নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর ■ www.facebook.com/niazuddin.sumon

নিয়াজ সুমন

ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।

নিয়াজ সুমন › বিস্তারিত পোস্টঃ

⌂ শীতের পাখি পরিচিতি » হাঁস ■ রঙ বেরঙের শীতের পরিযায়ী পাখি » পর্ব- ১

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫০


পৃথিবীটা যেন তাদের হাতের মুঠোয়। পাখিদের আকাশে কোন সীমানারেখা নেই। নেই কোন বাধা-বিপত্তি। যখন যেখানে খুশি যেতে পারে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে। এক দেশ থেকে অন্য দেশে। খাদ্যের সন্ধানে ব্যস্ত থাকে তারা। বিচিত্র তাদের সন্তান পালন, বাসা তৈরির কৌশল। ঝড়, বৃষ্টি, তুষারপাতসহ প্রকৃতির হাজারও প্রতিকূলতা থেকে বাঁচতে তারা পাড়ি জমায় হাজার হাজার মাইল দূরের দেশে। প্রাণী বিজ্ঞানীদের মতে, উপমহাদেশে ২ হাজার ১০০টি প্রজাতির পাখি আছে। তবে এর মধ্যে প্রায় সাড়ে ৩শ' প্রজাতির পাখি হিমালয় পেরিয়ে আমাদের দেশে চলে আসে। এরা শীতের অতিথি পাখি। এ দেশের পাখিপ্রেমীরা বিদেশ থেকে আসা এই পাখিদের অতিথি পাখি না বলে পরিযায়ী পাখি বলেন। পরিযায়ী পাখি মানেই পানিতে এসে বসা ২৫ প্রজাতির হাঁসকে বোঝানো হয়। মেটে রাজহাঁস, রাজহাঁস, মার্গেঞ্জার, নাকটা হাঁস, চখাচখি, রাজমণি হাঁস, বড় সরালি, ল্যাঞ্জা হাঁস, খুন্তে হাঁস, পাতারি হাঁস, ফুলুরি হাঁস, পিয়ং হাঁস, গিরিয়া হাঁস, সিথি হাঁস, নীল শির হাঁস, মান্ডারিন হাঁস, লালঝুটি ভূতি হাঁস, পাতি ভূতি হাঁস, মরচে রঙ ভূতি হাঁস, বিয়ারের ভূতি হাঁস, টিকি হাঁসসহ আরও চার প্রজাতির হাঁস।

■ মেটে বা ধূসর রাজহাঁস ■


■ কালো হাঁস ■

হাঁস দেখতে বেশ বড়, শীতে সংকীর্ণ হয়ে থাকা জলাশয়ে বসে, ফলে একসঙ্গে অনেকগুলো পাখি দেখা যায়। তাই আমাদের মনে গেঁথে রয়েছে অতিথি পাখি মানেই হাঁস। সেপ্টেম্বরের শুরুতে এরা ডেরা বাঁধতে থাকে বাংলাদেশে।
বাংলার ভূখণ্ডে মানুষের বসতির ইতিহাস পাখির পরিভ্রমণের চেয়ে অনেকটাই নতুন, মাত্র ২০ থেকে ৩০ হাজার বছর আগে বাংলায় মানুষের বসতি। তাই বরং বলা শ্রেয় যে বাংলার এ ভূখণ্ডে আমরাই অতিথি।

■ ডুবুরি হাঁস ■

অতিথি পাখি বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শীতের শুরুতে দূর-দূরান্ত থেকে উড়ে আসা হাজারও অতিথি পাখির কলতানে মুখরিত হয় বাংলাদেশের প্রকৃতি। দেশের বিভিন্ন হাওর-বাওর, ছোট-বড় জলাশয়ে মোট ৬৫৩ প্রজাতির পাখি আজ পর্যন্ত পাওয়া গেছে। এগুলোর মধ্যে প্রায় ৩০০ জাতের পাখি পুরো বছর আমাদের দেশে থাকতে পারে না। খাবারের খোঁজে, নিরাপদে বংশবিস্তারের জন্য তাদের এই ভ্রমণ।

■ উত্তরে খুন্তে হাঁস ■

পাখি বিশেষজ্ঞদের মতে, ডিসেম্বর-জানুয়ারি এ দু' মাসে সবচেয়ে বেশি পাখি এদেশে আসে। বাতাসে শীতের আমেজ লাগতেই আমাদের হাওর, বিল, চরাঞ্চলে দেখা যায় হাজার হাজার অতিথি পাখি। ইংল্যান্ডের নর্থ হ্যামশায়ার, সাইবেরিয়া কিংবা এন্টার্কটিকার তীব্র শীত থেকে বাঁচতে এরা পাড়ি জমায় দক্ষিণের কম শীতের দেশে। প্রকৃতিগতভাবেই এ পাখিদের শারীরিক গঠন খুব মজবুত। এরা সাধারণত ৬০০ থেকে ১৩০০ মিটার উঁচু দিয়ে উড়ে যায়। ছোট পাখিদের ঘণ্টায় গতি ৩০ কিলোমিটার। দিনে-রাতে এরা প্রায় ২৫০ কিলোমটার উড়তে পারে। বড় পাখিরা ঘণ্টায় ৮০ কিলোমিটার অনায়াসে উড়তে পারে। আশ্চর্যের বিষয় এসব পাখি তাদের গন্তব্যস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারে। বিশেষজ্ঞদের মতে, এসব পাখির রয়েছে বংশগত সূত্রে পাওয়া বিশেষ দিক নির্ণায়ক ক্ষমতা।

■ গিরিয়া বা জিরিয়া হাঁস ■

■ রাজহাঁস ■

শীতের পরিযায়ী পাখি পরবর্তী পর্ব সমূহঃ
⌂ শীতের পাখি পরিচিতি » হাঁস ■ রঙ বেরঙের শীতের পরিযায়ী পাখি » পর্ব- ২
⌂ শীতের পাখি পরিচিতি » হাঁস ■ রঙ বেরঙের শীতের পরিযায়ী পাখি » পর্ব- ৩

মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৬

জাহিদ অনিক বলেছেন:
এই শীতে তোলা ছবিগুলো ?
সাইবেরিয়া থেকে ওরা এসে গেছে ?
কোথা থেকে তুললেন ?

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৩

নিয়াজ সুমন বলেছেন:
অনিক ভাই, আপনি তো বেশ মজার মানুষ, ভালো রসিকতা করতে পারেন!
হা হা হা
এইগুলো ফাইল ছবি..

২| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

জাহিদ অনিক বলেছেন:

ধুর ! রসিকতা করলাম কই !
আমি ভাবলাম পাখি দেখতে যাব !

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২২

নিয়াজ সুমন বলেছেন: ঠিক আছে, সময় ঠিক করে নেন। সম্ভব হলে আামকেও বলেন। কখন কোথায় যাবেন।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৩

জাহিদ অনিক বলেছেন:

বেশ তো, জানাবো আপনাকে।

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৪

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ প্রিয়।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৬

মোস্তফা সোহেল বলেছেন: জাহিদ ভাইয়ের সাথে আমিও যাব পাখি দেখতে।
সুমন ভাই হাস পাখির ছবি গুলো অনেক সুন্দর।

১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২০

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই, ভ্রমণ সঙ্গী হিসেবে আপনাকেও পেলাম।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: সাইবেরিয়া থেকে হাঁস আসে? না সেগুলোকে অতিথি পাখি বলে?

১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

নিয়াজ সুমন বলেছেন:
ধন্যবাদ নুর ভাইয়া, আপনার সুন্দর প্রশ্নের জন্য।
বাহিরের দেশে থেকে এই শীতে আমাদের দেশে যত পাখি আসে সবগুলোই আমাদের জন্য অতিথি পাখি। এই অতিথি পাখিগুলোর মধ্যে হাঁস যেমন আছে তেমনি আছে আরো বিভিন্ন প্রকার পাখি। চোখের দৃষ্টিতে হাঁসকে আমাদের পাখি মনে না হলেও। তারা ও পাখি গোষ্ঠির মধ্যে পড়ে কেননা হাঁসের মধ্য প্রায় 30-40 প্রজাতির হাঁস আছে যারা বেশ ভালই উড়াউড়ি করতে পারে।
হাঁস কোথায় থেকে আসে তা বলিনি, আমি শুধু অতিথি পাখি কোথায় থেকে আসে তার একটা ধারণা দিয়েছি। আর ছবিগুলো তে শুধু হাঁস প্রজাতিকে দেখানো হয়েছে। কেননা পরিযায়ী পাখি বলতে শুধুমাত্র পচিঁশ প্রজাতির হাঁসকে বুঝানো হয়। আর তাই শুধু পোস্ট টাকে হাঁসের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছি।

৬| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১০

নিশাত১২৩ বলেছেন: এত প্রজাতির হাসের খবর জানতাম না! জানা হলো।

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৬

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন, পাশে থাকুন।

৭| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন:





হাঁস প্রজাতির পাখি বেশ কিউট । অদ্ভুত স্নিগ্ধতা কাজ করে । চমৎকার !

১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকে। সহমত আপনার সাথে।

৮| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১

গেম চেঞ্জার বলেছেন: দারুণ পোস্ট!!

১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ প্রিয়। শুভেচ্ছা রইলো।

৯| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

সুমন কর বলেছেন: ছবিগুলো দেখে গেলাম.....

১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৪

নিয়াজ সুমন বলেছেন: দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন মিতা।

১০| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাইয়া, শুভেচ্ছা রইলো আপনার প্রতি।

১১| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৫

ফেরদৌসা রুহী বলেছেন: জানলাম নানা রকম হাস সম্পর্কে।

১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

নিয়াজ সুমন বলেছেন: সামনে আরো অনেক হাস সর্ম্পকে বিস্তারিত লেখার আগ্রহ আছে। আশাকরি ভালো লাগবে। শুভেচ্ছা নিবেন।

১২| ১৮ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিনা খরচে অনেক কিছু জানতে পারলাম।
ধন্যবাদ।

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৩

নিয়াজ সুমন বলেছেন: সব তো জেনে গেলেন –
গৃহপালিত হাঁস জব করে দাওয়াত কবে দিবেন ?
ধন্যবাদ আপনাকে।

১৩| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

ডি মুন বলেছেন: পাখিদের দেখলেই আনন্দ হয় ।

প্রতিবছর আরো অনেক অনেক অতিথি/পরিযায়ী পাখি আসুক বাংলাদেশ নামের এই নরকে।
এটাই কামনা।

২৩ শে জুন, ২০২০ সকাল ১১:১২

নিয়াজ সুমন বলেছেন: সত্যি দুঃখিত যে এত র্দীঘ সময় পরে এসে কমেন্ট এর উত্তর দিচ্ছি ।
সামুর যান্ত্রিক ত্রুটির জন্য নোটিফিকেশন গুলো আমার নজরে এতদিন আসেনি।
আজ হঠাৎ পুরানো সময়ের ব্লগ দেখতে গিয়ে আপনার কমেন্ট চোখে পড়লো।

পাখি সত্যিই সৃষ্টির অন্যতম একটি সুন্দর জিনিস। আশা করি নরক থেকে এই দেশ একদিন স্বর্গ হবে।

১৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

মনিরা সুলতানা বলেছেন: কি সুন্দর কী যে সুন্দর ।

২৩ শে জুন, ২০২০ দুপুর ১২:০৯

নিয়াজ সুমন বলেছেন: সরি সরি সরি,
আপু,




এত র্দীঘ সময় পরে এসে কমেন্ট এর উত্তর দিচ্ছি ।
সামুর যান্ত্রিক ত্রুটির জন্য নোটিফিকেশন গুলো আমার নজরে এতদিন আসেনি।
আজ হঠাৎ পুরানো সময়ের ব্লগ দেখতে গিয়ে আপনার কমেন্ট চোখে পড়লো ।

আশারাখি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন।

১৫| ২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:২১

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা আমি ও আজ নোটিফিকেশন পেয়ে অবাক !!
যাইহোক ব্যাপার না , আলহামদুলিল্লাহ ভালো আছি যতটুকু এই করোনা কালে সম্ভব।

শুভ কামনা ভালো থাকুন।

২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৩০

নিয়াজ সুমন বলেছেন: আপনিও ভাল থাকুন। নিরাপদে থাকুন । শুভ কামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.