নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর ■ www.facebook.com/niazuddin.sumon

নিয়াজ সুমন

ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।

নিয়াজ সুমন › বিস্তারিত পোস্টঃ

⌂ ছবি ব্লগ ■ ফুল পরিচিতি » দৃষ্টিনন্দন শীতের ফুল পর্ব-২

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪


ফূল পছন্দ নয় এমন মানুষ পৃথিবীতে একজনও নেই। ফূল আর প্রেম যেন মুদ্রার এপিট-ওপিঠ। শীত মৌসুমে দেশে-বিদেশে প্রচুর পরিমান ফূল ফোটে। নানা রঙের মনোরম সব ফুলে মাঠ ঘাট কিংবা বাড়ির বাগানগুলো সজ্জ্বিত হয়ে উঠে নতুন রূপে। আশে পাশে থাকা নার্সারিগুলো শীতকালীন ফুলে রঙিন হয়ে ওঠে। শীতের ফুল নিয়ে ধারাবাহিক আয়োজনের আজকে থাকছে দৃষ্টিনন্দন শীতের ফুল পরিচিতি পর্ব ২ ।

□ জিনিয়া ফুল (Zinnia elegans) □


□ ডায়ান্থাস ফুল □

□ কৃষকলি ● সন্ধ্যা মালতী ● সন্ধ্যামনি ফুল □

□ ডেইজি ফুল □

□ প্যানজি ফুল □

□ সিলভিয়া ফুল □

● জিনিয়া ফুল :
বাহারি রঙিন ফুল হিসেবে জিনিয়া সারা বিশ্বে জনপ্রিয়। এ ফুলের আদিনিবাস মেক্সিকো। ইংরেজি নাম- Zinnia পরিবার- Compositae, উদ্ভিদতাত্তি্বক নাম-Zinnia elegans। এখন পর্যন্ত অন্তত ২০ প্রজাতির জিনিয়া ফুল শনাক্ত করা সম্ভব হয়েছে। মৌসুমি ফুলের মধ্যে এটি অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয়। বাহারি রং-রূপ ও লাবণ্যে অতুলনীয় এ ফুলের রয়েছে সাদা, হলুদ, লাল, বাদামি, বেগুনি, কমলা, সবুজ রং মিলিয়ে নানা রং ও বৈচিত্র্যতা। এ ফুলের উৎপাদন মৌসুম মূলত শীতকাল হলেও প্রায় সারাবছর এর চাষ করা যায়। তবে শীত মৌসুমে ভালো মানসম্পন্ন ফুল উৎপাদিত হয়ে থাকে বিধায় শীত মৌসুমে এর আবাদ বেশি হয়ে থাকে।

ক্ষুদ্রাকৃতি গাছের উচ্চতা গড়ে ৬০ থেকে ৭০ সেন্টিমিটার হয়ে থাকে, শাখা-প্রশাখা পরিমাণে কম হয়, পাতার আকার ছোট, রং ধূসর সবুজ এবং বেশ রুক্ষ। প্রায় প্রতি শাখা-প্রশাখার অগ্রভাগে ফুল ধরে। ফুল ঊর্ধ্বমুখী। নমনীয় কোমল অসংখ্য পাপড়ির সমন্বয়ে সৃষ্ট জিনিয়া ফুলের, মধ্যে পরাগ অবস্থিত। ফুল গন্ধহীন। গাছে ফুটন্ত ফুল বেশ অনেক দিন পর্যন্ত সৌন্দর্য ধরে রাখতে সক্ষম এবং ফুলদানি সাজাতেও বেশ মানানসই ফুল।

জিনিয়া ফুলের রং বৈচিত্র্য ও গঠন ডালিয়া ও চন্দ্রমলি্লকার সঙ্গে মিল আছে। বীজের মাধ্যমে এর বংশবিস্তার করা হয়। জুন মাসের মাঝামাঝি থেকে অক্টোবরে এ ফুলে বীজ বপন, টবে বা মূল জমিতে রোপণ এবং চারা উৎপাদনের উপযুক্ত সময়। রৌদ্রোজ্জ্বল সুনিষ্কাশিত উর্বর দোঅাঁশ মাটি এ ফুল উৎপাদনের জন্য বেশি উপযোগী। প্রয়োজনে সেচ দিতে হবে এবং পানি নিকাশের উত্তম ব্যবস্থা রাখতে হবে।


● ডায়ান্থাস ফুল :
আমাদের দেশে শখের বাগানের শীতের অন্যতম ফুল ডায়ান্থাস। যদিও আমাদের দেশে এটি শীত কালীন ফুলহিসাবে দেখা হলেও এটি বহুবর্ষজীবি।

যেখানে গ্রীষ্মকালে ঠান্ডা থাকে সেখানে রেখে দিলে সারা বছর ফুল পাওয়া যায়। এর অনেক রকমের মন মাতানো রঙের হয়। কখনো এক রঙের কখনো বা বাই কালারের। গাছের উচ্চতা ১৫ থকে ৪৫ সে.মি র মধ্যে হয়।


● কৃষকলি; সন্ধ্যা মালতী ; সন্ধ্যামনি ফুল :
কৃষ্ণকলি ফুল তবে এই ফুলকে অনেকে ডাকে সন্ধ্যামালতী কখনো বা সন্ধ্যামনি নামে। কৃষ্ণকলি আমাদের দেশীয় ফুল। এটি হাত দেড়েক লম্বা এবং এতে ছোট ছোট ফুল ফোটে। কোনোটি সাদা আবার কোনোটি গোলাপি। কৃষ্ণকলি নামটা পাওয়া যায় H. Piddington সংকলিত An English index to the plants of India (১৮৩২) বইতে। বইটি গুগুল লাইব্রেরীতে আছে। মজার বিষয় হলো বাংলা / সংস্কৃত / তামিল / হিন্দী ভাষায় এই উপমহাদেশের বেশীরভাগ উদ্ভিদে স্থানীয় নাম বিদ্যমান। গাছ লাগানোর ক্ষেত্রে ৮ থেকে ১২ ইঞ্চি মাপের টবই যথেষ্ট। সন্ধ্যামালতী নামের সঙ্গে এ ফুলের রয়েছে অদ্ভুত এক মিল।

পড়ন্ত বিকেলের শেষ ও সন্ধ্যায় এ ফুল ফোটে। সন্ধ্যা হতে না হতেই ফুল ফোটে, তাই এর নাম সন্ধ্যামালতী। সারারাতব্যাপী ফুলেরা থাকে প্রস্ফুটিত অমলিন এবং সূর্যের আলোয় ফুলগুলো ঝিমিয়ে যায়। কিছু কিছু সন্ধ্যামালতীর রয়েছে সুমিষ্ট গন্ধ, তবে সব ফুলে নয়। ফুলটি দিয়ে গাঁথা যায় বিনা সুতার মালা। সাধারণত সন্ধ্যার সময় ফুটলেও কখনো কখনো শীতের সকালেও ফুল ফুটতে দেখা যায়।

অন্যান্য স্থানীয় নামঃ Four O'clock, Beauty-of-the-night, Marvel of Peru , Krishnakeli
বৈজ্ঞানিক নামঃ Mirabilis jalapa Family: Nyctaginaceae (Bougainvillea family)

সন্ধ্যামালতী এমন এক ধরণের ফুল যা সাধারণত বসতবাড়ি সাজানোর কাজে ব্যবহৃত হয়। সন্ধ্যামালতী বিভিন্ন রঙের হয়ে থাকে। সম্ভবত এই ফুল পেরু হতে অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে। সন্ধ্যামালতীর অন্যতম একটি বৈশিষ্ট্য হল এতে একটি গাছেই বিভিন্ন রঙের ফুল ফুটতে পারে। শুধু তাই না, মাঝেমাঝে একই ফুলে বিভিন্ন রঙ দেখা যায়।

ফুটন্ত ফুলগাছ দেখতে খুবই নয়নাবিরাম। ফুল ফোটার ব্যাপ্তিকাল গ্রীষ্ম থেকে শুরু করে হেমন্তকাল পর্যন্ত। বাংলাদেশের মানুষের কাছে এ ফুল আবার সন্ধ্যামণি ও কৃষ্ণকলি নামেও পরিচিত। বর্ষাকাল ও শরৎকালে গাছ ফুলে ফুলে ভরে যায়। গাছের শিকড় থেকে ডালিয়ার মতো স্ফীত কন্দ জন্মায়। এ কন্দ থেকে পরবর্তী বছর গাছ জন্মানো সম্ভব। বীজ থেকেও চারা জন্মে। সন্ধ্যামালতী খুব কষ্টসহিষ্ণু।

■ ব্যবহার :
সন্ধ্যামালতী ফুল সাধারণত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে রঙের কাজে ব্যবহৃত হয়। তাছাড়া এর পাতাও খাওয়া যায়, অবশ্য তা কেবল জরুরি প্রয়োজনে রান্না করেই তা সম্ভব। এছাড়া কেক ও জেলী রঙের কাজেও এর রঙ ব্যবহৃত হয়।
এছাড়া বিভিন্ন ভেষজ ঔষধ তৈরীতে এর ফুল ও শিকড় ব্যবহৃত হয়। তাছাড়া এর পাতার রসও ক্ষত সারানোর কাজে ব্যবহৃত হয়।

● ডেইজি ফুল :
ডেইজি ফুলের সাথে পবিত্রতা, নিষ্পাপতা, সৌন্দর্য, ধৈর্য এবং সরলতা প্রতীক হিসেবে পরিচিত। মধ্যযুগের চিত্রকলায় ডেইজি ফুল তৃণভূমির ফুল হিসেবে ব্যাপক ব্যবহৃত হয়েছে।

ডেইজি ফুল চার হাজার বছরের পুরনো এমনটি বিশ্বাস করা হয় এবং ক্রিট দ্বীপে মাইনোন প্রাসাদ খননের সময় ডেইজি ফুলকে চুলের কাঁটা হিসেবে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। আরও প্রাচীনকালে, মিসরীয় সভ্যতায় সিরামিকের বিভিন্ন সামগ্রী ডেইজি ফুল দ্বারা সাজানো হতো।


● প্যানজি ফুল :

প্যান্সি শীতের সবচাইতে সুন্দর ফুল। রসালো ভারী পাতার কিনারায় নকশা করা। সবুজ পাতার ওপর রংবেরঙের ফুল প্রজাপতির মতো দেখায়। ফুলের ওপরের দিকে থাকে দুটি পাপড়ি আর নিচের দিকে তিনটি।

নিচের পাপড়ি তিনটির আবার দুটির গড়ন এক রকম। বাকিটির রঙের মিশ্রণ ভিন্ন রকম। সুন্দর প্যান্সি দেখা যাবে কার্জন হলের বাগানে।
ফুলগুলি বিভিন্ন রং এর পাওয়া যায়। টবে, বাগানের বেড করে লাগানো করা যায়। এর প্রচুর হাইব্রিড প্রজাতি রয়েছে। প্যান্সি এতুটাই জনপ্রিয় ফুল যে বাগানবিলাসীদের কাছে এটি ৪০০ এরও বেশী নামে পরিচিত।

অন্যান্য নামের মধ্যে Viola, Pansy, Pansy Violet, heartsease, love in idleness, flower of Jove, Johnny Jump Up নাম গুলো উল্লেখযোগ্য।

ফুলের নাম- প্যান্সি/Pansy
বৈজ্ঞানিক নাম - Viola tricolor hortensis
প্যান্সি ফুল Violaceae পরিবারের একটি উদ্ভিদ।



● সিলভিয়া ফুল :
সিলভিয়া রেড এটি সাধারনত শীতকালীন ফুল। নভেম্বর থেকে ফেব্রুয়ারী পযর্ন্ত এই ফুল ফুটে থাকে। অক্টোবর থেকে নভেম্বর মাস চারা রোপনের উপযুক্ত সময়।আপনার বাগানে, ছাদে, টবে, লনে চারা রোপন করা যাবে।


বিচিত্র সব দেশী- বিদেশী শীতের ফুল পরিচিতি নিয়ে ধারাবাহিক পর্ব সমূহঃ
■ ফুল পরিচিতি » দৃষ্টিনন্দন শীতের ফুল পর্ব-১
■ ফুল পরিচিতি » দৃষ্টিনন্দন শীতের ফুল পর্ব- ৩
■ ফুল পরিচিতি » দৃষ্টিনন্দন শীতের ফুল পর্ব-৪ (শেষ পর্ব )

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ফুলে ফুলে ভরে গেছে মন
বন্ধু তোমাকেই বড় প্রয়োজন।

প্রিয়তে নিয়ে রাখলাম।

শুভ সকাল।

ধন্যবাদ।

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫

নিয়াজ সুমন বলেছেন: পুষ্পের রঙে রঙিন হোক আপনার জীবন। ভালোবাসা নিবেন প্রিয়।

২| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর পোষ্ট। :D

০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১০

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ শোভন ভাই, ভালোবাসা ও সন্ধ্যামালতী ফুলের অপ্রিম শুভেচ্ছা থাকলো।

৩| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪

ওমেরা বলেছেন: ফুল ও পরিচয় ভাল লাগল ।

০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপু, জিনিয়া ফুলের শুভেচ্ছা আপনার জন্য।

৪| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৬

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর সব ফুল আর পরিচয় !!
ভালোলাগা ।

০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৯

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ মনিরা আপু, আপনার জন্য একগুচ্ছ সিলভিয়া ফুলের শুভেচ্ছা।

৫| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮

পার্থ তালুকদার বলেছেন: ফুলের বাহার !!

০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০০

নিয়াজ সুমন বলেছেন: পড়ন্ত বেলায় আপনাকে জানাই এক গুচ্ছ ডায়ান্থাস ফুলের শুছেচ্ছা। ফুলের মতো বাহারি রঙে রঙিন হোক আপনার মুর্হূতগুলো ।

৬| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: একটি গাছে বারটি ডাল রয়েছে, প্রতিটি ডালে ত্রিশটি করে পাতা, প্রতিটি পাতায় পাঁচটি করে ফুল রয়েছে, দুটি ফুলে রোদ আর তিনটি ফুলে ছায়া পরে আছে। ___ এ কথা গুলোর অর্থ কি?

০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

নিয়াজ সুমন বলেছেন: নুর ভাইয়া, আন্তরিকভাবে দুঃখিত যে, আপনি কি বুঝাতে চেয়েছেন ?
আপনার প্রশ্নটা বুঝে উঠতে সক্ষম হলাম না !!!

৭| ০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ সুন্দর সুন্দর ফুলের ছবি সাথে বিবরণের জন্য ।
কামনা করি সকল মানুষের মন হোক ফুলের মত সুন্দর
সুন্দর মনের রঙ্গীন পাপরী মেলে ধরুক তার চারিধারে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩২

নিয়াজ সুমন বলেছেন: আপনার সুন্দর শুভ ইচ্ছা পূর্ণ হোক। সবার ঘরে ঘরে ফুলের সৌরভ ছড়িয়ে পড়ুক।
প্রিয় আলী ভাইয়া, আপনাকেও অনেক অনেক ভালোবাসা।

৮| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:২০

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !!

০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৫

নিয়াজ সুমন বলেছেন: মিতা, আপনাকেও ধন্যবাদ সাথে শুভেচ্ছা রইলো ।

৯| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:২০

করুণাধারা বলেছেন: ফুলের ছবি দেখে মন জুড়িয়ে গেল। অনেক ফুল পরিচিত কিন্তু নাম জানতাম না। অজস্র ধন্যবাদ।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭

নিয়াজ সুমন বলেছেন:
আপনার মনে শান্তির সুবাতাস বয়ে গেল জানতে পেরে আনন্দিত হলাম। মনের শান্তির সবসময় বজায় থাকুক। এমন প্রত্যাশা করি। শুভেচ্ছা রইলো।

১০| ০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগলো রেখেগেলাম

পোষ্টে +

০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ বাবু ভাইয়া, আপনার জন্যও ভালোবাসা রইলো হৃদয় গহীন থেকে।

১১| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

ফেরদৌসা রুহী বলেছেন: জানলাম নানা রকম ফুল নিয়ে।

আমারো আছে নানা ফুলের গাছ। ভাবছি একদিন হাজির হবো ফুল নিয়ে।

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ রুহী আপু, বাহারি ফুল নিয়ে আপনার পোস্টের জন্য অপেক্ষায় থাকলাম।
শুভকামনা রইলো আপনার জন্য।

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৮

সাখাওয়াত ইমন বলেছেন: অশেষ ধন্যবাদ।

০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০২

নিয়াজ সুমন বলেছেন: ইমন ভাইয়া, আপনাকেও ধন্যবাদ ও ভালোবাসা।

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪১

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর পোস্ট!:)


শুভকামনা!:)

০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১২

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ রহমান ভাইয়া, শুভেচ্ছা সহ অকৃত্রিম ভালোবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.