নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর ■ www.facebook.com/niazuddin.sumon

নিয়াজ সুমন

ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।

নিয়াজ সুমন › বিস্তারিত পোস্টঃ

⌂ ভ্রমণ » আত্রাই ▪ নওগাঁ » চলুন ঘুরে আসা যাক পতিসর রবীন্দ্র কুঠিবাড়ীর আঙিনা থেকে

২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৭


নদী বেষ্টিত পতিসরের শান্ত স্মিগ্ধ শ্যামল প্রকৃতির মাঝে কবির কলমের আছড়ে বের হয়েছিলো সাড়া জাগানো অনেকগুলো বিখ্যাত কবিতা, গান, উপন্যাস ও প্রবন্ধ । রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত সাহিত্যের আঙিনা যে কত সাজানো গোছানো ছিলো তা স্বচক্ষে না দেখে উপলব্ধি করা যাবে না। শুধু যে সাহিত্য রচনা করে সারা বিশ্বে বিখ্যাত হয়েছেন তা যেমন সত্য তেমনি কবির রূচিবোধের পরিচয় পাওয়া যায় সেই সময়ে তার অবস্থান করা বাড়িগুলোর নির্মাণ স্থাপত্য কৌশল আর দৃষ্টিনন্দন কারুকাজ দেখে।
আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি বিশ্বকবির স্মতি বিজড়িত সাহিত্যের অঙ্গন---



●পতিসরে যাওয়ার পূর্বে স্বাগতম ফটক●

● কুঠিবাড়ীর পশ্চিম পাশে রবীন্দ্র সরোবরের পূর্ব পাড়ে শান বাধাঁনো ঘাটের দক্ষিন পাশে অবস্থিত রবীন্দ্র ভাষ্কর্য ●

●দেখে বিশ্রামাগার বলে মনে হয়েছে আমার কাছে। কোন নামফলক নেই ঠিক কি কাজে ব্যবহার হত ছাউনি যুক্ত ছোট ঘরটি ●

● উৎসব আয়োজনে ও সংস্কৃতিক অনুষ্ঠানে কুঠিবাড়ীর পূর্ব পাশে অবস্থিত দেবেন্দ্র মঞ্চ সাজে নতুন রুপে ●

●তালগাছ স্মৃতি স্মারক , বিশ্বকবির ঐতিহাসিক ‘তালগাছ’ কবিতার স্বপ্নের তালগাছটি এইখানেই ছিল। ●


●আয়াতকার আকৃতির কুঠিবাড়ীর মাঝখানে উন্মুক্ত স্থানে কবির ভাষ্কর্য●


●পতিসরে অবস্থানকালে কবি যা রচনা করেছেন তার সংক্ষিপ্ত তালিকা ●


●পতিসরে কবির আগমন ও প্রস্থানের তারিখ সহ শিলালিপি●



●বাড়ির ভিতরে দক্ষিন মুখী প্রবেশের সামনের অংশ●



নাগর নদীর উপর রবীন্দ্র সেতু। এই সেই নাগর নদী যা কে নিয়ে রচনা করেছেন ‘আমাদের ছোট নদী’ কবিতাটি●


●কবির ব্যবহৃত আসবাব পত্র ও দেয়ালে টাঙানো আছে বিভিন্ন সময়ের আলোক চিত্র । বি.দ্র: ভিতরে ছবি তুলা নিষেধ। ●


●কুঠিবাড়ীর পাশে উন্মুক্ত খোলা মাঠের র্পূব প্রান্তে বিশাল শীল কড়াই গাছ ●





●পড়ন্ত বেলায় সোনাঝরা আলোয় নতুন আবেশে কুঠিবাড়ী রূপ●



রাজশাহী ভ্রমণের অন্যান্য দর্শনীয় স্থান সমূহঃ

এশিয়ার বৃহত্তম কানসাট আম বাজার
পুঠিয়া কারুকাজময় গোবিন্দ মন্দির
ঐতিহাসিক ছোট সোনা মসজিদ
কবি গুরুর নাগর নদী
নাটোরের চলন বিল
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (রাবি)


মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার যতসব ছবি।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২৭

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ প্রিয়, ভালোবাসা নিও। শুভ কামনা।

২| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: জোড়া সাকো থেকে আমাদের কুঠিবাড়ি বেশী সুন্দর।

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২১

নিয়াজ সুমন বলেছেন: হয়তো তাই হবে। আমি তো জোড়াসাকো দেখিনি, পতিসর দেখে এলাম। মুগ্ধ হয়েছি বাড়ির তখনকার কারুকাজ ও চারপাশের সবুঝ পরিবেশ নিয়ে উত্তর-দখিন মুখী আয়াতকার আকৃতির চমৎকার নির্মাণশৈলী।

৩| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৭

উদাস মাঝি বলেছেন: জায়গাটা ভাল লাগেনি আমার`২

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৭

নিয়াজ সুমন বলেছেন: ব্যক্তিভেদে ভালোলাগার অভিব্যক্তিও আলাদা হয়। তবে আমার মনে হয় আপনার উদাসি মন প্রাণ ফিরে পাবে যখন, ভালো লাগা সৃষ্টি হবে তখন।

৪| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল লাগলো।

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৯

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা জানবেন।

৫| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৩

সুমন কর বলেছেন: হুম, ঘুরে আসলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫১

নিয়াজ সুমন বলেছেন: ভালোবাসা রইলো আপনার প্রতি। ভালো থাকুন সবসময়।

৬| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:২৮

সামু পাগলা০০৭ বলেছেন: স্পষ্ট, সুন্দর ছবিতে ঘুরিয়ে আনার জন্যে ধন্যবাদ।
শুভেচ্ছা!

২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০০

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকেও। ভালো থাকুন সবসময়।

৭| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৬

প্রামানিক বলেছেন: যাওয়ার খুব ইচ্ছা কিন্তু শরীর স্বাস্থ্য ও সময় মিলাতে পারছি না।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৩

নিয়াজ সুমন বলেছেন: প্রভু আপনার আশা পূর্ণ করুক। আপনার শরীর স্বাস্থ্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার মতো হয়ে উঠে। এমন প্রত্যাশায় করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.