নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

নতুন ধাধা ০৬

২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

সবাইকে রমজানের শুভেচ্ছা। আসুন একটু ধাধা নিয়ে মাথা খাটাই...



ধাধা নং ১১:-ডা: সুরুজগাজীর চিন্তা!!!

গত তিন দিন ধরে মুজিবুল সাহেবের স্ত্রীর পেটে ব্যাথা, ভিষন কস্ট পাচ্ছেন। প‌্যারাসিটামল খেয়েছেন , গ্যাসের ওষুধ খেয়েছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ব্যাথা কমে আবার কিছুক্ষন পরে আবার শুরু হয়।
গতকাল রাত ১২টার দিকে ব্যাথা খুবই বেড়ে যাওয়াতে তিনি তার পুরোন বন্ধু ডাক্তার, ডা: সুরুজগাজীকে ফোন করলেন। তিনি এখন আমেরিকাতে থাকে। তাকে জানালেন যে তার স্ত্রীর পেটে ব্যাথা। বিস্তারিক শুনে তাকে দ্রুত হাসপাতালে নিতে বললেন। কারন লক্ষনে মনে হচ্ছে এটা এপেন্ডিক্সের ব্যাথা।

ফোন রেখে ডা: সুরুজগাজী সাহেব খুবই চিন্তায় পরে গেলেন। কারন আমেরিকার যাবার আগে বছর তিনেক আগে মুজিবুল সাহেবের স্ত্রীর এপেন্ডিক্স অপারেসন করেছিলেন তিনি। তারপরে তার সাথে উনার আর কথা হয় নাই। কিন্তু এটা তো অসম্ভব কারন তিনি নিজেই অপারেসন করেছিলেন।

হাসপাতালে যাবার পরে টেস্টে মুজিবুল সাহেবের স্ত্রীর এপেন্ডিক্সের সমস্যা ধরা পরে এবং অপারেসন করতে হবে বলে হাসপাতালের ডাক্তার জানান।

ঘটনা তাহলে কি? কিভাবে সম্ভব?


ধাধা নং ১২:- স্মাট জেনারেসন .... কেমনে বুঝলো?

তারেখ মিয়া তার নাতি, নাতনিদের গল্প বলতেছিলো।



আমার বাবার দাদা খুবই বড় বীর ছিলেন। তিনি ১ম বিশ্বযুদ্ধের সময় তিনি যুদ্ধ করতেছিলো। তিনি সেই যুদ্ধের সময় খুবই সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। একদিন সত্রু পক্ষর ছোড়া একটা গ্রেনেড এসে তার বাঙ্কারে এসে পরে, তিনি সঙ্গে সঙ্গে হাত দিয়ে ধরে আবার সত্রুদের দিকে ছুড়ে দিয়েছিলেন। এই জন্য বাঙ্কারের ভেতরে থাকা ৬ জনের জীবন বেচে গিয়েছিলো।

তার সেই কাজের জন্য তখন সেনাবাহিনি থেকে তাকে একটা তরবারী উপহার দিওয়া হয়েছিলো। তিনি একটা তরবারী সবাইকে দেখালেন। তাতে লিখা ছিলো।

'' প্রথম বিশ্ব যুদ্ধে অসীম সাহসীকতার জন্য''

তখন এক নাতি কয় দাদা তুমি কি আমাদের সাথে গুল মারলা? এই রকমের ভুয়া গল্প আমাদের সাথে করতে আইসো না।

কেমনে নাতি বুঝলো যে দাদায় ভুয়া গল্প বলছে?


--(ইংরেজী গল্প ধাধা অবলম্বনে)
পব` ০১ >> Click This Link
পব` ০২ >> Click This Link
পব` ০৩ >> Click This Link
পব` ০৪ >> Click This Link
পব` ০৫ >> Click This Link

মন্তব্য ৪৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২০

কাইকর বলেছেন: পড়তেছি। সবগুলো পড়বো।

২০ শে মে, ২০১৮ রাত ৮:০৬

নতুন বলেছেন: ধন্যবাদ... উত্তর দিন..

২| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

আমিন রবিন বলেছেন: ১। ২য় বৌ ২। জাপান ছিলোনা

২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

নতুন বলেছেন: ঠিক আছে... এবার একটু পাল্টে দিলাম.. :) জাপান বাদ... :)

৩| ২০ শে মে, ২০১৮ রাত ৮:২৭

আমিন রবিন বলেছেন: প্রথম বিশ্বযুদ্ধ লেখা থাকবেনা

২১ শে মে, ২০১৮ দুপুর ১:০৯

নতুন বলেছেন: ঠিক :)

৪| ২০ শে মে, ২০১৮ রাত ৯:০১

নূর আলম হিরণ বলেছেন: প্রথম বিশ্বযুদ্ধে গ্রেনেডের ব্যাবহার ছিলো না।

২০ শে মে, ২০১৮ রাত ৯:৫০

নতুন বলেছেন: Grenades saw extensive use during World War I and later in World War II. The WW1 and WW2 era "stick grenade" was often used in trench warfare because the handle allowed it to be thrown farther, about 40 meters, though its explosive charge was generally smaller. The allies rather tended to use baseball grenades as they had a greater explosive force but were harder to throw (30 meters).--- wiki

৫| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: ওরে বাবা মাথা ঘুরাচ্ছে।

২১ শে মে, ২০১৮ দুপুর ১:০৯

নতুন বলেছেন: উত্তর কি?

৬| ২৫ শে মে, ২০১৮ রাত ৩:০১

স্ব বর্ন বলেছেন: গোলক ধাধায় পড়ে গেলাম :|

২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

নতুন বলেছেন: বেশি কঠিন হয়ে গেলো?

৭| ২৭ শে মে, ২০১৮ রাত ১:১৬

স্ব বর্ন বলেছেন: না তেমন ও নয়। ব্লগে তো নতুন একটু বুঝতে তো সময় লাগবেই।আপনি সময় পেলে আমার ব্লগ ঘুরে আসবেন আর মন্তব্য করতে ভুলবেন না কিন্তু।

৮| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

বিজন রয় বলেছেন: এসব আমার মাথায় ঢোকে না।

কেমন আছেন?

২৯ শে মে, ২০১৮ রাত ৯:৩৫

নতুন বলেছেন: মাথা খাটাইলেই তো মজা।

ভালো আছি ভাই.... সময় যাচ্ছে সময়ের মতন... আমরা হচ্ছি বুড়া..

৯| ০৮ ই জুন, ২০১৮ ভোর ৪:২৯

উদাসী স্বপ্ন বলেছেন: উত্তর তো দিয়াই দিছে। তবে ২ নম্বর ধাধার আরেকটা উত্তর হবে সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধে সময় তার বয়স যদি ২০ ও থাকে তাহললে এখন তার হবে ১২৫ এর ওপর। বায়োলজিক্যালি ১২৫ এর বেশী একজন মানুষের বাচার কথা না। অন্তত তার হৃৎপিন্ডটা।

প্রথম বিশ্বযুদ্ধ নামকরন করা ১৯১৮ সালের সেপ্টেম্বরে। তবে এটা তখন আমেরিকাতে সমাদৃত ছিলো। সারা বিশ্ব তাকে গ্রেট ওয়ার বলে চিনতো

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৭

নতুন বলেছেন: কোন বিষয় সবাই মিলে ভাবলে অনেক বেশি পয়েন্ট বেরিয়ে আসে।

আপনার ১২৫ বছরের এঙ্গলটা আমি ভাবিনাই। এটাও বড় একটা উত্তর। :)

১০| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:০৩

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আপনার ধাঁধা দুটো বেশ মজার।
ডাঃ সুরুজগাজীর সাথে মুজুবুল সাহেবের তিন বছর ধরে যোগাযোগ নেই, ইতোমধ্যে তিনি মনে হয় আরেকটি বিয়ে করেছেন, এবার পরবর্তি স্ত্রীরও এপেন্ডিক্সের সমস্যা হয়েছে। সুরুজগাজী ডাক্তার মানুষ তো তাই তাঁর কাছে এটা ধাঁধাই থেকে যাবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবার পরই আগের বিশ্বযুদ্ধকে প্রথম বিশ্বযুদ্ধ হিসেবে চিহ্নিত করা হয়। তাই প্রথম বিশ্বযুদ্ধের সময় তো "প্রথম" শব্দটা লেখার প্রশ্নই উঠে না। নতুন জেনারেশন অনেক ট্যালেন্ট। গুল মারতে গেলেও হিসেব করে নিতে কয়েকবার। =p~ :-B

২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৪০

নতুন বলেছেন: ধন্যবাদ... ঠিকই বলেছেন... নতুন জেনারেশনের সাথে গুল মারা যাবেনা।

১১| ১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :D

২৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৫

নতুন বলেছেন: B-)

১২| ২৯ শে জুন, ২০১৮ সকাল ১১:২৮

খায়রুল আহসান বলেছেন: বেশ মাথা ঘামাচ্ছিলাম। সঠিক সমাধানের কাছে প্রায় পৌঁছেও গিয়েছিলাম। এরই মধ্যে সঠিক উত্তর পেয়ে যাওয়াতে মাথা ঘামানো ক্ষান্ত দিলাম।

২৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৮

নতুন বলেছেন: ধন্যবাদ.... অবসর সময়ে কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা ভালো... নাহলে ভালো লাগেনা।

১৩| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন: উত্তরের জন্য বাংলার আধ্যাতিক পীর আটার বস্তা দেওয়ানা বাগানের কাছে যেতে হবে মনে হচ্ছে, জনম মিথ্যুকটার কান মলে জানতে হবে এই ধাঁধার উত্তর দে ? নইলে তোকে কেটে বিরিয়ানী পাতিলে ঢারবো, আর খাবে ৫০ লক্ষ তোর মুরিদ নামক ইডিয়ট ।

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:০৯

নতুন বলেছেন: ভাই সে মিথ্যাবাদি কিন্তু তার জন্য তাকে কেটে ফেলতে হবে সেটা কিন্তু ঠিক না। :)

তার এতো মুরিদই আমার কাছে অবাক লাগে... এতো মানুষ কিভাবে মূখ` হয়?

আমার কলিগ যে শিক্ষিত কিন্তু তার বড় মুরিদ... তাকে দেখেছি তার ঘরে জ্বীন আছে, রাতে পা পান দিয়েছে, তার ঘরে রাতে শব্দ হয়... এই রকমের কথা বলে...

তার মানে তারই হয়তো একটু মানুষিক সমস্যা আছে.... তাই এই রকমের লোকজনই যারা একটু কনফিউজ তারাই হয়তো এদের মুরিদ...

১৪| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: নতুন ভাই, আমার নিজের দেখা শিক্ষিত লোকের মাঝে সবচেয়ে বেশী বাস করে অশিক্ষিতের দানা, পীর জ্বীন পরী তাদের জনমের সঙ্গী। পীরের থুঃ থুঃ তাদের কাছে গোলাপ জল ।

০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

নতুন বলেছেন: হা অনেক মানুষই সাটিফিকেট ধারী কিন্তু শিক্ষিক নয়। :)

১৫| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০০

পবিত্র হোসাইন বলেছেন: এ্যাঁ!

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১:০৩

নতুন বলেছেন: হ্যা...:)

১৬| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: =p~ ভাই কী ধাঁধাঁ দিলেন মাথা পুরাটাই আলু হইয়া গেছে!! তবে যাই বলেন মচৎকার !! প্রিয়তে নিয়ে রেখেছি সুবিধা মতো সমাধানের চেষ্ঠা হইবেক! ধন্যবাদ এ সুন্দর আয়োজনের জন্য। শুভকামনা।

২২ শে জুলাই, ২০১৮ রাত ২:৩০

নতুন বলেছেন: Thank you...

১৭| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ২:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: নতুন ভাই, আপনার কোনো নতুন পোষ্ট পাই না ? কিছু তো লিখুন ?

উদাহরণ:
নতুন: - কি গান শুনাবো ওগো বন্ধু !!!
মন্তব্য: ঠাকুরমাহমুদ: - যে গান খুশী শুনাও বন্ধু !!!

২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫০

নতুন বলেছেন: ভাইরে কামলা আর পরিবারের সাথে সময় দিতে গিয়ে কিছু লেখার টাইম পাইনা।

শুধু পড়ি আর কমেন্ট করি মাঝে মাঝে এইটাই শান্তি... :(

১৮| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৩:২২

চাঙ্কু বলেছেন: হিলু, জেডা!!

০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:১০

নতুন বলেছেন: দিনকাল কেমন কাটতাছে জেডা?

জেডী কেমন আছে? জেডি কই?

১৯| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

চাঙ্কু বলেছেন: দিনকাল ননাফসুসিতই কাটতেছে। তোমার কি অবস্থা? পিচ্ছি কিরাম আছে?

জেডীরে এখনো মোমবাত্তি দিয়ে খুজতেছি :)

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

নতুন বলেছেন: ডানা ভালো আছে জেডা....

আমি ভালো আছি জেডা... Life is beautiful. :)

আমরাও কি হারিকেন নিয়ে খুজা শুরু করমু না কি কও...

২০| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:২৩

চাঙ্কু বলেছেন: হারিকেন দিয়ে এখন মনে হয় কাজ হবে না!! ফ্লাডলাইট দিইয়ে খোজা শুরু করতে হপে :`>
এর‍্যাবিক চান্তেক পাইলে ভালো হয় :)

২১| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫০

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০২

নতুন বলেছেন: সময় পাইনা ভাই... শুধু পড়তে ঢু মারি.. :)

২২| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

এস এম ইসমাঈল বলেছেন: উত্তর আমি জানি, কিন্তু বলবো কেন? তুমি কি আমার স্যার নাকি? এত কঠিন প্রশ্ন করতে তোমার লজ্জা লাগলোনা?

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৬

নতুন বলেছেন: ধাধার উত্তর জানলে সবাই দেয়.... না পরলেই কেবল বাহানা করে সবাই :)

২৩| ১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৮

রূপম রিজওয়ান বলেছেন: শ্রদ্ধেয়, আপনার মন্তব্যের প্রত্যুত্তর দেখার অনুরোধ রইলো। আশা করি ভুল বুঝবেন না।

১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৯

নতুন বলেছেন: কমেন্টের জবাব পড়তে চেস্টা করি সব সময় :)

২৪| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৪

উদাসী স্বপ্ন বলেছেন: আমি দেখি একটা তাজ্জব উত্তর দিছি :D

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৭

নতুন বলেছেন: B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.