নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর ■ www.facebook.com/niazuddin.sumon

নিয়াজ সুমন

ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।

নিয়াজ সুমন › বিস্তারিত পোস্টঃ

□ সাহিত্য ● কবিতা » ::: চিঠির আত্মকাহিনী :::

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০০


চিঠির আত্মকাহিনী

এখন আর হৃদয় কুঠিরে
জমে থাকা অব্যক্ত কথামালায়
পরম মমতায় চিঠি লিখ না-
সব কথা সেরে নাও মুঠোফোনে।


এখন আর কলম নিয়ে
হয় না বসা, যান্ত্রিকতার ছোঁয়ায়
ডাকপিয়ন ও একা একা
ডাকঘরে বসে, অলস সময় কাটাঁয়।


মনে পড়ে সেই দিনের কথা
একটি চিঠির জন্য কত অপেক্ষা
আমায় পেয়ে কেউ হত আনন্দিত
কেউ বা হত দু:খে নিমজ্জিত।


ডাক বাক্সগুলো ভরে যেত
কানায় কানায় বাহারি রঙের খামে
পোস্ট মাস্টার ও ব্যস্ত থাকতো
সারা দিন আমায় নিয়ে।


ফেইসবুক, টুইটার, ইমু ও ইমেইল-
এর ডিজিটাল সংর্স্পশে এসে
কে আর অপেক্ষা করে আজ আমার জন্য!


এখন আমি বড় একা-নি:সঙ্গ
আমাকে ঘিরে শ্যাওলা জমেছে
দীপ্তিময় শরীরের ভরা য়ৌবন
ধূলার আবরনে মলিন হয়েছে।



শব্দের মিছিলঃ প্রথম প্রকাশ- শুক্রবার, সেপ্টেম্বর 30, 2016

▪ পরর্বতী কবিতা সমূহঃ
::: আপন-পর :::
::: মন :::
::: তুমি নেবে :::
::: ফাগুনের আহবানে :::
::: মোরা :::
::: জীবনের বাঁকে :::
::: ব্লু হোয়েল :::
::: বাস্তবতা :::
::: ২ ০ ২ ০ :::

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, ভালো লাগলো

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১

নিয়াজ সুমন বলেছেন: অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা জানবেন..

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫২

সুমন কর বলেছেন: পোস্টে নিজের ছবি না দেয়াটাই ভালো। কবিতা ভালো লাগল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২

নিয়াজ সুমন বলেছেন: আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। ভালবাসা নিও...

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন:
দেশে মোবাইল এসেছে চিঠি বন্ধ হয়েছে ভালোবাসার কথা এখন বাতাসে উড়ে ..........গানটা খুব সুন্দর ।।।।


খুব ভালো লিখেছেন +

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩

নিয়াজ সুমন বলেছেন: অনুপ্রেরণা পেলাম। ভাল থাকবেন । শুভ কামনা সব সময়...

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন ভাই।



আগের দিন গুলোই ভালো ছিল। ভালোবাসাও ছিল বেশি আগের দিনে। এখন সবকিছু কেমন যেন হয়ে গেছে। সবকিছুই এখন ব্যস্ত। এখন তো সরকারি কোন অফিস ছাড়া চিঠিপত্র আর চলেই না।
কবিতা সুন্দর হয়েছে। ভালো লাগা রইল।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১২

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ প্রিয়। বিশ্ব গোলাপ দিবসে লাল গোলাপের শুভেচ্চা নিও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.