নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর ■ www.facebook.com/niazuddin.sumon

নিয়াজ সুমন

ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।

নিয়াজ সুমন › বিস্তারিত পোস্টঃ

⌂ গল্পামি ● সাহিত্য □ অনুগল্প ■ অপেক্ষা

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৮



অনুগল্প ■ অপেক্ষা

- হ্যালো, তোমার আসতে আর কতক্ষন লাগবে?
- প্রায় চলে এসেছি । আর এক ঘন্টার পথ বাকি আছে।
- আমি একটু পর বাসা থেকে বের হব, আমার আসতে এক ঘন্টা লাগবে।
- ঠিক আছে। তুমি রওনা দাও। আমি ঠিক সময়ের মধ্যেই বাস স্টেশন এ নেমে তোমার মুঠোফোনে কল দিবো।

গাড়ি ছুটছে তো ছুটতে। এই ছুটে যাওয়াতে কোন প্রকার ক্লান্তি নেই। আছে শুধু একরাশ মৃদু সুখের ছোঁয়া। জানালা দিয়ে শীতল বাতাসের ঝাপটা আজ বেশ উপভোগ করছে জিহান। কত জায়গাতে তো যেতে হয় বিভিন্ন প্রয়োজনে কিন্তু আজকের মতো এমন ভালোলাগা সৃষ্টি করে না তখন।

মুঠোফোন পকেটে রেখে ভাবনার জলে ডুব দিল জিহান। জানালা দিয়ে বাহিরে দৃষ্টি রেখে আজ থেকে ঠিক চার বছর আগের স্মৃতিগুলো মনের ঘরে ফিরিয়ে আনার চেষ্টা করলো সেই। হুড খোলা রিকশায় দুরু দুরু বুকে রোদ ঝলমলে দিনে দাপিয়ে বেড়ানো, মেঘলা আবহে লঞ্চ ঘাটে বসে বাদামের খোসা খুলতে খুলতে অপেক্ষার প্রহরগুনা কখনোবা রেল স্টেশনে প্লাটফরমে হাতে হাত রেখে মনের জমানো না বলা কথাগুলো চোখে চোখ রেখে এক নিঃশ্বাসে বলা। মুঠোফোনে ক্রিং ক্রিং টোন- ভাবনার করিডোরে হঠাৎ ছন্দপতন।

- হ্যালো
- শুনছি, বলো।
- আমি এসে পড়েছি। তুমি এখন কোথায়?
- এইতো, আমিও কাছাকাছি চলে এসেছি আর ১৫ মিনিট লাগবে।
- এতক্ষন লাগে আসতে? তোমার পরে বাসে উঠে আমি আগে চলে আসলাম। তাড়াতাড়ি আসো।
- প্লিজ, একটু অপেক্ষা কর। ডানে বামে কোন দিকে গাড়ি যাওয়ার জো নেই। অপ্রত্যাশিত ট্র্যাফিক জ্যাম এ আটকে পড়েছি।
- কোন পরিবর্তন হল না, ৪ বছর পরেও রয়ে গিয়েছো আগের মতো।
- প্লিজ,; প্লিজ

জিহান ভেবেছিল আজ অনেকদিন পর জারাকে সারপ্রাইজ দিবে। ওর আগে গিয়ে পৌঁছে যাবে । হাতে অনেক সময় নিয়ে তাই বাসা থেকে বের হয়েছিল। তা আর হতে দিল না। ছুটির দিনে সকাল সকাল ও রাস্তায় এত যানজট থাকতে পারে কল্পনাতীত। সব ভালোলাগা উবে গেল যানজটের কবলে বিরক্তির ছোবলে। সত্যি নিজের কাছে খুব খারাপ লাগছে। কতক্ষন মেয়েটি একা একা বসে থাকবে। আগেও যতবার দেখা হয়েছে প্রতিবার-ই জারা আগে এসেছে। এই দিকে রাস্তার জট যে খুলবে তার কোন শুভ লক্ষণ নেই। কে কার আগে যাবে তার চিন্তায় দুই পাশের রাস্তায় ব্লক হয়ে গেছে পুরাপুরি। হেঁটে যে যাবে তার ও কোন উপায় নেই। প্রায় সাড়ে তিন কি.মি. পথ বাকি আছে। যানজট না লাগলে অনেক আগেই পৌঁছে যেতে পারতো।

- মেসেনজার এ- কিথ কিথ (পিকচার মেসেজ)
- দেখোতো কেমন লাগছে আজকে আমাকে ?
- সত্যি! সত্যি ! অনেক সুন্দর দেখাচ্ছে।
- তাই বুঝি! তাড়াতাড়ি আসো; আর কতক্ষন একা একা বসে থাকবো; চারপাশের মানুষগুলো না কেমন বাঁকা চোখে তাকাচ্ছে বার বার।
- সোনা আরেকটু অপেক্ষা কর; জট খুলেছে; ভালো করে গাড়ি টানতে পারলে মাত্র ১০ মিনিট লাগবে।
- ঠিক আছে। এর চেয়ে বেশি সময় নিলে আমি সোজা চলে যাব বাড়িতে।

মুঠোফোনে জারার হাসোজ্জ্বল ছবি দেখে সব ক্লান্তি চলে গেল। অন্যরকম সুখের বাতায়ন ছুঁয়ে গেল জিহানের সারা দেহে। ভালোলাগা ভালোবাসাগুলো হয়তো এইভাবে মনুষ্য হৃদয়ে আনন্দের ঝড় তোলে। যেমনটি এখন বয়ে যাচ্ছে জিহানের হৃদয় ভিতরে।

- হ্যালো; আমি এসেছি। তুমি এখন কোথায় আছো?
- মুখে আত্ম তৃপ্তির হাসি নিয়ে (জারা) তুমি ওখানে দাঁড়াও সোনা; আমি আসতেছি।

▪ পূর্বের গল্প সমূহঃ
□ অনুগল্প ■ ছিটমহল
□ অনুগল্প ■ ভোট এবং ভূতুড়ে অভিজ্ঞতা


মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৭

ভুয়া মফিজ বলেছেন: মানে কি...জারা এখনো এসে পৌছায় নাই, ডজ দিলো বলেই তো মনে হচ্ছে!!!
গল্প ভালো লাগলো।

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৬

নিয়াজ সুমন বলেছেন:
ডস না তো , জারা তো আগেই থেকেই এসে বসে আছে। গল্প পড়ে মন্তব্য করার জন্য অশেষ ভালোবাসা নিবেন।

২| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৮

ফয়সাল রকি বলেছেন: আগেও যতবার দেখা হয়েছে প্রতিবার-ই তানি আগে এসেছে।
বুঝলাম না? তানি?

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৯

নিয়াজ সুমন বলেছেন: তাই নাকি!আমিতো খেয়াল ই করিনি বিষয়টা। রিভউ করে দেখতে হবে তো। ধন্যবাদ আপনাকে- সুক্ষ ভাবে দৃষ্টি দেওয়ার জন্য।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আগের স্মৃতিগুলো মনের ঘরে ফিরিয়ে আনার চেষ্টা করলো সেই<সে হবে।
জ্যামের ও প্রেমের গল্প মোটামুটি হয়েছে।

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৩

নিয়াজ সুমন বলেছেন:
ধন্যবাদ গল্প পড়ে আপনার মূল্যবান মতামত ব্যাক্ত করার জন্য। উৎসাহিত হলাম। শুভেচছা রইলো আপনার প্রতি।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪০

বানেসা পরী বলেছেন: ভাল! ভাল! এক্কেতো দেরী করে আসছেন। তারওপর আবার জ্যামে, বাসে আর রাস্তার সময়টাতে পাঠকদের আটকে রেখে দেখা হওয়ার সময় পাঠকদের বিদায় করে দিলেন!

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৭

নিয়াজ সুমন বলেছেন: হা হা হা !! তাই নাকি !
পরী আপু, আপনাকে বলছি—
গল্পটা যে অনু তাই বাড়াতে চাইনি আর কোন পরমানু।
দেখা হওয়ার এপিসোড না হয় আরেকদিন অন্য কোন অনুগল্পে জানানো হবে।
ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনার অনুভুতি প্রকাশ করার জন্য।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৪

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাইয়া, শ্রুভ্র সকালের এক মুঠো সোনামাখা রোদজ্জ্বল শুভেচ্ছা আপনাকে।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৬

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৯

নিয়াজ সুমন বলেছেন: মিতা , মতামত প্রকাশের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০২

মনিরা সুলতানা বলেছেন: আপনার লেখা এই প্রথম পড়লাম ; চলমান গল্প
বেশ লেগেছে ।

শুভ কামনা !

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৭

নিয়াজ সুমন বলেছেন: মনিরা আপু, ভালো লাগলো গল্প পড়ার পর আপনার অনুভুতি জানতে পেরে। বেশ অনুপ্রাণিত হলাম।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৬

কথাকথিকেথিকথন বলেছেন:


হা হা ! লুকোচুরি ! অনুগল্প টুইস্ট ছাড়া ঝমে না । আপনার গল্পে হালকা টুইস্ট আছে, তবে আরো ঝোরালো দরকার। লেখা ভাল লেগেছে, পড়তে বেগ পেতে হয় নি ।

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪২

নিয়াজ সুমন বলেছেন: আপনার সুন্দর মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা রইলো। ভালো থাকুন সবসময়।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: লুতুপুতুর গল্প পেইন লাগে...

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৮

নিয়াজ সুমন বলেছেন: ধূমপান কারো কাছে সুখটান কারো কাছে বিষপান।
ধন্যবাদ আপনার অনুভুতি প্রকাশের জন্য। শুভেচ্ছা রইলো।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৯

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!


শেষমেশ গল্পটাকেতো রম্য বানিয়ে ফেললেন ব্রো!:)

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৮

নিয়াজ সুমন বলেছেন: রহমান ভাইয়া, আপনার মুখের প্রাণখোলা হাসিতে মন ভরে গেল। এমন দীপ্তিময় হাসি সবসময় প্রত্যাশা করছি। শুভেচ্চা জানবেন।

১১| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৩

পার্থ তালুকদার বলেছেন: ভাল লেগেছে।
আর চমক দিতে পারতেন।

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৫

নিয়াজ সুমন বলেছেন: র্পাথ ভাইয়া, অনুপ্রানিত হলাম। শুভেচ্ছা ও ভলোবাসা রইলো আপনার জন্য।

১২| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৮

যারীন তাসনীম আরিশা বলেছেন: চমৎকার!

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৩

নিয়াজ সুমন বলেছেন: আরিশা আপু, আপনাকে ধন্যবাদ । সুস্থ থাকুন সবসময়। শুভ কামনা আপনার জন্য।

১৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৯

অনিক_আহমেদ বলেছেন: প্রেমিক প্রেমিকার গপ্প...ভালোই লাগল....শুভেচ্ছা নিবেন।

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৩

নিয়াজ সুমন বলেছেন: আপনার ভালোলাগায় আমার পরর্বতী লিখার উৎসাহ । শুভেচ্ছা জানবেন। শুভ কামনা।

১৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

ফেরদৌসা রুহী বলেছেন: ভালো লেগেছে পড়তে।
হায় জ্যাম, এরজন্য নানা ভোগান্তি ।
শেষের টুইষ্ট ভালো লেগেছে।

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৫

নিয়াজ সুমন বলেছেন: রুহী আপু, আপনার ভালোলাগায় আমার অনুপ্রেরণা। শুভেচ্ছা থাকলো সাথে শুভ কামনা আপনার জন্য।

১৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১২

জাহিদ অনিক বলেছেন:


যাক ! অপেক্ষা

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৯

নিয়াজ সুমন বলেছেন: অনিক ভাইয়া, জি অপেক্ষা !
কখনো হয় মধুর কখনো বা বেদনাবিধুর। ধন্যবাদ । ভাল থাকুন সবসময়।

১৬| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

প্রামানিক বলেছেন: অপেক্ষা নিয়ে চমৎকার গল্প। ধন্যবাদ

৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১২

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ ভাইয়া, ভালোবাসা নিবেন। সাথে থাকবেন সবসময়।

১৭| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

আহমেদ জী এস বলেছেন: নিয়াজ সুমন ,




চমৎকার টুইষ্ট । আর বেচারা জারা-ই বা কি করবে ? রাস্তায় যা জ্যাম !!!!!!!!!!!!!!
জিহান একটু জিরিয়ে নিক .................

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৩

নিয়াজ সুমন বলেছেন:
ধন্যবাদ আহমেদ ভাইয়া, শুভেচ্ছা রইলো আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.