নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর ■ www.facebook.com/niazuddin.sumon

নিয়াজ সুমন

ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।

নিয়াজ সুমন › বিস্তারিত পোস্টঃ

□ নতুন সম্ভাবনা» নাপিত্তাছড়া ঝর্না (মিরসরাই, চট্টগ্রাম)

৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪১

» দৃষ্টিনন্দন নাপিত্তাছড়া ঝর্ণা

বন্দর নগরী চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড থানার উপর দিয়ে আর্কষনীয় পযর্টন স্পট বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, টেকনাফ, সেন্টমার্টিনসহ অনেক জায়গায় ঘুরতে যাওয়া হয় কম-বেশী ভ্রমন পিপাসু সব মানুষের । আর এই মিরসরাই থানা ও সীতাকুণ্ড উপজেলার পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে অসংখ্য দৃষ্টিনন্দন ঝিরি, ছড়া ও ঝর্ণা, যা অনেকের কাছেই অজানা। যাতায়াত ব্যবস্থার সুবিধার কারণে এ এলাকা ভ্রমণ পিপাসুদের খুব প্রিয় একটি স্থান।


⌂ নয়দুয়ারী বাজার নাপিত্তাছড়া ঝর্ণার বৈশিষ্ট ও জল প্রবাহের ধরন দেশের মধ্যে অবস্থিত অন্য সব ধরনের ঝর্না থেকে আলাদা। এই ঝর্নাটি বেশ কয়েকটি ধাপে নিচ থেকে উপরের দিকে উঠেছে। তাই ঝর্নার আসল সৌর্ন্দয্য দেখার জন্য পাহাড়ের একদম নিচ থেকে ধাপে ধাপে অনেক উপরের উঠতে হবে। প্রত্যেকটা ধাপে নাপিত্তাছড়া ঝর্নার জলপ্রবাহ দেখে আপনি মুগ্ধ হবেন। দুইভাগেই কয়েকটা ঝর্না আছে যার মধ্যে একটা ৩ স্টেপ এর বিশাল ঝর্ণা (উচ্চতা ১২০-১৪০ ফুট)। ঝরনার Upstream এ আবার আছে ৪-৫ টা বড় এবং মাঝারি ঝর্না। Upstream এ অনেকদুর এগুলে বামে ডানে দুইদিকেই ঝর্ণা আছে। নাপিত্তাছড়া ঝর্ণার Upstream বর্ষাকালে খুবই বিপদজনক। তাই বর্ষার একদম শেষে যাওয়াটাই ভালো।





মূলত এটি একটি ক্যাসকেড । ৩ ধাপের এ ঝর্ণা নিচ থেকে মাত্র ১ ধাপ দেখা যায়। বাকি ২ ধাপ দেখতে হলে আপনাকে ঝর্ণা বেয়ে উপরে উঠতে হবে। উপরে উঠার অনেক সাবধানতা অবলম্বল করতে হবে। অনেক পিচ্ছিল, একটু অসর্তক হলে, পড়ে হাত – পা ভাঙ্গার সাথে মৃত্যুর ভয়ও থাকে।








Ω কীভাবে যাবেন
ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে যেতে পারবেন। শ্যামলী, সাউদিয়া, হানিফ, ঈগলসহ অনেক বাস যায়। ভাড়া ৪৮০ টাকা নন-এসি। এছাড়া ট্রেনে চট্টগ্রাম নেমে আসতে পারবেন। চট্টগ্রামের শুভপুর বা অলংকার থেকে বাসে নয়দুয়ারীবাজার যেতে পারবেন। প্রয়োজন মনে করলে নয়দুয়ারীবাজার থেকে লোকাল লোক/গাইড নিয়ে যেতে পারবেন। ঝর্ণার পূর্ণ সৌন্দর্য দেখতে হলে বর্ষার সময় যাওয়াই ভালো।






Ω কোথায় থাকবেনঃ
মিরসরাইতে থাকার জন্য ভালো কোন আবাসিক হোটেল নেই, তাই আপনাকে সীতাকুন্ডে থাকতে হবে। যদিও সীতাকুন্ডেতেও তেমন ভালো মানের আবাসিক হোটেল নেই। বাজারের ভিতরে কয়েকটি আবাসিক হোটেল আছে।
হোটেল সাইমুন, ভাড়া ৩০০-৫০০ টাকা। যোগাযোগঃ ০১৮২৭৩৩৪০৮২, ০১৮২৫১২৮৭৬৭।






সরকারী প্রতিষ্ঠানের ডাকবাংলো আছে। এছাড়া বারৈয়ারহাট থাকতে পারবেন । গোল্ডেন নামে একটি আবাসিক হোটেল ও জাহেদ নামে একটি বোর্ডিং আবাসিক আছে। একটু ভাল মানে থাকতে চাইলে ভাটিয়ারী থাকতে পারবেন। এখানে দুইটি আবাসিক হোটেল আছে। সিঙ্গেল রুম নন এসি ৬০০ টাকা। দুই বিছানার এসি রুম ১২০০ টাকা।









Ω কোথায় খাবেন
সীতাকুণ্ডে বেশ কয়েকটি খাবার হোটেল আছে। আল আমীন হোটেলটির খাবারের মান ও পরিবেশ চমৎকার । দামও হাতের নাগালের মধ্যে।

মন্তব্য ১৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২

সাহসী সন্তান বলেছেন: ছবি আর বর্ননা মিলিয়ে চমৎকার পোস্ট! দুইটা ছবি ছোট আসছে কেন?

পোস্টে ভাল লাগা! শুভ কামনা জানবেন!

৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫২

নিয়াজ সুমন বলেছেন: ভালবাসা থাকলো আপনার প্রতিও। ছবিগুলা রেজুলেশন কমছিল তাই এমন হয়েছে।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: যাবো হয়তো কখনো, আচ্ছা ঝর্ণার নামটা এমন হলো ক্যান? +++

৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৯

নিয়াজ সুমন বলেছেন: রেললাইনের পড়ে ছড়ার পাশ্র্ববর্তী গ্রামের নাম নাপিত্তাছড়া পাড়া। সম্ভবত এর নামানুসারে এই ঝর্নার নাম নাপিত্তাছড়া র্ঝনা।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৩

ফটোডিক্টেড বলেছেন: সুন্দর পোস্ট। যাওয়ার ইচ্ছে আছে। শুভেচ্ছা জানবেন।

৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৬

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকে। একা আসার চেয়ে দল বেধেঁ আসলে বেশি আনন্দ করতে পারবেন।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৮

টুনটুনি০৪ বলেছেন: সবমিলিয়ে চমৎকার পোষ্ট করেছেন। ভালো লাগল!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৭

নিয়াজ সুমন বলেছেন: ব্লগে আপনাকে স্বাগতম। আপনার ভাল লাগায় আমার অনুপ্রেরণা। শুভেচ্ছা রইল আপনার প্রতি।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৬

ঘুড়তে থাকা চিল বলেছেন: প্রথমে যেই ছবিটা ব্যাবহার করেছেন, সেটা নাপিত্তাছড়া নয় বড় কমলদহ ক্যাসকেড ৷

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩০

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ ভাই, বুঝতে পেরেছি। অনেকগুলো ছবি ছিল তো! ছবি গ্যাদারিং হয়েছে। যার ফলে ছবি আপলোডে মিসটেক হয়েছে। শুভেচ্ছা জানবেন। ভাল থাকবেন।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন:
ছবি আর বর্ননা মিলিয়ে চমৎকার পোস্ট!
আপনি ঝর্ণার ধাপগুলো , ছবির নিচে উল্লেখ করলে খুব ভাল হতো।
আমার মত নাদানের বোঝার সুবিধে হতো!!!

শুভকামনা নিরন্তর!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২২

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ বীথি আপু, অকৃত্রিম শুভেচ্ছা রইল আপনার প্রতি। আপনার পরামর্শ সাদরে গ্রহন করলাম। পরবর্তীতে এই বিষয় খেয়াল থাকবে। ভাল থাকবেন।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৬

কামরুন নাহার বীথি বলেছেন: পরবর্তীতে কেন? এখানেই এডিট করে দিন, তাহলেই হবে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.