নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর ■ www.facebook.com/niazuddin.sumon

নিয়াজ সুমন

ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।

নিয়াজ সুমন › বিস্তারিত পোস্টঃ

□ সাহিত্য ● কবিতা » ::: জীবনের বাঁকে :::

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১০


জীবনের বাঁকে

সাদা কালো ক্যানভাসে
তোমার রঙে রাঙিয়েছি মন।

পরিবেশ- সমাজের ভয়ে
থাক না তুমি যতই দূরে
রাখনা যতই আরাল করে।

আমি আসবো বারে বারে
তোমার মনের আরশি নগরে।।

হয়তো কাছে থেকে নয়
অনেক দূর থেকে অনুভবে
ভালোবেসে যাবো চুপি চুপি
তোমার দৃষ্টির অন্তরালে।

তুমি হয়তো কখনো বুঝবে
হয়তো কখনো বুঝবে না
বাস্তবতার কঠিন যাতাকলে
চেনা পথ হবে তখন অচেনা ।

▪ পরর্বতী কবিতা সমূহঃ
::: আপন-পর :::
::: মন :::
::: তুমি নেবে :::
::: চিঠির আত্মকাহিনী :::
::: ফাগুনের আহবানে :::
::: মোরা :::
::: ব্লু হোয়েল :::
::: বাস্তবতা :::
::: ২ ০ ২ ০ :::

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ ! দারুণ লিখেছেন ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ কবীর ভাই, উৎসাহিত হলাম আপনার কথায়। শুভেছ্ছা রইলো।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

সুলতান মাহমুদ রাকিব বলেছেন: সুন্দর উপস্থাপন।
ভালোলাগা রেখে গেলাম

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৭

নিয়াজ সুমন বলেছেন: আপনার ভাল লাগায় আমার সামনে চলার প্রেরণা। রাকিব ভাই, ভালো থাকুন আপনিও সবসময়।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৪

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। শুভেচ্ছা রইলো আপনার তরে।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর কবিতা সুন্দর এ সন্ধ্যায় ভাল লাগিলো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

নিয়াজ সুমন বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। পড়ন্ত বেলায় আপনার জন্য এক গুচ্ছ রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

সুমন কর বলেছেন: আপনার কবিতা কি প্রথম পড়লাম? ভালো হয়েছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪

নিয়াজ সুমন বলেছেন: না,প্রিয়, এর আগেও কয়েকটি কবিতা দিযেছি। ধন্যবাদ কবিতা পড়ার জন্য। শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.