নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিয়ামত উল্লাহ

হায়.... আল্লাহ তুমি পৃথিবী দেখার জন্য পাঠালে, তবে সারা বিশ্ব কেন নয় ?

নিয়ামত উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

মানুষ কয় আমি নাকি একটু বেশিই ফাস্ট।

১৫ ই মে, ২০১৫ বিকাল ৪:৫১

মানুষ কয় আমি নাকি একটু বেশিই ফাস্ট । সব কিছুই নাকি আগে আগে কইরা ফালাই। মাঝেমাঝে মনে হয় হ ঠিকই তো কয়। শুনছি আমি নাকি মাইনাস ৮ মাসে দুনিয়া দেখার লইগা ফ্লাইট কনফার্ম করছিলাম (প্রি-ম্যাচিউর বেবি আর কি)। এইরকম একটা মানুষরে তো মাইনষে ফাস্ট কইবই। এই আগেআগে ফ্লাইট কনফার্ম করার মত আমি কিন্তু আম খাওনের বেলায়ও ফাস্ট। কেউ যদি কয় বাবারে গাছের আম এখন খাইসনা পাকলে খাইস তাইলে আমার ভাল লাগে না। আমার কথা হইল পাকলে তো খামুই, "গুরু..... কাঁচা থেকেই করতে চাই শুরু" । তবে এই গিবনে (জীবনে) কাঁচা আম খাইয়া একটা বিষয় লক্ষ্য করছি দাত দিয়া এত মজা কইরা কাঁচা আম খাইলে দাত বাবাজী রাইগা যায় । ওই দাত দিয়া দুইদিন আর কিছু খাওয়া যায় না। কিছু খাইতে গেলেই দাত শিরশির করে। সেনসোডাইন টুথপেস্ট দিয়াও দাত মাইজা দেখছি শিরশিরানি কমেনা। তাই এই কাঁচা আমের সময়ে ক্যামনে দাত শিরশিরানি ছাড়া আম খামু ? গত রাইতে বিছানায় গিয়া দুই বালিশের মাঝে মাথা দিয়া (বার্গারের মত) চিন্তা কইরা সমাধান বাইর করলাম। ভাবলাম বক্সিং খেলার সময় খেলোয়াড়েরা যেই গামগার্ড বা টুথগার্ড (মুখে ঘুষি খাইলে যেন দাত না ভাঙ্গে ওই জিনিষ )ব্যাবহার করে ওইটা দুই পাটি কিনুম। কিন্না মাড়িতে লাগাইয়া মনের সুখে কাঁচা আম খামু।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.