নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর ■ www.facebook.com/niazuddin.sumon

নিয়াজ সুমন

ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।

নিয়াজ সুমন › বিস্তারিত পোস্টঃ

⌂ছবি ব্লগ » সীতাকুন্ড ▪ চট্টগ্রাম » সবুজের সমারোহে ভাটিয়ারী সানসেট পয়েন্ট (Sunset Point Bhatiari)

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২২


নিজেকে যদি প্রকৃতির মাঝে বিলিন করে দিতে চান। সতেজ অক্সিজেন কিংবা হিম হিম বাতাসে সবুজের বুকে হারাতে চান কিছুটা সময় পরিবার পরিজন নিয়ে । যান্ত্রিকতার বেড়াজাল থেকে মুক্ত পাখির মতো উড়তে চান । নগ্ন পায়ে সবুঝ ঘাসের আস্তরনে প্রিয় মানুষটির হাতে হাত রেখে চলতে চান কিছুটা সময় নিরবে নিভুতে তবে আপনাকে আসতে হবে সীতাকুণ্ড ভাটিয়ারী মিলিটারী একডেমীতে অবস্থিত নিরিবিলি নিরাপদ মনোরম এই পাহাড়ের বুকে।


এই পয়েন্ট থেকে খুব ভাল ভাবে বর্ণিল রঙে নদীর বুকে পড়ন্ত বেলায় সূর্যস্ত দেখা যায় ।

এমন নজরকাড়া সবুঝ প্রকৃতিতে যতদুর চোখ যাবে আপনার নয়ন জুড়িয়ে যাবে অন্যরকম প্রশান্তিতে

বাংলাদেশ মিলিটারী একাডেমীর মূল প্রবেশ গেইট। যদি আপনার পরিচিত কেউ সেনাবাহিনীতে কর্মরত থাকে তাহলে উনার রেফারেন্স নিয়ে আপনি ঢুকতে পারবেন একাডেমি প্রাঙ্গনে আর দেখার সুযোগ হবে তাদের অভ্যান্তরীন সাজসজ্জা।

সানসেট পয়েন্ট এর সামনে আছে সেনাবাহিনী নিয়ন্ত্রিত খাবার দোখান। খিদে ফেলে সমস্যা নাই । অর্ডার করলে আপনার জন্য খাবার তৈরি করে দিবে । পাহাড়ের চুড়ায় আছে বসার সুব্যবস্থা। চাইলে আপনি ঐখানে বসেও খেতে পারেন আর উপভোগ করতে পারেন খাওয়ার বিরতিতে পাহাড়ের রূপ।


মিলিটারী একডেমীর ভিতরে পাহাড়ের কোল ঘেষে সবুঝের মাঝে দৃষ্টিনন্দন অত্যাধুনিক অডিটোরিয়াম যেখানে বড় বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





রাস্তার দুপাশে আছে পাহাড়ের হাতছানি আর হৃদ এর পানির দীপ্তিময় উজ্জ্বলতা। যার সান্নিধ্যে আপনি খোঁজে পাবেন স্নিগ্ধতা আর ভিন্নরকম ভাললাগার মাদকতা।


পাহাড়ের বুকে হৃদের সচ্ছ পানির মধ্যে আসল সুন্দর দেখার জন্য ভ্রমণপিপাসুদের জন্য বোর্ডের ব্যবস্থা আছে। চাইলে আপনি পাহাড়ের মাঝে জেগে উঠা হৃদে বোর্ড নিয়ে ঘুরে আসতে পারেন। তখন বুঝতে পারবেন খুব কাছে থেকে প্রকৃতি প্রদত্ত সুন্দর কতখানি আপনাকে মুগ্ধ করে।


উচুঁ পাহাড়ের এমন অপূর্ব বাকে আপনি ছবি না তুলে থাকতে পারবেন না। যেমন আমি পারিনি।


খাবার দোখানের পিছন দিকে আছে পাহাড়ে উঠার জন্য সিড়ি যা দিয়ে আপনি খুব সহজে উপড়ে উঠে যেতে পারবেন।

মন্তব্য ৪০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার যতবস ছবি।







ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৩

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ দেশপ্রেমিক ভাইয়া, ভালো থাকুন ও শুভ্র সকালের শুভেচ্ছা জানুন

২| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৮

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি। ধন্যবাদ

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫২

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ, ভালোবাসা রইলো প্রিয়

৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ছবি পোস্ট নিয়াজ ভ্রাতা । :)

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৫

নিয়াজ সুমন বলেছেন: সেলিম ভাইয়া, ধন্যবাদ আপনাকে সাথে অকৃত্রিম ভালোবাসা রইলো আপনার জন্য…

৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০০

মঈনুদ্দিন অারিফ মিরসরায়ী বলেছেন: একবার ছবি তুলতে গিয়ে সেনা সদস্যের বকা শুনেছি!!!!! আসলে এমন সুন্দর্য.... লোভ সামলানো যা্যনা

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৭

নিয়াজ সুমন বলেছেন:
ঠিক বলেছেন আপনি। যে দিকে চোখ যায় নয়ন জুড়িয়ে যায়। ধন্যবাদ আপনাকে । ভাল থাকুন।

৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৩

উম্মু আবদুল্লাহ বলেছেন: সুন্দর, তবে আরো সুন্দর করাটা কঠিন কিছু নয়। এতে পর্যটন খাত হবে লাভবান।

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১১

নিয়াজ সুমন বলেছেন: আবদুল্লাহ ভাই আপনার সাথে সহমত। সঠিক ভাবে সাজিয়ে তুলতে পারলে যে কত বেশি দেশ লাভবান হবে তাা আমাদের মতো আমজনতারা বুঝি। যথাযত র্কৃতপক্ষ বুঝে না শুধু।

৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৪

মাকার মাহিতা বলেছেন: কি চমৎকার ছবি ব্লগ!

ধন্যবাদ আপনাকে প্রকৃতির একেবারে কাছে নেবার জন্য।

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৩

নিয়াজ সুমন বলেছেন: মাহিতা আপনাকেও ধন্যবাদ। সবুজ প্রকৃতির সাথে থাকুন। সুস্থ থাকুন দীর্ঘায়ু হোন। শুভ কামনা আপনার জন্য।

৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: এক দনি সময় করে যেতে হবে তো। দারুণ জায়গা। দারুণ সব ছবি।

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫২

নিয়াজ সুমন বলেছেন: হুম। সময় করে একদিন ঘুরে আসুন। আর আপনার ভালোলাগার কথা আমাদের জানতে ভুলবেন না। শুভ কামনা .ি

৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৪

লেখা পাগলা বলেছেন: ভালো লাগল ছবিগুলো।

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৭

নিয়াজ সুমন বলেছেন: আপনার ভালোলাগায় আমার প্রেরণা। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।

৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৭

সুমন কর বলেছেন: কিছু লেখা থাকলে আরো ভালো হতো। ছবিগুলোও একটু ঘোলা এসেছে।

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৮

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকে, আপনার পরামর্শ সাদরে গৃহিত হল। ভালো থাকবেন। ছবিগুলো রেজুলেশন কমিয়ে দিয়ে আপলোড করেছি। বেশি রেজিলোশন থাকলে আপলোড হতে সময় বেশি লাগে।

১০| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৭

নতুন বিচারক বলেছেন: অসাধারন ছবি ভালো লাগল ভাই।

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২০

নিয়াজ সুমন বলেছেন: নতুন বিচারক, ব্লগে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আপনার উপস্থিতিতে আমি আনন্দিত হলাম।

১১| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৫

হাসান রাজু বলেছেন: একটু লিখলে লোকেশনের সাথে সাথে আপনার অভিজ্ঞতা/অনুভূতিটা ও জানা যেত ।

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫০

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপনার অনুভুতি ব্যক্ত করার জন্য। সামনে থেকে লক্ষ্য্ রাখবো। শুভ কামনা। রাজু ভাই।

১২| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
চমৎকার সবুজ সব ছবি ।
ভালোলাগা ।

০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৩

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ মনিরা আপু মনি, আপনার জন্য ও ভালোবাসা রইলো।

১৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

মলাসইলমুইনা বলেছেন: যাক অনেক কিছু হারিয়ে যাবার মেলার মধ্যেও চিটাগাঙটার অনেক কিছু আগেও মতোই আছে | সেই সবুজগুলোও ! এখনো দেখে মনে হলো ওই সবুজ পাহাড়গুলো থেকে পরে মরে গেলেও বা নদীতে ভেসে গেলেও জীবনে অভিযোগের কিছু থাকবে না ! অনেক ধন্যবাদ অনেক আগের কিছু স্মৃতি মনে করিয়ে দেবার আর চমৎকার পোস্টের জন্য|

০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৬

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকেও । যেখানে থাকুন ভাল থাকুন। শুভ কামনা আপনার জন্য।

১৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪০

সচেতনহ্যাপী বলেছেন: ক্যাপশনের সাথে নিজের কিছু কথা!! তাহলে কি আরো সুন্দর, আরো মনোগ্রাহী হতো না!!

০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৩

নিয়াজ সুমন বলেছেন: আপনার পরামর্শনুযায়ী আমার কিছু অনুভুতি সংযুক্ত করেছি। আশা করি আপনার ভালো লাগবে।

১৫| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪৯

শখের লেখায় ২৩৪৩ বলেছেন: চমৎকার ছবি।

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০০

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন। ভাল থাকুন সবসময়।

১৬| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৭

আটলান্টিক বলেছেন: ওয়াহ!!!!!
ছবি তো সেই রকম তুলছেন।

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫২

নিয়াজ সুমন বলেছেন: হা হা হা, তাই নাকি। আপনার প্রেরনায় উৎসাহিত হলাম। ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।

১৭| ০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

আহমেদ জী এস বলেছেন: নিয়াজ সুমন ,




ছবিগুলো সুন্দর নিঃসন্দেহে তবে তারা আরও উজ্জ্বল হয়ে উঠতে পারতো যদি তাদের গায়ে কিছু কথার সূর্য্যালোক ফেলতেন ।

০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

নিয়াজ সুমন বলেছেন: প্রিয় আপনার কথায় থাকলো, আমি অব্যক্ত অনুভুতি দিয়ে আবারও সংযুক্ত করেছি। আশা রাখি আপনার ভালো লাগবে এখন।

১৮| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫২

ফেরদৌসা রুহী বলেছেন: ছবি ব্লগ ভালো লেগেছে।

সাথে কিছু বর্ণনা থাকলে আরো ভালো হত।

০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩০

নিয়াজ সুমন বলেছেন: রুহী আপু মনি, আপনার মতানুসারে কিছু বর্ণনাও যুক্ত করলাম। এই বার পড়ে দেখুন। শুভ কামনা।

১৯| ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার চমৎকার ছবি।

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৪

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা রইলো আপনার তরে।

২০| ১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:০০

ফেরদৌসা রুহী বলেছেন: দেখলাম, এখন ঠিক আছে। ছবির সাথে কিছু লেখা না থাকলে পোস্ট অসম্পুর্ণ মনে হয়।

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪২

নিয়াজ সুমন বলেছেন: জি রুহী আপু, আপনি ঠিক বলেছেন। তাই তো আপনার কথা ফেলতে পারলাম না। ভালো থাকুন আপনি। শুভেচছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.