নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিয়ামত উল্লাহ

হায়.... আল্লাহ তুমি পৃথিবী দেখার জন্য পাঠালে, তবে সারা বিশ্ব কেন নয় ?

নিয়ামত উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

"লুঙ্গি"

২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১০

এই গরমে বাংলাদেশের প্রতিটি অফিসের জাতীয় পোশাক হওয়া উচিত "লুঙ্গি"।

চুড়ান্ত গরমে সবাই লুঙ্গি কাছা মেরে বসে বসে ল্যাপটপ চালাবে, একটা মিটিং রুমে এক গাদা লোক কাছা দেওয়া অবস্থায় বসে বসে দেশ ও জাতির ভবিষ্যৎ নিয়ে মিটিং করবে - আর কোমলবাতাস খেলা করবে তাদের আদুল আদুল পায়ে - আহা !

অফিসের বয় হাটুর উপরে লুঙ্গি গুঁজে ছুটে বেড়াবে চায়ের কাপ নিয়ে, বাইরের কেউ অফিস ভিজিট করতে আসলে তাদেরকে রিসিপশন রুমেই লুঙ্গি দেয়া হবে - লুঙ্গি পড়া ছাড়া কেউ অফিসে ঢুকতে পারবে না। অফিসের যেকোনো পার্টিতে ঘণ্টার পর ঘন্টা ধরে চলবে লুঙ্গি ড্যান্স। ছোট কর্মচারী থেকে শুরু করে এক্কেবারে সিইও পর্যন্ত সবার মেজাজ থাকবে লুঙ্গির মতন ঠান্ডা - খুব বেশী গরম লাগলে লুঙ্গিটা খুলে একটু নাড়াচাড়া করলেই আরামদায়ক বাতাসে ভেসে যাবে শরীরের সমস্ত ইন্দ্রিয় !! আর এরপরও যদি কেউ ঘেমে যায়, তাহলে লুঙ্গিটা ঘুরিয়ে পড়ে নিলেই আবার দেশ উদ্ধারের কাজে আরাম করে মনোযোগ দিতে পারবে...

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৪

অকুল পাথার বলেছেন: ভালই বলেছেন। বারিধারায় রিক্সাওলারা লুঙ্গি পড়ে রিক্সা চালাতে পারেনা আর আপনি বলছেন অফিসে লুঙ্গি পড়তে!!!?

২| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩২

নিয়ামত উল্লাহ বলেছেন: এটা অলস মগজের ভাবনা আর কি।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৭

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: ফিমেল কর্মকর্তা কর্মচারীদের জন্যে 'ছায়া'র ব্যাবস্থা থাকবে কি? :D

৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২২

নিয়ামত উল্লাহ বলেছেন: থাকলে মন্দ হতো না..

৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৪

পৃথিবীর আলো বলেছেন: লেখা চমত্কার হয়েছে। কার্টুন বাস্তবসম্মত হয় না, কিন্তু কার্টুন দেখে তারপরও মানুষ মজা পায়। লেখাটা সে রকমই। ভালো লাগা রইল।

৬| ২২ শে মে, ২০১৪ দুপুর ১:৩২

নিয়ামত উল্লাহ বলেছেন: ধন্যবাদ.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.