নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর ■ www.facebook.com/niazuddin.sumon

নিয়াজ সুমন

ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।

নিয়াজ সুমন › বিস্তারিত পোস্টঃ

⌂ আলোকচিত্র » ২০১৭ সেরা ছবি ■ দেখে নিন পাখির সেরা আলোকচিত্রগুলো

৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯


চমৎকার নান্দনিক ছবি সবার মন কাড়ে। সেই ছবি যদি হয় কোন প্রাকৃতিক বিষয় নিয়ে তাহলে তো কথায় নেই। মহান আল্লাহর অনিন্দ সুন্দর এক সৃষ্টি হলো এই পাখি। নানা রঙের নানা ঢঙের কত বিচিত্র যে পাখি আছে বলে শেষ করা যাবে না। এক জনমে একজন মানুষের পক্ষেও সম্ভবও না এত পাখি দেখা। আজ থাকবে পেশাদার আলোকচিত্রদের নিপুন হাতে তোলা এমন সেরা বাইশটি দৃষ্টিনন্দন পাখির ছবি যা দেখে আপনি অবাক হবেন নিশ্চিত করে বলতে পারি। তাহলে চলুন দেখে আসি…

সোনালি-কাঠঠোকরা
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ সিঙ্গাপুরে এক ট্রাকের আয়নায় নিজেকে দেখার সময় এই সোনালি-কাঠঠোকরাকে ফ্রেমবন্দী করেন কেল্ভিন ডাও


■ ফিঞ্চ জাতীয় এই ক্ষুদে পাখি
ফিঞ্চ জাতীয় এই ক্ষুদে পাখিদের বাড়ি ফেরার দুর্দান্ত ছবিটি তোলেন ওয়েবার মার্ক। তার মতে ডানার মধ্যে দিয়ে চলে আসা আলোকরশ্মি এই ছবিটিকে দিয়েছে অনন্য আকর্ষণ।

কুটের লড়াই
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ কুটের লড়াই- অ্যান্ড্রূ পার্কিনসন, যুক্তরাজ্য
পাখির স্বভাব বিভাগে স্বর্ণপদক প্রাপ্ত ছবিটি তোলা হয়েছিল গোধূলিলগ্নে দুই পাতি-কুটের এলাকার দখল নিয়ে লড়াইয়ের কালে।

সূর্যের আহ্বান
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ সূর্যের আহ্বান- অন্দ্রেই পেলানেক, চেক প্রজাতন্ত্র
তরুণ পাখির আলোকচিত্রগ্রাহক বিভাগে স্বর্ণপদক প্রাপ্ত ছবিতে জুলফি-পানচিলকে হাঙ্গেরির এক বাদাতে দেখা যাচ্ছে আপন আলয়ে।

লক্ষ্মী-প্যাঁচার ঘুরপাক
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ লক্ষ্মী-প্যাঁচার ঘুরপাক – রয় রিমার, যুক্তরাজ্য
শিকারের সন্ধানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে লক্ষ্মী-প্যাঁচা।

দাড়িওয়ালা সূর্যাস্ত
■ দাড়িওয়ালা সূর্যাস্ত- মারকুস ভারেসভুও, ফিনল্যান্ড
সুচালো দাড়িওয়ালা পাখির সেরা পোর্টফোলিও বিভাগে বিজয়ী ছবিটি তোলা হয়েছিল ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে এক মধ্য-শীতের সূর্য ডোবার কালে।

গোধুলী
■ গোধুলী- মারকুস ভারেসভুও, ফিনল্যান্ড
উত্তর-পূর্ব ফিনল্যান্ডে এক গোধূলি লগ্নে তোলা হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় প্যাঁচার এই সাদা-কালো ছবিটি।

পর্বত শিখরে আন্দেজের কনডর
■ পর্বত শিখরে আন্দেজের কনডর – বেন হল, যুক্তরাজ্য
আপন পরিবেশে পাখি বিভাগে স্বর্ণপদক প্রাপ্ত ছবিতে চিলির তোরেস দেল পাইনে ন্যাশনাল পার্কার সুউচ্চ শিখরের কাছে এই বিরল বিপন্ন পাখিটি থার্মাল বাতাসে ভর করে শিকার খুঁজছে।

ডানার গঠন
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ ডানার গঠন – ট্ম হাইন্স, যুক্তরাজ্য
ডিটেইল বিভাগে স্বর্ণপদক প্রাপ্ত ছবিটিতে দেখানো হয়েছে বড়-পানকৌড়ির ডানার গড়ন। ছবি তোলা হয়েছে লন্ডনের হাইড পার্কে।

আয়না
■ আয়না – জর্জিনা স্টাইলার, অস্ট্রেলিয়া
এক প্রশান্ত-কালোহাঁসের পার্থের ছোট এক হ্রদে ডোবাডুবি করার সময় এই অসাধারণ বর্ণীল চকচকে পালকগুলোর ছবি প্রতিবিম্ব সহ ধারণ করতে সক্ষম হন জর্জিনা।

দিনের শিকার
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ দিনের শিকার – ভিন্স বার্টন, যুক্তরাজ্য
আমাদের পরিচিত পাতি-মাছরাঙা ইংল্যান্ডের সাফোকে মাছ ধরে উড়ে এক ডালে বসে মাছটিকে শূন্যে ফের ছুড়ে দিয়ে গলাধকরণের ঠিক আগের মুহূর্ত।

ক্ল্যামোফ্লেজ
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ ক্ল্যামোফ্লেজ-ড্যানিয়েল স্টেনবার্গ, সুইডেন
সুইডেনের রাজধানী স্টকহোমে এক জলাতে প্রায় মিশে আছে নীলমাথা-হাঁস।

পাতি-মার্গেঞ্জার ও ছানা
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ পাতি-মার্গেঞ্জার ও ছানা, জোনাথন গাউন্ট, যুক্তরাজ্য
এক স্ত্রী পাতি-মার্গেঞ্জার তার সদ্য ফোটা ছানাদের নিয়ে উজানের দিকে চলছে।

নিত্যদিনের ঝুড়ি
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ নিত্যদিনের ঝুড়ি- আইওনেল ওনোফ্রাস, রোমানিয়া
দানিয়ুব নদীর বদ্বীপ অঞ্চলে শিকাররত এক বড়-ধলাগগনবেড়

যুদ্ধ
■ যুদ্ধ - হোসে গার্সিয়া, আমেরিকা
ফ্লোরিডার এক জলাভূমিতে বড়-ধলাবকের সাথে সবুজ সাপটির যুদ্ধ চলেছিল প্রায় ২০ মিনিট, শেষমেশ বকটি সাপকে ছেড়ে দিতে বাধ্য হয়!

ধুপনি-বক
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ ধুপনি-বক, আহমেদ আলেসসা, কুয়েত
হাঙ্গেরিতে তোলা ধুপনি বকের ছবি।

দুরন্ত গতি
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ দুরন্ত গতি – ফয়সাল আলনোমাস, কুয়েত
এক বড়-টিকিপানচিলের ছানা দুরন্ত গতিতে ছুটে যাচ্ছে তার খাবারের দিকে।

সব পাখিদের ভড়কে দিয়ে
■ R KAPUS
গ্যাবোর ক্যাপুস এসেক্সে পাখি রিং করতে গিয়েছিলেন, সেখানে মিস্ট-নেট ছোড়ার মুহূর্তের ছবি তোলার চেষ্টা করার সময় এই শেয়ালটি ক্যামেরার সামনে এসে উপস্থিত সব পাখিদের ভড়কে দিয়ে এই ছবিটি তুলতে সাহায্য করে।

চিলটি মাটি স্পর্শই করে নাই!
■ নতুন ভঙ্গিতে লাল-চিলের ছবি তোলা অত্যন্ত কঠিন, তাই জেমি হল সেই চিলের আশায় একটা মৃত কেঁচোর পাশে ক্যামেরা সেট করে ১৩০ ফুট দূর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে এই ছবিটি তোলেন যেখানে চিলটি মাটি স্পর্শই করে নাই!

সারসের ঝাঁকের ছবি
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ পশ্চিম পোল্যান্ডের অদ্রা উপত্যকায় পিওতর চাহরার তোলা সারসের ঝাঁকের ছবি জলরাজ্যে।

■ নরওয়ের ট্রোনডেলাগ বন্দরে পাল হেরমান্সেন পানির মধ্যে দিয়ে এগিয়ে চলা আইডার হাঁসের এই অনন্য সাধারণ ছবিটি তুলতে সক্ষম হন। আইডার হাঁসের এই অনন্য সাধারণ ছবি

লক্ষ্মী-প্যাঁচার শিকার
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ লক্ষ্মী-প্যাঁচার শিকার – জেমি হল, ইংল্যান্ড
বাগানের পাখি বিভাগে স্বর্ণপদক প্রাপ্ত ছবিতে দেখা হচ্ছে ছুঁচো আর ইঁদুরের সন্ধানে লক্ষ্মী-প্যাঁচাকে।


তথ্যসূত্র: গার্ডিয়ান

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২

জাহিদ অনিক বলেছেন:
দুর্দান্ত সব ছবি।
একেকটা ছবি একেক ধরনের।
বেশ। দেখে ভালো লাগলো বেশ।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ প্রিয়। পড়ন্ত বেলায় অগ্রিম শুভেচ্ছা নতুন বছরের।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: নতুনের শুভেচ্ছা রইল ।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮

নিয়াজ সুমন বলেছেন: আপনার প্রতি ও রইলো আমার অকৃত্রিম ভালোবাসা ও নতুন বছরের শুভেচ্ছা।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছবিতো নয় যেন একেক মহাকাব্য :)

দারুন লাগল দুর্দান্ত সব ছবিগুলো :)

শুভেচ্ছা

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকেও। সাথে নতুন বছরের শুভেচ্ছা জানবেন।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

মনিরা সুলতানা বলেছেন: অপূর্ব !!!
খুব খুব ভালোলাগা ।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ মনিরা আপু, নতুন বছেরর শুভেচ্চা জানেবন।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

করুণাধারা বলেছেন: প্রতিটা ছবিই অনন্য। ধন্যবাদ এই চমৎকার ছবি ব্লগের জন্য।

০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৭

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকেও। ভালোবাসা নিবেন। নতুন বছরের শুভেচ্ছা জানবেন।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১২

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩

নিয়াজ সুমন বলেছেন: আপনার জন্য ও রইেলা নতুন বছরের নতুন দিনের শুভেচ্ছা।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

সনেট কবি বলেছেন: অপূর্ব সুন্দুর!

০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ সনেট কবি। শুভেচ্ছা সহ শুভকামনা।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৮

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।

০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ মিতা। নতুন বছরের শুভেচ্ছা থাকলো।

৯| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮

সাইন বোর্ড বলেছেন: সুন্দর সংগ্রহ...

০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা সহ ভালোবাসা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.