নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

নতুন ধাধা ৭ ( দেখি করোনায় লকডাউনে সবার বুদ্ধি কি কমলো না বাড়লো???)

১২ ই জুন, ২০২০ রাত ১১:০৪

আজ জাদিদ ভাই ফেসবুকে একটা ধাধা দিয়েছেন এবং ছবি কিলিয়ার না বইলা আজ ধাধা খান সল্ভ করতে পারলাম না। এর আগেও আমার ভাগিনা একটা ধাধা দিছিলো একই রকমের সত` যে সঠিক উত্তর আমি মুছে দিবো এবং পরে সমাধান পোস্ট করবে। কিন্তু আইজো সমাধান দেয় নাই। পোস্টই ডিলিট কইরা দিছে। এই ধাধা দেইখা আবার মনে হইলো নতুন ধাধার পোস্ট করি।

ধাধা নং :- ১৩

করোনার সময়ে দেশের অপরাধ একটু কমছে কিন্তু ডিটিকটিভ অনন্ত জলিল খুব ব্যস্।মানুষ বাড়ীতে থাকতে চায় না। তাদের নাকি ভালো লাগেনা। করোনা মোকাবেলায় বাড়ীতে থাকার বিষয়ে সচেতন করতে কাজ করেছে তিনি। তার দিনের বেশির ভাগ সময় মাইক হাতে মোড়ে মোড়ে জ্ঞান দিতেই কাটছে। মনে মনে ভাবে কেস থাকলেই ভালো হইতো।

দুপুরে হঠাত করে দেখলো বেশ নিচু দিয়া একটা ছোট বিমান উড়ে যাচ্ছে, কেউ ভাড়া করা বিমানে চড়ে যাচ্ছে। তিনি দেখে ভাবে বড় লোকের তো বাইরে যাওয়ার সমস্যা নাই। যত সমস্যা গরিবের, বাসে চড়া লাগে, ধনী হইলে বিমান ভাড়া কইরাই যাইতে পারে। গরম বেশ চড়া আজ, মাইকে একই কথা বার বার বলতে বলতে গলা শুকিয়া যাচ্ছে। চিন্তা করছে কাল রেকডিং করে নিয়ে আসেব। ঘন্টা খানেক পরে মোবাইলে তার বস ফোন। অনন্ত তুমি এখনই জাইলার বিলের উত্তর পাশের নুরুর ইসলাম প্রাথমিক স্কুলের পেছনের মাঠে চলে আসো। একটা লাশ পাওয়া গেছে। অনন্ত তখনোই রওনা হইলেন।

দেড় ঘন্টা পরে ঘটনা স্থলে পৌছে দেখলেন পুলিশ ইতিমধ্যে এলাকা কডন করে রেখেছে।


এক ব্যক্তি উপর হয়ে মাটিতে পড়ে আছেন, প্রচুর রক্ত, মাটিতে কিছুটা দাগও আছে। পুলিশ অফিসার বললো স্যার পাশে একটা ব্যাগের মতন পাওয়া গেছে কিন্তু সেটা খোলা না। কিন্তু তার সাথে আর কোন ব্যাগ নেই।

থানার পুলিশ রবি চৌধুরী বললো আমি ইতিমধ্যে খোজ লাগিয়েছি কেউ এখানে লাশ ফেলে গেছে কিনা, এলাকার সিসি টিভির ফুটেজ চেক করতে বলেছি।

অনন্ত অফিসার রবি কে বললো সিসি টিভি ফুটেজ দেখে লাভ হবেনা, কেউই এখানে লাশ নিয়ে আসেনাই। আমি উত্তরার দিকে যাচ্ছি ঐখান থেকেই খোজ পাওয়া যাবে।

অনন্ত কি ভাবে বুঝলো কেউ এখানে লাশ নিয়ে আসেনাই। কেমনে কি???





ধাধা নং :- ১৪
চৌধুরী সাহেব খুবই জ্ঞানী মানুষ, নিজেকে অনেক বড় ভাবে ৩০ বছর ধরে গান তিনি নিজেকে মাহফুজুর রহমানের চেয়ে অনেক ভালো শিল্পি মনে করেন। কিন্তু গত মাসে দোস্তদের পাল্লায় পইড়া ১০ তালায় সস্তায় বাড়ী ভাড়া নিয়েছে।

কিন্তু চৌধুরী সাহেব বড়ই মুসকিলে পড়েছেন এই বাড়িতে এসে। উনার বাড়ির সবাই দশ তালায় ভালোই আছে কিন্তু উনার এখানে এসে সমস্যায় পড়েছেন। উনি কাউকে দোষও দিতে পারছেন না কারন উনি বাড়ি পছন্দ করেছিলেন যে দশ তালায় হাওয়া বাতাস ভালো থাকবে মসা কম থাকবে। কিন্তু যেই সমস্যায় উনি পড়বেন সেটা বাড়ী দেখার সময়ে বুঝতে পারেন নাই।



সমস্যা হইলো উনি প্রতিদিন দশ তালা থেকে লিফটে করে নিচে নামে কিন্তু বিকেলে অফিস থেকে ফিরে লিফটে ৭ তালায় উঠে বাকিটা হেটে উঠতে হয়।

কিন্তু যেইদিন মেঘলা থাকে, বৃস্টি পড়ে সেইদিন তিনি দশ তলাতেই চলে যান।

উনি ক্যামনে এই মাইনকা চিপায় পড়লো? কেন উনার এই সমস্য? জাতী জানতে চায় কেন এই সমস্যা?



--(ইংরেজী গল্প ধাধা অবলম্বনে)
পব` ০১ >> Click This Link
পব` ০২ >> Click This Link
পব` ০৩ >> Click This Link
পব` ০৪ >> Click This Link
পব` ০৫ >> Click This Link
পব` ০৬ >> Click This Link

মন্তব্য ৫৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২০ রাত ১১:৩১

কল্পদ্রুম বলেছেন: জটিল ব্যাপার তো।আগ্রহ নিয়ে ধাধা পড়তে আসলাম।এখন মাথা ধাই ধাই করে ঘুরছে।পালস বেড়ে গেছে।

১২ ই জুন, ২০২০ রাত ১১:৫৩

নতুন বলেছেন: এই কাহিনিতেই মাথা ঘুরছে বলেন কি?

কাহিনি ভালো মতন পড়েন বুঝতে পারবেন।

২| ১২ ই জুন, ২০২০ রাত ১১:৪৯

রাকু হাসান বলেছেন:


দুই নাম্বার টা বলি । এসব পারি না আমি :(
তিনি বুঝতে পারেন নি যে যত উপরে উঠেবে তত অক্সিজেনের পরিমাণ কমবে। তাই শ্বাস কষ্ট হয়। যখন আদ্রতা বেশি থাকবে তখন অক্সিজেনের পরিমাণ বেশি তাই তার তেমন শ্বাস কষ্ট হয় না। অনুমান নির্ভর । সিউর না :) এখন কেউ কে মন্তব্য করতে দেখি নাই । ১ নাম্বার ভাবতে হবে আরও । এটা্ও হইছে কিনা জানি না । :(

১৩ ই জুন, ২০২০ রাত ১২:৩১

নতুন বলেছেন: এতো জটিল সমস্যা না। উনার শ্বাসকস্ট হলে তো ৭ তালা থেকে হেটে উঠতে আরো বেশি কস্ট হবে।

৩| ১৩ ই জুন, ২০২০ রাত ১২:০৮

কল্পদ্রুম বলেছেন: প্রথমটা কি ভদ্রলোক বিমান থেকে পড়েছেন।উত্তর দিকে লাশ পাওয়া গেছে।অনন্ত গোয়েন্দাও উত্তরে যেতে চান।দ্বিতীয়টাতে ভদ্রলোক ৭ তলা পর্যন্ত লিফটে গান গাইতে থাকেন।বৃষ্টির দিনে ১০ তলা পর্যন্ত পৌছে গান গাইলেও সমস্যা নাই।

১৩ ই জুন, ২০২০ রাত ১:১৬

নতুন বলেছেন: অনন্ত উত্তরা যাবার কথা বলেছে।

লিফটে গান গাইবে কেন?

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২১

নতুন বলেছেন: আপনি চেস্টা করেছেন এবং প্রথম ধাধার একটু সমাধান করতে পেরেছিলেন। আরেকটু ভাবলেই বের হয়ে যেতো।

৪| ১৩ ই জুন, ২০২০ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: আমার বুদ্ধি কম।
এসব আমি পারবো না।

১৩ ই জুন, ২০২০ রাত ৩:১৯

নতুন বলেছেন: কে বলে আপনার বুদ্ধি কম? :)

৫| ১৩ ই জুন, ২০২০ রাত ১২:৪১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মনে হয় লোকটা ঐখানে যাওয়ার পর লাশহয়েছে।তাই লাশ আনার প্রশ্নই আঁশে না।পুলিশ জানে লোকটা উত্তরার

১৩ ই জুন, ২০২০ সকাল ১১:৪৮

নতুন বলেছেন: পুলিশ জানেনা তার বাড়ী কোথায়।

অনন্ত উত্তরা যাবে তথ্যের জন্য।

৬| ১৩ ই জুন, ২০২০ রাত ১২:৪৫

নেওয়াজ আলি বলেছেন: চরম প্রকাশ

১৩ ই জুন, ২০২০ সকাল ১১:৫১

নতুন বলেছেন: চরম বাজে না চরম ভালো হইছে?

৭| ১৩ ই জুন, ২০২০ রাত ১:২৩

মা.হাসান বলেছেন: রক্ত দেখে বোঝা যায় লাশ অন্য যায়গা থেকে আনা না, ওখানেই মারা গেছে, এয়ার পোর্ট উত্তরায়।

মানুষের হাইট নিয়ে মজা না করাই মনে হয় ভালো।

১৩ ই জুন, ২০২০ দুপুর ১২:১১

নতুন বলেছেন: :) কথা হাছা।

চৌধুরী সাহেব তো পুরাই কাল্পনিক :)

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৮

নতুন বলেছেন: আপনি মনে হচ্ছে উত্তরটা বুঝতে পেরেছেন কিন্তু যেহেতু নিচে মবিন ভাই পুরো সঠিক উত্তরটা দিয়েছে তাই উনাকে ১ম পদকটা দিলাম।

৮| ১৩ ই জুন, ২০২০ রাত ১:৩৫

সাহাদাত উদরাজী বলেছেন: নুতন করে ভাবনায় বসছি।

১৩ ই জুন, ২০২০ দুপুর ১২:১৭

নতুন বলেছেন: কি পাইলেন ভাই??

৯| ১৩ ই জুন, ২০২০ রাত ১:৫৯

কল্পদ্রুম বলেছেন: লিফটে গান গাইবে কেন?

লোকজন বাথরুম সিঙ্গার হলে উনি লিফট সিঙ্গার হতে পারবেন না কেন!

১৩ ই জুন, ২০২০ দুপুর ১২:১৯

নতুন বলেছেন: প্রতিদিন লিফটে গান গাইবে চৌধুরী সাহেব?

উনি খুবই নামকরা গায়ক, উনি ৩০ বছর ধরে গাইছেন। উনি মাহফুজুর রহমানের চেয়েও একটু বেশি ভালো গায়ক।

১০| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৩:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি হেডিং পড়ছিলাম - নতুন ধারা-৭ :) পরে দেখি ধাঁধা নম্বর-১৪

ধারা খুঁজে পাচ্ছিলাম না


ব্লগে আমি একসময় প্রচুর ধাঁধা দিয়েছি।

কিন্তু, ধাঁধায় আমার সমস্যা হলো- এটা আমার নাওয়া-খাওয়া ভোলাইয়া দেয়। এজন্য ভিতরে ঢুকলাম না।

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩২

নতুন বলেছেন: কমেন্ট করছেন ভালো কথা কিন্তু ধাধা দুইটা পড়েন নাই তো???

১১| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৯

জাফরুল মবীন বলেছেন: ধাঁধাাঁ-১৩ঃ উনি হলেন বিমান থেকে ঝাঁপ দেওয়া ব্যক্তি কিন্তু প্যারাসুট না খোলায় পটল তুলেছেন।পড়ে থাকা ব্যাগটা আসলে প্যারাসুট যা খোলেনি।অনন্ত উত্তরা যাচ্ছে এয়ারপোর্টে গিয়ে খোঁজ নিতে কে এই বিমানে ফ্লাই করেছিলো জানতে।

ধাঁধাঁ-১৪ঃ লোকটা বেঁটে হওয়ায় লিফটের ১০ তলার বাটন পর্যন্ত হাত যায় না(সর্বোচ্চ ৭ তলার বাটন চাপতে পারে)।ফলে নামার সময় সমস্যা না হলেও উঠার সময় ৭ তলার বেশি উঠতে পারে না।কিন্তু বৃষ্টির দিন ছাতা থাকায় উঠার সময় ওটা দিয়ে ১০ তলার বাটন গুতা দেন। =p~

ফেসবুক দেওয়া ব্লগার কা-ভা'র ধাঁধাঁর উত্তর ৪০৫

হইছে??????

১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:৫০

নতুন বলেছেন: পারফেক্ট :)



কা-ভা'র ধাঁধাঁর উত্তর ৩৩৩ হয় ছবির হিসেবে। কিন্তু ৪০৫ যদি উত্তর হয় তবে শেষের ৩টা বাল্বের নিচের অংশটা ক্লিলিয়ার না তাই ঐখানে কি আছে দেখতে হবে।

নেটেও অনেক ভিডিওতে ৩৩৩ ই উত্তর আছে।

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৫

নতুন বলেছেন: অবশ্য মা.হাসান উত্তর গুলি জানেন তবে পরিস্কার করে বলেন নাই।

আর আপনি পুরো উত্তরটা দিয়েছেন।

১২| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:০৯

নতুন নকিব বলেছেন:



ধাধার উত্তর দেখতে আবার আসবো ইনশাআল্লাহ।

১৩| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:১০

মিরোরডডল বলেছেন: জাফরুল মবীনতো বলেই দিলেন :)
নতুন কি বলে শুনি ।

ধাঁধার মধ্যে কি জাতির জন্য কোন বার্তা ???
তাহলে ট্রাই দিতে পারি :)

১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:৫১

নতুন বলেছেন: চৌধুরী সাহেবের একটা স্টাটাস আছে, সেটা নিয়ে টানাটানি করা ঠিক না। :)

১৪| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৫

জাফরুল মবীন বলেছেন: আলহামদুলিল্লাহ! ব্লগে ধাঁধাঁ প্রতিযোগিতায় প্রথম মেডেল পেলাম! ইয়াহু!!! =p~

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২০

নতুন বলেছেন: মিস্টি খাওয়ান ভাই :)

১৫| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৬

মিরোরডডল বলেছেন: সেটা ঠিক আছে কিন্তু এই পরিস্থিতিতেই মনে হয় প্রচলিত কথাগুলো আসে :)
বোকামির দণ্ড
নিজের পায়ে কুড়াল মারা
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না

তাও ১০ তলার ওপর কিন্তু থাকতেই হবে ।

তবে নতুন একটা কথা মানতেই হবে, আফটার অল ৩০ বছরের সঙ্গীত সাধনা, তাও আবার মাহফুজুর রহমানের কাছ থেকে, গান কিন্তু সেইরকম গায় মনে দাগ কেটে যায় ।

“আমি চিরতরে দূরে সরে যাবো
তবু আমারে দিবোনা ভুলিতে”

:) :P

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

নতুন বলেছেন: অবশ্যই বাঙ্গালীর অনেক দিন সময় লাগবে এমন মানুষকে ভুলতে.... :)

১৬| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩১

জাফরুল মবীন বলেছেন: এই যে নেন... মিষ্টি মুখ করেন :)

১৭| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্ট করছেন ভালো কথা কিন্তু ধাধা দুইটা পড়েন নাই তো???

ধাঁধা পড়েছিলাম। মগজে জট লাগার আগেই মা.হাসান ভাইয়ের কমেন্ট পড়ে ফেলি।

যাই হোক, জাম ভাই আর মা.হাসান ভাইকে অভিনন্দন ধাঁধায় বিজয়ী হওয়ার জন্য। আমার পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে, এর সমাধান তারা সময়মতো না দিলে কাল সকালে হয়ত আমি পাগল হইয়া যাইতাম

ধাঁধা পাগলাদের জন্য আমার কিছু সরল ধাঁধা আছে এই পোস্টে

১৮| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কে বলে আপনার বুদ্ধি কম?

আহ হা আমি জানি না?

১৯| ১৩ ই জুন, ২০২০ রাত ১০:০৮

নিমো বলেছেন: লেখক বলেছেন: উনি ক্যামনে এই মাইনকা চিপায় পড়লো? কেন উনার এই সমস্য? জাতী জানতে চায় কেন এই সমস্যা?
এই ভাবে জাতির বিবেক কে তার তাকিয়া বা মসনদ থেকে ঠেলে মাইনকা চিপায় ফেলা কি ঠিক হল ? হা হা হা !

২০| ১৩ ই জুন, ২০২০ রাত ১০:২৪

শুভ্রনীল শুভ্রা বলেছেন: ধাঁধা'র উত্তর আগেই দেয়া হয়ে গেছে। না হলেও দিতাম না। কারণ ইউটিউবে দেয়া আপনার রেসিপি দিয়ে দই বানিয়েছিলাম। কিন্তু তা দই না হয়ে বিশেষ ধরণের ঘোল হয়ে গেছে। :D দোষ'টা কার ? আমার না আপনার (আমাদের কিউট মামনি'টা সব দোষের উর্ধে) আগে সেটার মীমাংসা হওয়া দরকার। ;) :)

১৩ ই জুন, ২০২০ রাত ১১:০৯

নতুন বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-)) B-))

দইতে পরে আমি আরো টক দই যোগ করেছিলাম সেটা রেসিপিতে দেওয়া হয় নাই। পরে বুঝতে পেরে দই এর পরিমান ৪০০গ্রাম লিখেছিলাম।

কিন্তু বণ`নায় ২০০ গ্রামের কথা বলেছি। সেটা ফলো করলে দই না হবার সম্ভবনা বেশি। :)

প্রথম প্রথম ভুল কইরাই মিসটেক কইরা ফেলছি। সামনের বার আর হবেনা সরি :)

২১| ১৩ ই জুন, ২০২০ রাত ১১:১৩

বিজন রয় বলেছেন: এসব আমার মাথায় ঢোকে না কোনো কালেই। তাই উত্তর দিব কি!!! পালিয়ে গেলাম।

২২| ১৩ ই জুন, ২০২০ রাত ১১:২৭

শুভ্রনীল শুভ্রা বলেছেন: লেখক বলেছেন: কিন্তু বণ`নায় ২০০ গ্রামের কথা বলেছি। সেটা ফলো করলে দই না হবার সম্ভবনা বেশি।
প্রথম প্রথম ভুল কইরাই মিসটেক কইরা ফেলছি। সামনের বার আর হবেনা সরি
–––––––––––––––––––––––––––––
হা হা ....
ভুল গুরুর পাল্লায় পড়ে শিষ্যের দীক্ষা কী হতে পারে বুঝা গেল ! B-)

১৩ ই জুন, ২০২০ রাত ১১:২৯

নতুন বলেছেন: আর ভুল হবেনা :)

এরপরে আরো বিস্তারিত রেসিপি লিখে দে্বো এবং ভিডিওর সাথে রেসিপির টেক্স হিসেবে দেবো।

২৩| ১৩ ই জুন, ২০২০ রাত ১১:৩৫

শুভ্রনীল শুভ্রা বলেছেন: মজা করে মন্তব্য করেছি। সিরিয়াসলি নেবেন না প্লিজ। মামনি'র আপনার কথা রিপিট করে বলা'টা দারুন লেগেছে। ওর জন এত্তগুলা আদর আর শুভকামনা !!

১৩ ই জুন, ২০২০ রাত ১১:৪৪

নতুন বলেছেন: ডানা কে সেখানোর জন্যই এসব করা।

আমি ওকে আরো সাবলিল এবং আত্নবিশ্বাসী করার জন্যই এইসব করি।

দোয়া করবেন যেন বড় হয়ে ভাল মানুষ হতে পারে।

২৪| ১৪ ই জুন, ২০২০ দুপুর ২:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধাঁধাঁচ্ছন্ন হয়ে নিচে তাকালাম।
যাক বাঁচালেন, উত্তর পাওয়া গেছে! :)

২৫| ১৪ ই জুন, ২০২০ রাত ১১:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১৩ নম্বর ধাঁধাটার কিছু টেকনিক্যাল ডিসকোয়ালিফিকেশন বলে যাই।

অনেক নীচু দিয়ে বিমান গেলে সেটা থেকে প্যারাশ্যুটারের জাম্প দেয়া অসম্ভব। আইডিয়াল মিনিমাম ১০০০ মিটার অলটিচুড হতে হবে। নইলে জাম্পের পর প্যারাশ্যুট খুলে ইফেক্টিভ হওয়ার সময় পাওয়া যাবে না। তাও, ১০০০ মিটার থেকে জাম্প দিলে নভিসরা কিছু বোঝার আগেই পা পড়ে যায় মাটিতে। এটা গেলো একটা পয়েন্ট।

দ্বিতীয়ত, ফল্টি জাম্পের কারণে, লো অলটিচুডে জাম্পের কারণে, কিংবা প্যারাশ্যুট না খুললে কেউ মাটিতে পড়ে মারা গেলে তার পিঠ থেকে প্যারাশ্যুট আলাদা হবার সুযোগ নাই। প্যারাশ্যুট এত লুজলি ফিট করা হয় না। কয়েক ধাপ চেকিং-এ এগুলো ঠিক হয়ে যায়।

আপনার উত্তর যদি এটাই হয়ে থাকে, তাহলে এ ধাঁধার কম্পোজারের প্যারা জাম্পিং সম্পর্কে ভালো আইডিয়া নেই বলা যায়।

ন্যারেটিভে উল্লেখ নাই, তবে ধারণা করা যেতে পারে, এত নীচ দিয়ে বিমান যাওয়ার কারণ ছিল বিমানের ইঞ্জিন ম্যাল ফাংশন। বিমান এক্সিডেন্ট করতে যাচ্ছে দেখে সে ইজেক্টর চেপে বের হয়ে আসে, বিমানটি কোথাও পড়ে গিয়ে আগুন ধরেছে। তবে, এখানেও প্যারাশ্যুট আলাদা হয়ে যাওয়াটা মেলানো যাচ্ছে না। তার পিঠে একটা ব্যাগ ছিল - যদিও খুব দুর্বল হয়ে যায়।

১৪ নাম্বারটার ব্যাপারেও বলে যাই একটু। লিফটের হাইট থাকে ৮ ফিটের মতো। বাটন থাকে মাঝামাঝি জায়গায়। ঐ লোকের হাইট কি ৪ ফুটেরও কম? আই মিন, সে কি dwarf? তাহলে তো নামার সময়ও তার বাটন পাওয়ার কথা না। dwarf না হয়ে সাধারণ বেঁটে হলে যে-কোনো অবস্থায় লিফট ছুঁতে পারার কথা।

১৫ ই জুন, ২০২০ রাত ১২:১২

নতুন বলেছেন: দেশে যেহেতু স্কাই ডাইভ দেয় না তাই এটা হয়তো কেও ইচ্ছা করে থাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বেশ নিচু বিষয়টা আপেক্ষিক ভিন্ন মানুষের কাছে উচু নিচু বিষয়টা ভিন্ন রকমের লাগবে।

গল্পের চৌধুরী সাহেব যতটুকু লম্বা হলে ৭ নম্বর চাপতে পারে তার উ্চ্চতা তত টুকু B-))

আর ঐ লিফটে বোতামগুলি ১ লাইনের এবং সবার উপরে ১০ নম্বর :P

২৬| ১৫ ই জুন, ২০২০ রাত ১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ২য় টার উত্তর জানা ছিলো।
১ম টার উত্তর আইডিয়া করতে পেরেছিলাম।

১৫ ই জুন, ২০২০ রাত ২:০৫

নতুন বলেছেন: ঠিক আছে সামনে নতুন কিছু পাইলে ট্রাই করবেন :)

২৭| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৩:১২

মাহমুদ০০৭ বলেছেন: উত্তর দিয়ে কেয়া কসমেটিকের পক্ষ হতে পরিবেশবান্ধব গাছ আর বই জিতে নিলাম। B-)

২৮| ১৯ শে জুন, ২০২০ রাত ১০:৫২

মিরোরডডল বলেছেন: কে মেরেছে কে বকেছে
কে দিয়েছে গাল
তাইতো নতুন রাগ করেছে
সামুতে আসেনি কাল
:)

২০ শে জুন, ২০২০ সকাল ১১:২৮

নতুন বলেছেন: সকাল ৭টা থেকে রাত ৯টা পযন্ত কামলায় ব্যস্ত ছিলাম :) B-)

২৯| ২০ শে জুন, ২০২০ রাত ৮:১৯

মিরোরডডল বলেছেন: ভালোতো । যদিও কষ্ট অনেক ।

একসময় আমিও করেছিলাম । এমনও দিন ছিল মর্নিং টিল ইভনিং আট ঘণ্টা, একটা শেষ করে তারপর আবার নাইট শিফট ।
আবার কখনও এমন ছিল, মানডে টু ফ্রাইডে সকাল সন্ধা অফিস আবার উইকেন্ডে সেকেন্ড জব করেছি ।
এখন মনে হয় how could I did so !!!

But you know what, hard work always pays off.
একসময় অনেক হার্ড ওয়ার্ক করেছি বলেই এখন জীবন মনে হয় স্বপ্নের মতো সুন্দর :)

গুড লাক ম্যান । keep up what you are doing.

২২ শে জুন, ২০২০ রাত ২:৪০

নতুন বলেছেন: আমি হসপিটালিটি ইন্ড্রিস্টিতে কাজ করি মানে বত`মান জামানার সাধু সন্নাসীদের কাজ আরকি। সবার আদর আপ‌্যায়ন করাই আমাদের ইন্ড্রাস্টির কাজ।

কাজে যদি আনন্দ থাকে তবে ২৪ ঘন্টা কাজেও সমস্যা নাই। অবশ্য আমি আমার কাজ আনন্দের সাথেই করি।

কাজ মানেই কস্ট কিন্তু মনে আনন্দ থাকলে সেটা ততটা কস্ট লাগেনা।

আর ১৪ বছর যেহেতু ব্লগে আছে তার মানে কাজের ফাকেই অনেকটা ব্লগিং করা হয়েছে B-)

অবশ্য আমাদের কম্পানীর পলিসিতে অল্প পরিমানে কম্পিউটার নিজের প্রয়োজনে ব্যবহার জায়েজ আছে :)

৩০| ২২ শে জুন, ২০২০ বিকাল ৫:২০

মিরোরডডল বলেছেন: একদম ঠিক । কাজে আনন্দ থাকলে তখন কষ্ট লাগেনা । জেনে ভালো লাগলো কাজটা এনজয় করা হচ্ছে । সেইম হিয়ার । আমিও আনন্দের সাথে কাজ করতে পছন্দ করি । তবে স্টুডেন্ট লাইফ ইজি ছিলোনা । সেমিস্টার ব্রেকে অনেক কাজ । আর যখন স্টাডি শেষ করে প্রফেশনাল লাইফ শুরু হল প্রথম একবছর টাফ টাইম ছিল যেটা আগের কমেন্টে বলেছি ।

১৪ বছর অনেক দীর্ঘ সময় । সমসাময়িক আর কেউ কি আছে এখন একটিভ । অনেক সময় হলেও নতুন কিন্তু এখনও পুরনো হয়নি । কালের সাক্ষী হয়ে আছে :)

৩১| ০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৭

মেহবুবা বলেছেন: মাথা ঘুলছে !
উত্তর পারলে কি পুরস্কার?

০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৯

নতুন বলেছেন: নিচের ট্রফির ছবিটা :)

৩২| ০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৯

নতুন বলেছেন: এই ট্রফির ছবিটা পুরুস্কার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.