নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর ■ www.facebook.com/niazuddin.sumon

নিয়াজ সুমন

ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।

নিয়াজ সুমন › বিস্তারিত পোস্টঃ

⌂ভ্রমণ »পটুয়াখালী ▪ছবি ব্লগ » ররিশাল » ‘‘সাগর কন্যা” কুয়াকাটা সমুদ্র সৈকত পর্ব- ২

৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫০


বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি চমৎকার দৃষ্টিনন্দন সমুদ্র সৈকত । ভ্রমণ প্রেমিকদের কাছে কুয়াকাটা "সাগর কন্যা" হিসেবে পরিচিত। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। সৈকতের দৈর্ঘ্যে কক্সবাজার থেকে কম হলেও অল্প জায়গায় আছে দেখার মতো অনেক সুন্দর সুন্দর স্পট । এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। চলুন ঘুরে আসি ---


« সৈকতের শেষ প্রান্তে অপ্রত্যাশিত লাল-পরীর দেখা »


« সকাল গড়িয়ে দুপুরের আগ মুর্হূতে »


« প্রাকৃতিক দুর্যোগ্যে ক্ষতিগ্রস্ত সৈকতে দন্ডায়মান অধের্ক গাছের গুড়িঁ »






« খুব ভোরে সূর্যোদয় দেখার জন্য নগ্ন পদ-যাত্রা »



« খাড়া রোদের মাঝে সমুদ্র তটে ভাসমান শিশুর দুরত্নপনা »





«মধ্য দুপুরে মাতাতিরিক্ত গরম থেকে বাচাঁর চেষ্টা»




» বেলা শেষে সৈকতের বুকে সূর্যাস্ত »

পটুয়াখালীর কুয়াকাটায় দর্শনীয় স্থান সমূহঃ
সাগরকন্যা পর্ব-১
সাগরকন্যা পর্ব- ৩
কুয়াকাটা তুলাতলী খালের মনলোভা দৃশ্য পর্ব- ৪
উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মুর্তি পর্ব- ৫


মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৫

সুমন কর বলেছেন: ভালো পোস্ট।

৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৯

নিয়াজ সুমন বলেছেন: দু’জনের নাম মিল। ভালবাসা রইল আপনার প্রতি।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫০

স্বপ্ন সতীর্থ বলেছেন: আবার ঘুরে আসলাম যেন। ভালো লাগলো । কিছু ছবি সত্যিই অসাধারণ ভালো লেগেছে।

৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১

নিয়াজ সুমন বলেছেন: শুভেচ্ছা জানবেন। আপনার কথায় অনুপ্রানিত হলাম।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫০

স্বপ্ন সতীর্থ বলেছেন: আবার ঘুরে আসলাম যেন। ভালো লাগলো । কিছু ছবি সত্যিই অসাধারণ ভালো লেগেছে।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২০

ফটোডিক্টেড বলেছেন: ছবিগুলো বেশ সুন্দর তুলেছেন। পাঁচ-ছয় বছর আগে গিয়েছিলাম। কুয়াকাটা বেশ সুন্দর,কিন্তু যাতায়ত ব্যবস্থা খুব একটা ভাল ছিলনা। এখনো কি তেমনটিই আছে?

৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৮

নিয়াজ সুমন বলেছেন: আপনার সাথে সহমত। কুয়াকাটা সমুদ্র সৈকত কক্সবাজার সৈকত থেকেও সুন্দর বেশি। এখন লেবুখালী ফেরী ব্যতিত বাকি সবগুলো ফেরী এখন সেতু হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা পূর্বের চেয়ে অনেক উন্নত হয়েছে। তবে পযাপ্ত হোটেল-মোটেল নেই। সময় করে ঘুরে আসেন আরেকবার। শুভেচ্ছ সহ ভালবাসা রইল আপনার প্রতি।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২১

ধ্রুবক আলো বলেছেন: সবাই ভ্রমন নিয়ে ব্যস্ত!!
ছবি খুব ভালো লাগলো, পোষ্টে +++।
তা ভাই ওই লাল পরী টা কে? আপনার পরিচিত?

ফটোগ্রাফি যদি করার শখ থাকে, তাহলে ছবি তোলার ব্যাপারে আরও মনোযোগি হউন ( একটা টিপস্ কিছু মনে করবেন না ভাই, প্লিজ )

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩

নিয়াজ সুমন বলেছেন: এখন তো শীতকাল, তাই ভ্রমণ নিয়ে আগ্রহ সবার।
না ভাই, পরী কে দেখতে না দেখতে, কে যেন চিলের মতো ছোঁ মেরে নিয়ে গেল। হা হা হা !!
ছবি তোলার প্রতি দুর্বলতা আছে। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
ভালবাসা থাকলো আপনার প্রতি...

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১০

কামরুন নাহার বীথি বলেছেন:
ভাল লাগল ভাই আপনার ছবি ব্লগ।
কুয়াকাটা যাওয়া হয় নাই, আপনার কাছে নির্দেশনা চাইছি।
কুয়াকাটায় হোটেল-মোটেল না থাকলে, কাছাকাছি কোথায় থাকার জায়গা আছে?
বিস্তারিত জানালে খুশী হবো। শুভকামনা আপনার জন্য।

আজ আমারো ভ্রমণ/ ছবি ব্লগ আছে, চাইলে দেখতে পারেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১২

নিয়াজ সুমন বলেছেন: আপু, বিস্তারিত খুব তাড়াতাড়ি আপনাকে জানাচ্ছি।
আপনার আমন্ত্রন আনন্দের সহিত গ্রহণ করলাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৮

নিয়াজ সুমন বলেছেন: বীথি আপু, হোটেল-মোটেল সহ যাবতীয় দিক-নির্দেশনা আমার আজকের ব্লগে পাবেন।

নিচের লিংক দেওয়া হলঃ
http://www.somewhereinblog.net/blog/niazsumon/30179669

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

এডওয়ার্ড মায়া বলেছেন: পোষ্ট দারুন উপভোগ করলাম ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১০

নিয়াজ সুমন বলেছেন: আপনি উপভোগ করেছেন জানতে পেরে খুব ভাল লাগছে। আগামীতে আরো ভাল করে উপস্থাপন করতে চেষ্টা করবো ইনশা্ল্লাহ!

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: কুয়াকাটা এখনো যাওয়া হয়নি, শুনলাম ওখানের সৈকতে নাকি কাঁদার পরিমান অনেক বেশী, কথাটা সত্য কিনা জানিনা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৭

নিয়াজ সুমন বলেছেন: আপনি হয়তো ভুল শুনেছেন। আমি কোন প্রকার কাদাঁ কোথাও দেখেনি। মুগ্ধ হয়েছি যতটুকু সময় সৈকতে থেকেছি।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৬

মুসাফির নামা বলেছেন: চমৎকার সব ছবি

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৬

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ মুসাফির ভাই, শুভ কামনা।

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫২

ফেরদৌসা রুহী বলেছেন: ঘুরে এলাম আপনার পোস্টের মাধ্যমে।

ছবিগুলি সুন্দর এসেছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৪

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যায় করার জন্য। শুভেচ্ছা রইল আপনার প্রতি। শুভ কামনা...

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৬

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
ছবিগুলো সুন্দর হয়েছে ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৩

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ প্রিয় স্বপ্নের ফেরিওয়ালা, ভাল থাকবেন।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৬

শোভন শামস বলেছেন: সুন্দর ভাবে সাজানো ছবি ব্লগ, ভাল লেগেছে

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৭

নিয়াজ সুমন বলেছেন: শুভেচ্ছা সহ ভালবাসা নিবেন। আবারও আসবেন আমার আঙিনায়...

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সমুদ্র কন্যা কোয়াকাটার অপূর্ব এই রূপ আপনার চোখে হেরি অনেক ভাল লাগল। সত্যিই অসাধরণ তুলছেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪০

নিয়াজ সুমন বলেছেন: আপনার ভাললাগায় ভীষন খুশি হলাম। শুভেচ্ছা থাকলো আপনার প্রতি... আবার ও আসবেন. শুভ কামনা।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫

আমি ইহতিব বলেছেন: কুয়াকাটা এখনো যাওয়া হলোনা :(
কুয়াকাটা সৈকত এখনো বেশ পরিষ্কার আছে মনে হচ্ছে। কক্সবাজার তো পুরাই বাজার হয়ে গিয়েছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮

নিয়াজ সুমন বলেছেন: সময় সুযোগ করে একদিন ঘুরে আসুন। কক্সবাজার থেকে এখনো অনেক পরিস্কার আছে। শুভ কামনা ও শুভেচ্ছা রইল আপনার প্রতি...

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৬

আহমেদ জী এস বলেছেন: নিয়াজ সুমন ,




খুব সুন্দর একটি ছবি ব্লগ ছিলো । যদি ছবিগুলো আরো ক্লোজ শটে তোলা হতো তবে এর অনিন্দতা আরও খোলতাই হতো । ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৩

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ প্রিয় জি এস, আপনার মূল্যবান পরামর্শের জন্য। ভালোবাসা থাকলো আপনার তরে। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.