নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর ■ www.facebook.com/niazuddin.sumon

নিয়াজ সুমন

ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।

নিয়াজ সুমন › বিস্তারিত পোস্টঃ

□ সাহিত্য ● কবিতা » ::: ব্লু হোয়েল :::

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২০



ব্লু হোয়েল

প্রযুক্তি নির্ভর আধুনিক দুনিয়ায়
তরুণ প্রজন্ম আবদ্ধ হচ্ছে
নিদিষ্ট নীল গণ্ডির আঙিনায়।

বিপথগামী আবিষ্কারের ছত্রছায়ায়
হতাশাগ্রস্ত তরুন-তরুণী মেতে উঠছে
অত্যান্ত ভয়াবহ মরণ নেশায়।

গেমের খোলশে রঙিন আবেশে
সংযুক্ত হয়েছে পঞ্চাশটি ধাপ
মৃত্যু নিশ্চিত করা হল
ব্লু হোয়েল গেমের সর্বশেষ চাপ।

রুশ ফিলিপ বুদেইকিন এর-
কুৎসিত মেধার বিকাশ
আত্মহত্যার প্ররোচনায় –
তরুণ-তরুনীর জীবন নাশ।

▪ পূর্বের কবিতা সমূহঃ
::: আপন-পর :::
::: মন :::
::: তুমি নেবে :::
::: চিঠির আত্মকাহিনী :::
::: ফাগুনের আহবানে :::
::: মোরা :::
::: জীবনের বাঁকে :::
::: বাস্তবতা :::
::: ২ ০ ২ ০ :::

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: এতো দেখি আতঙ্তজাগানিয়া ....। #:-S

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৫

নিয়াজ সুমন বলেছেন: ”খেলার মাঝপথে বাদ দিতে চাইলে প্রতিযোগীকে ব্লাকমেইল করা হয়। এমনকি তার আপনজনদের ক্ষতি করার হুমকিও দেয়া হয়। আর একবার মোবাইলে এই অ্যাপটি ব্যবহারের পর তা আর ডিলিট করা যায় না।”
আনোয়ার ভাইয়া, সত্যি ভয়াবহ গেইম।

২| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৩

বিলিয়ার রহমান বলেছেন: ব্লু হোয়েল!

ওহ!! বুলশিট!! X((


কবিতার জন্য ধন্যবাদ!:)

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৪

নিয়াজ সুমন বলেছেন: রহমান ভাইয়া, ধন্যবাদ আপনাকেও। ভালোবাসা নিবেন।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৬

বিলিয়ার রহমান বলেছেন: ভালোবাসা নিলাম!:)

আর আপনাকেও নতুন করে আর একবার ধন্যবাদ দিয়ে গেলাম!;)

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৭

নিয়াজ সুমন বলেছেন: আনন্দিত হলাম । নিচে আপনার জন্য রাখা আছে দেশীয় কলমি ফুলের সুঘ্রাণ..

৪| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২০

রাজীব নুর বলেছেন: ব্লু হোয়েল যার পরিমান মৃত্যু।

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৪

নিয়াজ সুমন বলেছেন: জি নুর ভাইয়া, ইহা খুব নির্মম আর অমানবিক ভাবে মৃত্যু যার ভয়বহতা কল্পনা করা ও কঠিন।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২২

নিয়াজ সুমন বলেছেন: আনন্দিত হলাম রহমান ভাইয়া, এখন তো বৃষ্টি হচ্ছে আর তাই আপনাকে বৃষ্টি ভেজা কলমি ফুলের শুভেচ্ছা দিলাম।

৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: কলমি ফুলের শুভেচ্ছা দারুন!


কলমি ফুল আমার ভীষণ প্রিয়!


ওয়ানস মোর থ্যাংকু! :)

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৬

নিয়াজ সুমন বলেছেন: ভীষন ভালো লাগছে যে আপনার পছন্দের ফুলের শুভেচ্ছা দিতে পেরে। সার্থক হলো কষ্ট করে দেশীয় ফুল বাছাই করা। ভালোবাসা রইলো আবারও..

৭| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্যিই কি ব্লূ হোয়েলে মৃত্যু আসন্ন?





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৯

নিয়াজ সুমন বলেছেন: সত্যি!
বর্তমান বিশ্বের আতঙ্ক এক অনলাইন গেম নিয়ে। তার নাম 'ব্লু হোয়েল সুইসাইড গেম'। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মত দেশগুলোতে এর বিপক্ষে স্কুল কলেজে প্রচারণা চালানো হচ্ছে। তরুণ-তরুণীদের এ গেম খেলা থেকে বিরত রাখার জন্য রীতিমত চিন্তিত হয়ে পড়েছেন সেদেশের বিশেষজ্ঞরা।

ব্লু হোয়েল গেম কী?
অনলাইনে একটি কমিউনিটি তৈরি করে চলে এ প্রতিযোগীতা। এতে সর্বমোট ৫০টি ধাপ রয়েছে। আর ধাপগুলো খেলার জন্য ঐ কমিউনিটির অ্যাডমিন বা পরিচালক খেলতে ইচ্ছুক ব্যক্তিকে বিভিন্ন চ্যালেঞ্জ দিবে। আর প্রতিযোগী সে চ্যালেঞ্জ পূরণ করে তার ছবি আপলোড করবে।

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩১

নিয়াজ সুমন বলেছেন: বিস্তারিত জানতে নিচের লিংকে যেতে পারেন==

https://en.wikipedia.org/wiki/Blue_Whale_(game)

৮| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিষিদ্ধ করা হোক জঘন্যতম এই মৃত্যু খেলা।

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৪

নিয়াজ সুমন বলেছেন: এই টা একটা সফটওয়্যার যা ডিজিটাল মাধ্যমে ইন্টারনেট এ একটা গেমই ফাঁদ । নিষিদ্ধ করা উচিত । সব দেশে।

৯| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জানুন ব্লু হোয়েল কী?
ব্লু হোয়েল সোশ্যাল মিডিয়াভিত্তিক একটি ডিপওয়ে গেম। যেসব কম বয়সী ছেলেমেয়ে অবসাদে ভোগে তারাই সাধারণত এতে আসক্ত হয়ে পড়েন। ভারতে ব্লু হোয়েলে আসক্ত হয়ে আত্মঘাতী কয়েক তরুণের সুইসাইডাল নোটে লেখা হয়েছে, ব্লু হোয়েলে ঢোকা যায়, বের হওয়া যায় না।

জানা যায়, ব্লু হোয়েল গেমে ৫০টি ধাপ রয়েছে। ৫০টি ধাপ ৫০ দিনে অতিক্রম করতে হয়। প্রথমদিকের ধাপগুলোতে সহজ কিছু থাকে। এর প্রতিটি ধাপ একাধিক কিউরেটর দ্বারা চালিত হয়। কিউরেটরদের নির্দেশ মতো গেমের এক একটি ধাপ অতিক্রম করতে হয়। গেমটির বিভিন্ন ধাপে ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জের মধ্যে অন্যতম হচ্ছে, ব্লেড দিয়ে হাতে তিমির ছবি আঁকা, সারা গায়ে আঁচড় কেটে রক্তাক্ত করা, ভোরে একাকী ছাদের কার্নিশে ঘুরে বেড়ানো, রেললাইনে সময় কাটানো, ভয়ের সিনেমা দেখা ইত্যাদি। চ্যালেঞ্জ নেয়ার পর এসব ছবি কিউরেটরকে পাঠাতে হয়।

ব্লু হোয়েলের ২৭তম দিনে হাত কেটে ব্লু হোয়েলের ছবি আঁকতে হয়। একবার এই গেম খেললে কিউরেটরের সব নির্দেশই মানা বাধ্যতামূলক। সব ধাপ পার হওয়ার পর ৫০তম চ্যালেঞ্জ হলো আত্মহত্যা। এই চ্যালেঞ্জ নিলে গেমের সমাপ্তি।

২০১৩ সালে রাশিয়ায় এই গেম তৈরি হয়। রাশিয়ায় শুরু হলেও এই গেমের শিকার এখন এশিয়ার অনেক দেশ। সাধারণভাবে গোপন গ্রুপের মধ্যে অপারেট করা হয় এ গেম। এক্ষেত্রে ফেসবুক, হোয়াটস অ্যাপের মতো জনপ্রিয় স্যোশাল প্লাটফর্মকে কাজে লাগায় এডমিনরা।

২০১৬ সালে রাশিয়ায় ব্লু হোয়েল গেমের কিউরেটর সন্দেহে ফিলিপ বুদেকিন নামের ২২ বছরের এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। জেরায় ফিলিপ স্বীকার করে, এই চ্যালেঞ্জের যারা শিকার তারা এই সমাজে বেঁচে থাকার যোগ্য নয়। তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমি সমাজ সংস্কারকের কাজ করছি।

ব্লু হোয়েলে আসক্তদের চিনবেন যেভাবেঃ
যেসব কিশোর-কিশোরী ব্লু হোয়েল গেমে আসক্ত হয়ে পড়েছে তারা সাধারণভাবে নিজেদের সব সময় লুকিয়ে রাখে। স্বাভাবিক আচরণ তাদের মধ্যে দেখা যায় না। দিনের বেশিরভাগ সময় তারা কাটিয়ে দেয় স্যোশাল মিডিয়ায়। থাকে চুপচাপ। কখনও আবার আলাপ জমায় অপরিচিত ব্যক্তির সঙ্গে। গভীর রাত পর্যন্ত ছাদে ঘুরে বেড়াতে দেখা যায় অনেককে। একটা সময়ের পর নিজের শরীরকে ক্ষত-বিক্ষত করে তুলতে থাকে তারা।

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৫

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৬

কালীদাস বলেছেন: জানি না বাংলাদেশে ছড়িয়েছে কিনা এই জিনিষ। ছড়ালে কন্ট্রোল করা অসম্ভব হবে।

০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৭

নিয়াজ সুমন বলেছেন: Sohomot, tome mone hoi na kub akta choriase, tobe akoni er birodde socetonota toiri korte hobe.

১১| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ প্রিয় - শুভেচ্ছা রইলো আপনার জন্য। ভালো থাকুন।

১২| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৩

মতিউর রহমান (মীম) বলেছেন: ব্লু হোয়েল গেমে ৫০টি লেভেল রয়েছে। এক বা একাধিক কিউরেটর দ্বারা পরিচালিত এই গেমের শেষ লেভেলের টাস্কগুলো খুবই ভয়ংকর। তবে প্রথম দিকের লেভেল ও তার টাস্কগুলো বেশ মজার হওয়ায় এই গেমের প্রতি সহজেই আকৃষ্ট হয়ে পড়েন কিশোর-কিশোরীরা।
বিস্তারিতব্লু হোয়েল গেম

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪০

নিয়াজ সুমন বলেছেন: ধন্যাবাদ ্আপনাকে। ভালো থাকুন।

১৩| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগছে

১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৪

নিয়াজ সুমন বলেছেন: রাজপুত্র, শুভ সকাল-ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা জানবেন।

১৪| ১১ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

ফেরদৌসা রুহী বলেছেন: আমাদের দেশে ব্লু হোয়েলে মারা যাবেনা।

তবে পরীক্ষায় ভালো রেজাল্ট না করে প্রতি বছরই অনেকে মারা যায়।

১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৮

নিয়াজ সুমন বলেছেন: ঠিক বলেছেন, এমন ঘটনা যাতে না হয় তার জন্য অবিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনা সৃষ্টি করা উচিত। হোক তা সরকারী কিংবা বেসরকারী উপায়ে..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.