নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

ডেড ভ্যালির চলন্ত পাথরের রহস্য_কয়েকশত কেজি ওজনের পাথর সমতল স্থানে কিভাবে চলাচল করে? পর্ব ০১

১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:৩৪

দুনিয়াতে অনেক ঘটনা আছে যার পেছনে কারন খুজে পাওয়া যায় না। তেমন একটা ঘটনা ডেড ভ্যালির চলন্ত পাথর।

Racetrack Playa শুশ্ক লেকের সমতলে কিছু পাথর দেখতে পাওয়া যায়। যার পেছনে লম্বা দাগ থাকে যেটা দেখে মনে হয় ঐ পাথর গুলি মাটির উপরে একা একাই চলাচল করে।



পাথরগুলি বিভিন্ন আকারের আছে, বড় একটা পাথরের ওজন ৩১৮ কেজি পযন্ত মাপা হয়েছে।



লেকের এলাকা কিন্তু অনেক বড়, কিছু পাথর প্রায় ৩০০ ফিটের মতনও সরে গেছে এমন প্রমান দেখা যায়।


অবাক করা ঘটনা হলো পাথরের গতি পথ পরিবতনও হয়। কিভাবে এই পথের পরিবত`ন হয় সেটা ভেবে অনেকের আক্কেল গুড়ুম হয়।



এই পাথরগুলিকে কেউই কখনোই নড়াচড়া করতে দেখেনাই। মানুষ বা অন্য কোন প্রানী এই স্থানে এসে এটা করেছে বলেও কোন প্রামান পাওয়া যায় না।



অনেকেই মনে করে এটা হয়তো পাহাড়ে থাকা কোন অদৃশ্য কিছুর কাজ।

ডিমন,জ্বীন,ভুত এমন কাজ করে থাকতে পারে তারা অদৃশ্য এবং অনেক ক্ষমতার অধিকারী তাদের পক্ষে এমন কাজ করা অসম্ভব না।

মিল্কিওয়ে গ্যালাক্সি আর চলন্ত পাথর

মন্তব্য ১১৩ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১১৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: রহস্য জাগানিয়া পোস্ট।

১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৯

নতুন বলেছেন: আমাদের গ্রামে এখনো অনেকের কাছে গল্প শুনতে পাবেন যে রাতে জ্বীন বা ভুতে বিল বা জ্বলাতে চলাফেরা করে। এমন দূগম পাহাড়ে এমন বড় বড় পাথর গুলি নিয়ে জ্বীনেরা খেলাধুলা করতে পারে।

২| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৬

কবিতা পড়ার প্রহর বলেছেন: হঠাৎ এখানে এত জ্বীন ভূতের পোস্ট কেনো ? বেশ কয়েকটা জ্বীন টাইপ রহস্য পড়লাম আজ।

১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৯

নতুন বলেছেন: সবাই জ্বীন ভুতের বিষয়ে পুস্টাইতেছে তাই আমিও এই রহস্য নিয়ে লিখলাম আরকি।

৩| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:৫০

ঢুকিচেপা বলেছেন: এ বিষয়টা আগে জানতাম না কিন্তু “আহমেদ জি এস” ভাইয়ের গত পোস্ট দেখে ধারণা হয়েছে।
নতুন করে অনেক ছবি দেখে ভাল লাগলো।

পরের পর্বের অপেক্ষায় রইলাম।

ধন্যবাদ।

১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৫

নতুন বলেছেন: উনিতো জটিল পোস্ট দিয়েছেন ডেডভ্যলি নিয়ে :)

৪| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:৫১

কবিতা পড়ার প্রহর বলেছেন: আপনি কি সত্যই মনে করেন এসব জ্বীন ভূতের কারবার?

১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৫

নতুন বলেছেন: বড় পাথরের ওজন ৩১৮ কেজি এই রকমের পাথর একা একা কিভাবে এতো দুর চলাফেরা করে?

জ্বীনেরাই এমন কাজ করতে পারে। জ্বীনেরা অনেক ক্ষমতাবান এবং তারা অদৃশ্য তারা পাহাড় পর্বতে থাকে।

কোন মানুষ এই পাথরগুলি নড়াচড়া করতে দেখেনাই।

মানুষ সাধারন অনেক দিন পর পর হঠাত এই পাথরগুলি চলাফেরা করতে দেখে।

৫| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১:০৭

চাঁদগাজী বলেছেন:


জ্বীনেরা মার্বেল খেলে ওখানে?

১৮ ই জুলাই, ২০২০ রাত ১:১৯

নতুন বলেছেন: আগের দিনের মুরুব্বিদের কাছে শুনেছি জ্বীনেরা বিলের মাঝে নাচানাচি করতো। আগুন জ্বলতো।

আমাদের গ্রামের বাড়ীর কাছে চৌতার কোল বলে একটা বড় বিল আছে , শীতের সময় ঐখানে রাতের বেলা ঘোড়াকে বেধে রাখতো মানুষ, এবং ভুতে নাকি রাতে ঐ ঘোড়া দাবড়াইতো।

ঐ পাহাড়ের লেকের সমতলে জ্বীনেরা মার্বেল খেলতেও পারে। নতুবা ৩০০ কেজি ওজনের পাথর তো আর একা একা নড়াচড়া করে না। অবশ্যই শক্তিশালি কিছু একটা এই কাজ করে।

৬| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেক আগে পড়েছি এর কথা। এই রহস্যের পিছনের ব্যাখ্যা আসলেই অজানা।

১৮ ই জুলাই, ২০২০ রাত ১:২১

নতুন বলেছেন: জ্বীন বা ভুতের কাজ এটা তো সবাই জানে। আপনি জানেন না? :|

৭| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১:৪৯

মিরোরডডল বলেছেন:



শুনতেই অদ্ভুত চলন্ত পাথর । বিস্ময়কর !
৩১৮ কেজি, ইটস হিউজ ।
ইট সিমস লাইক দে আর লাইভ স্টোন ।
লাইক স্নেইল, স্ললি চলছে বোঝা যায়না :)

১৮ ই জুলাই, ২০২০ রাত ১:৫৮

নতুন বলেছেন: এতো বড় পাথর এই রকম দূগম স্হানে সমতল ভুমির উপরে এমন ভাবে চলাচল তো আর একা করতে পারেনা।
নিশ্চই কোন অদৃশ্য,অলৌকিক ক্ষমতাশালীর কিছু বা কেউ এটা করে থাকে।

তাই মনে হয় এটা একটা প্রমান হতে পারে যে জ্বীন বলে কোন কিছু আছে :)

৮| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৩:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিজ্ঞান হয়তাে বলবে এটা মহাজাগতিক
আকর্ষন বা বিকর্ষন এর কাজ ।

.....................................................................
উত্তর ও দক্ষিন মেরুর চৌন্বকীয় আকর্ষন বা বিকর্ষনের ঘটনাগুলির
আমরা ব্যাখ্যা পাই বলে তা আর জ্বীন ভূত বলি না,
তেমনি এর প্রকৃত রহস্য উন্মোচিত হলে সবাই বলবে
ওওওও এই ব্যাপার !!!

১৮ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫৭

নতুন বলেছেন: জ্বীন ভুত এতো শক্তিশালী তাদেরই কাজ হতে পারে।

৯| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৩:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ডেড ভ্যালির চলন্ত পাথরের রহস্য সম্পর্কে জেনে ভালো লাগলো । আগে জানতাম না ।

১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১০

নতুন বলেছেন: There are more things in heaven and Earth, Horatio,

১০| ১৮ ই জুলাই, ২০২০ ভোর ৪:০৪

ডঃ এম এ আলী বলেছেন:



দেখলাম ,এই রহস্যের কিনারা করার জন্য নিন্তর গবেশনা চলছে ।
বিজ্ঞানীরা কিছুব্যখ্যাও দিয়েছেন তবে তা সার্বজনীন গ্রহণ যোগ্যতা
পাচ্ছেনা । তবে অআশা করিআচিরেই আআমরা এই সেইলিং রক
গুলির রহস্যজনক চলার কারণ জানতে পারব ।
রহস্যজনক বিষয়টি সচিত্র দেখানোর জন্য ধন্যবাদ ।

১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৪

নতুন বলেছেন: এটা অনেক দিন রহস্য ছিলো এবং সমাধানটা খুবই সাধারন।

আগামী কিস্তিতে লিখছি।

১১| ১৮ ই জুলাই, ২০২০ ভোর ৫:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আলেয়ার ব্যপারটা প্রাইমারি স্কুলের ছাত্রও জানে।
জ্বীন ভুতের এতো শক্তি নেই।তারা বড়জোর ঢেলা মারতে পারে।চৌদ্দশ বছরের বেশি হয়ে গেল ফেরেস্তাদের কোন কাজ নেই।আগে যাহোক চিঠি পত্র নিয়ে আসতো,কারো পক্ষ হয়ে যুদ্ধ টুদ্ধ করতো।বসে থাকতে থাকতে পেরেশান হয়ে গেছে।তাই বোধ হয় দল বেঁধে পাথরগুলো দিয়ে বল বানিয়ে খেলতে আসে।

১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৩

নতুন বলেছেন: আমাদের দেশে হলে এই পাথরের নড়াচড়ার পেছনে জ্বীন বলেই সবাই বিশ্বাস করতো। সেটাই আমি দেখাবো যে যদি যখন মানুষ ব্যক্ষা না পায় তখনই জ্বীন ভুতের কথা নিয়ে আসে।

১২| ১৮ ই জুলাই, ২০২০ ভোর ৬:১২

নেওয়াজ আলি বলেছেন: রহসটা জানা দরকার লিখতে থাকেন

১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:০০

নতুন বলেছেন: আগামী কিস্তি তে আসছে

১৩| ১৮ ই জুলাই, ২০২০ ভোর ৬:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হয় তো উচু মাপের পদার্থ বিজ্ঞানীরা গবেষণা করলে এর একটা কারণ বের করতে সক্ষম হবেন।

১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৬

নতুন বলেছেন: ব‍্যক্ষা টা সাধারণ।

১৪| ১৮ ই জুলাই, ২০২০ ভোর ৬:৪৩

ইসিয়াক বলেছেন: আসলেই রহস্যময়।

১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:১১

নতুন বলেছেন: কারন না জানালেই রহস্যময় লাগে

১৫| ১৮ ই জুলাই, ২০২০ সকাল ৮:১১

হাসান কালবৈশাখী বলেছেন:
ভুতে আমাকে মাঝে মাঝে কিলায়।
সুখে থাকলে আর কি ..

১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৩

নতুন বলেছেন: করোনা কালে ভুতের কাজ বেরে গেছে

১৬| ১৮ ই জুলাই, ২০২০ সকাল ১০:৫০

রাকু হাসান বলেছেন:


ব্যাপক রসহ্য জাগালেন। আরেকটু বিস্তারিত হলে আরও ভাল থাকলো। ধন্যবাদ শেয়ারে।

১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৫

নতুন বলেছেন: াআগামি পর্বে লিখবো

১৭| ১৮ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫৫

রাজীব নুর বলেছেন: জ্বীন পাথর গুলো সরিয়ে কি আনন্দ পায়? এবং পাথর সরানোর ফলে দেশ বা সমাজের কি উপকার হয়? জ্বীন এরকম ফালতু কাজ কেন করছে। এরা তো ভালো ভালো কাজ করতে পারে, যা দেশ উন্নয়নে ভূমিকা রাখবে।

১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:২১

নতুন বলেছেন: কোহকাফ নগরীতে বাৎসরিক টুনামেন্টে এই পাথর রেস হয়

১৮| ১৮ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫৭

ঢাবিয়ান বলেছেন: স্ট্রং ম্যগনেটিক এট্রাকশন এর কারনে কি না কে জানে যদি পাথরগুলো ম্যগনেটিক মেটেরিয়াল এর হয়!!

১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:২২

নতুন বলেছেন: াঅত জটিল কিছু না

১৯| ১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪১

মেঘশুভ্রনীল বলেছেন: বিষয়টা খুবই ইন্টারেস্টিং সন্দেহ নেই, তবে এখন আর রহস্যজনক না। বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণা সম্পন্ন হয়েছে এটা নিয়ে। মহাজাগতিক কোন ব্যাপার নেই এতে। যেহেতু আপনার এটা প্রথম পর্ব, সামনে হয়ত এই বিষয়ের বর্ণনায় কারণগুলো নিয়ে আরও লিখবেন, তাই আগে বলে দিয়ে আপনার সিকোয়েন্স নষ্ট করে দিতে চাই না। ধন্যবাদ।

তবে জিনের মার্বেল খেলার কথা শুনে হাসি থামাতে পারছি না।

১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৩

নতুন বলেছেন: এটার রহস্য এখন মানুষ জানে।

কিন্তু ব্লগে যেইভাবে মানুষ জ্বীন ভুতের প্রমান দিচ্ছিলো তাই আমিও একটা আজব রহস্যের কথা বললাম।

আমাদের দেশে হলে এই পাথরের নড়াচড়ার পেছনে জ্বীন বলেই সবাই বিশ্বাস করতো। সেটাই আমি দেখাবো যে যদি যখন মানুষ ব্যক্ষা না পায় তখনই জ্বীন ভুতের কথা নিয়ে আসে।

২০| ১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




নতুন ভাই,
এগুলো কি জ্বীন ভুতের কাজ কারবার! গত সপ্তাহে ব্লগার আহমেদ জ্বী এস ভাই পোস্ট দিয়েছেন যেই পোস্টে পাথর চলার সমা্ধান দেয়া আছে। আহমেদ জী এস ভাই উল্লেখ করেছেন সেখানে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন কি কারণে কখন পাথর চলে।

ব্লগার মিরোরডডল এর বাসাটি হন্টেড হতে পারে এতে করে সামনে ভয়ঙ্কর বিপদ হতে পারে। তিনি সাবধান হওয়া উচিত।

আপনার পোস্ট নিয়ে আমার মন্তব্য: জ্বীন ভুত সম্ভবত পাথর দিয়ে ভারোত্তোলন প্র্যাকটিস করছে অথবা পাথর ঠেলার কাজ করছে। আগামীতে বাংলা সিনেমাতে তাদের ঠেলা গাড়ি ঠেলার দৃশ্যে কাজ করার ইচ্ছে আছে সম্ভবত। বাংলা সিনেমা করতে হলে ১২০ কিলো নায়িকাকে কোলে নিতে হবে আর ঠেলা গাড়ি ঠেলতে হবে (প্রমাণিত)

১৮ ই জুলাই, ২০২০ দুপুর ২:১৭

নতুন বলেছেন: ভাই এই গুলি আমাদের দেশে হলে মানুষ কিসের কাজ বলে বিশ্বাস করতো?

বিদেশে জ্বীন বিশ্বাস করেনা বলেই তারা যৌক্তিক ব্যক্ষা খুজেছে এবং প্রমান পেয়েছে।

২১| ১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটা একটা রহস্য বটে। কিন্তু আপনিতো জ্বীনে সহজে বিশ্বাস করার কথা না।

বৈজ্ঞানীকরা কি বলছে ?

১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০১

নতুন বলেছেন: এই পাথরের ঘটনা সিলেট বা খাগড়াছড়িতে হলে কিসে মানুষ বিশ্বাস করতো

বৈজ্ঞানিকরা কি বলেছেন সেই কথা পরের র্পবে

২২| ১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৬

নিমো বলেছেন: হা হা হা! আপনার irony পোস্টতো দেখছি অনেকের মাথায় iron হয়ে পড়েছে।

১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৪

নতুন বলেছেন: এতো জ্বীন বিশ্বাসী ব্লগে কিন্তু এখনো কেউ ই বল্লোনা যে এই কাজ তেনারা করেছেন।

২৩| ১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩২

মিরোরডডল বলেছেন:



কেউ বলেনি কারণ অনেকেই জী এসের লাস্ট উইকের পোষ্ট পড়েছে বলে কিছুটা আইডিয়া আছে । ওখানে একটা প্যারা ছিলো কিন্তু নতুনের কাছে ডিটেইলস জানবো । পরের পর্ব কখন আসবে !

১৮ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৩

নতুন বলেছেন: I will try to write with details explanation with pictures and videos.

২৪| ১৮ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০২

মিরোরডডল বলেছেন:



ঠাকুরমাহমুদ বলেছেন:
ব্লগার মিরোরডডল এর বাসাটি হন্টেড হতে পারে এতে করে সামনে ভয়ঙ্কর বিপদ হতে পারে। তিনি সাবধান হওয়া উচিত।


হা হা হা...... এটা হন্টেড হাউস না । খুবই লাইভ এবং ভাইব্রেন্ট এরিয়াতে বিচের কাছে একটা এপার্টমেন্ট । শুধু আমারটা না, এই এরিয়াতেই কোনো হন্টেড বাসা নেই । থ্যাংকস ঠামা সতর্কবাণীর জন্য :)

১৮ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

নতুন বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন:
ব্লগার মিরোরডডল এর বাসাটি হন্টেড হতে পারে এতে করে সামনে ভয়ঙ্কর বিপদ হতে পারে। তিনি সাবধান হওয়া উচিত

ঝাড়ফুকের ব‍্যবস্থা করতে হবে। ব্লগে ঝাড়ফুক জানা কেউ কি আছেন?

ফেসবুকে রূকাইয়া গ্রুপে পোস্ট করব দরকার হলে

২৫| ১৮ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩২

আহমেদ জী এস বলেছেন: নতুন,



মাত্র ছয়দিন আগে পোস্ট করা আমার এই লেখাতে - নৈঃস্বর্গের মৃত্যু উপত্যকা ...শেষ পর্ব
ডেথভ্যালীতে ভুতের পাথর ঠেলার রহস্য বাৎলে দেয়া আছে।
সেখান থেকে কিছু তুলে দিচ্ছি -----

"ডেথভ্যালীতে এতোক্ষন যে ডিজিটাল ভ্রমন করে এলেন তা পূর্ণ হবেনা যদি, প্রকৃতির অদ্ভুত এই লীলাটিকে দেখে না আসেন । চলন্ত পাথর । কেউ কোথাও নেই হঠাৎ চলতে শুরু করে দিয়েছে একখন্ড পাথর । ভুত দেখার মতো চমকে উঠবেন হয়তো । ভুরুউউউউউউউউম ..............ভুরু্‌উউউউউউম পাথর ছুটছে জনমানবহীন এক প্রান্তরের বুকে । রেসট্রাক প্লায়াতে ( মরুময় বেসিনের সমতল মেঝে যার তলদেশে পানি অনিষ্কাশিত রয়ে গেছে ) আপনি দেখতে পাবেন এই উদ্ভুতুরে কান্ড ।
ডেথভ্যালীর একপ্রান্তে কটনউড আর লাষ্ট চান্স রেঞ্জের মাঝখানে পড়ে আছে চোখ ধাঁধানো রুপ নিয়ে এই রহস্যময় রেসট্রাক প্লায়া । ভাগ্য ভালো না হলে আর আপনার পেছনে ভুত না পড়লে এমন সৃষ্টিছাড়া কান্ড আপনি দেখতে পাবেন না । তবে আপনি ডেথভ্যালীতে অনেক “সেইলিং ষ্টোন” উপরের ছবির মতোই পড়ে থাকতে দেখবেন ।
বেশ কয়েক পাউন্ড ওজনের পাথর কি করে অদৃশ্য কারো টানে হঠাৎ হঠাৎ সাই করে ছুটে যায় মিটার খানেক পথ তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই সেই ১৯৪০ সাল থেকে যখন থেকে ভাগ্যান্বেষী মানুষ আসতে শুরু করে এখানে । তাহলে কি ভুতেদের খেলা ? অশরীরি কিছু ? জবাব মেলেনি দীর্ঘদিন । মানুষ শুধু অবাক হয়ে তাকিয় তাকিয়ে দেখে গেছে এমন আজব কান্ড ।
এই ভুতুড়ে পাথর গুলোর পেছনে লেগে রইলো একদল লোক । বছরের পর বছর ধরে এই তথ্য সেই তথ্যের জন্ম হলো । ধোঁপে টিকলো না একটাও । অনেক দিন ধরে বিশেষ কিছু নাছোড়বান্দা লোকেরা রিমোট ওয়েদার মনিটর , উন্নত মানের টাইম ল্যাপস ক্যামেরা , আর পাথরের গায়ে সেঁটে দেয়া GPS ডিভাইস নিয়ে বসে থেকেছে পাথর ঠেলা ভুতেদের ধরতে । ভুতেরা আর আসেনা । দিনগুলো যায় দিনের মতো । পাথর তো আর নড়েনা ! মাত্র এই সেদিন ২০১৪ সালের অগাষ্ট মাসে প্রকাশিত PLOS One ম্যাগাজিনে প্রকাশিত হলো ভুতেদের আসল চেহারা । ঐ নাছোড়বান্দা লোকেরা যাদের আপনি বলবেন সায়েন্টিষ্ট, রিসার্চার তারা একদিন দেখলেন পাথর নড়ছে । ২০১৩ সালের ডিসেম্ভরের ২০ তারিখে ৬০টির ও বেশী পাথর ছুটে গেলো কয়েক মিটার । কিছু GPS ডিভাইস লাগানো পাথরও ছুটে গেলো তাদের সাথে । ২০১৪ সালের জানুয়ারীর মধ্যে ২২৪ মিটার পথ ভৌতিক ভাবে পেড়িয়ে গেলো পাথরগুলো ।
ব্যস, শুরু হয়ে গেলো অংক কষা ।
আগের থিয়রী, বাতাসের ধাক্কায় চলছে পাথরগুলো অথবা পুরু বরফের ভাসমান চাঁইয়ের উপর থাকা পাথরগুলোই চলছে তা বাতিল হয়ে গেলো । রিসার্চাররা বললেন, ভৌতিক কিছু নেই এখানে । প্লায়ার ( মনে আছে তো প্লায়া কাকে বলে ? ) উপরের স্তরে জমে থাকা বরফের ৩ থেকে ৬ মিলিমিটার মাত্র পুরু , কাঁচের মতো স্বচ্ছ বরফের কয়েক মিটার লম্বা এক একটা ফালি মধ্য সকালের রোদে গলতে শুরু করে দেয় । আর সেকেন্ডে ৪ থেকে ৫ মিটার বেগে চলা বাতাসের হাল্কা ধাক্কাতেই প্লায়ার মেঝে থেকে সে বরফের ফালি খসে যায় । প্লায়ার মেঝেতে থাকা অনিষ্কাশিত পানির ধারার উপর দিয়ে চলতে থাকে তা । সারফেস টেনশানের কারনেই এই ফালিগুলোর উপরে থাকা পাথর খন্ডও চলতে থাকে ধীরে ধীরে । বাতাসের বেগ আর গতিপথের সাথে সাথে চলতে থাকা পাথরগুলোকে তখন ভুতুড়ে মনে হয় সাধারন লোকের চোখে । মনে হবে আপনার চোখেও । "



১৯ শে জুলাই, ২০২০ রাত ১:১০

নতুন বলেছেন: আপনি পুরো ঘটনা খুবই সুন্দর ভাবে লিখেছেন।

আমি আসলে এই ঘটনা নিয়ে লিখেছি কিছু ব্লগারের ভাবনাকে একটু নাড়া দিতে।

কয়েকদিন জ্বীন ভুত নিয়ে অনেক আলোচনা হচ্ছিলো।

এই রকমের ঘটনা আমাদের দেশের আশাপাশে ঘটলে অবশ্যই এই পাথর নড়াচড়ার পেছনে জ্বীনের হাত রয়েছে বলেই সবাই বিশ্বাস করতো।

কিন্তু এখন যখন গবেষকরা রহস্য উদ্ধার করেছে এখন কিন্তু কেউই জ্বীন পাথর নাড়ায় বলে বিশ্বাস করবেনা।

আজ একজন গ্রাভিটি হিলকে জ্বীনের কাজ বলে ব্লগে লিখেছে। সেটা নিয়েও একটু লেখ দরকার।

২৬| ১৮ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

আহমেদ জী এস বলেছেন: নতুন,



দ্বিতীয় পর্বে আপনার কাছ থেকে আরো পরিষ্কার ভাবে হয়তো ভুতুরে পাথরের কথা জানতে পারবো।

শুভেচ্ছান্তে।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১:১২

নতুন বলেছেন: আপনি পরিস্কার করেই লিখেছেন বিষয়টা। এ্টাই ছবি এবং ভিডিও সহ লিখার চেস্টা করবো।

২৭| ১৮ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

সোহানী বলেছেন: চলুক পথর হাটাচলার কাহিনী ;)

১৯ শে জুলাই, ২০২০ রাত ১:১৪

নতুন বলেছেন: সামনে পাহাড়ের ঢালে গাড়ী উল্টা চলাফেরার কাহিনি লিখতে হবে। :)

জ্বীনে নাকি পাহারে রাস্তায় সবকিছু উল্টাপাল্টা করে দেয়।

২৮| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৮:১৯

সোহানাজোহা বলেছেন:




ও আল্লাহ এগুলো তো জ্বীনের কাজ! আমার মনে হয় জ্বীন পাথর দিয়ে পাঁচগুটি খেলে।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১:১৬

নতুন বলেছেন: জ্বীনেরা তাদের বাতসরিক খেলাধুলার আয়োজন এখানেই করে। তা্রা ঐ পাথর ঠেলা ঠেলির প্রতিযোগিতা করে।

২৯| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: কোহেকাফ নগরে যাবো একদিন। নিজের চোখে সব দেখে আসবো।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১:১৮

নতুন বলেছেন: হুজুরের মুরিদ হইলে কোহেকাফ নগরে নিয়ে যেতে পারেন। তিনি জ্বীন সম্পকে অনেক কিছুই জানেন।

৩০| ১৯ শে জুলাই, ২০২০ সকাল ৯:০৬

কলাবাগান১ বলেছেন: কাকে কি বলবেন.। সুইচের ম্যালফাংশান এর জন্য হুজুর এর তাবিজে কাজ হয় বিশ্বাস করার লোক এই ব্লগেই আছে....আর সাধারন মানুষ তো আপনাকে ব্যাখ্যা করার ও সুযোগ দিবে না.....

১৯ শে জুলাই, ২০২০ সকাল ১১:১২

নতুন বলেছেন: মিরোরডল হুজুগে বিশ্বাসী না।

অনেক সময় কারন খুজে না পেলে মানুষ যে যা বলে সেই সাহাজ্য নিয়ে থাকে।

৩১| ১৯ শে জুলাই, ২০২০ সকাল ১১:১৩

মিরোরডডল বলেছেন:



@ কলাবাগান১

বিদ্রুপ করে হুজুরের তাবিজ বললেও বিষয়টা আসলে সেরকম ছিলোনা । আর কে যে কি বিশ্বাস করে আর করেনা সেটাও কিন্তু আপনি জানেন না । বাট ফ্যাক্ট ছিলো এটাই সেইরাতের পর আর এরকম হয়নি । কোইন্সিডেন্ট হোক আর হোয়াটেভার । আর সুইচ ম্যালফাংশান, ফার্স্ট থিং টু চেক, সেরকম কিছু পাওয়া যায়নি বলেই এই টপিকটা শেয়ার করা সবার মতামত শোনার জন্য কে কি ভাবে আর বলে । তবে নতুন যেটা বলেছে ‘কারণ অবশ্যই আছে, মানুষ যখন কারণ খুঁজে পায়না, তখন সেটা রহস্যময়’ । দিজ ইজ ইট ।

৩২| ২১ শে জুলাই, ২০২০ সকাল ১০:২১

ইরতিলা রাব্বানী বলেছেন: হিজড়াদের নিয়ে লেখা আমার কিস্তিগুলো পড়ে আসুন
https://m.somewhereinblog.net/mobile/blog/irtila/30303938

২২ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৫

নতুন বলেছেন: অবশ্যই পড়বো।

৩৩| ২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:২৮

রোমিও মন্ডল বলেছেন: আমার নিজস্ব একটি সুম্পূর্ণ বাংলা ব্লগ সাইট আছে যেখানে বাস্তব জীবনের বিভিন্ন গল্প পাবেন সকলকে একবার আমার সাইট এ ঘুরে আসার অনুরোধ রইলো| https://gentstalk.blogspot.com

২২ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৪

নতুন বলেছেন: এখানেও লিখুন।

৩৪| ২৩ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: এতদিন বিষয়টা রহস্য জাগানীয়া ছিল।

যাক জি এস ভাইয়ের কমেন্টে বিষয়টা ক্লিয়ার হল।

ধন্যবাদ ব্লগার নতুন ভাই সুন্দর একটি বিষয় তুলে ধরার জন্য। আশা করি আগামী পোষ্টে আপনার কাছ থেকে আর বিস্তারিত পাব। :)

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৬

নতুন বলেছেন: ব্লগে জ্বীনের বিষয়ে অনেক পোস্ট আসতেছিলো। তাই এই ঘটনাটা দিলাম, এই ঘটনাকে অবশ্যই জ্বীনে বিশ্বাসীরা জ্বীনের কাজই বলতো যদি নি রহস্যটা পরিস্কার না হতো।

৩৫| ২৫ শে জুলাই, ২০২০ রাত ২:৪০

শের শায়রী বলেছেন: নতুন ভাই, এইডার রহস্য আর সমাধান আগেই পড়ছি তাই জ্বীন ভুতে কাজ হবে না, :) আপনিই রহস্যের সমাধান দেন।

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৮

নতুন বলেছেন: ভাই কেমন আছেন? সবাই ভালো তো? বেশ কয়েকদিন ব্লগে দেখতেছিলাম না আপনাকে।

পাথর একা একা চলাফেরা করতেছে আর আপনি এইটাকে জ্বীনের কাজ বলে মানতেছেন না?

আমাদের দেশে এই ঘটনাকে জ্বীনের কাজ বলে কি সবাই বিশ্বাস করবে না?

আপনি জ্বীনে বিশ্বাসী না ? ;)

৩৬| ২৬ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩১

একাল-সেকাল বলেছেন:
যে পৃথিবী তার সীমানার শত সহস্র দুরের মহাকাশে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বানাতে পারে, সে কেন তার হাতের কাছে পড়ে থাকা পাথরের রহস্য বের করতে পারেনা ?

বাংলাদেশে হলে এখানে মাজার হত।

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:১১

নতুন বলেছেন: এলাকা টি দূগম, জনবসতীর থেকে দুরে তাই মানুষ সাধারন ভাবে গিয়ে রহস্যের কিনারা করতে পারেনাই।

পরে একদল বিজ্ঞানী এর সুরাহা করেছে। সময় পাচ্ছিনা তাই লিখতে পারছিনা। উপরে কমেনন্টে বিষয়টা জেএস ভাই বলেছেন। আমি পরে বিস্তারিত লেখার চেস্টা করবো।

কামলা দিয়ে সময় করতে পারছিনা।

৩৭| ২৭ শে জুলাই, ২০২০ রাত ৩:৪৮

মাহাবুবুর রহমান হৃদয় বলেছেন: কিছু রহস্যের সমাধান পাওয়া মুশকিল ! অনেক কিছু জানলাম ভাই। ধন্যবাদ আপনাকে :-B

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:১২

নতুন বলেছেন: এটা দীর্ঘদিন রহস্য ছিলো। এখন সমাধান হয়েছে।

একটু দৌড়ের উপরে আছি, কামলা দিয়ে টাইম পাচ্ছিনা। সময় পেলে লিখবো।

৩৮| ২৭ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৮

শের শায়রী বলেছেন: নতুন ভাই , আলহামদুলিল্লাহ ভালো আছি, বিভিন্ন রকম ঝামেলায় ব্যাস্ত আছি, তার ওপর মড়ার ওপর খাড়ার ঘা পড়ছে বিভিন্ন ক্ষেত্রে, মানসিক ভাবে কিছুটা বিক্ষিপ্ত আছি। আমি অবশ্যই জ্বীনে বিশ্বাসী ;) , কিন্তু জ্বীন ভুতে আইসা যে পাত্থর টানাটানি করবে না সেটা নিশ্চিত :P । কথা কিন্তু খারাপ বলেন নাই, বাংলাদেশে হইলে একটা মাজার বানাইয়া এই দুঃসময়ে কিছু আয় ইনকামের পথ করতাম =p~

২৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৯

নতুন বলেছেন: সময়টাই ভালা না ভাই।

ভালো থাইকেন।

জ্বীনে বিশ্বাস করায় সমস্যা নাই। কিন্তু বত`মানে প্রচলিত যেই কাহিনি গুলি আছে সেইগুলি যে জ্বীনের কাজ সেটাতে সমস্যা আছে।

এটার ব্যক্ষা পাওয়া গেছে কিন্তু মানুষ এমন সব ঘটনাকেই অলৌকিক বলে বিশ্বাস করে। ধান্দাবাজেরা এই সুযোগটাই নেয়।

৩৯| ২৯ শে জুলাই, ২০২০ সকাল ১০:৫২

মনিরা সুলতানা বলেছেন: অজানা কিছু জানতে বেশ লাগে !
ধন্যবাদ ।

২৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪২

নতুন বলেছেন: ধন্যবাদ :)

৪০| ২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২৩

সামিয়া বলেছেন: ইন্টারেস্টিং

৩০ শে জুলাই, ২০২০ রাত ২:৩৯

নতুন বলেছেন: এই ঘটনাটি একটা বড় উদাহরন সবার জন্য।

দূর্গম একটা জায়গায় পাথর গুলি স্থানপরিবর্তন করে এবং মানুষ কারন খুজে পায় না।

আমাদের দেশে এমন ঘটনা জ্বীন ভুতে করেছে বলে বিশ্বাস করে বসে থাকতো।

কিন্তু শিক্ষিত দেশের মানুষ গবেষনা করে বের করেছে এর পেছনের কারনটি।

আমাদের দেশেও অনেক হত্যাকে মানুষ জ্বীন বা ভুতে মেরেছে বলে চালিয়ে দিয়েছে এবং দিচ্ছে এবং মানুষ সেটা বিশ্বাস ও করে বেশির ভাগ সময়।

৪১| ৩১ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫০

সাহাদাত উদরাজী বলেছেন: কত রহস্য এখনো বের হয় নাই!

০১ লা আগস্ট, ২০২০ সকাল ১০:৫৮

নতুন বলেছেন: যতদিন মানুষ যখন কারনটা খুজে পায় না ততদিন রহস্য থাকে। ব্যাখাটা পেলেই কেউই আর অবাক হয় না।

আগে মানুষ যাদুকর হতো, এখন মানুষ ম্যাজিসিয়ান হতে চায় না। কারন ইউটিউবে হাজারো ম্যাজিক কিভাবে করতে হয় সেটার ভিডিও আছে।

৪২| ০২ রা আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৩

নতুন নকিব বলেছেন:



আপনি তাহলে জ্বিনে বিশ্বাস করেন! ইদানিংকালে অনেকেই তো জ্বিনের অস্তিত্ব স্বীকার করতে চান না। সম্ভবতঃ তাদের ধারণা, বিজ্ঞানের আলোকে যেহেতু জ্বিনের অস্তিত্ব প্রমান হয়নি, তাই জ্বিন নামে কিছু থাকা সম্ভব নয়। যদিও ইসলাম ধর্ম জ্বিনের অস্তিত্বকে স্বীকার করে এবং এরা যে মানুষেরই মত ভিন্ন একটি বুদ্ধিমান সৃষ্টি তাও বলেছে। কুরআনের একটি সূরার নামই সূরাতুল জ্বিন। কুরআনের অনেক আয়াতে জ্বিনের আলোচনা রয়েছে। আপনি হয়তো জানেন।

ঈদের শুভেচ্ছা। ﺗﻘﺒﻞ ﺍﻟﻠﻪ ﻣﻨﺎﻭﻣﻨﻜﻢ ، ﻋﻴﺪﻛﻢ ﻣﺒﺎﺭﻙ, عيد سعيد

০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:২৭

নতুন বলেছেন: জ্বীন নামের একটা প্রানী আছে সেটা বিশ্বাসে সমস্যা নাই। কারন বিশ্বাসের উপরে কারুর লাগাম দেওয়া যায় না। যারা বিশ্বাস করে তারা যক্তি দিয়ে ভাবেনা।

কিন্তু সমাজে বিভিন্ন কাজ জ্বীন করেছে বলে ভ্রান্ত ধারনা আছে।

কিন্তু যদি বলেন এটা জ্বীন করেছে সেটা জ্বীন করেছে তখন সমস্যা আছে।

৪৩| ০৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৫৯

মিরোরডডল বলেছেন:


নতুন, পর্ব ২ বলে কি আসলেই কিছু আসবে না অলীক কল্পনা :|
যে অপেক্ষা করাচ্ছে নতুন, মনে হচ্ছে ততদিনে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন হবে :)
সেটা না হলেও বুড়ো হয়ে চোখে ঝাপসা হয়ে যাবে ।
হা হা হা......
কাউকে বলতে হবে নতুনের পোষ্ট তা একটু পড়ে শোনাওতো :)


০৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২৯

নতুন বলেছেন: কামলা দিতে দিতে সময় পাচ্ছিনা। :)

আমার নাম লিস্টে আসেনাই্ কিন্তু ৩০% স্টাফ কমে গেছে তাই দৌড় বেড়ে গেছে :)

৪৪| ০৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪৫

মিরোরডডল বলেছেন:



সি, আই টোল্ড ইউ নতুনের নাম লিস্টে থাকতেই পারেনা !

এখন আমি একটা লাল কাপড় নিয়ে বসতে পারি গণক হয়ে যে আমার ভবিষ্যৎবাণী মিলে গেছে :)
ব্যবসা শুরু, হা হা হা ......





বুঝতে পারি কাজের চাপে সময় হচ্ছে না

০৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪২

নতুন বলেছেন: ঠিক আছে জোতিষির ফি পাঠিয়ে দেবো। :)

৪৫| ০৯ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৭

মিরোরডডল বলেছেন:



জিন নিয়ে আরেকটা লেখার প্ল্যান ছিল সবার মতামত দেখা ।
কে কিভাবে রিএক্ট করে তাই দেখবো । স্পেশালি নতুন কি লজিক দেয় সেটা জানার ইচ্ছা ।
কারণ বিভিন্ন পোষ্টের মন্তব্যে নতুনের দেয়া লজিকগুলো আমার বুঝতে সুবিধা হয় ।
কিন্তু প্রথম পোষ্টের পর পাবলিক যেভাবে জাজমেন্টাল হয়েছে আর যে দাবড়ানি দিয়েছে তাই আর সেমুখো হইনি ।
আমার জানাও হলোনা, রহস্যই থেকে গেলো :(

১২ ই আগস্ট, ২০২০ রাত ১২:৫৯

নতুন বলেছেন: মানুষ কি ভাববে যদি আমি ভাবি তবে মানুষ কি ভাববে?

তাই মানুষ কি ভাববে সেটা মানুষকে ভাবতে দেওয়া উচিত। :)

৪৬| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৪

মিরোরডডল বলেছেন:



হা হা হা...... তাইতো
বাহ চমৎকার বলেছে নতুন :)
ইন্সপায়ার্ড হলাম
তাহলে লিখবো একসময়
থ্যাংকস নতুন


৪৭| ২২ শে আগস্ট, ২০২০ সকাল ১১:০১

মিরোরডডল বলেছেন:



লাস্ট ফিউ ডেইজ কিছু পোষ্ট আর মন্তব্য প্রতিমন্তব্য পড়ে দেখে এই মুভিটা শেয়ার করলাম নতুনকে ।
এই সোসাইটিতে মেয়েদের কিভাবে ট্রিট করা হতো , অনাচার কাকে বলে আর কতো প্রকার হতে পারে, প্রিয় ডিরেক্টর অপর্ণা সেন তার এই মুভিতে তুলে এনেছে , প্রিয় অভিনেত্রী শাবানা আজমির অসাধারণ অভিনয় , সময় হলে
যদি দেখা না হয়ে থাকে, তাহলে দেখতে পারে ।


২২ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৪

নতুন বলেছেন: দেখিনি আগে। দেখবো। ধন্যবাদ।

৪৮| ২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৬

মিরোরডডল বলেছেন:

হা হা হা...... নতুন আমার মাথায় কিন্তু এখন শয়তানি ভুত চেপেছে । বহুদিন হয়েছে ক্ষ্যাপা পাগলা দেখি না । আসবো নাকি আমিও নতুনের হায়ারড এজেন্ট হিসেবে ইন এডভান্স ? =p~ =p~ =p~

২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৯

নতুন বলেছেন: বংসীয় পাগলা খেপছে নাকি? =p~

৪৯| ২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৭

মিরোরডডল বলেছেন:

আগুনে সামান্য ঘি দিয়েছি, জ্বলবে :)
সবচেয়ে বড় কথা নামের প্রভাব আছে নাহ, সবসময় জ্বলতেই থাকে :)

২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১০

নতুন বলেছেন: কিছু মানুষ আছে যারা সব সময় জ্ঞানী ভাব নেয় আর যা ইচ্ছা তাই বলে। তাদের কথার প্রতিবাদ না করে পারা যায় না। :)

৫০| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২০

মিরোরডডল বলেছেন:
সো ট্রু !!!

৫১| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:১১

মিরোরডডল বলেছেন:



নতুন, ব্লগেতো ভুতের উপদ্রব । কোনও একজন বুদ্ধিজীবীর পোষ্টে নতুন আর আমার কমেন্ট ডিসেপিয়ার হয়ে যায় ।
নিশ্চয়ই এটাও দার্শনিক ভুতের কাজ :)

আজ একটা পোষ্ট করেছি । নো প্রেশার ।
যখন টাইম পারমিট করবে, তখন যেন পড়ে রহস্য বলা হয় :)


৫২| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫২

অধীতি বলেছেন: ক্ষুদ্র জীবনে দেখার কত কিছুই বাকি

৫৩| ২৫ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৪

পুলক ঢালী বলেছেন: উপরে জী এস ভাইয়ের মন্তব্যটা পড়লাম, কিইইই যে আবল তাবল ব্যাখ্যা দিলেন !!!??? :D
আসলে এগুলো যে জ্বীন ভূতের ভৌতিক কান্ড সে ব্যাপারে সন্দেহের কোন অবকাশ নেই।
তবে আরো একটা ব্যাখ্যা আছে: আমাদের পৃথিবীটা বিরাট একটা গরুর বিরাট দুইটা শিংয়ের একটার উপরে রাখা আছে। সূর্য চারিদিকে ঘুরে ঘুরে আলো দেয়, তো গরুটা যখন শিং বদল করে তখন পৃথিবীর রিজিড কোন কিছুর অবস্থান পরিবর্তন হয়না, :D পাথর গুলা ঢিলা ঢালা তো তাই একটু নড়াচড়া করে =p~ । এটা নিয়ে চিন্তা বা দুঃশ্চিন্তার কোন কারন নেই। :D ;) =p~ =p~ =p~
ভাল থাকুন।

(জী এস ভাই নেভার মাইন্ড :) )

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১৮

নতুন বলেছেন: :) সেটাই মানুষ বোঝে যে এই কাজ তেনারা ছাড়া আর কারুর দ্বারা সম্বব না।

৫৪| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ১১:২২

খায়রুল আহসান বলেছেন: কিছুদিন আগে আহমেদ জী এস এর একটা পোস্ট পড়ে এ বিষয়ে জেনেছি, আজ আবারও জানলাম। তিনি এর যৌক্তিক ব্যাখ্যাও দিয়েছেন, তাই এটাকে এখন আর কেউ ভৌতিক কান্ড বলবে না।
তবে চার মাস পার হয়ে গেল, আপনার দ্বিতীয় কিস্তি এখনো এলো না। দ্বিতীয় কিস্তির ভিডিও দেখার অপেক্ষায় আছি।
পোস্তে ভাল লাগা + +।

২৭ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৩০

নতুন বলেছেন: ব্যক্তি আর কামলা জীবনে খুবই ব্যস্তআছি তাই ব্লগ ঠিক মতন পড়াও হয়ে উঠছেনা ।

অবশ্য আহমেদ জী এস ভাইএর আলোচনায় বিষয়টা খুবই পরিস্কার তাই ২য় কিস্তির খুব একটা প্রয়্রজনও নাই। :)

নতুন কিছূ লেখার জন্য যেইটুকু পড়াশুনা করা দরকার সেটা করতে পারছিনা তাই লেখার মতন কিছু পাচ্চি না। :)

ভালো থাকবেন সুস্হ থাকবেন।

৫৫| ২৭ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩২

ফটিকলাল বলেছেন: অসাধারন পোস্ট

৫৬| ২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৮

মেহবুবা বলেছেন: বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে এসবের ব্যাখ্যা পাওয়া যেতে পারে।
আপনাকে দেখে চাঙ্কুকে ভাবছি ( জেডা সম্পর্ক), খবর নেই কেন ?
পুরোন যে কজন ব্লগে অবিরাম তাদের মধ্যে আপনি একজন।

২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:০৮

নতুন বলেছেন: ধন্যবাদ মেহবুবা । সবকিছুরই ব্যক্ষা আছে। কারন ছাড়া গাছের পাতাও নড়ে না।

দেশের মানুষ বুঝতে পারেনা তাই অলৌকিকতা খুজে বেড়ায়। ব্লগে কিছু দিন আগে জীনের প্রকোপ বেড়ে গিয়েছিলো। তখন এই পোস্টি করেছিলাম যাতে মানুষ বুঝতে পারে অনেক জটিল রহস্যও বিজ্ঞানীরা বের করতে পেরেছে।

চাজ্কু জেডা খুব ব্যস্ত মনে হয় তাই ব্লগে দেখা যায় না।:( খুবই ভালো মানুষ জেডা।

৫৭| ২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩১

মেহবুবা বলেছেন: অনেকে দেখেছি সাধারন জ্ঞান দিয়ে বিচার করাও ভুলে যায়!
জ্বীন আছে জানি তবে সব কিছুর দায়িত্ব তাদের দিলে কি করে হবে !

চাঙ্কুকে ভালমানুষ বলছেন ? তাহলে "না ভাল মানুষ" কে ?
অবশ্য পারষ্পরিক "জেডা" সম্পর্ক এমন কথা বলাতেই পারে !

০২ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৫

নতুন বলেছেন: @মেহবুবা , আমার সাথে চান্কুকে ব্যক্তিগত ভাবে দেখা হয়েছে এবং তাতে যতটুকু বুঝতে পেরেছে সে অবশ্যই ভালো মানুষ। সেটাই আমার অভিঙ্গতা তার সম্পর্কে। আর জেডাকে না ভালো মানুষ বলা যায়?

৫৮| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ১১:২৪

প্রত্যাবর্তন@ বলেছেন: কত অজানারে

১৪ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪০

নতুন বলেছেন: জানাটা অনেক দরকার। না জানা থাকলেই অনেক কিছু অলৌকিক বলে মনে হয়।

৫৯| ০৭ ই মে, ২০২২ রাত ৮:৩১

মিরোরডডল বলেছেন:




নতুন কেমন আছে ?
ডেড ভ্যালির সেকেন্ড পর্ব আর লেখা হবে না ?


০৯ ই মে, ২০২২ বিকাল ৫:১১

নতুন বলেছেন: আমি ভালোই আছি :) কাজে খুবই ব্যস্ত। মাঝে মাঝে ব্লগ পড়ি কাজের ফাকে কিন্তু লেখার জন্য সময় হয় না।

আহমেদ জী এস ভাই এই টা নিয়ে খুবই ভালো একটা ব্লগ লিখেছিলেন তাই আর ২য় পর্বটা লিখিনাই।

৬০| ০৭ ই মে, ২০২২ রাত ৯:১০

আরইউ বলেছেন:




ফিজিক্স গার্ল রিসেন্ট ভিডিওতে সেইলিং স্টোনের পুরো বিষয়টি ব্যাখ্যা করেছেন। 99 Years Later... We Solved It

০৯ ই মে, ২০২২ বিকাল ৫:১৩

নতুন বলেছেন: এমন একটা ভিডিও দেখেই এই লিখে শুরু করেছিলাম।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.