নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ এম এম িনজাম

এ এম এম িনজাম › বিস্তারিত পোস্টঃ

যে ইতিহাস আরেকটি ইতিহাসের জন্ম দেয়

০৬ ই মে, ২০১৪ রাত ১২:৪৩

ইতিহাসের সর্বোচ্চ গোয়েন্দা সফলতা

সিরিয়ার কামাল আমিন------------------------ ১৯৬৫

আর মিশরের আব্দুল ফাত্তাহ আল সিসি------------২০১৪

ইসরাইলের সাথে সিরিয়ার প্রচণ্ড যুদ্ধ চলছিল তখন। কিন্তু সিরিয়ান সৈন্যদের যেকোন আস্তানাই যেন ইসরাইলের কাছে সুস্পষ্ট। যুদ্ধে পরাজিত হয়ে সিরিয়ান সরকারের সন্দেহ হল গোয়েন্দা তথ্যের ব্যাপারে। অবশেষে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় প্রকাশিত হল সিরিয়ার প্রতিরক্ষা বিষয়ক প্রধান উপদেষ্টা কামাল আমিনের লোমহর্শক গোয়েন্দাগিরির তথ্য। তার জন্ম আলেকজান্দ্রিয়ার এক ইহুদী পরিবারে। মূল নামঃ এলি কোহেন। ১৯৬২ তে সে ইহুদী গোয়েন্দা সংস্থা মোসাদের নিয়োগ পেয়ে সিরিয়া আসে এবং বিশ্বস্ততা গড়ে তোলে সিরিয়ার ব্যবসায়ী, রাজনীতিবিদ ও প্রতিরক্ষার সর্বোচ্চ কর্তাব্যক্তিদের সাথে। ক্রমান্বয়ে হয়ে যায় প্রতিরক্ষা বিষয়ক প্রধান উপদেষ্টা! অবশেষে সিরিয়ান সরকার তাকে ১৮ মে ১৯৬৫ সালে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করে। ২০০৫ সালে ইসরাইল তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইহুদীদের তালিকায় অন্তর্ভুক্ত করে এবং তার স্মৃতির ফলক স্থাপন করে যা Garden of the Missing Soldiers in Mount Herzl in Jerusalem-এ অবস্থিত।

আজকের মিশরের আব্দুল ফাত্তাহ আল সিসি যার মা, মালিকাহ তিনানি, মরক্কোর মিশনারী ইহুদী পরিবারের মেয়ে। তিনি মিশনারী ইহুদীদের একজন বিশ্বস্ত নারী সদস্য হিসেবে কাজ করে গেছেন। ছোট কালের দীর্ঘ সময় আল সিসি মায়ের কাছেই বেড়ে উঠে এবং ইহুদী ধর্মের দীক্ষা লাভ করে। পরে মিশরে আসে এবং মিশতে থাকে মিশরীয় পরিবেশে। ক্রমান্বয়ে এগুতে থাকে মিশরের গুরুত্তপূর্ণ সামরিক অবস্থানের দিকে! একটা পর্যায়ে পরিচয় গোপন করা আল-সিসি মিশরের ইতিহাসে সর্বপ্রথম নির্বাচিত ইসলামপন্থী প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসীকে আমেরিকা, ইউরোপ ও ইসরাইলের সহযোগিতায় ক্ষমতাচ্যুত করে হয়ে যায় রাষ্ট্রের খলনায়ক প্রধানকর্তা। গনতন্ত্রের ফেরিওয়ালারা নিশ্চুপ! উল্লাসে ফেটে পড়ার অবস্থা ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদী জনগোষ্ঠী। ফিলিস্তিনের জায়গা দখল করে অবস্থান নেয়া ইসরাইলের এম্বাসেডর আল-সিসিকে ঘোষণা করলো- "National Hero of All Jews" সকল ইহুদীদের জাতীয় হিরো। উল্লেখ্য ইসরাইলের আইন অনুযায়ী সকল ইহুদীই ইসরাইলের নাগরিক। আর তাই এটা বুঝতে করো অসুবিধা হওয়ার কথা নয় আজকের মিশর কেমন গোয়েন্দা ব্যর্থতায় নিমজ্জিত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.