তা প্রথমে কপি করতাম।। প্রকাশ না হলে পরের বার পেষ্ট করতাম।। এখন হচ্ছে না।। তবু যদি চুরি বন্ধ হয়।।

২৭| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৭

নতুন বলেছেন:

২৮| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১৮

কালীদাস বলেছেন: @ বিলিয়ার রহমান, কপিপেস্ট বন্ধ করার জন্য কেবল পোস্টের মধ্যে প্রটেক্টেড যোগ করা উচিত ছিল। এখন পুরা রাইট বাটনের অপশনই বন্ধ হয়ে গেছে। কমেন্ট বা কোন কিছুই কাট/কপি পেস্ট করা যাচ্ছে না।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২২

নতুন বলেছেন: একটা কাহিনি মনে পড়লো...

গ্রামের এক লোকের বাড়ীতে খুবই উইপোকার উতপাত... ঘরের বেড়া,খুটি সবই খেয়ে ফেলছে...

তাই তিনি একদিন ঘরে আগুন দিয়ে বাইরে হাসতেছে...

লোকে জিঙ্গাসা করলে এতো খুশি কেন?? তিনি বললেন...

ঘর পুইলো তো পুইলো...কিন্তু উই তো মইলো... :)

২৯| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
একটা সমাধান মনে হয় আছে।

দুই ধরণের চোর আছে। এরা হচ্ছে-

১) সামুর কিছু নাম না জানা ব্লগার
২) বাইরের ইন্টারনেট ইউজাররা

এখন সামুতে যদি একটি অপশন খোলা যায় যার দ্বারা একজন ব্লগার নিজের ব্লগপেজে সেইফ ইউজার সিলেক্ট করে নিবেন যারা ইচ্ছে করলে রাইট বাটন ব্যবহার করতে পারবেন।

এটা কিভাবে করা যায়? অনুসরণ বাটনটা ব্যবহার করে যারা একজন ব্লগারকে অনুসরণ করতে চাইবেন, এটা গ্রহণ করা না করা নির্ভর করবে ঐ ব্লগারের নিজস্ব ইচ্ছের উপরে।

কেউ অনুসরণ করতে চাইলে, তখন নোটিফিকেশনে লেখা উঠবে, তখন ব্লগার 'হ্যাঁ' বা 'না'-তে ক্লিক করে সম্মতি বা অসম্মতি জানাবেন।

তবে, এরজন্যে মনে হয় একটু খরচ করতে হবে সামুকে।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭

নতুন বলেছেন: মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলাই সহজ সমাধান। ঝামেলার কাজ কে করে?

৩০| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ২:০০

চাঁদগাজী বলেছেন:


নিজের আইডি থেকে কপি-পেষ্ট করার ক্ষমতা থাকার দরকার; এই ধরণের ফাংশান্যালিটি সম্ভব।

৩১| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:১১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সামু কতৃপক্ষ মাথা ব্যথা সারাতে গিয়ে মাথাটাই কেটে ফেললেন !!

৩২| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪৫

এলিয়ানা সিম্পসন বলেছেন: Shomalochona korle SAMU apnake ban korbe!

৩৩| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কপি পেস্ট বন্ধ করলেই চোর লেখা চুরি বন্ধ করে ফেলবে ? চোরের বিকল্প পদ্বতি বার করতে বেশি সময় লাগে না | আর সে যদি পরিশ্রমি চোর হয় তবে তো পুরো লেখাটাই অন্যত্র টাইপ করে তার নিজের লেখা বলে চালিয়ে দিতে পারবে | তাকে অবশ্য ভালো বাংলা টাইপ করা শিখতে হবে আর বেশি পরিশ্রম করতে হবে | ;)

৩৪| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৮

খাঁজা বাবা বলেছেন: আমি সাধারনট স্ক্রল করার সময় যে লেখা গুলা ভাল লাগে তা নিউ ট্যাব এ ওপেন করি, তার পর একটা একটা পড়ি। আজ দেখছি রাইট বাটন কাজ করছে না। ভাবলাম পি ছি টাই গেল কিনা। বিরক্তকর..........

৩৫| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পুরনো ব্যবস্থা (রাইট বাটন কার্যকর থাকা) পুনর্বহাল করাই ভালো।

৩৬| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৮

আবু তালেব শেখ বলেছেন: কি আর করা।কলকাঠি তো গুটিকয়েক ব্লগার নাড়ছে। তাদের অভিযোগের প্রেক্ষিতে এই ব্যবস্হা। যেখানে সিংহভাগ ব্লগাররা সমস্যার সম্মুখীন

৩৭| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৬

নিয়াজ সুমন বলেছেন: চুরি ঠেকাতে গিয়ে সুবিধার চেয়ে ব্লগারদের অসুবিধা বেশি হচেছ। পুরা লিখাটা সাইট পেইজ এ লিখা খুব রিরক্তিকর। আগে তো ওয়ার্ড ফাইলে লিখে এরপর সাইট পেইজ এ পোস্ট করা যেত। এখন কোন কারনে যদি পুরা লিখা লিখার পর নেট সমস্যা করে তাহলে পুরা লিখাটাই আবার পুনরায় লিখা সত্যি কষ্টকর।েএতেকরে ব্লগারদের লিখার প্রতি আগ্রহ কমে যাবে। অন্যকোন উপায়ে কি চুরি ঠেকানো যায় না? যাতে ব্লগার তার ব্লগ লিখতে আনন্দ পায় আগের মতো।

৩৮| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১১ নম্বর কমেন্টে হাসান মাহবুব ভাই একটা ভালো প্রস্তাব দিয়েছেন।

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬

নতুন বলেছেন: চুরি ঠেকানোর পথ হলো পিডিএফ বা অন্য পিকচার ফরমেটে লেখা প্রকাশ করা।

যদি আপনি টেক্সট রাখেন তবে কন্ট্রল+ইউ control +U চাপলে নতুন পেজে খুলে যা থেকে আপনার লেখা কপি করে ফেসবুকে পেস্ট করতে সমস্যা হয়না।

৩৯| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫

অপু তানভীর বলেছেন: এমএসওয়ার্ডে লেখা লিখে এখানে এসে পোস্ট করি । এখন সেটাও করা যাচ্ছে না । আমাকে এখন সামুতে লিখতে গেলে কেবল সামুতেই বসে লিখতে হবে ! যদি এমন চলতে থাকে তাহলে সামুতে লেখা কমে যাবে !

আর সব থেকে হাস্যকর ব্যাপার হচ্ছে মোবাইল ইউজারেরা ফেসবুকে বেশি লেখা কপি করে । মোবাইল ভার্শনে ঠিকই কপি করা যাচ্ছে ।

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮

নতুন বলেছেন: আমার বাংলা লেখাই কমে যাবে সব খানে...

আমি কোথাও বাংলা লিখতে হলে সামুর পেজে লিখি এবং সেটা ফেবুতে বা চ্যাটে পেস্ট করি... এখান বাংলাই লেখা কম হবে।

৪০| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: আশা করি সমস্যার দ্রুত সমাধান হবে।

৪১| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পিকচার ফরম্যাটে ওয়াটার মার্ক দিয়ে প্রকাশ করলে পরে কি তা এডিট করা যাবে?

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২২

নতুন বলেছেন: সেটা বেশ ঝামেলা পূন` কাজ.... সেটা এডিট করতে হলে পিকচার এডিটর দিয়ে করতে হবে।

৪২| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনুগ্রহ করে কিছুটা সময় অপেক্ষা করুন। আমাদের টেক টিম এই বিষয়টি নিয়ে কাজ করছে। আশা করি সকলের সুবিধা হয়, এমন একটি ব্যবস্থাই আমরা চালু রাখব।

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ২:১৯

নতুন বলেছেন: আগের অবস্থায় ফিরে এসেছে মনে হচ্ছে। ধন্যবাদ...

এখন ভালো একটা পদ্বতী বের করুন... তারপরে সেটা চালু করুন... :)

আর আমার মনে হয় না যারা পেশায় লেখক তাদের লেখার পান্ডুলিপি চুরি হয়ে সেটা যদি অন্য কেউ নিজের নামে ছাপিয়ে নাাম এবং টাকা আয় করছে ততক্ষন লেখা চুরি নিয়ে এতো চিল্লাপাল্লা করার কিছু নাই।

কিছু মানুষ লেখা চুরির পোস্টে চোর কে ফাসি তে ঝুলানোর কাটু`ন ব্যবহার করেছে... তাতে তাদের মানুষিকতার প্রমান পাওয়া যায়।

আমার মনে হয় না কেউ বই চোরকে জেল জরিমানা, ফাসি দিতে যাবে... আপনিও মনে হয়না আপনার লেখা কেউ ফেসবুকে নিজের নামে চালিয়ে দিলে কান্নাকাটি শুরু করবেন.... বেচারাকে ম্যাসেজ দিয়ে বা ঐ লেখায় কমেন্ট করে একটু ঝাড়ি দিলেই তো লেঠা চুকে যায়।

এই বিষয়টা নিয়ে ব্লগ কতি`পক্ষ একই বেশি ঝামেলাই বাধালো.... এটা অপরিপক্ষ একটা পদক্ষেপ ছিলো।

এটা নিয়ে এখন একটা পদ্বতী খুজে বের করুন... সেটা টেস্ট করুন... তারপরে ইম্পিলমেন্ট করুন... সবার রিএকসন দেখুন... তারপরে পরিবত`ন দরকার হলে পরিবত`ন করুন... তবে সবাই সেটা অনুসরন করবে এবং ভাল বলবে।

৪৩| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার পোষ্ট পড়ে যতটা বিচলিত ছিলাম ৪২ নম্বরে কাভা ভাইয়ের মন্তব্য পড়ে অাস্বস্ত হলাম।

৪৪| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: আমার একটা থিওরি আছঃ
কেবল ভালকেই পচানো যায়।
সুনামওয়ালারই দুর্নাম হয়। লিখার মান না থাকলে সেটা কপি হয় না।
"আপনার ৮ সন্তানের (ধরুন) মধ্যে একটা খারাপ, কুলাঙ্গার হবেই; তাই বলে সন্তান নেয়াই কি বন্ধ করে দিবেন?

৪৫| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

মনিরা সুলতানা বলেছেন: লেখা যে বেশির ভাগ ফেসবুক থেকে চুরি হয় এই কথা টা ভুল
আমি ফেব বুকে কবিতা শেয়ার দেই না বললেই চলে , অথচ কবিতা ,গল্প এমন কি ছেলে বেলার গল্প ও চুরি করে নিজের নামে ফেবু তে দিয়ে রাখছে ।

৪৬| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের প্রেসার বেড়ে গিয়েছিল

৪৭| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


সামুতে আপনি হয়তো সবচেয়ে সিনিয়র ব্লগারদের ১জন, আপনার সাথে শুরুতে যাঁরা ছিলেন, তাঁদের অনেকেই ব্লগে নেই আজকাল!

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৬

নতুন বলেছেন: হুম ব্লগিং নেশা হয়ে গেছে.... দিনে কয়েকবার ঢু না মারলে ভালো লাগেনা।

লিখতে্ আসলে পারিনা তেমন... কিন্তু পড়ি অনেকের লেখা।

কামলার ফাকে ব্লগে ঘুরাঘুরি করা সম্ভব বলেই হয়তো এতো দিন ব্লগে আছি।

৪৮| ২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

শায়মা বলেছেন: লেখা চুরির সমাধান করতে গিয়ে নিজেদের জালে তো নিজেরাই পড়ো পড়ো অবস্থা হয়েছিলো !!:(

৪৯| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৪

খায়রুল আহসান বলেছেন: এখনো ভরসা রাখছি, সমস্যার পূর্ণ সমাধান হয়ে যাবে বলে।

২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭

নতুন বলেছেন: সমস্যা এখন নেই।

৫০| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৮

শামচুল হক বলেছেন: চুরি তো বন্ধ হয় নাই।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২২

নতুন বলেছেন: শামচুল হক বলেছেন: চুরি তো বন্ধ হয় নাই।

গুগুলের জামানায় কপি কিভাবে করতে হয় তা বের করতে বেশি সময় তো লাগার কথা না।

৫১| ১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৮

আটলান্টিক বলেছেন: আপনার নিক দেখে ভাবছিলাম আপনি হয়তো নতুন ব্লগার।কিন্তু প্রোফাইল দেখে টাশকি খাইলাম।আপনি ১১ বছর ধরে ব্লগিং করছেন।সর্বনাশ সবচেয়ে সিনিয়র

১৩ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

নতুন বলেছেন: B-) আমি তো নতুনই...

৫২| ২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চুরি করে আর যাই হোক লেখক হওয়া যাবে না।

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪০

নতুন বলেছেন: চুরি করে বড় কিছু হওয়া যায়না।

৫৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

ভ্রমরের ডানা বলেছেন: চুরি হওয়া সমস্যা নয়! হা হা হা....





আপনার প্রতি শ্রদ্ধা আরো আকাশে উঠে গেল!

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৫

নতুন বলেছেন: লেখা চুরি যদি এতোই ভয় থাকে তবে নিজেই লিখে বাড়ীর দেয়ালেই টাঙ্গিয়ে রাখতে হবে।

যদি কেউ লেখা চুরি করে বই ছাপিয়ে টাকা আয় বা নামের প্রসার করে তবে সেটা সমস্যা.... কিন্তু কোথাও থেকে কপি করে ফেসবুকে দেওয়াটা এতো বড় সমস্যা হওয়ার কথা না।

বই চুরি আর জিনিস চুরির সাজা মনে হয় একরকমের দেয় না মানুষ...

৫৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার জ্ঞান কম, কমন্সেন্স আরো কম

৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫

নতুন বলেছেন: আপনার জ্ঞান বেশি তাই বুঝতে পেরেছেন...

ধন্যবাদ... :)

৫৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪

ভ্রমরের ডানা বলেছেন:
আপনাকে ধন্যবাদ। তবে কবিতা চুরি কিন্তু একটি বড় ব্লগীয় সমিস্যা । ইহাকে ছোট করে দেখা ঠিক হবে না।

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৮

নতুন বলেছেন: যারা চুরি করে তাদের বলুন... তারা যেন কবিতা ফেবুকে দিয়ে কবির নামটা দিয়ে দেয়...

অনেকেই এটা না বুঝে করে... বুঝতে পারলে করতো না।

কিছু আছে চুরি করে নিজের নামে চালানোর জন্য.... সেই রকমের চুর সমাজে থাকবেই।

৫৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: একটা সমস্যার সমাধান করতে গেলে আর একটা সমস্যা চলে আসে!

৫৭| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

তাছনীম বিন আহসান বলেছেন: সহমত

২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

নতুন বলেছেন: ধন্যবাদ.... এখন সমস্যা কমেছে।

৫৮| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৩

স্ব বর্ন বলেছেন: চোরদের চুরি করার ইচ্ছা থাকলে ঠেকানো মুশকিল বটে । আপনার যুক্তির সাথে আমি একমত।তবে ব্লগে ব্লগারদের ব্লগিং যেন ঝামেলা মুক্ত হয় এটাই কাম্য।

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

নতুন বলেছেন: ধন্যবাদ.... ব্লগিং ঝামেলা হলে বেশির ভাগই বন্ধকরে দেবে। অন্য কোথাও দুই লাইন লিখবে।

এখন ঝামেলা কম হচ্ছে।

হ্যপি ব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.